Pronoun হলো Parts of Speech আলোচনার দ্বিতীয় ধাপ। আগের একটি ব্লগে আমরা Noun নিয়ে আলোচনা করেছিলাম, আর এখন আমরা প্রবেশ করছি Pronoun -এর জগতে। English Grammar -এর আলোচনার ক্ষেত্রে Pronoun অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষাসহ সকল প্রকার Competitive Exam- এ Pronoun থেকে প্রশ্ন থাকবেই।
আমার এই আর্টিকেল তাই শুরু হবে Pronoun কাকে বলে -এই আলোচনার মধ্য দিয়ে। আলোচনা এগিয়ে যাবে Pronoun কত প্রকার এবং তাদের বিস্তারিত জানার মাধ্যমে। আর বরাবরের মতোই এখানেও, একদম শেষে যুক্ত করে দেয়া হবে একটি pronoun exercise অংশ, যার মাধ্যমে নিজের প্রস্তুতির জায়গাটি কেমন তা যাচাই করে নেয়া যাবে।
Pronoun কাকে বলে?
Pronoun হলো এক বা একাধিক Noun-এর পরিবর্তে ব্যবহৃত শব্দ, যা Noun-এর মতোই কোনো ব্যক্তি, বস্তু, স্থান, বিষয়, ধারণাকে নির্দেশ করে। Wren & Martin -এর গ্রামার বই অনুসারে, A Pronoun is a word used instead of a Noun. যেমন,
- Karim is a good student. He is in class 5. (Karim- এর পরিবর্তে he একটি Pronoun)
- This is the book which we wanted. (The book- কে বোঝাতে which একটি Pronoun)
তাই বলা যায়, Noun- এর পরিবর্তে যেসব Word ব্যবহৃত হয়, তাদেরকে Pronoun বলে।
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
Pronoun কত প্রকার?
Pronoun কাকে বলে তা জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, Pronoun কত প্রকার? Pronoun -কে English Grammarian -রা আট ভাগে বিভক্ত করেন। এগুলো হলো,
- Personal Pronoun
- Reflexive Pronoun
- Indefinite Pronoun
- Relative Pronoun
- Demonstrative Pronoun
- Interrogative Pronoun
- Distributive Pronoun
- Reciprocal Pronoun
Pronoun meaning in Bengali
Pronoun -এর বাংলা হলো সর্বনাম পদ। বাংলায় বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয়, সেগুলো সর্বনাম নামে পরিচিত। যেমন, ‘বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এর শরীরজুড়ে বিছিয়ে আছে জালের মতো সব নদী।’ এই বাক্যে ‘এর’ শব্দটি একটি সর্বনাম পদ। সর্বনামেরও বেশ কিছু প্রকার বিদ্যমান। যেমন পুরুষবাচক (আমি, তুমি); প্রশ্নবাচক (কে, কী); দূরত্ববাচক (ঐ, ঐসব)- ইত্যাদি।
Personal Pronoun
কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয়, তাকে Personal Pronoun বলে।
উদাহরণ |
মন্তব্য |
|
Book বোঝাতে it ব্যবহৃত হয়েছে |
|
Salma -কে বোঝাতে her ব্যবহৃত হয়েছে |
|
Mithu -কে বোঝাতে You ব্যবহৃত হয়েছে |
|
My father-এর পরিবর্তে he ব্যবহৃত হয়েছে |
Person অনুসারে Personal Pronoun-কে আবার তিন ভাগে ভাগ করা যায়,
Reflexive Pronoun
উপরে দেখানো Personal Pronoun -এর Objective ও Possessive form -এর সাথে self বা selves যুক্ত হয়ে যে সব Pronoun গঠিত হয়, তাদেরকে Reflexive pronoun হিসেবে অভিহিত করা হয়। এক্ষেত্রে Singular Reflexive Pronoun -এর সাথে self এবং Plural Reflexive pronoun -এর সাথে selves যুক্ত হয়।
উদাহরণ |
মন্তব্য |
|
I এখানে singular, তাই my -এর সাথে self যুক্ত হয়েছে |
|
Sabina এখানে singular, তাই her -এর সাথে self যুক্ত হয়েছে |
|
We এখানে plural, তাই our -এর সাথে selves যুক্ত হয়েছে |
|
They এখানে plural, তাই them -এর সাথে selves যুক্ত হয়েছে |
Indefinite Pronoun
যে Pronoun-গুলো কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে সুনির্দিষ্ট করে বলে না, তাকে Indefinite Pronoun বলে। যে Pronoun-গুলোর শেষে one অথবা body যুক্ত থাকে, সেগুলো ব্যক্তিকে বোঝায়। অন্যদিকে, যে Pronoun-গুলোর শেষে thing যুক্ত থাকে, সেগুলো বস্তুকে বোঝায়।
Indefinite Pronoun | উদাহরণ |
One |
|
Some |
|
Any |
|
None |
|
Many |
|
Much |
|
Another |
|
Relative Pronoun
যে Pronoun-গুলো দু’টি বাক্যের মধ্যে বসে এবং সম্বন্ধ বোঝায়, তাদেরকে relative Pronoun বলা হয়।
Relative Pronoun | উদাহরণ |
Who |
|
Whom |
|
Which |
|
Whose |
|
That |
|
Demonstrative Pronoun
যে সব Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং তাদেরকে নির্দেশ করে, তাদেরকে Demonstrative Pronoun বলে। এখানে this, that, these, those এককভাবে ব্যবহৃত হয়।
আরও পড়ুন:
IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি
Demonstrative Pronoun | উদাহরণ |
This/ These |
|
That/ Those |
|
Such |
|
Same |
|
So |
|
Image Source: Twinkl
Interrogative Pronoun
Who, Which, What, Whom দ্বারা যখন প্রশ্ন করা হয়, তখন তাকে Interrogative Pronoun বলে।
Interrogative Pronoun | উদাহরণ |
Who |
|
Which |
|
What |
|
Whom |
|
Distributive Pronoun
যে সকল Pronoun একজাতীয় একাধিক Noun- এর মধ্যে কোনো কিছুকে পৃথক করা বোঝায়, সেগুলোকে Distributive Pronoun বলা হয়।
Distributive Pronoun |
উদাহরণ |
Each |
|
Either |
|
Neither |
|
Reciprocal Pronoun
যে সব Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাদেরকে Reciprocal Pronoun বলা হয়।
Reciprocal Pronoun |
উদাহরণ |
Each other |
|
One another |
|
ঘরে বসে English Grammar
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
Pronoun এর প্রকারভেদ: ফিরে দেখা
তাহলে এবার পুরো আলোচনার একটা সারসংক্ষেপ দেখা যাক,
Pronoun | কাকে বলে? | উদাহরণ |
Personal Pronoun | Person বা ব্যক্তির পরিবর্তে বসে | You, he, her |
Reflexive Pronoun | কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায় | myself, herself, ourselves |
Indefinite Pronoun | অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় | One, Some, None |
Relative Pronoun | দু’টি বাক্যের মধ্যে সম্পর্ক বোঝায় | Who, Whom, Which |
Demonstrative Pronoun | কোনো Noun- কে বিশেষভাবে নির্দেশ করে | This, That, Such |
Interrogative Pronoun | প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় | Who, What, Which |
Distributive Pronoun | কোনো কিছুকে পৃথক করে | Each, Either, Neither |
Reciprocal Pronoun | একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় | Each other, One another |
শেষ কথা
Pronoun কাকে বলে- এই আলোচনার মধ্য দিয়ে এই আর্টিকেল শুরু হয়েছিলো। পরবর্তী সময়ে আলোচনা বিস্তৃতি পেয়েছে pronoun কত প্রকার ও তাদের উদাহরণসহ বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে, শেষ হয়েছে কয়েকটি pronoun exercise- এর মধ্য দিয়ে । প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় ইংরেজি অংশে Pronoun থেকে প্রশ্ন আসেই, তাই এই আর্টিকেল তোমার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দেবে, এটাই প্রত্যাশা। আর হ্যাঁ, যদি ইংরেজি গ্রামার অংশের Pronoun সহ বাকি টপিকগুলো আরো ভালোভাবে বুঝতে চাও, তবে টেন মিনিট স্কুলের English Grammar Crash Course এবং Academic English Grammar কোর্স দু’টি আছে তোমার জন্য!
Pronoun Exercise
1. “Who’s that?” in this sentence ‘that’ is a/an- (BCS:41th)
(a) Pronoun (b) Conjunction (c) adjective (d) adverb
2. All spoke in his favor. Here the word ‘All’ is a/an- (MAT: 2017-18)
(a) Noun (b) Adverb (c) Pronoun (d) Adjective
3. _____ parent plays a different but important role in a child’s life. (DU: 2011-12)
(a) Each (b) One (c) Anyone (d) The
4. The author of several books. Here ‘several’ is an example of- (JU: 2019-20)
(a) Indefinite Pronoun (b) Distributive Pronoun
(c) Personal Pronoun (d) Relative Pronoun
5. _____ his friends speak in English. (KU: 2019-20)
(a) All of (b) Both of (c) Neither of (d) Some of
Reference:
- Advanced Learner’s, For class 9-10, Chowdhury & Hossain
- Apex English, Md. Waliullah Chowdhury
- Cliffs TOFEL, Michael A. Pyle & Mary Ellen Munoz
- Oxford A-Z Grammar & Punctuation, Jhon Seely
- A Potential English Grammar & Composition For Class 8, Md. Khalil Ullah M.A, M. Ed
- পাসপোর্ট to Grammar, Saifur Rahman Khan, Md. Mujibur Rahman & Md. Haseeb Kabir
- English For Everyday
- Idioms and Phrases
- Academic English Grammar
- English Grammar Fundamentals
- Study Abroad Complete Guideline
- Pronunciation Mistakes
- Grammar Foundation Course
বছরজুড়ে অভিজ্ঞ টিচারদের সাথে ক্লাস 6-10 এর পড়াশোনা ও পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে আজই ভিজিট করো আমাদের অনলাইন ব্যাচ ২০২৫ -এ:
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
উত্তরমালা:
1 |
2 | 3 | 4 |
5 |
Pronoun |
Pronoun | Each | Indefinite Pronoun |
Neither of |
আপনার কমেন্ট লিখুন