আজকে আমরা শিখবো কীভাবে আমরা ইংরেজিতে আমাদের প্রিয় লেখক, প্রিয় তারকা বা প্রিয় ক্রীড়াবিদ বা sportsperson’দের সাথে খুবই সহজে কথা বলতে পারি। আমরা একদম ইজি একটা বাক্য দিয়ে শুরু করি। প্রথমে মনে করেন আপনি দূর থেকে দেখতে পারলেন যে আপনার favourite sportsperson বা favourite লেখক বা favorite তারকা অনেক দূরে আছে। আপনি এখন গিয়ে তাদের সাথে কথা বলবেন। কীভাবে বলতে পারেন? বা কীভাবে কথা বলা শুরু করতে পারেন?
প্রিয় তারকার সাথে ইংরেজিতে কথোপকথন শুরু করবেন যেভাবে
একদম প্রথমে আপনার হয়তো বলতে হবে যে আপনি আশা করছেন তাদেরকে ডিস্টার্ব করছেন না বা bothered করছেন না বা বিরক্ত করছেন না। কীভাবে?
Hello, I hope I’m not _______.
I hope I’m not disturbing you.
যে আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না।
অথবা,
I hope I’m nor bothering you.
এরও মানে হলো যে আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না।
So, disturb করা বা bother করা মানে হলো যে, আমি আপনাকে বিরক্ত করছি না। এটা কিন্তু যখন আপনি একজনের সঙ্গে এভাবে গিয়ে কথা বলতে চাচ্ছেন সে হয়তো বা তার পরিবার নিয়ে ব্যস্ত আছে, সে হয়তোবা তার বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত আছে. আপনার কিন্তু courtesy দেখিয়ে বা সম্মান দেখিয়ে প্রথমেই বলতে হবে ,
I hope I am not disturbing you. বা
I hope I am not bothering you.
এরপরে মনে করেন যে আপনার যখন আরেকটু কথাবার্তা বাড়ানোর scope হবে বা chance হবে এরপরে কিন্তু আপনি আপনার নামটা বলবেন।
My name is ______.
My name is Munzereen.
অথবা,
My name is Aznan.
অথবা ,
My name is Maliha.
এরপরে আপনি আগাবেন আরেকটু। আপনি বলবেন যে আপনি তার কাজের অনেক বড় ফ্যান বা অনেক বড় ভক্ত। কীভাবে বলতে পারেন?
আরো পড়ুন: কিছু বলার না থাকলে কী বলবেন – ইংরেজিতে ‘স্মল টক’ করা শিখুন
I am a huge _______ of your work.
I am a huge fan of your work.
যে আমি আপনার কাজের অনেক বড় ভক্ত। অথবা,
I am a huge admirer of your work.
এরও মানে হলো যে আমি আপনার কাজের অনেক বড় ভক্ত।
প্রিয় তারকার কাজের প্রশংসা করবেন যেভাবে
এরপরে মনে করেন যে, আমরা ধরে নিলাম যে আপনার আপনার প্রিয় লেখকের সঙ্গে বা favourite writer এর সঙ্গে দেখা হয়েছে। আপনি তাকে তার কোনো একটা নির্দিষ্ট বই সম্পর্কে কিছু বলতে চান বা তার লেখা কোন বই আপনার প্রিয় এবং কেন সেটা বলতে চান। কীভাবে বলতে পারেন?
Your book _____, really changed my perspective on _______.
আমি ধরে নিলাম যে আমার প্রিয় বই হচ্ছে The Alchemist. So আমি এখানে প্রথম লাইনে বইয়ের নামটা বসাবো।
Your book the Alchemist really changed my perspective on ______.
প্রথমে, প্রথম blank’এ আমি আমার প্রিয় বইয়ের নামটা বসিয়ে ফেললাম। ২য় blank’এ আমি বসাবো এই বইটা আমার কোন জিনিস সম্পর্কে perspective বা দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমরা যেকোনো বই পড়লে কিন্তু আমাদের কিছু একটা সম্পর্কে দৃষ্টিভঙ্গি একটু পাল্টায়। আমরা যখন আমাদের ফেভারিট লেখকের সঙ্গে সেই বই নিয়ে কথা বলবো আমরা কিন্তু সেটাই বলার চেষ্টা করবো যে তার বইটা পড়ে হয়তোবা আমাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমি কী বলতে পারি?
Your book The Alchemist, really changed my perspective on life.
মানে আপনার এই বইটি পড়ে আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টেছে। হয়তোবা আমি এটাও বলতে পারি যে ,
Your book The Alchemist, really changed my perspective on politics/democracy.
যেটার সম্পর্কে আপনার perspective change হয়েছে সেটা কিন্তু আপনি ২য় blank’টাতে বসাবেন। যেমন, Alchemist যে বইটি আছে সে বইটির উপর ভিত্তি করে যদি আমি বলি আমি এটাও বলতে পারেন।
Your book, The Alchemist, really changed my perspective on fate.
যে আপনার এই বইটি পড়ে আমার fate সম্পর্কে যে ধারণাটা ছিলো সে ধারণাটা পাল্টে গেছে। আপনার যে favourite বইটা আছে ঐ বইটা আপনার কীভাবে দৃষ্টিভঙ্গি পাল্টেছে বা perspective পাল্টেছে সেটা নিয়ে যদি আপনি তাদেরকে বলতে চান তাহলে প্রথম blank’এ আপনি বইটার নাম বসাবেন আর ২য় blank’এ কী সম্পর্কে আপনার perspective বদলেছে , change হয়েছে ঐ বইটা পড়ার পর সেটার কথা বসাবেন।
এখন মনে করেন আপনার আপনার favourite cricketer এর সঙ্গে দেখা হয়েছে। Favourite cricketer এর সাথে যদি দেখা হয় আপনার তখনও কিন্তু আপনি খুবই সহজে অনেক কথা বলতে পারবেন। কীভাবে? হয়তোবা আপনি একটা বিশেষ কোনো ম্যাচ সম্পর্কে কথা বলতে চান যে ম্যাচটা আপনার অনেক ভালো মনে আছে ঐ ক্রিকেটারের আপনি এরকম স্পেশাল কোনো ম্যাচের কথা আপনি বলতে চান। কীভাবে বলতে পারেন?
I remember the match you played Against _______.
এই ড্যাশে আপনি যার বিরুদ্ধে তারা সেই ম্যাচটা খেলেছিলো সেই দেশের নামটা বসাবেন। হয়তোবা আপনি বলতে চান।
I remember the match you played Against South Africa.
যে South Africa’র সাথে যেই ম্যাচটা আপনি খেলেছিলেন সেই ম্যাচের কথা আমার এখনো মনে আছে। হয়তোবা আপনি বলতে পারেন,
I remember the match you played against India/England.
খেয়াল করলে দেখবেন, ড্যাশে আপনি জাস্ট যেই দেশের বিরুদ্ধে তারা ম্যাচ খেলেছিলো বা যেই ম্যাচ সম্পর্কে আপনি কথা বলতে চান সেই ম্যাচটা, সেই দেশটার নামটা আপনি এখানে বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে। এরপরে আপনি হয়ত বলতে চান সেই ম্যাচটা খুবই অসাধারণ ছিলো বা খুবই ভালো ছিলো। কীভাবে বলতে পারেন?
You were so ______.
You were so amazing.
মানে আপনি ঐ ম্যাচটা অসাধারণ ভাবে খেলেছিলেন।
You were so incredible.
এরও মানে হলো আপনি ঐ ম্যাচটা খুবই অসাধারণভাবে খেলেছিলেন।
খেয়াল করলে দেখবেন, সেই ম্যাচটা যেই ম্যাচটার কথা আপনি বলতে চাচ্ছেন সেই দেশের নামটা আপনি প্রথম ব্লাংকে বসাবেন এবং ২য় ব্ল্যংকে আপনি বসাবেন যে যেই খেলোয়াড়ের সঙ্গে বা যেই ক্রিকেটারের সঙ্গে আপনার কথাবার্তা হচ্ছে সেই ঐ ম্যাচটাতে কী রকম খেলেছিলো। অনেক ভালো খেলেছে নিশ্চয়ই। আপনি amazing বলতে পারেন, incredible বলতে পারেন, You are brilliant বলতে পারেন। সবগুলারই অর্থ হলো আপনি খুবই অসাধারণ খেলেছেন।
এরপরে হয়তোবা আপনার আপনার favourite movie star এর সাথে দেখা হয়ে গিয়েছে। তাদেরকে তো আপনি আর ক্রিকেট ম্যাচ নিয়ে বলবেন না. তাদেরকে নিশ্চয়ই আপনি তাদের কোনো একটা নির্দিষ্ট মুভি সম্পর্কে বলবেন। আপনি কীভাবে বলতে পারেন?
Your movie ______, was ______.
প্রথম ব্ল্যাংকে আপনি মুভির নামটা বসাবেন। হয়তোবা আমি 3 Idiots বলতে পারি, হয়তোবা আমি Taare Zameen Par বলতে পারি। আপনার favourite movie যেটা ঐ তারকা বা ঐ actress এর আপনি সেই মুভিটার নাম প্রথম ব্ল্যাংকে বসাবেন। ২য় ব্ল্যাংকে আপনি বসাবেন যে মুভিটা কীরকম ছিলো। অনেক শব্দ বসানো যায়। amazing, incredible, fantastic সবগুলোরই অর্থ হলো যে মুভিটা অসাধারণ ছিলো।
Your movie Taare Zameen par, was amazing.
কিন্তু আপনি কি শুধু এতটুকু বলেই রেখে দিবেন? আপনি কিন্তু আরেকটু বাড়াবেন। আপনি হয়তোবা আপনার বিশেষ কিছু নিয়ে হয়তোবা দৃষ্টিভঙ্গি বা perspective change করেছে। কীভাবে বলতে পারেন?
It gave me new perspectives on _____.
It gave me new perspectives on life.
যে আপনার মুভি দেখে আমার জীবন সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি আছে সেটা পাল্টে গেছে।
হয়তোবা,
It gave me new perspectives on work/ on relationships/ on politics/ on democracy
অনেক ধরনের শব্দ কিন্তু এখানে বসতে পারে। এই মুভিটা কী নিয়ে ছিলো সে মুভিটার মূল বিষয়টা আপনি এখান বসাবেন যে ঐ মুভিটা দেখে আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, ঐ মুভিটা দেখে আমার কাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এভাবে কিন্তু কোনো শব্দ বসিয়ে দিলেই হবে।
এরপরে আপনি হয়তোবা তাকে বলতে চান যে বাংলাদেশের এত সম্মান বয়ে আনার জন্য অনেক ধন্যবাদ। কীভাবে বলতে পারেন?
Thank You for bringing so much ______ to Bangladesh.
Thank you for bringing so much pride to Bangladesh.
Thank you for bringing so much joy to Bangladesh.
সবগুলারই অর্থ হচ্ছে যে বাংলাদেশে এত সুখ বয়ে আনার জন্য বা বাংলাদেশে এত সম্মান বয়ে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এরপরে আস্তে আস্তে আমাদের কথোপকথন শেষ হয়ে আসবে। আপনি হয়তোবা এই পর্যায়ে বলতে চান যে তার সাথে কথা বলে আপনার অনেক ভালো লাগছে। কীভাবে বলতে পারেন?
আপনি হয়তোবা বলতে পারেন,
It was ______ to meet you.
It was a pleasure to meet you.
মানে হলো যে আপনার সঙ্গে দেখা করে আমার অনেক ভালো লাগছে।
It was amazing to meet you.
এর মানেও হলো সেম যে আপনার সঙ্গে দেখা করে আমার অনেক ভালো লাগছে।
It was nice to meet you.
It was so nice to meet you.
It was so amazing to meet you.
যেকোনোটাই কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। সবগুলারই অর্থ হলো যে আপনার সঙ্গে দেখা করে আমার অনেক ভালো লাগছে।
আরো পড়ুন: কীভাবে ইংরেজিতে আত্মীয়দের সাথে কথা বলবেন
প্রিয় তারকার সাথে ছবি তুলতে চাইলে যা বলবেন
এরপরে আপনি লাস্টে হয়তোবা তার সাথে একটা ছবি তুলতে চান কিন্তু বুঝছেন না যে কীভাবে জিজ্ঞেস করতে পারেন। সেটাও কিন্তু আপনি English’এ জিজ্ঞেস করতে পারেন। কীভাবে?
If you don’t mind, may I take a ____ with you?
If you don’t mind, may I take a photo with you?
If you don’t mind, may I take a picture with you?
If you don’t mind, may I take a photograph with you?
খেয়াল করলে দেখবেন, এখানে কিন্তু আমরা if you don’t mind বলছি এর মানে হলো যে আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কি আমি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? তার মানে আপনার অনেক respectful হতে হবে, অনেক সুন্দর করে রিকুয়েষ্ট করতে হবে, অনুরোধটা করতে হবে। আপনি if you don’t mind দিয়ে শুরু করেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক polite হয়।
প্রিয় তারকাকে ধন্যবাদ দিতে চাইলে যা বলবেন
লাস্টে হয়তোবা আপনি তাকে একটা ধন্যবাদ দিতে চান যে আপনার সাথে কথা বললো এজন্য আপনি তাকে ধন্যবাদ দিতে চান, আপনার সাথে কথা বলার জন্য সময় করলো এজন্য ধন্যবাদ জানাতে চান। কীভাবে বলতে পারেন?
Thank you so much for _______.
Thank you so much for speaking with me.
এর মানে হলো যে আমার সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।
Thank you so much for taking the picture with me.
মানে , আমার সঙ্গে ছবি তুলার জন্যও ধন্যবাদ। আপনি কিন্তু ছবি তুলার জন্যও ধন্যবাদ বলতে পারেন, আপনার সঙ্গে কথা বলেছে যে এটার জন্যও ধন্যবাদ বলতে পারেন। এটা আপনি বললে কিন্তু অনেক respectful হয়, অনেক ভালো শোনায়। আপনি এই কথাটা খুব সহজেই লাস্টের দিকে বলতে পারবেন।
প্রিয় তারকাকে শুভ কামনা জানাতে দিতে চাইলে যা বলবেন
এরপর আপনি হয়তোবা তাকে good bye বলতে পারেন। Good bye বলারও কিন্তু অনেক সুন্দর way আছে। কীভাবে বলতে পারেন?
হয়তোবা আপন এভাবে বলতে পারেন যে আপনার আপনার ভবিষ্যতের সব প্রজেক্টগুলো বা বই বা মুভি সেগুলো যেন ভালো যায় এটাই আমি আপনার জন্য আশা করি। কীভাবে বলতে পারেন?
All the best for your future _____.
All the best for your future movies.
মানে, আপনার ভবিষ্যতের সব মুভির জন্য অনেক অনেক শুভকামনা।
হয়তোবা আপনি এটা বলতে পারেন যে-
All the best for your future books.
যদি আপনার প্রিয় লেখক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তাকে তার ভবিষ্যতে যেই মুভিগুলো লিখবে সেগুলো নিয়ে শুভকামনা জানাতে চান তখন আপনি books বলবেন। যদি আপনার প্রিয় actor/actress হয়ে থাকে তখন আপনি movies বলবেন।
All the best for your future matches.
সে যদি আপনার প্রিয় খেলোয়াড় হয়ে থাকে তাহলে আপনি ম্যাচের কথা বলবেন। আপনি যার সঙ্গে কথা বলছেন সে ক্রিকেটার নাকি ফুটবলার নাকি মুভিস্টার বা সে রাইটার নাকি তার উপর বেস করে আপনি আপনার ওয়ার্ডটা কিন্তু ব্ল্যাংকে বসিয়ে দিলেই হবে। একদম typical good bye না বলে আপনি এই বাক্যটা দিয়ে শেষ করলে খুবই সুন্দর একটা পজিটিভভাবে আপনাদের conversations টা শেষ হবে।
আজকে কিন্তু আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা খুবই সহজে চাইলে আমাদের favourite cricketer, favourite movie star, favourite writer সবার সঙ্গে দেখা হলে খুবই সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারি।
আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এরকম কখনো কী হয়েছিলো যে আপনারা আপনার favorite movie star’ এর সাথে দেখা করেছেন বা ক্রিকেটারের সাথে দেখা করেছেন বা writer এর সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে আপনার কথাটা বা কথোপকথনটা কীরকম গিয়েছিলো সেটা ইংলিশে লিখে নিচের comment section – এ জানান।
আমি কিন্তু আপনাদের সবার আন্সারের জন্য অপেক্ষায় থাকবো।
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন