ইংরেজিতে প্রশ্ন করা শিখুন

January 30, 2022 ...

আজকে আমরা শিখার চেষ্টা করব কীভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়।

English এ প্রশ্ন করার ৪টা step

Step 1: Question Word

Step 2: Helping verb

Step 3: Subject

Step 4: Main verb

English Question Words

English এ question যে word গুলো use করে, সেগুলো কে কী বলে জানেন? Question words.

Who? (কে) What? (কী) Where? (কোথায়) When? (কখন) How? (কেমনে/কীভাবে) Why? (কেন)

ইংরেজিতে প্রশ্ন করা

আবার অনেক সময় question phrases ও hoye থাকে… phrase মানে হলো একটা শব্দের অধিক, যেমন-

Step 1:

‘How long?’ (‘কতক্ষণ?’)

‘How much?’ (‘কত?’)

‘How often?’ (‘কবে?’)

Step 2:

আপনার helping verb (সাহায্যকারী ক্রিয়া) যেমন am, is, are, be, do, etc. – helping verb হলো এমন একটা verb যেটা আপনার main verb কে help করে।

Step 3:

এরপর আপনার লাগবে একটা subject। subject হলো sentence (বাক্য) টা যাকে নিয়ে, যেমন I, We, You.

Step 4:

Main verb (প্রধান ক্রিয়া) – এটা যেকোনো verb হতে পারে। যেমন play, eat, sleep, etc.,

খেয়াল রাখবেন আপনার কিন্তু এই ৪টা জিনিস লাগবেই, এবং এই serial (ক্রম) এ লাগবে –

Question word – Helping verb – Subject – Main verb

চলুন এই format টা বসিয়ে কয়েকটা sentence দেখি!

Where do you live? (তুমি কোথায় থাকো?)

Where – question word; do – helping verb; you- subject; live – main verb

What do you study? (তুমি কী পড়ো?)

What -question word; do-helping verb; you- subject; study- main verb

একটামাত্র situation (পরিস্থিতি) আছে যেখানে এই structure টা একটু change (ভিন্ন) হয়। জানেন সেটা কী?

For example,

Do you like to teach? (তুমি কি পড়াতে ভালোবাসো?)

এখানে খেয়াল করে দেখবেন question word টা কিন্তু নেই, তাই না?

যখন আমরা এরকম প্রশ্ন করি যেগুলো helping verb (সাহায্যকারী ক্রিয়া) দিয়ে শুরু হয়, যেমন last question টা, ‘Do you like to teach?’, ‘Do’ দিয়ে শুরু হয়েছিল – এগুলোকে আমরা Closed Question বলি। Closed Question মানে কী জানেন? এমন প্রশ্ন যেটার খুবই easy একটা উত্তর আছে। Easily আপনি এটা হ্যাঁ/না দিয়ে answer করে দিতে পারবেন।

‘Do you like to teach?’ (‘তুমি কি পড়াতে ভালবাসো?’)

‘Yes, I do.’ (‘হ্যাঁ, আমি ভালোবাসি।’)

অথবা, No, I don’t! (না, আমি ভালোবাসি না!) ‘

Simple yes or no answer.

Yes/No বলার পর প্রশ্নের উত্তর শেষ। So, question-answer এর gate টা বন্ধ হয়ে গিয়েছে – মানে Closed.

Similarly, যেই question গুলো আমাদের words দিয়ে শুরু হয়, সেগুলোকে আমরা কী বলি guess করেন তো? Yup, ঠিক guess করেছেন। Open questions. Open questions এ এরেকটু detail এ answer দিতে হয়।

যেমন, ‘When did you visit Thailand?’ (‘আপনি থাইল্যান্ড কবে গিয়েছিলেন?’)

এটা কিন্তু simple Yes/No দিয়ে answer করতে পারছেন না, right?

‘I went last year’ (‘আমি গত বছর গিয়েছিলাম’)

‘How long did you stay?’ (‘আপনি কতদিন থেকে ছিলেন?’)

‘I stayed for a week.’ (আমি এক সপ্তাহ থেকে ছিলাম।’)

Open questions এর question/answer gate টা এত সহজে বন্ধ হয় না। Hence, আমরা ওদেরকে Open Questions বলি।

আমি আপনাদেরকে এখন আবার দেখাতে চাই, যে আমরা যে প্রশ্ন করি না কেন question-এর কিন্তু সব same থাকে।

When did you visit Thailand? (‘আপনি কখন থাইল্যান্ড গিয়েছিলেন?’)

When – Ques word; did – helping verb; you- subject; visit -main verb.


আরও পড়ুন:

জেনে নেই ইংরেজিতে কথা বলার সহজ উপায়

IELTS পরীক্ষার আদ্যোপান্ত ও প্রস্তুতি নেওয়ার কৌশল


Most Common Types of Questions in English

So, এই ৩ টা step মাথায় রাখলে কিন্তু আপনি খুব সহজেই English এ প্রশ্ন করতে পারবেন। চলুন আমরা দেখে নেই English এ সবচেয়ে common ৩ টা type এর question যেগুলোও কিন্তু এই ৩ টা step follow করে:

1. Wh-questions:

ইংরেজিতে প্রশ্ন করা

এই প্রশ্নগুলো শুরু হয় ‘Wh’ দিয়ে:

What are you doing? (আপনি কী করছেন?)

Where are you going? (আপনি কোথায় যাচ্ছেন?)

When are you going there? (আপনি কখন সেখানে যাচ্ছেন?)

Who are you going with? (আপনি কার সাথে যাচ্ছেন?)

Which places will you visit there? (আপনি কোন কোন জায়গা পরিদর্শন করবেন সেখানে?)

2. ‘How’ Questions: 

এগুলো How দিয়ে শুরু হয়, যেমন-

How are you doing? (আপনি কেমন আছেন?)

How are you going there? (আপনি কীভাবে সেখানে যাচ্ছেন?)

How long will you stay? (আপনি কতক্ষণ থাকবেন?)

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    3. Tag Questions:

    একটা interesting type এর English question হলো Tag Question. ফেসবুকে যখন কেউ আপনাকে কোথাও tag করে, তখন সে কী চায় বলেন তো? সে চায় আপনি ওই tag টা দেখুন এবং ওইখানে আপনার মতামত দিন, right? Tag question ও একদম same. যখন কেউ আপনাকে tag question করে, সে চায় একটা sentence এর প্রশ্নটা আপনার দিকে ঘুরিয়ে দিতে। Tag Question হলো ছোট একটা question যেটা একটা normal sentence কে একটা question বানিয়ে আপনার দিকে ঘুরিয়ে দেয়।

    ‘He’s from Dhaka, isn’t he?’ (‘সে ঢাকায় থাকে, নয় কি?’)

    খেয়াল করে দেখবেন এখানে একজন একটা sentence বলেছে প্রথমে – ‘He’s from Dhaka.’ এরপর ‘Isn’t he’ add করে পুরো sentence টা কে একটা question বানিয়ে আপনার দিকে ফিরিয়ে দিয়েছে, ‘Isn’t he?’ মানে এখন সে চায় এই প্রশ্নটি উত্তর আপনি দিন। এই ‘isn’t he’ part টা এইটা tag question.

    ‘You’re hungry, aren’t you?’ (‘তুমি ক্ষুধার্ত, তাই নয় কি?’)

    এটা কিন্তু একদম easy. ভয় পাওয়ার কিছুই নেই! দেখেন:

    Are you coming to the party? – (normal question যা আমরা এতক্ষণ দেখলাম)

    You are coming to the party – (এটা just একটা statement – কোনো question না।)

    You are coming to the party, aren’t you? – হঠাৎ করে আমাদের sentence টা একটা প্রশ্ন হয়ে গেল। এই হলো আমাদের tag question. একদম ফেসবুক tag এর মত এই প্রশ্নে আপনাকে জবাব দেয়ার জন্য tag করে দেয়া হয়েছে!

    আপনারা কি প্রত্যেকটা টাইপের questions এর উপর আলাদা আলাদা ক্লাস চান? কারণ English এ কিন্তু অনেক type এর question possible. জানাবেন কিন্তু আমাকে।

    সবার জন্য Vocabulary

    কোর্সটি করে যা শিখবেন:

  • মুখস্থ করা ছাড়াই ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় অসংখ্য শব্দ খুব সহজেই মনে রাখার বিভিন্ন পদ্ধতি।
  • বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা।
  •  


    আমাদের কোর্সগুলোর তালিকা:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


     

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন