কীভাবে প্রথমবারের মতো বাংলাদেশে আসা বিদেশিদের সঙ্গে কথা বলবেন

November 13, 2021 ...

আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে আমরা বিদেশ থেকে আগত একজন foreigner-এর সাথে সহজে ইংরেজিতে কথা বলতে পারি। 

মনে করুন, বিদেশ থেকে আগত একজন foreigner-এর সাথে আপনার দেখা হল। সেক্ষেত্রে একদম শুরুতে আপনি তাকে কী বলতে পারেন? হয়তোবা তাকে জিজ্ঞেস করতে পারেন সে কেমন আছে, তাকে হয়ত আপনার নাম বলতে পারেন। তো খুব সহজে কীভাবে আপনি তা শুরু করতে পারেন?

বিদেশির সাথে ইংরেজিতে কথোপকথন

Hi, how are you? 

“How are you?“  এর মানে হল “আপনি কেমন আছেন?

নাম বলতে চাইলে কীভাবে বলবেন? 

I am __________.

I am Munzereen. 

I am Sadman. 

আপনি খেয়াল করলে দেখবেন যে, Just ড্যাশে আপনার নামটা বসিয়ে দিলেই কাজটা হয়ে যাচ্ছে, বাকী সব কিছু same থাকছে। 

talk to foreigners
Source: ThoughtCo

এরপরে আপনি কী বলতে পারেন? 

Nice to meet you. 

অর্থাৎ, আপনার সাথে দেখা করে আমার খুবই ভাল লাগছে।

এরপর আপনি কী জিজ্ঞেস করতে পারেন? এরপর কিন্তু conversation আরও বাড়ানো সম্ভব। আপনি হয়ত জানতে চাইতে পারেন সে কোন দেশ থেকে এসেছে। আপনি তাহলে কী বলবেন? 

Where ________________?

Where are you from? 

মানে, আপনি কোন দেশ থেকে এসেছেন? 

অথবা, Where do you come from?  

এরও মানে হল, আপনি কোন দেশ থেকে এসেছেন?

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  


    আরও পড়ুন:

    IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি

    ইংরেজিতে কীভাবে গল্প বলবেন


    এখানে খেয়াল করলে দেখবেন যে, আমরা আস্তে আস্তে আমারে কথোপকথন বা coversation-টা আস্তে আস্তে লম্বা করছি। শুরুতে তাকে আমরা বললাম যে তার সাথে দেখা হয়ে আমার ভাল লাগলো। এরপর সে কোন দেশ থেকে এসেছে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। আমরা চাইলে কিন্তু এরপরেও coversation-টা আরও লম্বা করতে পারি। কীভাবে? আপনি কিন্তু এখন তাকে জিজ্ঞেস করতে পারেন যে, সে এত দেশ থাকতে কেন বাংলাদেশেই আসলো। কীভাবে জিজ্ঞেস করতে পারেন?

    Why did you choose to ___________?

    Why did you choose to come to Bangladesh? 

    এর মানে হল, আপনি এতগুলো দেশের মধ্যে how come বাংলাদেশেই আসলেন বা আসার জন্য বেছে নিলেন? 

    এই কথাটা আরও একটা way-তে বলা যায়। কীভাবে? 

    Why did you choose to visit Bangladesh? 

    এর মানেও, “আপনি কেন বাংলাদেশকেই আসার জন্য choose করলেন?” 

    এর জবাবে এরপরে হয়তো তারা আপনাকে বলবে যে, কেন সে বাংলাদেশেই আসলো। 

    এরপরে আপনি কী নিয়ে কথা বলতে পারেন? এরপরে হয়ত আপনি তাদের  জিজ্ঞেস করবেন যে, তারা কয়দিন ধরে বাংলাদেশে থাকবে বা কয়দিন থাকার plan করে এসেছে? কীভাবে সেটা জিজ্ঞেস করতে পারেন? 

    How long are you _________________ in Bangladesh?

    How long are you staying in Bangladesh?

    মানে, আপনি কয়দিন বাংলাদেশে থাকছেন? 

    অথবা আপনি এটাও বলতে পারেন-

    How long are you planning to stay in Bangladesh?

    অর্থাৎ, আপনার বাংলাদেশে কয়দিন থাকার পরিকল্পনা আছে? 

    আবার আপনি এটাও বলতে পারেন-

    How long are you going to stay in Bangladesh? 

    “staying”, “planning to stay” বা “going to stay” যেটাই  ব্যবহার করুন না কেন  ultimately “আপনি বাংলাদেশে কয়দিন থাকবেন বা থাকার পরিকল্পনা করছেন?” সেটাই বোঝাবে। 

    এরপরে কিন্তু আরও অনেক কিছু নিয়ে কথা বলা সম্ভব। আপনি হয়ত জানতে চান এখন অবধি তার বাংলাদেশ কতটুকু ভালো লেগেছে। আপনি কীভাবে জিজ্ঞেস করবেন? 

     How did you ________ Bangladesh so far? 

    How did you like Bangladesh so far? 

    যে এখন পর্যন্ত আপনার বাংলাদেশকে কেমন লেগেছে? 

    How did you find Bangladesh so far? 

    এটার অর্থও হল, বাংলাদেশ যে  এতদিন ঘুরলেন। তো কেমন লাগল?

    অর্থাৎ, আপনি যদি জানতে চান এতদিন ঘুরে তার বাংলাদেশ কেমন লেগেছে। তবে খুব সহজেই এই প্রশ্নের মাধ্যমে আপনি তা জিজ্ঞেস করতে পারেন।

    এরপর আপনি আরও অনেক কিছু জানতে চাইতে পারেন। আপনি হয়তো জানতে চাইতে পারেন, এতদিন বাংলাদেশে থাকা অবস্থায় তারা কী কী করতে বা করার সুযোগ পেয়েছে? কীভাবে জিজ্ঞেস করতে পারেন? 

    Did you get the opportunity to _________?

    Did you get the opportunity to try our local food?

    মানে, আমাদের এখানকার খাবারগুলো try করার সুযোগ হয়েছে? 

    আবার আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন-

    Did you get the opportunity to visit our markets?

    মানে, আমাদের দোকানপাটগুলো বা মার্কেটগুলো ঘুরে দেখার সময় হয়েছে? 

    অথবা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন-

    Did you get the opportunity to visit Cox’s Bazar?

    মানে, আপনার কি কক্সবাজার ঘুরে দেখার সুযোগ হয়েছে? 

    এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে, পুরো বাক্যের গঠনটা কিন্তু same-ই থাকছে যে “Did you get the opportunity to _________?”। শুধুমাত্র এখানে ড্যাশে আপনি যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন; অর্থাৎ যেটা করার সুযোগ পেয়েছি নাকি পেল না সে সম্পর্কে জানতে চাচ্ছেন সেটার কথা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। বাকী সবকিছু কিন্তু same থাকছে। 

    এরপরেও কিন্তু কথা আরও আগানো possible। আপনি হয়ত তাদের এরপরে একটা suggestion দিতে পারেন। অর্থাৎ, কিছু করার পরামর্শ দিতে পারেন যেটা বাংলাদেশে এসে না করলেই নয়। এ ব্যাপারেও আপনি ইংরেজিতে বলতে পারেন, কীভাবে?

    খুবই easy-

    Foreigner কে ইংরেজিতে কিছু suggestion দেয়া

    You must ___________. 

    You must try Hilsa fish and rice.

    মানে, আপনার কিন্তু ইলিশ মাছ আর ভাত try করে দেখা উচিৎ। 

    এটা ছাড়াও আপনি অনেককিছু বলতে পারে, যেমন: 

    You must visit Cox’s Bazar.

    যে আপনার কিন্তু কক্সবাজারে ঘুরতে যেতেই হবে। 

    হয়তোবা আপনি এটাও বলতে পারেন-

    You must visit Bandarban.

    যে আপনার বান্দরবন ঘুরতে যেতেই হবে।

    So এখানে আপনি ড্যাশে সেটাই বসাবেন যেটা আপনি চান যে তারা করুক। অর্থাৎ, এই কাজটি তাদের করতেই হবে বা না করলেই নয়। 

    Last যে বাক্যটা আপনি তাদের বলতে পারেন। সেটা কিন্তু আপনার তাকে অবশ্যই বলতে হবে। আপনি তো চান তারা আবার বাংলাদেশে আসুক, তাইনা? সেটা আপনি কীভাবে তাদের বলতে পারেন? 

    Spoken English for Kids

    কোর্সটি করে যা শিখবেন

  • ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি
  • দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা
  • বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
  •  

    Foreigner কে ইংরেজিতে বিদায় জানানো এবং পুনরায় আমন্ত্রণ করা

    Please _________.

    Please come again.

    অথবা আপনি এটাও বলতে পারেন-

    Please visit us again

    দুটোর অর্থই হলো, please আবার আসবেন। 

    So, সবগুলোর অর্থই কিন্তু একদম same যে, please আবার বাংলাদেশে আসবেন। তাছাড়া কোনো foreigner-বাংলাদেশে আসলে আমরা চাই তারা যেন বারবার এদেশে ফিরে আসুক বা বাংলাদেশে ঘুরতে আসুক। তো তখন কিন্তু আপনি তাদেরকে last-এ এটাই বলতে পারেন যে, “Please visit us again.” অথবা “Please come again.”। সবগুলোরই অর্থ হল, আবার আমাদের দেশে ঘুরতে আসবেন। 

    আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো ডায়লগের মাধ্যমে শিখে গেলাম কীভাবে আমরা বাংলাদেশে প্রথমবারের মত আগত foreigner-এর সাথে খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারব। আশা করি, এরপর আপনারাও আগত foreigner-দের সাথে ইংরেজিতে conversate করতে পারব।


    মুনজেরিন শহীদের ও অন্যান্য ইংরেজি কোর্সগুলোর তালিকা:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


     

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন