ইংরেজিতে কীভাবে ইতিবাচক আবেগ প্রকাশ করবেন?
আজকে আমরা কিছু ইতিবাচক শব্দ এবং বাক্য শিখবো। আমাদের সাথে যখন কেউ খুব happy একটা news বা সুখের একটা সংবাদ share করে,তখন আমাদের সেই situation এ describe করা লাগে আমরা কেমন feel বা অনুভব করছি। so, একারণে আমরা আজকের ক্লাসে শিখবো কিভাবে এই ধরনের positive emotion গুলো বা খুব ভালো লাগছে এই ধরনের feelingগুলো নিয়েও কীভাবে ইংলিশে কথা বলতে পারি।
ইংরেজিতে খুশির আবেগ প্রকাশ
রথমে easy একটা situation. ধরেন, আপনার ভাই খুবই বড় একটা কাজ করলো বা আপনার সাথে খুবই সুখের একটা সংবাদ share করলো; এরপর আপনি নিশ্চয় তার জন্য অনেক বেশি খুশি হবেন, অনেক বেশি excited হবেন। so, এই situation টা আপনি কীভাবে ইংলিশে বর্ণনা দিতে পারেন?
I was _____________when my brother told me the good news.
I was elated when my brother told me the good news. (elated মানে অনেক খুশি)
Elated এর মতো আরেকটা খুব সুন্দর শব্দ আছে যার অর্থ আপনি অনেক বেশি খুশি।
I was ecstatic when my brother told me the good news.
এই দুটো বাক্যের অর্থ হলো আমার ভাই যে খুশির সংবাদটি আমার সাথে share করলো তার জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি।
Elated,esctatic এর মতো আরেকটা শব্দ হলো overjoyed
I was overjoyed when my brother told me the good news.
এটারও অর্থ হলো আমার ভাই একটা সুখের সংবাদ বলার জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি।
I was on cloud nine when my brother told me the good news. On cloud nine মানে আপনি তারজন্য অনেক বেশি খুশি; on cloud nine একটা ইংরেজি বাগধারা)
Next time যখন আপনি এই emotion টা প্রকাশ করতে চাইবেন যে কেউ আপনার সাথে কিছু একটা share করলো এবং আপনি তাদের জন্য অনেক বেশি খুশি বা happy তখন কিন্তু Elated,ecstatic,overjoyed,on cloud nine এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের idiom গুলো ব্যবহার করতে পারেন।
এরপর মনে করেন, কেউ খুব সুখের একটা সংবাদ আপনার সাথে শেয়ার করলো এবং আপনি তাকে বলতে চান আপনি এই সংবাদ টা শুনে অনেক খুশি feel করছেন, অনেক happy feel করছেন।
What a ____________ news.
What a terrific news.
অথবা, What a superb news.
অথবা, What a great news.
What a fantastic news.
What a marvelous news.
সবগুলোরই অর্থ হলো এই সংবাদ টা অনেক খুশির বা সুখের সংবাদ।
আরো পড়ুন: কাঙ্ক্ষিত IELTS Reading Score অর্জনের ১০টি সেরা টিপস!
মনে করেন, একটি অনুষ্ঠানে আপনার দাওয়াত আছে বা একটি অনুষ্ঠানে আপনার যাওয়ার কথা। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনি খুবই excited যে আপনি এই অনুষ্ঠানে যেতে পারছেন বা খুবই happy বা খুবই উৎসাহ আছে এই অনুষ্ঠানটা attend করার জন্য। এই sentence টা বা এই অনুভূতিটাকেও আপনি খুবই সহজে ইংলিশে বর্ণনা করতে পারবেন। sentence টা কি হতে পারে?
I am ____________ to attend the event.
I am looking forward to attend the event. (মানে আমি খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি এই event টা বা এই অনুষ্ঠান টা attend করা বা যাওয়ার জন্য)
এর মতো আরেকটা শব্দ আছে যেটা ব্যবহার করে আপনি same emotion convey করতে পারবেন। শব্দটা হলো eager.
I am eager to attend the event. (এর মানে হলো এই event টা attend করা নিয়ে আমার মধ্যে অনেক উৎসাহ কাজ করছে)
I am enthusiastic to attend the event.
অথবা, I am excited to attend the event.
সবগুলারই মানে সামনে একটা অনুষ্ঠান আছে যেটা আপনার attend করার কথা বা যাওয়ার কথা সেটা attend করা নিয়ে আপনার অনেক উৎসাহ আছে বা আপনি অনেক excited.
আরেকটা বাক্যে move on করি।
ইংরেজিতে ইতিবাচক আবেগ প্রকাশ
মনে করেন, আপনার friend হয়তো খুবই রাতে বাসায় ফিরছে, আপনি তা নিয়ে খুবই চিন্তিত বা অনেক concern যে সে time মতো ফিরলো নাকি, নিরাপদে ফিরলো নাকি? মনে করেন এই situation এ আপনার friend আপনাকে কল দিয়ে বললো যে সে নিরাপদে বাসায় পৌঁছে গেছে। এটাও একটা positive feeling. আপনি যখন এই news টা শুনবেন বা এই সংবাদ টা যখন আপনি শুনবেন, তখন আপনি খুবই relieved বা reassured হবেন। এই চিন্তা মুক্ত হওয়ার অনুভূতিটাও ইংরেজী তে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে বোঝাতে পারি।
After hearing she was safe, I was _____________
After hearing she was safe, I was relieved. (আমি চিন্তা মুক্ত হলাম এটা শোনার পর যে সে নিরাপদে আছে)
After hearing she was safe, I was reassured. (এরও মানে হলো সে নিরাপদে আছে জেনে আমি চিন্তা মুক্ত হলাম)
আরেকটু সহজ শব্দ ব্যবহার করতে চাইলে আমরা বলতে পারি-
After hearing she was safe, I was happy. (এটার মানে হলো যে সে নিরাপদে আছে এটা শুনে অনেক খুশি হলাম)
ইংরেজিতে আগ্রহ প্রকাশ
একটা ভিন্ন situation নিয়ে চিন্তাভাবনা করি। মনে করেন, আপনার হাতে একটা নতুন project আসছে বা আপনি কারো থেকে একটা নতুন project সমন্ধে শুনলেন এবং সেই project নিয়ে আরও বেশি জানার জন্য আপনি অনেক আগ্রহী। এই feeling টাও ইংরেজী তে বোঝানো যায়।
I was ______________ to know more about the project.
I was curious to know more about the project. (এই project টা নিয়ে আরও একটু জানার জন্য আমার মধ্যে অনেক আগ্রহ কাজ করছে)
I was interested to know more about the project. (এরও মানে হলো এই project টা সম্পর্কে জানার জন্য আমি অনেক আগ্রহী)
I was looking forward to know more about the project. (এরও অর্থ হলো এই project টা আরও বেশি জানতে আমার মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করছিলো)
ইংরেজিতে নিশ্চিন্তা প্রকাশ
এরপর ধরেন, আপনি একটা ছুটি কাটিয়ে এসেছেন বা একটা vacation থেকে এসেছেন এবং vacation থেকে আসার পর আপনি অনেক বেশি relax আপনি অনেক বেশি stress-free, আপনার অনেক ভালো লাগছে। এই feeling সম্পর্কেও আপনি ইংরেজীতে কথা বলতে পারবেন। কীভাবে?
After the vacation, I truly felt so____________.
After the vacation, I truly felt so relaxed.
অথবা,After the vacation, I truly felt so stress-free.
এই দুটো বাক্যেরই অর্থ হলো ছুটি কাটিয়ে আসার পর আপনি অনেক ভালো বোধ করছেন।
চাকরিজীবীদের জন্য English
কোর্সটি করে যা শিখবেন:
আমরা যারা যারা ছাত্র-ছাত্রী আছি আমাদের সবার জীবনের একটা common situation, আমরা পরীক্ষা দিয়েছি এবং আমাদের রেজাল্ট বেরিয়েছে। মনে করেন, আপনার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট অনেক ভালো হয়েছে। রেজাল্ট ভালো হলে আমাদের বাবা-মায়েরা অনেক খুশি হয়। এই যে feeling টা, এটা সম্পর্কেও ইংরেজী তে কথা বলা যায়।
My parents were _________________ with my results.
My parents were pleased with my results. (মানে হলো আমার রেজাল্ট নিয়ে আমার বাবা-মা অনেক খুশি)
আপনি চাইলে এটাও বলতে পারেন
My parents were satisfied with my results. (এরও মানে হলো আমার রেজাল্ট নিয়ে আমার বাবা-মা অনেক খুশি)
My parents were overjoyed with my results.
My parents were ecstatic with my results.
My parents were elated with my results.
My parents were on cloud nine with my results.
এই সবগুলোরই অর্থ হলো আমার রেজাল্ট নিয়ে আমার বাবা-মা অনেক খুশি ছিলেন।
আরো পড়ুন: জেনে নিন ইংরেজি রিডিং পড়ার নিয়ম ও English Reading Skill বৃদ্ধি করার উপায়
এরপর ধরেন, আপনার হাতে খুবই exciting একটা project আসছে। আপনি বলতে চাই এই নতুন project নিয়ে আপনি অনেক বেশি উৎসাহিত বা আপনার মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করছে।
I am ____________ about the new project.
I am excited about the new project.
অথবা, I am pumped up about the new project.
অথবা, I am enthusiastic about the new project.
এই সবগুলোরই অর্থ হলো এই নতুন project টা নিয়ে আমার মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করছে বা এই project টা হাতে পেয়ে আমি অনেক খুশি।
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
আজকে আমরা অনেক গুলো শব্দ শিখেছি, অনেকগুলো vocabulary শিখেছি, অনেকগুলো বাক্য শিখেছি ; এগুলো দিয়ে আমরা আমাদের positive emotion বা ইতিবাচক অনুভূতি গুলো বা feeling গুলো নিয়ে কথাবার্তা বলতে পারবো।
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
আপনার কমেন্ট লিখুন