বিদেশগামীদের জন্য ইংরেজি ব্যবহার

October 19, 2021 ...

আজকে আমরা শিখবো আপনারা যারা যেকোনো কাজে বিদেশে যাচ্ছেন তারা কীভাবে খুব easily ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক বিদেশগামীদের জন্য ইংরেজি ব্যবহার।

ইংরেজিতে greeetings জানাবেন যেভাবে

আপনারা যারা বিদেশে যাচ্ছেন, আপনাদের কোন situation এ ইংলিশ বলা লাগতে পারে? – একদম প্রথমে ‘greeting.’ মানে কারো সাথে প্রথম দেখা হলে কীভাবে আপনি তাদেরকে greet করতে পারেন? 

Good ___________. 

Good morning. 

Good afternoon. 

Good evening. 

Good night. 

খেয়াল করে দেখবেন, কারো সাথে দেখা হলে greet করা কিন্তু খুব easy! 

এরপরে আপনি হয়তো জিজ্ঞাসা করতে চাইবেন যে তারা কেমন আছে? 

How _________. 

How are you? 

আপনি কেমন আছেন? 

How is it going? 

দিনকাল কেমন যাচ্ছে? 

IELTS Course by Munzereen Shahid

কোর্সটি করে যা শিখবেন:

  • IELTS পরীক্ষার বিভিন্ন অংশের ফরম্যাট, প্রশ্ন ও উত্তরের ধরন, গুরুত্বপূর্ণ টিপস, ট্রিকস ও স্ট্র্যাটেজি।
  • IELTS Reading, Listening, Speaking ও Writing, প্রতিটি মডিউলের নিয়ম-কানুনসহ খুঁটিনাটি বিষয়াদি।
  •  

    অথবা যদি এমন কেউ হয়ে থাকে যার সাথে আপনার আগে থেকে পরিচয় আছে, আপনি জানতে চান তারা এখন কেমন আছে। 

    How have you been? 

    যে আপনি কেমন আছেন? 

    এরপরে আরেকটা খুব common situation এ আমরা যারা বিদেশে যেতে চাই বা বিদেশগামী যারা আছে তাদেরকে ইংরেজিতে কথা বলা লাগতে পারে৷ Situation টা কী? 

    এয়ারপোর্টে ইংরেজিতে কথা বলবেন যেভাবে

    মনে করেন, আপনি airport এ গেলেন। Airport এ যাওয়ার পর অনেকদূর আপনাকে ইংরেজিতে কথা বলা লাগতে পারে। আমরা এখন শিখবো airport এ গেলেও আমরা কীভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারি। 

    মনে করেন, আপনি airport এ গেলেন। কোনো একটা নির্দিষ্ট জায়গা কোথায় সেটা কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন। কীভাবে জিজ্ঞাসা করতে পারেন? 

    বিদেশগামীদের জন্য ইংরেজি ব্যবহার
    বিদেশগামীদের জন্য ইংরেজি ব্যবহার( Source- IELTS Game)

    Where is _____?  

    Where is gate no 14? 

    মানে, ১৪ নং গেইটটা কোথায়? 

    Where is the restroom? 

    যে ওয়াশরুমটা কোথায়? বা বাথরুমটা কোথায়? 

    Where is the counter? 

    হয়তোবা আপনি কোনো একটা টিকেট কাউন্টার খুঁজছেন। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। 

    হয়তোবা আপনি baggage claim কোথায় বা যেখান থেকে আপনাকে ব্যাগ নিতে হবে সেটা খুঁজছেন। 

    Where is the baggage claim? 

    এরপর অনেক common একটা situation. যে আপনি airport এ গেলেন এবং আপনি জানতে চাচ্ছেন আপনার flight টা কি টাইমমতো ছাড়ছে নাকি। 

    Is the flight ___?  

    Is the flight delayed?  

    মানে, flight টাতে কি দেরি হবে? 

    Is the flight on time? 

    মানে, flight কি টাইমমতো ছাড়বে? 

    Is the flight leaving on time? 

    এর মানে হলো, যে আমাদের যে flight টা আছে সেটা টাইমমতো ছাড়বে নাকি? 

    এরপর আপনি হয়তো কাউকে বলতে চাচ্ছেন যে আপনি পানি চাচ্ছেন, হয়তোবা চিপস চাচ্ছেন, বা স্যান্ডউইচ চাচ্ছেন। কী বলতে পারেন? 

    I would like some _______. 

    I would like some water. 

    মানে আমার একটু পানি দরকার।  

    I would like some chips. 

    I would like some sandwiches. 

    খেয়াল করে দেখবেন, এখানে যে blank আছে, সেখানে শব্দটা পাল্টিয়ে ফেললেই হচ্ছে, অর্থটা same থাকছে যে আমার কিছু একটা প্রয়োজন। যেটা আপনার দরকার, সেটা বসিয়ে দিলেই হচ্ছে৷ 

    প্লেনে ইংরেজিতে কথা বলবেন যেভাবে

    Airport নিয়ে কথাবার্তা হয়ে গেলো। এখন মনে করেন আপনি plane এ উঠে গিয়েছেন। এখনো কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে ইংরেজিতে বলা লাগতে পারে৷ কী কী হতে পারে? 

    মনে করেন আপনি বলতে চাচ্ছেন আপনি কিছু একটা খেতে চাচ্ছেন, কিছু একটা পান করতে চাচ্ছেন বা কিছু একটা পড়তে চাচ্ছেন। কীভাবে বলতে পারেন?

    May I have something to______? 

    May I have something to eat? 

    যে আমাকে কি খাবারের কিছু দেওয়া যেতে পারে? 

    May I have something to drink? 

    যে আপনি হয়তোবা কিছু একটা drink করতে চাচ্ছেন, পানি চাচ্ছেন বা জুস চাচ্ছেন সেক্ষেত্রে আপনি easily এটা বলতে পারেন। 

    May I have something to read? 

    যে আমাকে কি পড়ার জন্য কিছু একটা দেওয়া যেতে পারে? 

    plane এ অনেকধরনের ম্যাগাজিন থাকে, নিউজপেপার থাকে। সো, আপনি যখন ম্যাগাজিন বা নিউজপেপার বা গল্পের বই চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। 

    ঘরে বসে Spoken English

    দৈনন্দিন জীবনে Spoken English-এ পারদর্শী ও আত্মবিশ্বাসী হয়ে উঠুন। ইংরেজি বলায় দক্ষ হয়ে উঠতে এনরোল করুন “ঘরে বসে Spoken English” কোর্সে।

     

    এরপর মনে করেন, plane এর ভিতর আপনার কিছু একটা প্রয়োজন, হেডফোন প্রয়োজন অথবা blanket বা কাঁথা প্রয়োজন, হয়তোবা pillow বা বালিশ প্রয়োজন হয়তোবা পানির গ্লাস দরকার। সেক্ষেত্রে কীভাবে বলতে পারেন ইংলিশে? 

    Could I get a _______? 

    Could I get a pair of headphones? 

    যে আমাকে কি হেডফোন দেওয়া যাবে? 

    Could I get a blanket? 

    যে, আমাকে কি কাঁথা দেওয়া যাবে?

    Could I get a pillow?   

    যে, আমাকে কি একটা বালিশ দেওয়া যাবে? 

    Could I get a glass of water? 

    যে আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? 

    খেয়াল করে দেখবেন এখানে blank এ আপনার যেটা প্রয়োজন সেটা বসিয়ে দিলেই হচ্ছে, বাক্যের বাকি সব অংশ same থাকছে।


    আরও পড়ুন:

    IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি

    ইংরেজিতে কীভাবে গল্প বলবেন


    কাস্টমসে ইংরেজিতে কথা বলবেন যেভাবে

    এরপর মনে করেন, আপনার plane এর journey শেষ। আপনি এখন যেখানে যাচ্ছিলেন সেখানে পৌছে গেছেন৷ এখন তো আপনার customs কে face করা লাগবে, তাইনা? সেখানেও কিছু common question আমাদের করা হয়। আমরা সেই প্রশ্নের জবাবগুলো চাইলে ইংলিশে দিতে পারি। 

    আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কী কারণে এই দেশে এসেছেন। তখন আপনাকে কারণটা বলা লাগতে পারে। কীভাবে বলতে পারেন? 

    I’m traveling for _________. 

    I’m traveling for work. 

    এর মানে হলো, আমি এখানে কাজ কর‍তে এসেছি।

    I’m traveling for leisure. 

    মানে, আমি এখানে ঘুরাঘুরি করতে এসেছি।  

    I’m traveling for tourism purposes.  

    এর মানেও হলো, আমি এখানে ঘুর‍তে এসেছি। 

    হয়তোবা আপনি মেডিকাল রিজনে এসেছেন। 

    I’m traveling for medical reasons. 

    হয়তোবা আপনি কোনো ডাক্তারের appointment নিয়ে এসেছেন বা specific কোনো হাসপাতালে এসেছেন। সেক্ষেত্রে এখানে medical reason বসবে। 

    এরপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কয়দিন থাকবেন এই দেশে? এর জবাব ও আপনাকে ইংলিশে দিতে হবে। 

    I’ll be there for ____. 

    I’ll be there for 7 days. 

    আমি সাতদিন থাকবো। 

    I’ll be there for one month. 

    আমি একমাস ধরে সেখানে থাকবো। 

    I’ll be there for one year. 

    আমি একবছর ধরে এখানে থাকবো। 

    আপনার জন্য যেটা applicable সেটা বসিয়ে দিলেই হচ্ছে। যে blank টা আছে সেখানে আপনি কয়দিন থাকছেন সেটা বসিয়ে দিলেই হচ্ছে। বাক্যের বাকি সব অংশ একদম same থাকছে।     

    আপনাকে হয়তোবা জিজ্ঞাসা করা হতে পারে যে, আপনি এই দেশে কার সাথে থাকছেন বা কার বাসায় থাকছেন বা কোথায় থাকছেন? 

    I’m ________. 

    I’m staying with my family. 

    যে আমি আমার ফ্যামিলির কারো সাথে থাকছি৷ 

    I’m staying with friends. 

    মানে আমি আমার বন্ধুদের সাথে থাকছি। 

    হয়তোবা এটা বলতে পারেন, 

    I’m staying at Palmer street. 

    Palmer street ধরে নিলাম একটা রাস্তার নাম। তাহলে অর্থটা হলো আমি Palmer street এ একটা জায়গায় থাকছি। এখানে আপনি খুব easily I’m staying with family বলতে পারেন, I’m staying with friends বলতে পারেন, যদি এসব না বলে আপনি আপনার এড্রেসটা বলতে চান তাহলে  I’m staying at Palmer street বা আপনি যে street এ থাকছেন সেটা বলতে পারেন। ড্যাশে আপনি আপনার এড্রেস বসিয়ে দিলেই হচ্ছে, বাক্যের বাকি কিছুই কিন্তু change হচ্ছে না।

    বিদেশে কমন কিছু ইংরেজি কথাবার্তা

    এরপর আপনি এতো কষ্ট করে একটা দেশে আসলেন, আপনার তো সেই দেশে একটু ঘুরাঘুরি করা লাগতে পারে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগতে পারে। এই situation গুলোতেও আপনি ইংরেজি বাক্য ব্যবহার করতে পারবেন৷ কী কী হতে পারে? 

    মনে করেন আপনি হয়তোবা একটা ফার্মেসী খুঁজছেন বা একটা বুক স্টোর খুঁজছেন বা গ্রোসারী খুঁজছেন বা হাসপাতাল খুঁজছেন। এরকম situation খুব common. আপনি কী বাক্য use কর‍তে পারেন? 

    বিদেশে কমন কিছু ইংরেজি কথাবার্তা
    Common Expression in English
    (Source-Aziz Murad)

    Where is the ________? 

    Where is the pharmacy? 

    ফার্মেসীটা কোথায়? 

    Where is the bookstore? 

    Where is the grocery store?  

    Grocery store মানে হলো যেখান থেকে আপনি শাক সবজি কিনতে পারেন বা দৈনন্দিন জীবনে যা লাগে ( শাকসবজি/ ফলমূল) তা কিনতে পারবেন৷ 

    Where is the hospital? 

    হাসপাতালটা কোথায়? 

    Where is the bus station? 

    Where is the city center? 

    খেয়াল করে দেখবেন আপনি যখন নতুন কোনো একটা দেশে যাবেন আপনি কিন্তু জানেন না সেখানকার book store কোথায়, hospital কোথায়, city center কোথায়। তখন সেগুলো খুঁজে বের করতে আপনার এই প্রশ্নটা কাউকে করা লাগতে পারে। 

    এরপর মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাওয়া যায়? 

    How do you get to the_______? 

    How do you get to the train station? 

    যে ট্রেন স্টেশনে কীভাবে যেতে হয়?

    বা, 

    How do you get to the bus station? 

    বাস স্টেশনে কীভাবে যেতে হবে? 

    How do you get to the zoo? 

    How do you get to the university? 

    খেয়াল করে দেখবেন, এমন একটা জায়গা সেটাতে কীভাবে যেতে হয় জানতে চাইলে আপনি easily এই বাক্যটা ব্যবহার করতে পারেন। Blank এ আপনি যেখানে যেতে চান সেটা বসিয়ে দিলেই হচ্ছে। 

    নতুন দেশে বা নতুন জায়গায় গেলে অনেক ধরনের প্রব্লেম face করতে হয়। তিনটা common problem নিয়ে আমি আজকে আলোচনা করবো। 

    বিদেশে কিছু হারিয়ে গেলে ইংরেজিতে যা বলবেন

    প্রথমে মনে করেন আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা NID card হারিয়ে ফেলেছেন বা মানিব্যাগটা কোথাও ভুলে রেখে এসেছেন বা আপনার credit card হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে এটাও আপনি ইংলিশে কাউকে বুঝাতে পারবেন৷ কীভাবে? 

    I have lost my passport. 

    এর মানে, আমি আমার পারপোর্টটা হারিয়ে ফেলেছি।  

    I have lost my NID card. 

    বিদেশগামীদের জন্য ইংরেজি ব্যবহার
    Communication skillls Source( WiseStep)

    এর মানে, আমি আমার NID card হারিয়ে ফেলেছি।  

    I have misplaced my money bag. 

    যে আমি আমার মানিব্যাগটা কোথায় রেখেছি মনে করতে পারছি না। 

    I have lost my credit card. 

    আমি আমার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছি৷ 

    আরেকটা common সমস্যা আমাদের face করা লাগতে পারে। মনে করেন, আপনি কোথাও গিয়েছেন এবং আপনার টাকা চুরি হয়ে গিয়েছে বা আপনার মানিব্যাগ চুরি হয়েছে বা আপনাকে কেউ scam করেছে। কীভাবে বলতে পারেন? 

    Someone ___________. 

    Someone stole my money. 

    কেউ একজন আমার টাকা চুরি করে ফেলেছে। 

    হয়তোবা এটাও বলতে পারেন, 

    Someone stole my bag. 

    কেউ আমার ব্যাগটা চুরি করেছে। 

    Someone stole my money bag. 

    মনে করেন কেউ আপনার সাথে scam করেছে।

    Someone scammed me. 

    এরপরে last একটা common situation এ আমাদের পরতে হতে পারে সেটা হচ্ছে কারো কাছ থেকে সাহায্য নেওয়া৷ এই বাক্যটা কিন্তু আমি আপনাদের আগেও শিখিয়েছি।

    Can you________?

    Can you help me? 

    আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? 

    Can you assist me? 

    এরও মানে হলো, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? 

    Can you look into this? 

    মানে, আপনি কি ব্যাপারটা একটু দেখতে পারবেন? 

    হয়তোবা আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি বললেন ব্যাপারটা একটু দেখুন৷ 

    এর বাহিরেও অনেক ধরনের situation এ আমাদের পরা লাগতে পারে। যখন আপনারা বিদেশে যাবেন বা নতুন কোনো একটা নতুন দেশে যাবেন তখন অনেক ধরনের situation face করা লাগতে পারে। অনেকধরনের সমস্যা face করা লাগতে পারে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এর বাহিরে আর কী কী situation এ বিদেশগামীদের ইংরেজিতে কথা বলা লাগতে পারে বা spoken english প্র্যাকটিস করা লাগতে পারে।

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন