প্রতিদিনের প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য

November 5, 2021 ...

আজকে আমরা শিখবো ৪০টা advance daily use ইংরেজি বাক্য! আমরা আগে অনেক ছোট ছোট বাক্য শিখেছিলাম, আজকে আমরা শিখবো আপনি আরেকটু advance হলে আরও কী কী বলতে পারবেন।

প্রতিদিনের প্রয়োজনীয় ৪০টি ইংরেজি বাক্য

মনে করেন, আপনি কাউকে জিজ্ঞেস করতে চান, তিনি কেমন আছেন? একদম easy হলে বলতে পারেন,

‘How are you?’

কিন্তু আজকে তো আমরা advanced শিখবো, তাই না?

TO ASK HOW ARE YOU:

1. ‘What’s up?’

এটা বেশ informal. বন্ধুমহলে informal situation এ এটা use করতে পারেন।

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    2. ‘What’s new?’

    এটা জিজ্ঞেস করে আপনি জানতে চান ওই মানুষের জীবনে নতুন কী কী হয়েছে আপনাদের last দেখা হওয়ার পর।

    3. ‘How’s it going?’

    এখানে ‘it’ মানে কী? সমস্ত কিছু! ‘How’s it going?’ মানে কেমন যাচ্ছে দিনকাল?

    4. ‘How’s everything?’ (মানে, সবকিছু কেমন যাচ্ছে?)

    5. ‘How are things?’ (সব ঠিকঠাক?)

    আরেকটু formal হলে আপনি বলতে পারেন,

    6. ‘How’s life treating you recently?’ 

    মানে আপনার life এর সবকিছু আপনাকে কেমন treat করছে? ভালো? খারাপ?

    7. ‘What have you been up to recently?’

    যে recently আপনি কী কী করছেন?

    REPLY TO HOW ARE YOU:

    এখন চলেন কথা বলি এগুলোর উত্তরে আপনি কী বলতে পারেন সেগুলো নিয়ে।

    8. সবচেয়ে easy হলো, ‘I’m fine, thanks. How are you?’ (আমি ভালো আছি, ধন্যবাদ আপনি কেমন আছেন?)

    9. মনে করেন আপনি অনেক বেশি ভালো নেই, আবার অনেক বেশি খারাপও নেই। মনে বলতে পারেন, ‘Pretty good.’

    10. মনে করেন কিছু change হয়নি, সব আগের মতই আছে, বলতে পারেন, ‘Same old, really!’

    11. মনে করেন আপনি খুব একটা ভালো নেই, বলতে পারেন, ‘Not so great really.’

    12. ‘Or Could be better’ মানে same, অত ভালো নেই, আসলে এর থেকে ভালো হতে পারতাম!

    13. মনে করেন আপনি অনেক ভালো আছেন কিন্তু show-off (দেখানো) করতে চান না, বলতে পারেন “Can’t complain!.”

    THANK YOU:

    এখন মনে করেন আপনি thank you বলতে চান। কিন্তু thank you ও অনেক সুন্দর করে অনেক ভাবে বলা যায়, জানেন? এরকম একটা হলো,

    14. ‘I’d really appreciate that!’

    মানে আমার অনেক ভালো লাগবে যদি আপনি আমাকে কিছু একটা করে দেন।

    15. আরেকটা হলো, ‘That’s so kind of you!’

    Oh, আপনি আমাকে এত বড় একটা উপকার করে দিলেন? That’s so kind of you.’

    16. ‘I’m really grateful.’

    (আমি সত্যিই কৃতজ্ঞ।)

    17. ‘I can’t thank you enough.’

    মানে, আমি যতবারই thank you বলি না কেন, সেটা কম হবে।

    18. ‘I owe you one!’

    (আমি আপনার কাছে ঋণী।)

    19. আগেরটার মতোই আরেকটা হলো,

    ‘I owe you big time!’

    (আমি আপনার কাছে ঋণী।)

    YOU’RE WELCOME:

    এখন আপনাকে কেউ এত সুন্দর করে thank you বললে, আপনারও সুন্দর করে welcome বলতে হবে, নাকি? নাকি আপনি শুধু বলবেন, ‘you’re welcome!’

    না আপনি বলবেন –

    20. ‘You’re most welcome!’

    (মানে, অনেক ধন্যবাদ।)

    21. অথবা বলবেন,

    ‘No worries!’

    মানে কোনো ব্যাপারই না।

    22. ‘Anytime!’

    এর মানে হলো আপনি আবারও তার জন্য এই help টা করে দিতে পারবেন, কোনো ব্যাপার না।


    আরও পড়ুন:

    ইংরেজিতে কীভাবে প্রেজেন্টেশন দিবেন

    ইংরেজিতে প্রশ্ন করা শিখুন


    23. ’My pleasure!’  

    (মানে, সাহায্য করে আপনারই ভালো লাগেছে।)

    TO KNOW INFO:

    এখন মনে করেন আপনি কিছু জানতে চাচ্ছেন, information জিজ্ঞেস করতে চাচ্ছেন কী বলবেন?

    24. ‘Do you have any idea?’

    (মানে আপনার কি কিছু একটা নিয়ে কোনো ধারণা আছে?)

    ‘Do you have any idea when the shop opens?’

    (আপনার কোনো ধারণা আছে দোকানটি কখন বন্ধ হয়?)

    25. You wouldn’t happen to know if _________ would you?

    ‘You wouldn’t happen to know if he’s there, would you?’

    (মানে, আপনি কি by chance এটা জানেন যে, সে সেখানে আছে নাকি?)

    TO SAY I DON’T KNOW

    এখন মনে করেন, আপনি কিছু একটা জানেন না। আপনি কি just বলবেন, ‘I don’t know?’ না! এখন তো আপনি আরও advanced তাই না? আপনি হয়তো বলবেন,

    26. ‘No idea!’ (মানে, আপনি জানেন না।)

    27. ‘No clue!’ (এর মানেও যে আপনার জানা নেই।)

    28. ‘Sorry, I can’t help you there.’ এটা একটু polite way তে বলা যে sorry, আমার জানা নেই। তাই সাহায্য করতে পারছি না।

    29. ‘I’m not really sure.’ (মানে, আমি নিশ্চিত হয় বলতে পারছি না।)

    AGREE:

    মনে করেন, কেউ কিছু একটা বলল, ও আপনি বলতে চান আপনি তার সাথে একমত আপনি চাইলে ‘I agree’ বলতে পারেন চাইলে আরো অনেক কিছু বলতে পারেন যেমন,

    30. ‘Exactly!’

    মানে সেটাই ঢাকার ট্রাফিক খুবই খারাপ, Exactly.

    31. ‘That’s so true!’

    মানে এটা একদম সত্যি ঢাকার ট্রাফিক খুবই খারাপ, That’s so true!

    32. ‘I couldn’t agree more.’

    মানে আপনি এত বেশি একমত যে এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না।

    ‘The weather is bad today. I couldn’t agree more.’

    (আবহাওয়া খুবই খারাপ। আমি এর চেয়ে বেশি একমত হতে পারলাম না!)

    33. ‘Tell me about it!’

    এই বাক্যটা যা বলছে, exactly তার opposite টা mean করেছে। মানে বাক্যটা দিয়ে আপনি বলছেন যে, tell me about it, আমাকে এটা নিয়ে বলো, কিন্তু এটার meaning হলো তার উল্টা, মানে আপনি already জানেন ঘটনাটা নিয়ে এবং আপনি নিজেও সেটা অনুভব করছেন।

    ‘Tell me about it. I feel so tired today.’

    Tell me about it! মানে, আমি জানি এবং আমিও feel করছি।

    DISAGREE:

    এখন মনে করেন কেউ কিছু বলল, এবং আপনি তার সাথে একমত না! কী কী বলতে পারেন?

    34. ‘That’s not how I see it.’

    (মানে আমি ব্যাপারটাকে আসলে এভাবে দেখছি না।)

    35. ‘’Not necessarily.’

    (মানে জরুরী না যে, এটা এমনই হবে।)

    English Writing for Students

    কোর্সটি করে যা শিখবেন:

  • Paragraph, Essay ইত্যাদি ইংরেজিতে লেখার উপায়।
  • ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর এবং ভুল কমানোর সকল টিপস ও ট্রিকস।
  • বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগীতামূলক ইংরেজি পরীক্ষার রিটেন অংশে ভালো করবার উপায়।
  •  

    36. ‘I couldn’t disagree more!’

    (মানে আমি আপনার সাথে এত কম একমত যে, এর চেয়ে কম একমত হওয়া possible না।)

    GOODBYE:

    এখন মনে করেন politely আপনি কথা শেষ করতে চান, কী কী বলতে পারেন?

    37. ‘It was nice chatting with you!’  

    (আপনার সাথে কথা বলে ভালো লাগলো।)

    38. ‘I need to get going!’

    (মানে, আমার যেতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে বলবেন।)

    39. ‘I must take off.’

    (এর মানেও হলো আমার যেতে হবে।)

    40. ‘Speak to you soon!’

    (মানে, আবারও কথা হবে।)


    আমাদের কোর্সগুলোর তালিকা:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন