জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সংস্কৃতির রাজধানীতে তোমার নিমন্ত্রণ

November 13, 2023 ...

একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো, ভোরের শিশির বুকের উপর নিয়ে এক কচি দূর্বা ঘাস মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেখানে পড়েছে সূর্যের আলো, মাঠ ভর্তি এমন সব দূর্বাদল থেকে ঠিকরে এসে আলোর ঝিকিমিকি লাগছে তোমার চোখে। কিংবা কল্পনা করো বৃষ্টির কোনো একটা দিন, আকাশ কালো করে ঝুম বৃষ্টি, সে বৃষ্টির পানি আটকে যাচ্ছে ঝাঁকড়া এক গাছের পাতায়, অন্ধকার দিন আরো অন্ধকার হয়ে যাচ্ছে অমন গাছের গহীন ছায়ায়। কিংবা কল্পনা করো তো, তোমাকে বরণ করে নেবে বলে খোলা আর উন্মুক্ত মঞ্চে গীত-নৃত্য-বাদ্যে মঞ্চস্থ হচ্ছে শেক্সপিয়ার, মলিয়ের, বেকেট এর মতো বিশ্ববরেণ্য নাট্যকারদের নাটক। অথবা কল্পনা করো, তোমার খুব কাছেই জলের মধ্যে এক ঝা বক এক পায়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে খুব নির্জন, কেবল মাঝে মাঝে নাম না জানা পাখির হুটহাট ডেকে ওঠা সেই নির্জনতার স্থির জলে শব্দের ঢেউ তুলছে। খুব রঙিন আর আকাঙ্খিত কল্পনা, তাই না? তুমি কি জানো, এই সকল কিছু তোমার জন্য এক সাথে বাস্তবে পাওয়া সম্ভব, যদি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ পড়তে আসো? হ্যা, একজন জাবিয়ান হয়ে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, এসো! ঠকবে না! জীবন আর প্রকৃতি এখানে তার ডালা খুলে বসে আছে তোমারি অপেক্ষায়। 

এই লেখায় আমি আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (Jahangirnagar University) ভর্তি তথ্য নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা, ইউনিট সংখ্যা, ভর্তির যোগ্যতা, পরীক্ষার মানবন্টন- এমন সকল কিছুই উঠে আসবে এখানে। একদম শেষে আমি যুক্ত করে দেবো কিছু সাধারণ প্রশ্নের উত্তর। সেখান থেকেও খুব সহজে আর সংক্ষেপে তুমি মোটামুটি সকল তথ্য জেনে নিতে পারবে। তাহলে এসো, শুরু করা যাক।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

(image source- UNB)

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিচিতি

পাকিস্তান আমলে, ১৯৭০ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ক্রমবর্ধমান চাপ নিরসনের লক্ষ্যে, ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭০’-এর আওতায় ৬৯৭.৫৬ একর জায়গা জুড়ে  ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়। বেছে নেয়া হয় ঢাকা থেকে মাত্র ৩৪ কিলোমিটার দূরে, সাভারে, প্রকৃতির কোল ঘেঁষে থাকা এক স্থান। এই প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন সুরত আলী খান। পরবর্তীকালে, ১৯৭০ সালের ২০শে আগস্ট এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। এর চার দিন পর, ২৪শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ নিয়োগ লাভ করেন। ১৯৭১ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস অনুষ্ঠিত হলেও, আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় উদ্বোধন হয় ১২-ই জানুয়ারি। বর্তমানে ১২-ই জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে, ১৯৭৩ সালে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩’ পাশ হলে মুসলিম শব্দটি লোপ পায়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম নিয়ে পরিচালিত হতে থাকে।

 

প্রতিষ্ঠালগ্নে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, গণিত- এই চারটি বিভাগে মোট ১৫০ জন শিক্ষার্থী এবং ২১ জন শিক্ষক নিয়ে স্নাতক শ্রেণির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতাভুক্ত ৩৫টি বিভাগ এবং ৪টি ইন্সটিটিউট রয়েছে। এগুলো হলো, 

 

সমাজবিজ্ঞান অনুষদ
  • অর্থনীতি বিভাগ
  • ভূগোল ও পরিবেশ বিভাগ
  • সরকার ও রাজনীতি বিভাগ
  • নৃবিজ্ঞান বিভাগ
  • নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
  • লোকপ্রশাসন বিভাগ
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ
  • গণিত বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পরিবেশ বিজ্ঞান বিভাগ
  • ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি
কলা ও মানবিকী অনুষদ
  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • দর্শন বিভাগ
  • নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
  • প্রত্নতত্ত্ব বিভাগ
  • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
  • জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ‍বিভাগ
  • চারুকলা বিভাগ
  • বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট
জীববিজ্ঞান অনুষদ
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ
  • ফার্মেসী বিভাগ
  • প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
  • মাইক্রোবায়োলজি বিভাগ
  • বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ
  • ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
আইন অনুষদ
  • আইন ও বিচার বিভাগ
ইনস্টিটিউটসমূহ
  • ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ-জেইউ)
  • ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস
অন্যান্য 
  • ভাষা শিক্ষা কেন্দ্র
  • ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র
  • ইন্টারনেট ব্যবস্থাপনা কেন্দ্র
  • সেন্টার অব এক্সিলেনস ইন টিচিং অ্যান্ড লার্নিং

 

সেলিম আল দীন মুক্তমঞ্চ

(image Source- সেলিম আল দীন মুক্তমঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

 

কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ পড়া উচিত?

নয়ানাভিরাম ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিচিত সবুজ স্বর্গ নামে। নামের যথার্থতা কেউ বুঝবে তখনি যখন সে ক্যাম্পাসে পা রাখবে। চারদিকে নানা রকমের সবুজ, এর ফাঁকে ফাঁকে আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে লাল রঙের সব বিল্ডিং। লেকের জলে সে বিল্ডিং-এর প্রতিচ্ছবি, জলের মধ্যে অল্প ঢেউয়ের কারণে সে প্রতিচ্ছবি নিয়ত কম্পমান। কিংবা ধরা যাক লন্ডন ব্রিজের লেকে, শীতের বিকেলে অতিথি পাখিদের ওড়াউড়ির ল্যান্ডস্কেপ। অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশের শান্তিনিকেতনের নিশ্চুপ পরিবেশ, মাঝে মাঝে ঘন হয়ে থাকা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাওয়া সরসর বাতাসের শব্দ- এই সকল কিছু দেখতে হলে জাহাঙ্গীরনগরেই তো আসতে হবে!

 

নয়ানাভিরাম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

(image source- Jahangirnagar University)

 

উৎসব মুখর এক সাংস্কৃতিক রাজধানী

সবুজ স্বর্গের মতো সাংস্কৃতিক রাজধানী উপাধিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিজের করে রেখেছে। বাংলায় বারো মাসে হয় তেরো পার্বণ, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় চব্বিশ পার্বণ! প্রতিমাসেই কোনো না কোনো উৎসব ক্যাম্পাসে চলছেই, হয় অমুক ব্যাচের র‍্যাগডে, নয় তমুক ব্যাচের পুনর্মিলনী, কিংবা কোনো বিভাগের বর্ষপূর্তি, কিংবা কোনো একাডেমিক কনফারেন্স। আর উৎসবে তো মুক্তমঞ্চের নাটক, কনসার্ট, খেলাধুলা, মেলা, অডিটেরিয়ামে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনী থাকবেই। তবে, ক্যাম্পাসের সবচেয়ে আনন্দ মুখর দিনগুলোর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় দিবস আর হিম উৎসব। সপ্তাহব্যাপী হিম উৎসবে সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি নাচ, গান, নাটক তোমাকে জীবনের রঙ চেনাবে। 

উৎসব মুখর এক সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

(image source- newsbangla24)

 

আবাসিক বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সর্বজন পরিচিত। অর্থাৎ, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিজন ছাত্রের জন্য হলে একটি করে সিট বরাদ্দ রয়েছে। হলে থাকার বিষয়টা কেমন সেটা না থাকলে বলে বোঝানো সম্ভব না। ‘মানুষ’ নামের সত্ত্বাটাকে চেনার জন্য হল লাইফের গুরুত্ব অনেক বেশি, কারণ এখানে দেশের নানা প্রান্ত থেকে ছাত্ররা আসে। ফলে একেকজনের একেক রকমের চিন্তা-ভাবনা, একেক অঞ্চলের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকে। হলে বেশ কিছুদিন থাকার কারণে সকলের মধ্যেই একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়, যার ফলে পুরো হল একটা পরিবার বলে মনে হয়। এতে করে যেকোনো বিপদে-আপদে বেশ কিছু মানুষকে পাশে পাবে তুমি। তাছাড়া এত এত মানুষের সাথে থাকার ফলে একটা নেটওয়ার্ক তৈরি হয়, যা কেবল ছাত্র জীবনে না, পরবর্তী জীবনেও কাজে লাগে। এছাড়া হলের ফিস্টের কথা তো না বললেই নয়! প্রতিবছর বছরের কিছু নির্দিষ্ট দিনে (যেমন ধরো স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে) ক্যাম্পাসের হলগুলোতে ফিস্টের আয়োজন হয়। নামমাত্র মূল্যে কুপন কেটে ছেলেমেয়েরা নিজ নিজ হলের  ফিস্টে অংশ নেয়। মেয়েদের হলের ব্যপারটা আরো সুন্দর- ফিস্টের দিন শাড়ি পড়া, ছবি তোলা- এই বিষয়গুলো ফিস্টের আনন্দের মাত্রটা আরো বাড়িয়ে তোলে। 

 

মীর মশাররফ হোসেন হল

(image source- Jahangirnagar University)

 

একাডেমিক দিক থেকে এগিয়ে থাকবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (Jahangirnagar University) একাডেমিক দিক থেকে, আগের চেয়ে বর্তমানে অনেক বেশি এগিয়ে গিয়েছে। এটা অবশ্য সত্য, কিছুটা সেশন জট তোমাকে পোহাতেই হবে, কিন্তু পাশাপাশি এটাও সত্য যে, করোনা মহামারীর পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে ক্লাস ও পরীক্ষা নিয়মিতকরণের লক্ষ্যে।  এছাড়া বর্তমানে ক্যাম্পাসে একাডেমিক নানা কনফারেন্স, দেশ বিদেশের নানা স্কলারের সাথে কাজ করার, তাদের অভিজ্ঞতা জানার ও শোনার সুযোগ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের গবেষণা ক্ষেত্রে আগ্রহী করে তোলার দিকেও বিশেষভাবে মনোযোগ দিয়েছে। ফলে অনেক শিক্ষার্থীই বর্তমানে দেশে বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিভার সাক্ষর রাখছে। দৈনিক পত্রিকার নানা সংবাদ-ই তার প্রমাণ। 

 

Strong Alumni 

আমাদের জাবিয়ানদের মধ্যে একটা কথা বেশ প্রচলিত- ‘যেথায় যাবি, সেথায় জাবি’, অর্থাৎ বাংলাদেশের যে প্রান্তেই যাও না কেন, কোথাও না কোথাও তুমি জাবিয়ান খুঁজে পাবেই। এই ব্যাপারটা খুবই দারুণ। জাবিয়ান খুঁজে পেলে প্রথমেই জিজ্ঞেস করি, কত ব্যাচ? কোন হল? আমাদের ক্যাম্পাসের কোন ছাত্রের পরিচয়ই তৈরি হয় হল আর ব্যাচ নাম্বার দিয়ে। ধরো একজনকে এমন পাওয়া গেলো, সে আবার জুনিয়র, কিংবা ব্যাচমেট, সেক্ষেত্রে আপনি থেকে তুমি বা তুই-য়ে নামতে আমাদের খুব একটা সময় লাগে না। আর সিনিয়র ভাই বা আপু হলে তো কথাই নেই। ভাই/ আপু, চা খাওয়ান- বলে বসতেও সময় নেয় না জাবিয়ানরা। একবার আমাদের ইন্সটিটিউট থেকে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে আমরা কয়েকজন ইন্টারভিউ দিতে গেলাম। প্রথমে কিছুটা নার্ভাস লাগছিলো, পরে উপস্থাপিকা নিজে এসে পরিচিত হলেন, তিনিও জাবিয়ান। হুট করে আমাদের সকলের মনে হলো সব টেনশন উবে গেলো। এরপর যে একটা ফাটাফাটি ইন্টারভিউ দিলাম তা তো আর বলার অপেক্ষা রাখে না! 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়ম

ধরে নিলাম আমার এতক্ষণের চেষ্টা কাজে দিয়েছে, তুমি বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রতি আগ্রহী হয়েছো। এখন প্রশ্ন হতে পারে, এখানে আসার প্রক্রিয়া কী? এক হতে পারে বাসে করে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে চলে এসে দুদিন ক্যাম্পাস থেকে ঘুরে চলে গেলে! কিন্তু যদি এই বিশ্ববিদ্যালয়ের ট্যাগ তোমার গায়ে চাপাতে চাও, যদি সত্যিই চাও যতদিন বাঁচবে, ততদিন গর্ব করে বলবে ‘আমি জাবিয়ান, অমুক ব্যাচ, অমুক হল’, তাহলে বলবো লেখার বাকি অংশটুকু মনযোগ দিয়ে পড়ে ফেলো। 

 

ভর্তির ইউনিটসমূহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়। সবগুলো বিভাগ এই ছয়টি ইউনিটের আওতাভুক্ত। নিচে সবগুলো ইউনিট এবং ইউনিটগুলোর অন্তর্ভূক্ত বিষয়গুলো, এদের আসন সংখ্যা,  আবেদন যোগ্যতা সম্পর্কিত একটি তালিকা দেয়া হলো- 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট 

এই ইউনিটের আরেক নাম গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ। এই ইউনিটে আবেদন ফি ৯০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)।  

 

বিষয়  SSC GPA  HSC GPA                HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে 
গণিত  ৮.৫০  গণিতে কমপক্ষে  A- গ্রেড  ৩৩ + ৩৩  গণিত অংশে কমপক্ষে ৫০% 
পরিসংখ্যান  ৮.৫০  গণিত অথবা পরিসংখ্যানে কমপক্ষে  A গ্রেড  ৩৩ + ৩৩ 
রসায়ন  ৮.৫০  রসায়নে কমপক্ষে  A এবং গণিতে কমপক্ষে  A- গ্রেড ৩৫ + ৩৫  রসায়ন অংশে কমপক্ষে ৬০% 
পদার্থবিজ্ঞান  ৮.৫০  পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে কমপক্ষে  A গ্রেড  ৩২ + ৩২ 
ভূতাত্ত্বিক বিজ্ঞান  ৮.৫০  পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে আলাদাভাবে কমপক্ষে  A- গ্রেড ২০ + ২০ 
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং  ৯.০০  পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে কমপক্ষে  A+ গ্রেড  ২৫ + ২৫  গণিত ও পদার্থ বিজ্ঞানে আলদাভাবে ৬০% 
পরিবেশ বিজ্ঞান  ৮.৫০  পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানে আলাদাভাবে কমপক্ষে  A- গ্রেড ২০ + ২০ 

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ৯.০০   পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে কমপক্ষে  A গ্রেড ২৫ + ২৫  গণিত ও পদার্থ বিজ্ঞানে আলদাভাবে ৬০%

 

ভার্সিটি A Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • ১৩৫ টি লাইভ ক্লাস এবং ১০ টি রিভিশন ক্লাস
  • ২২ ব্যাচের এডমিশনের সকল রেকর্ডেড ক্লাস
  • ডেইলি ডাউট সলভ ক্লাস এবং গাইডলাইন সেশন
  • সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে জুম সেশন
  •  


    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট 

    এই ইউনিটের আরেক নাম সমাজবিজ্ঞান ও আইন অনুষদ। এই ইউনিটে আবেদন ফি ৯০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)। 

     

    বিষয়  SSC GPA HSC GPA HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে
    অর্থনীতি   ৮.০০   ইংরেজিতে কমপক্ষে  A- এবং গণিত/ অর্থনীতি/ বাণিজ্যিক অর্থনীতিতে কমপক্ষে  A গ্রেড  ৩৫ + ৩৫ 
    ভূগোল ও পরিবেশ   ৮.০০   বাংলা/ ইংরেজিতে কমপক্ষে  A- গ্রেড  ৩০ + ৩০ 
    সরকার ও রাজনীতি ৮.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ৩৩ + ৩৩   
    নৃবিজ্ঞান  ৮.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A গ্রেড  ২০ + ২০  
    নগর ও অঞ্চল পরিকল্পনা   ৮.০০   গণিত ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A গ্রেড  ২০ + ২০ 
    লোক প্রশাসন  ৮.০০   ইংরেজিতে কমপক্ষে  A গ্রেড   ২৫ + ২৫  – 
    আইন ও বিচার  

    (ক) বিজ্ঞান শাখা- ৮.৫০ 

    (খ) ব্যবসায় শিক্ষা শাখা/ মানবিক শাখা ৮.০০ 

    বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A গ্রেড, তবে A লেভেলের শিক্ষার্থীদের জন্য বাংলা অথবা ইংরেজিতে কমপক্ষে  B গ্রেড  ৩০ + ৩০  বাংলা ও ইংরেজিতে আলদাভাবে ৬০% 

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট

    (Image Source- Jahangirnagar University)

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট

    এই ইউনিটের আরেক নাম কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট। এই ইউনিটে আবেদন ফি ৯০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)। 

     

    বিষয়  SSC GPA HSC GPA HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে
    বাংলা    ৮.০০   বাংলায় কমপক্ষে A- এবং ইংরেজিতে কমপক্ষে B গ্রেড ৩৫ + ৩৫  বাংলায় কমপক্ষে ৫০% ও ইংরেজিতে কমপক্ষে ৩০%
    ইংরেজি    ৮.০০   ইংরেজিতে কমপক্ষে  A  গ্রেড  ৩০ + ৩০  ইংরেজিতে কমপক্ষে ৫০%
    ইতিহাস  ৮.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ৩৩ + ৩৩   
    দর্শন   ৮.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ২০ + ২০  
    প্রত্নতত্ত্ব    ৮.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ২০ + ২০ 
    আন্তর্জাতিক সম্পর্ক   ৮.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড  ২৫ + ২৫  – 
    জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ    ৮.০০  বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ৩০ + ৩০  ইংরেজিতে কমপক্ষে ৫০% 
    বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট

    (ক) বিজ্ঞান শাখা/ ব্যবসায় শিক্ষা শাখা- ৮.০০ 

    (খ) মানবিক শাখা ৭.৫০  

    বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ১৫ + ১৫  – 

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি-১ ইউনিট 

    এই ইউনিটের আরেক নাম কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা অনুষদ। এই ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)। 

    বিষয়  SSC GPA 

    HSC GPA

    HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে
    নাটক ও নাট্যতত্ত্ব   ৭.০০   বাংলা সহ অন্য যে কোন একটি বিষয়ে কমপক্ষে B গ্রেড ১৪ + ১৪  
    চারুকলা   ৭.০০   বাংলা ও ইংরেজিতে আলদাভাবে  কমপক্ষে  A- গ্রেড ১৮ + ১৮  

     

    আর্টস বিল্ডিং

    (image source- Jahangirnagar University)

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 

    এই ইউনিটের আরেক নাম জীববিজ্ঞান অনুষদ। এই ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)।  

    বিষয়  SSC GPA HSC GPA HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে
    উদ্ভিদবিজ্ঞান    ৯.০০   জীববিজ্ঞানে কমপক্ষে A-  গ্রেড ৩০ + ৩০  রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে আলাদাভাবে কমপক্ষে ৫০% 
    প্রাণিবিদ্যা     ৯.০০  জীববিজ্ঞানে কমপক্ষে A-  গ্রেড ২৫ + ২৫  ঐ 
    ফার্মেসী  ৯.০০  রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে কমপক্ষে A  গ্রেড এবং পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে A- গ্রেড ২৫ + ২৫    ঐ 
    প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান  ৯.০০  রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে কমপক্ষে A  গ্রেড ২৫ + ২৫   ঐ 
    মাইক্রোবায়োলজি  ৯.০০  রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে কমপক্ষে A  গ্রেড ১৮ + ১৮  ঐ 
    বায়োটেকনোলজি এন্ড জেনেটিক  ইঞ্জিনিয়ারিং   ৯.০০  রসায়ন, পদার্থবিজ্ঞান,  জীববিজ্ঞান ও গণিতে  আলাদাভাবে কমপক্ষে A  গ্রেড ১২ + ১২   ঐ 
    পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স     ৯.০০  রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে আলাদাভাবে কমপক্ষে A গ্রেড ২০ + ২০  ঐ 

     

    বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
    বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট

    (image Source- Jahangirnagar University)

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট 

    এই ইউনিটের আরেক নাম বিজনেস স্টাডিজ অনুষদ। এই ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)। 

    বিষয়  SSC GPA HSC GPA HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে
    ফিন্যান্স এন্ড ব্যাংকিং    

    (ক) ব্যবসায় শিক্ষা শাখা- ৭.৫০ 

    (খ) বিজ্ঞান শাখা- ৮.০০

    (গ) মানবিক শাখা- ৭.৫০ 

    (ক) গণিত/ পরিসংখ্যান/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা/ ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইন্সুরেন্সে কমপক্ষে B গ্রেড এবং ইংরেজিতে B গ্রেড 

    (খ) গণিত/ পরিসংখ্যান এবং ইংরেজিতে আলাদাভাবে কমপক্ষে A- গ্রেড 

    (গ) অর্থনীতি/ গণিত এবং ইংরেজিতে আলাদাভাবে কমপক্ষে B গ্রেড 

    ২৫ + ২৫   রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে আলাদাভাবে কমপক্ষে ৫০% 
    মার্কেটিং      ২৫ + ২৫  ঐ 
    একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস  ২৫ + ২৫    ঐ 
    ম্যানেজমেন্ট স্টাডিজ   ২৫ + ২৫   ঐ 

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট

    (image source- Jahangirnagar University)

     

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিবিএ প্রোগ্রাম 

    এই ইউনিটের আরেক নাম ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)। এই ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)। 

     

    বিষয়  SSC GPA HSC GPA HSC-তে যে বিষয়গুলো থাকতেই হবে আসন সংখ্যা (ছেলে+মেয়ে) ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পেতেই হবে
    আইবিএ-জেইউ   

    (ক) বিজ্ঞান শাখা- ৯.০০ 

    (খ) ব্যবসায় শিক্ষা শাখা/ মানবিক শাখা ৮.৫০

    (ক) ইংরেজি এবং উচ্চতর গণিত/ পরিসংখ্যানে পৃথকভাবে কমপক্ষে A- গ্রেড 

    (খ) ইংরেজি ও হিসাববিজ্ঞান/ অর্থনীতি/ গণিত/ পরিসংখ্যান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা/ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে আলাদাভাবে কমপক্ষে A- গ্রেড 

    ২৫ + ২৫   – 

     

    ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • ৭০ টি লাইভ ক্লাস, ৭০টি ডেইলি এক্সাম, ১২টি উইকলি এক্সাম
  • দুই মাসের মধ্যে ঢাবি C Unit ভর্তি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি
  • সাপ্তাহিক Doubt Solve Class ও Final Model Test
  • বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ
  •  


    মানবন্টন

    প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আলাদা আলাদা মানবন্টন রয়েছে, তবে সব বিভাগেই মোট ৮০ নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, সময় থাকে ৫৫ মিনিট। আর OMR পূরণ ও বাংলা-ইংরেজি বাক্য লেখার জন্য মোট ৫ মিনিট সময় পাবে (OMR-এর একটি নির্দিষ্ট অংশে প্রশ্নে প্রদত্ত একটি করে বাংলা ও ইংরেজি বাক্য লিখতে হয়, মূলত ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকাতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)। পাশাপাশি SSC এর GPA-কে ১.৫ এবং HSC এর GPA-কে ২.৫ দ্বারা গুণ করে বাকি ২০ নম্বর নির্ণয় করা হবে। এভাবে মোট ১০০ নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করে মেধাতালিকা তৈরি করা হয়। প্রতি ইউনিটের মানবন্টন নিচে তালিকা আকারে দেয়া হলো- 

     

    জাবি এ ইউনিট 
    • গণিত – ২২
    • পদার্থবিজ্ঞান – ২২
    • রসায়ন – ২২
    • বাংলা – ৩
    • ইংরেজি – ৩
    • আইসিটি – ৮
    জাবি বি ইউনিট 
    • বাংলা – ২৫
    •  ইংরেজি – ২৫
    •  গণিত – ০৫
    •  সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ – ২৫
    জাবি সি ইউনিট 
    • বাংলা – ১৫
    • ইংরেজি – ১৫
    • সাধারণ জ্ঞান ও অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৫০
    জাবি সি-১ ইউনিট 
    • বাংলা – ১০
    • ইংরেজি – ১০
    • সাধারণ জ্ঞান ও অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৬০ নম্বর
    জাবি ডি ইউনিট 
    • বাংলা ও ইংরেজি – ৮
    • রসায়ন- ২৪
    • উদ্ভিদবিজ্ঞান- ২২
    • প্রাণিবিদ্যা- ২২
    • আইকিউ- ৪ 
    জাবি ই ইউনিট  (ক) ব্যবসায় শিক্ষা শাখা

    • বাংলা – ১৫
    • ইংরেজি – ৩০ 
    • গণিত – ১৫ 
    • হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ২০ 

    (খ) বিজ্ঞান ও মানবিক শাখা

    • বাংলা – ১৫
    • ইংরেজি – ৩০ 
    • গণিত – ১৫ 
    • সাধারণ জ্ঞান – ২০ 
    আইবিএ-জেইউ 
    • বাংলা- ৫ 
    • ইংরেজি- ৩০
    • Mathematical aptitude and IQ- ৩০
    • সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয়- ১৫ 

     

    পাশ নম্বর

    জাবি ভর্তি পরীক্ষা-তে সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এখানে তোমাকে আলাদা আলাদা করে প্রতি বিষয়ে পাশ করতে হবে না। ভর্তি পরীক্ষায় সব ইউনিটেই ৩৩% হলো পাশ নাম্বার। 

     

    আবেদন যেভাবে করতে হবে

    এবার আবেদন করবার পালা। সেজন্য তোমাকে নিচের ধাপগুলো খুব সতর্কতার সাথে মেনে চলতে হবে, 

    • সর্বপ্রথম তোমাকে আবেদন করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ভর্তির জন্য ডেডিকেটেড ওয়েবসাইট juniv-admission.org তে চলে যেতে হবে। 
    • প্রয়োজনীয় তথ্যগুলো এখানে হালনাগাদ করতে হবে, সেজন্য একটি মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। তবে মনে রাখতে হবে একটি ফোন নাম্বার দিয়ে সকল ইউনিটে আবেদন করা গেলেও, একটি নাম্বার দিয়ে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না। 
    • ‘ছবি আপ্লোড করুন’ অপশনে ক্লিক করে সদ্য তোলা একটি ফরমাল ছবি আপ্লোড করতে হবে। ছবির মাপ ৩০০*৩০০ এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের হতে হবে। ছবি আপ্লোড করতে হবে .jpg অথবা .jepg ফরমেটে। 
    • একই ভাবে ‘সাক্ষর আপ্লোড করুন’ অপশনে ক্লিক করে ৩০০*৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইটের সাক্ষরের স্ক্যান কপি একই ফরমেটে আপ্লোড করতে হবে। 

     

    প্রবেশপত্র ডাউনলোড

    সাধারণত আবেদনের নির্ধারিত দিন শেষ হয়ে যাবার কিছুদিন পরেই প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ফোনে এসএমএস চলে আসে। সেক্ষেত্রে তোমার প্রোফাইলে, যা তুমি আবেদন করার সময় তৈরি করেছিলে, সেখানে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর, প্রতি ইউনিটের পাশে আলদা আলাদা ‘প্রবেশপত্র ডাউনলোড করুন’ অপশন দেখতে পাবে। এই অপশনে ক্লিক করে তুমি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি পরীক্ষার সময় এই প্রবেশপত্রের একটি প্রিন্ট কপি তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর হ্যা, প্রবেশপত্রেই তোমার পরীক্ষার কেন্দ্র, কক্ষ নং, রোল নাম্বার দেয়া থাকবে। ভালো ব্যপার হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের ভিতরেই নিয়ে থাকে। ফলে সাভার, ধামরাই বা আশেপাশের এলাকায় কেন্দ্র খুঁজে বের করার ঝামেলায় তোমাকে পড়তে হবে না। 

     

    শেষ কথা 

    এই ব্লগে আমরা আলোচনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, কেনো একজন শিক্ষার্থীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় রাখা উচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও আবেদনের প্রক্রিয়া- এই বিষয়গুলো নিয়ে। ১৯৭০ সালে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে নিয়ে যাত্রা শুরু করলেও, পরবর্তীকালে ১৯৭৩ সালে মুসলিম শব্দটি লোপ পেয়ে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ নাম নিয়ে এই দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হতে শুরু করে। মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, পড়াশোনার মান, Strong Alumni- এই সকল কারণে বেশ আগে থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সুনাম রয়েছে। মোট ৩৫টি বিভাগ ও ৪টি ইন্সটিটিউটের নাম, ভর্তি যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও মানবন্টণ উপরে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার আবেদনের পদ্ধতিটিও যথাসাধ্য সহজে বোঝানোর চেষ্টা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ পড়তে আসা যদি তোমার স্বপ্ন হয়, তাহলে এই ব্লগ তোমার বেশ কাজে লাগবে এমনটাই আশা। তোমার যাত্রাপথের সঙ্গী হবে টেন মিনিট স্কুল, কথা দিলাম! 

     

    কিছু সচরাচর জিজ্ঞাসার উত্তর

     

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

    উত্তর- সাভার, ঢাকা 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তর- ১৯৭০ সালে 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ কতগুলো ইউনিট আছে? 

    উত্তর- ৬টি

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা (মোট) কত? 

    উত্তর- ১৮৪৪ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে) 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন সংখ্যা কত? 

    উত্তর- ছেলে ১৯৮ + মেয়ে ১৯৮ 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ছেলে ১৯৩ + মেয়ে ১৯৩ 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ছেলে ১৯৪ + মেয়ে ১৯৪ 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি-১ ইউনিট আসন সংখ্যা কত

    উত্তর- ছেলে ৩২ + মেয়ে ৩২ 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ছেলে ১৫৫ + মেয়ে ১৫৫ 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ছেলে ১০০ + মেয়ে ১০০ 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ আবেদন করতে কত টাকা লাগে? 

    উত্তর- জাবি এ ইউনিট, জাবি বি ইউনিট, জাবি সি ইউনিটে আবেদনের জন্য ৯০০ টাকা এবং জাবি সি-১ ইউনিট, জাবি ডি ইউনিট, জাবি ই ইউনিট ও আইবিএ-জেইউ আবেদনের জন্য ৬০০ টাকা। 

    প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ নাম্বার কত? 

    উত্তর- ৩৩% নাম্বার 


    বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:


    আমাদের ফ্রি কোর্স সমূহঃ 


    ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করো:


    রেফারেন্স


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com  

    আপনার কমেন্ট লিখুন