প্রমোশন দ্রুত পাওয়ার ২০টি বুলেট টিপস!

May 4, 2017 ...

পুরোটা পড়ার সময় নেই ? ব্লগটি একবার শুনে নাও !

দ্রুত প্রমোশন পাওয়াটা সব চাকুরিজীবীরই আজন্ম আরাধ্য সাধ। কিন্তু চাইলেই তো আর দ্রুত প্রমোশন পাওয়া যায় না, এর জন্যে সঠিক উপায়ে চাকুরি করতে হয়। তাই প্রমোশন পাওয়ার খুব তাড়া থাকলে দেখে নিতে হবে এই ২০টি টিপস।

১। অনেকে মনে করতে পারেন, বসের সাথে চাটুকারিতা করাই মনে হয় ক্যারিয়ারে উপরে ওঠার একমাত্র উপায়, কিন্তু আমি এর সাথে সম্পূর্ণ দ্বিমত। বরং আপনি আপনার বসের কাজ সহজ করে দিন। বস যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করুন। বসকে সাহায্য করুন।

২। নিজের কাজগুলো সময়মত শেষ করুন, ডেডলাইনের আগেই কাজ শেষ করে রাখুন। সেই সাথে পাশের কলিগকে তার কাজে সহযোগিতা করুন। মনে রাখবেন, অপরকে সাহায্য করলে নিজের গুরুত্ব বাড়ে। যে কাজ জানে, লোক তার কাছেই যায়। তারই উন্নতি হয় যে নিজে কাজ জানে, কাজ করে, অন্যকে সাহায্য করে, অন্যকে কাজ শিখায় ও অন্যের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারে।

৩। পিয়ন, ড্রাইভার, দারোয়ান- এদের সাথে বাজে ব্যবহার করবেন না। গাল-মন্দ করে কাজ আদায় করা যায় না। সম্মান দিতে শিখুন। তাহলেই সম্মান পাবেন।

৪। আপনার কাজের ফলাফল যাতে সকলের চোখে পড়ে সেভাবে কাজ করুন।

৫। নিজের কাজের ফলাফলগুলো পরিমাপযোগ্য ভাবে সকলের সামনে তুলে ধরুন।

৬। অন্যরা কে কী কাজ করছে সেগুলো সম্পর্কে জানুন। নিজে যা জানেন সেটা অন্যকে শেখান।

10 Minute School Career

৭। কোম্পানির প্রোডাক্ট বুঝুন, সার্ভিস বুঝুন, নিয়ম-কানুন সম্পর্কে জানুন। কোথাও কোন উন্নতি করার সুযোগ আছে কী না দেখুন। আইডিয়া দিন যাতে কোথাও খরচ কমে, আয় বাড়ে।

৮। কীভাবে কোম্পানির বিক্রি বাড়ানো যায় সেই আইডিয়া দিন, নতুন কাস্টমার তৈরিতে সহায়তা করুন। আপনি যেই ডিপার্টমেন্টেই থাকুন না কেন, এসব ব্যাপারে সহায়তা করুন।

৯। অন্যকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হয়। কাজেই, নিজের প্রেজেন্টেশন স্কিল ভালো করুন।

কাজ-কর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরুন

চাকরিজীবীদের জন্য English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার দক্ষতা।
  • অফিসে যোগাযোগ, মিটিং-এ সঠিক শব্দ ও উচ্চারণে ইংরেজিতে কথা বলার সহজ উপায়।
  •  

    ১০। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এডিটিং এর কাজ শিখুন। এগুলো আপনাকে বসের অনেক কাছে নিয়ে যাবে। স্টুডেন্ট লাইফেই এসবের উপরে কোর্স করে রাখবেন।

    ১১। ট্রেনিং করুন, নিজে শিখুন, অন্যকে শিখান, আবার নিজে নতুন কিছু শিখুন। ক্যারিয়ারে উন্নতি ততই হবে যতই আপনি জানবেন, শিখবেন ও শিখাবেন।

    ১২। এক্সেপশনাল হোন, আপনি কি অরডিনারি নাকি এক্সট্রা-অরডিনারি তা বোঝা যাবে আপনি কতটুকু এক্সট্রা কাজ করছেন তা থেকে।

    ১৩। অফিসে নোংরা রাজনীতির চেষ্টা করবেন না। বাজে শব্দ ব্যবহার করবেন না।

    ১৪। পরনিন্দা করবেন না, একজনের দোষ আরেকজনকে বলবেন না। তাহলে, উভয় ক্ষেত্রেই আস্থা হারাবেন। বরং, সকলকে সম্মান করবেন, কাজের প্রশংসা করবেন। কেউ ভুল করলে গোপনে শুধরে দিবেন। কেউ ভুল করলে তাকে সবার সামনে ডেকে এনে অপমান করলে আপনাকে কিন্তু কেউ ভালোভাবে নিবে না।

    ১৫। কোম্পানির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, নিয়ম বহির্ভূত কোন কাজ করবেন না।

    ১৬। কাউকে বাড়তি সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন। কোম্পানিতে স্বজনপ্রীতি করবেন না।

    ১৭। নিজের কাজ নিয়ে গর্বিত থাকবেন। যখন আপনি খুশিমনে কাজ করবেন, তখন আপনার কাছে আপনার কাজ আর বোঝা বলে মনে হবে না।

    Communication Masterclass by Tahsan Khan

    কোর্সটি করে যা শিখবেন:

  • ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রয়োজনীয় যোগাযোগ কৌশল
  • স্মার্টলি কমিউনিকেট করার প্রয়োজনীয় স্কিলস
  • হাই-প্রোফাইল মানুষদের সাথে নেটওয়ার্কিং এর কৌশল
  •  

    ১৮। সততার সাথে কাজ করুন, সকলের আস্থার মানুষ হিসেবে নিজেকে তুলে ধরুন।

    ১৯। অফিসে সময় মত যাবেন, দেরি করবেন না।

    ২০। কাজ-কর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরুন, লোকে এমনিতেই বুঝবে, আপনার প্রমোশন দরকার এবং আপনিই এর একমাত্র যোগ্য দাবিদার। কথায় নয়, কাজেই নিজেকে প্রমাণ করে দিন।

    প্রমোশন


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন: 


    ১০ মিনিট স্কুলের লাইভ এডমিশন কোচিং ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com/admissions/live/

    ১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: write@10minuteschool.com


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন