ইংরেজিতে সময় কীভাবে বলবেন

January 29, 2022 ...

আজকে আমরা কিছু সহজ বাক্যের মাধ্যমে শিখবো, কীভাবে আমরা ইংরেজিতে সময় নিয়ে কথা বলতে পারি, বা কীভাবে আমরা ইংরেজিতে কয়টা বাজে সেটা বলতে পারি। মনে করেন,

ইংরেজিতে ঘণ্টা যেভাবে বলবেন

It’s ______________ o’clock.

It’s 12 o’clock.

মানে, ১২ টা বাজে।

It’s 1 o’clock.

মানে, ১ টা বাজে।

It’s 4 o’clock.

মানে, ৪ টা বাজে।

খেয়াল করে দেখবেন, যতটা বাজে সেটা dash এর মধ্যে বসিয়ে দিলেই হচ্ছে। আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, বাক্যের structure ও একই থাকছে।

এরপরে কী বলতে পারেন?

ইংরেজিতে ঘণ্টা ও মিনিট যেভাবে বলবেন

ইংরেজিতে সময় কীভাবে বলবেন
ইংরেজিতে সময় বলবেন যেভাবে

It’s five past ________.

It’s five past 1.

মানে, ১ টা ৫ বাজে।

It’s five past 4.

মানে, ৪ টা ৫ বাজে।

কোনো একটা সময় হলে যদি ৫ মিনিট কেটে যায়, যেমন ১২ টা ৫, তাহলে It’s five past 12.

বা ৬ টা ৫, তাহলে আমরা বলবো যে It’s five past 6.

খেয়াল করে দেখবেন, ৫ মিনিট কেটে গেলে তখন আপনি সহজেই এই বাক্যটা ব্যবহার করতে পারবেন।

It’s ten past _________.

It’s ten past 12.

মানে, ১২ টা ১০ বাজে।

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    It’s ten past 6.

    মানে, ৬ টা ১০ বাজে।

    It’s ten past 3.

    মানে, ৩ টা ১০ বাজে।

    ৩ টা ১০, ৬ টা ১০, ১২ টা ১০, যতটা বাজে সেটার আগে ‘It’s ten past’ লাগিয়ে দিলেই আপনি বুঝাতে পারবেন যে একটা নির্দিষ্ট সময়ের পর ১০ মিনিট কেটে গিয়েছে।

    এরপর মনে করেন,

    It’s a quarter past ________.

    It’s a quarter past 12.

    মানে, ১২ টা ১৫ বাজে।

    It’s a quarter past 1.

    মানে, ১ টা ১৫ বাজে।

    এই ধরনের সময়গুলো যেমন, ১২ টা ১৫ বাজে, ১ টা ১৫, ৩ টা ১৫, ৪ টা ১৫,  ১০ টা ১৫ এই ধরনের সময় গুলো আমরা এই structure টা ব্যবহার করি। যেমন,  It’s a quarter past _________.


    ইংরেজিতে কীভাবে গল্প বলবেন How to tell story in Englishআরো পড়ুন: ইংরেজিতে কীভাবে গল্প বলবেন?


    এমন আরও একটা structure হলো,

    It’s twenty past ________.

    It’s twenty past 12.

    মানে, ১২ টা ২০ বাজে।

    It’s twenty past 10.

    মানে ১০ টা ২০ বাজে।

    It’s a twenty past 6.

    মানে, ৬ টা ২০ বাজে।

    ১২ টা ২০, ১০ টা ২০, ১ টা ২০ এরকম সময় হলে আপনি এই structure টা ব্যবহার করতে পারেন।

    এখন আমরা দেখি,

    It’s twenty-five past ___________.

    It’s twenty-five past 12.

    মানে, ১২ টা ২৫ বাজে।

    It’s twenty-five past 11.

    মানে, ১১ টা ২৫ বাজে।

    It’s twenty-five past 3.

    মানে, ৩ টা ২৫ বাজে।

    Spoken English for Kids

    কোর্সটি করে যা শিখবেন

  • ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি
  • দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা
  • বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
  •  

    এরপরে মনে করেন,

    It’s half past ___________.

    It’s half past 12.

    মানে, ১২ টা ৩০ বাজে।

    It’s half past 3.

    মানে, ৩ টা ৩০ বাজে।

    It’s half past 6.

    মানে, ৬ টা ৩০ বাজে।

    এরপরে মনে করেন,

    It’s twenty-five to ___________.

    It’s twenty-five to 1.

    মানে, ১ টা বাজতে ২৫ মিনিট বাকি।

    It’s twenty-five to 2.

    মানে, ২ টা বাজতে ২৫ মিনিট বাকি।

    It’s twenty-five to 3.

    মানে, ৩ টা বাজতে ২৫ মিনিট বাকি।

    এরপরে কী হতে পারে?

    It’s twenty to __________.

    It’s twenty to 1.

    মানে, ১ টা বাজতে ২০ মিনিট বাকি।

    It’s twenty to 2.

    মানে, ২ টা বাজতে ২০ মিনিট বাকি।

    It’s twenty to 3.

    মানে, ৩ টা বাজতে ২০ মিনিট বাকি।


    কীভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন How to make new friends in Englishআরো পড়ুন: কীভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন?


    এরপরে কী বলতে পারেন?

    It’s a quarter to __________.

    It’s a quarter to 1.

    মানে, ১ টা বাজতে ১৫ মিনিট বাকি।

    It’s a quarter to 2.

    মানে, ২ টা বাজতে ১৫ মিনিট বাকি।

    It’s a quarter to 3.

    মানে, ৩ টা বাজতে ১৫ মিনিট বাকি।

    খুবই সহজ তাই না? শেষের দিকে সময়গুলো আমরা কীভাবে বলতে পারি?

    ইংরেজিতে কয় মিনিট বাকি যেভাবে বলবেন

    time in english

    It’s ten to 1.

    মানে, ১ টা বাজতে ১০ মিনিট বাকি।

    It’s ten to 3.

    মানে, ৩ টা বাজতে ১০ মিনিট বাকি।

    It’s ten to 6.

    মানে, ৬ টা বাজতে ১০ মিনিট বাকি।

    It’s five to ________.

    It’s five to 1.

    মানে, ১ টা বাজতে ৫ মিনিট বাকি।

    It’s five to 3.

    মানে, ১ টা বাজতে ৩ মিনিট বাকি।

    আজকে কিন্তু আমরা খুবই সহজ ও ছোট কিছু বাক্যের মধ্যে আমরা শিখলাম কীভাবে আমরা ইংরেজিতে সময় বা কয়টা বাজে সেটা বলতে পারি।


    IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    আমাদের ইংরেজি শেখার কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    আপনার কমেন্ট লিখুন