হাসপাতালে ইংরেজিতে কীভাবে কথা বলবেন

January 17, 2022 ...

আজকের ক্লাসে আমরা শিখবো কীভাবে আমরা হাসপাতালে ইংরেজিতে কথা বলতে পারি। অনেক সময় এমন হয় না যে আমরা বিদেশি একটা হাসপাতালে গেলাম, বা বিদেশি কোনো হাসপাতালে আমরা appointment নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইংরেজিতে কথা বলা লাগে। আজকে আমরা খুবই সহজ কিছু ডায়লগের মাধ্যমে শিখবো যে কীভাবে আমরা ইংরেজিতে হাসপাতালে কথা বলতে পারি।

Parts of the human body in English

প্রথমে শিখব কীভাবে আমরা Parts of human body-ও ইংরেজিতে বলতে পারি। খুবই সহজ-

  • Head মানে মাথা
  • Lip মানে ঠোঁট 
  • Mouth মানে মুখ 
  • Tongue মানে জিহ্বা 
  • Foot মানে পা
  • Ear মানে হলো কান
  • Eye মানে হলো চোখ 
  • Nose মানে হলো নাক 
  • Hair মানে হলো চুল
  • Arm মানে হলো বাহু/হাত
  • Leg মানে হলো পা 
  • Hand মানে হলো হাত

হাসপাতালে ইংরেজিতে কথোপকথন

একদম প্রথমে আমাদের হয়তো appointment book করা লাগতে পারে, কীভাবে করতে পারি সেটা?

‘Hello, I’d like to make an appointment with Dr. _______.’

এখানে dash এ আপনি শুধু আপনার ডাক্তারের নামটা বসিয়ে নিবেন, পুরো বাক্যের structure টা কিন্তু একই থাকছে।

যেমন,

‘Hello, I’d like to make an appointment with Dr. Sahana/Maliha.’

এরপরে আপনাকে হয়তো ওপাশ থেকে জিজ্ঞেস করবে যে,

‘What would you like to see her for?’

মানে, আপনি তাঁকে কোন সমস্যার জন্য দেখতে চাচ্ছেন?

এরপরে কিন্তু আপনাকে আপনার সমস্যার কথা বলতে হবে। সেটা কীভাবে বলবেন?

‘I’ve had a pain in my stomach for three days.’

মানে, আমার তিন দিন ধরে খুবই পেটে ব্যথা।

আপনার যদি মাথায় ব্যথা হয়ে থাকে, আপনি সেক্ষেত্রে বলবেন,

‘I’ve had a pain in my head for three days.’

আপনার যা নিয়ে সমস্যা হচ্ছে, সেটা বসিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে!

এরপরে হয়তো তাঁরা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে, আপনি কোন সময় appointment করতে চাচ্ছেন।

‘Do you want to book an appointment with her next Thursday?’

মানে, আপনি আগামী বৃহস্পতিবারে তাঁর সঙ্গে appointment নিতে করতে চাচ্ছেন?’

আপনি যদি মনে করেন যে বৃহস্পতিবার আপনার জন্য ঠিক আছে, আপনি তারপর কী জানতে চাবেন? আপনি হয়তো জানতে চাইবেন কখন আপনি appointment করতে পারবেন? আপনি জিজ্ঞেস করবেন,

‘What time?’

মানে, কোন সময়ে?

তখন আপনাকে ওপাশ থেকে বললো,

‘How about 4PM?’

‘৪টা কেমন হয় আপনার জন্য?’

অথবা, ‘How about 8PM?’

‘৮টা কেমন হয় আপনার জন্য?’

আপনার যদি মনে হয়, সময়টা আপনার জন্য ঠিকঠাক আছে, আপনি বলবেন,

‘Sounds great!’

মানে, ‘দারুণ!’

এরপরে আমরা অনেক সময় হাসপাতালে গিয়ে একজন রোগীকে দেখতে পারবো কি না সেটা জানতে চাই। সেক্ষেত্রে কীভাবে আপনি ইংরেজিতে বলতে পারবেন?

‘Hello, I’m here to visit _________.’

এখানে dash এ আপনি কার সঙ্গে দেখা করতে এসেছেন, তার কথা বলবেন। হয়তোবা, আপনি আপনার বোনের জন্য এসেছেন। আপনি বলবেন,

‘Hello, I’m here to visit my sister.’

আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছেন, তখন বলবেন,

‘Hello, I’m here to visit my father.’

খেয়াল করে দেখবেন, যে আপনি যার সঙ্গে দেখা করতে এসেছেন হাসপাতালে তার কথা এখানে বসাবেন।

এরপরে হয়তো তার নাম বলা লাগতে পারে। আপনি হয়তোবা বলতে পারেন,

‘His name is ________.’

অথবা,

‘Her name is ________.’

যাকে দেখতে এসেছেন, তার নামটা কিন্তু এখানে বসিয়ে দিলেই কিন্তু পুরো বাক্যের structure টা কিন্তু একদম ঠিক থাকছে।

এরপরে বলা লাগতে পারে যে, যার সঙ্গে দেখা করতে এসেছেন, সে কোন ওয়ার্ডে ভর্তি আছে।

‘She is admitted in the ______ ward.’

হয়তোবা সে Maternity Ward এ ভর্তি আছেন।

‘She is admitted in the maternity ward.’

অথবা, ‘He is admitted in the _________ ward.’

হয়তোবা, তিনি Cardiac Ward এ ভর্তি আছেন। তখন আপনি বলতে পারেন,

He is admitted in the cardiac ward.

খেয়াল করে দেখবেন যে, বাক্যের structure টা কিন্তু একই থাকছে। আপনি শুধু dash এ যে রোগীর সঙ্গে দেখা করতে এসেছেন সে যে ওয়ার্ডে আছে, সেই ওয়ার্ডের কথাটা বলে দিলেই হবে।

এরপরে তাঁরা হয়তো আপনাকে বলে দিবে, যেই ওয়ার্ডটা আপনি খুঁজছেন, সেই ওয়ার্ডটা কোথায়। তাঁরা হয়তো আপনাকে বলতে পারে,

‘Sure, take the elevator to your right. It’s on the fourth floor.’

আপনার ডান পাশের elevator টার মধ্যে চলে যান, চার তালায় হচ্ছে, আপনি যে ওয়ার্ডে যেতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটা।

এরপরে অনেক সময় কিন্তু একটা হাসপাতালে গেলে আমরা কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট খুঁজতে পারি। হয়তোবা আমরা Orthopedic বা Cardiac ডিপার্টমেন্ট খুঁজছি। তখন কিন্তু আমরা একটা ডায়লগ ব্যবহার করতে পারি।

‘Hello, could you tell me where the ___________ department is?’

এখানে dash এ আপনি যে ডিপার্টমেন্টটা খুঁজছে, শুধু সেই ডিপার্টমেন্টটার নামটা বসিয়ে দিলেই হবে।

‘Hello, could you tell me where the Orthopedic /Cardiac department is?’

এখানে আপনার পুরো বাক্যের structure টা কিন্তু একই থেকে যাচ্ছে। আপনার যে ডিপার্টমেন্টের যাওয়ার ইচ্ছা আপনি সেই ডিপার্টমেন্টের নাম বসিয়ে দিলেই বাকি সব একই থাকছে।

এরপরে আপনাকে হয়তো তাঁরা আপনাকে বলবে,

‘It’s on the third floor.’

বা, ‘It’s on the fourth floor.’

‘Take the elevator to your left.’

মানে, ‘এটি তিন/চার তলায় আছে। আপনি আপনার বাম পাশের elevator এ করে চলে যান।’

আমরা খুব সহজ কিছু ডায়লগের মাধ্যমে শিখে ফেললাম যে কীভাবে আমরা একটা হাসপাতালে গেলে বিভিন্ন ধরণের জিনিস ইংরেজিতে বলতে পারি যেমন, appointment book করা ইংরেজিতে করতে পারি, হয়তোবা কোন patient কে খুঁজছি বা নির্দিষ্ট কোন ডিপার্টমেন্ট খুঁজছি, এগুলো নিয়ে আমরা ইংরেজিতে করতে পারি।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন