আজকে আমরা ইংরেজিতে স্মল টক (Small Talk) করা শিখবো। Small Talk মানে কি ছোট কথা? Small Talk মূলত ছোট কথা, যেটা আমাদের Converstaion কন্টিনিউ করতে সাহায্য করে বা আলাপ আলোচনা চালিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় এমন হয় যে দুইজন আপনারা কিছু নিয়ে কথা বলছেন কিন্তু এক পর্যায়ে গিয়ে বুঝছেন না যে- ‘আর কী বলা যায়’, ‘আর তো কিছু মাথায় আসছে না!’ সে সময় আমরা Small Talk করতে পারি। এটা আসলে specific কোনো কিছু নিয়ে হয় না। কিন্তু আমাদের আলোচনা চালিয়ে যেতে একটা comfortable situation তৈরি করে দেয়। বা আলোচনা চালিয়ে যেতে সাহায্য করে। একদম প্রথমে আমরা শিখবো কীভাবে আমরা কারো কাজ সম্পর্কে বা work সম্পর্কে small talk করতে পারি৷
বেশি দেরি না করে, একটা easy বাক্য দিয়ে চিন্তা করেন আপনি কারো কাজ সম্পর্কে বা work সম্পর্কে small talk করার চেষ্টা করছেন। কী বলতে পারেন? আপনি বলতে পারেন-
Small talk
What work do you do?
মানে- আপনি কী কাজ করেন?
মনে করেন, আপনার বিপরীত পাশে একজন স্পিকার আছে, আপনি তাকে জিজ্ঞাসা করছেন-
What work do you do?
মানে- আপনি কী কাজ করেন?
সে কী জবাব দিতে পারে? বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কী কাজ করেন তখন আপনি কী জবাব দিতে পারেন?
I’m a __.
I’m a teacher. অর্থাৎ আমি একজন টিচার।
I’m a nurse. অর্থাৎ আমি একজন নার্স
I’m a doctor. অর্থাৎ আমি একজন ডক্টর।
খেয়াল করে দেখবেন, আপনি যে পেশায় আছেন সেটা এখানে বসিয়ে দিলে হচ্ছে। এতে করে কিন্তু আপনার conversation আরো আগাচ্ছে বা কথাবার্তা বা আলোচনা আরেকটু আগাচ্ছে।
অনেক সময় ‘What do you do’ অথবা ‘I’m a teacher/nurse’ ইত্যাদি কথা বলার পর আমরা খুঁজে পাই না আর কী বলা যায়। এরপরেও কিন্তু আলোচনা চালিয়ে যেতে পারি আমরা। কীভাবে?
What motivated you to become a __?
What motivated you to become a teacher?
মানে- আপনি টিচার হওয়ার জন্য আগ্রহী হলেন কেন?
কোর্সটি করে যা শিখবেন:
ঘরে বসে Spoken English
What motivated you to become a nurse?
মানে- আপনি নার্স হওয়ার জন্য আগ্রহী কেন হলেন?
What motivated you to become a doctor?
মানে- আপনি ডাক্তার হওয়ার প্রতি আগ্রহী কেন হলেন?
‘What motivated you’ মানে হলো আপনি কেন এই পেশাতে আগ্রহী হলেন এটা নিয়ে আমাকে একটু বলুন।
যখন আপনাকে কেউ এটা জিজ্ঞাসা করবে, আপনাকেও তো জবাব দিতে হবে, তাই না? আপনি যে জবাবটা দিবেন সেটা দিয়েও আপনি কথাবার্তা বা আলোচনা আরেকটু আগাতে পারেন। কীভাবে?
Question – Answer
I became a __ because I enjoy__.
I became a nurse because I enjoy helping people.
মানে- আমি নার্স হয়েছি কারণ আমার মানুষজনকে সাহায্য করতে ভালো লাগে।
I became a teacher because I enjoy teaching.
যে- আমার মানুষজনকে পড়াতে ভালো লাগে এজন্য আমি টিচার হয়েছি.
I became a doctor because I enjoy helping people.
আমি মানুষজনের সেবা করতে পছন্দ করি, এজন্য আমি ডাক্তার হয়েছি।
যখন আপনাকে কেউ এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে আপনি কী কারণে একটা পেশার প্রতি আগ্রহী হয়েছেন তখন আপনি সহজেই এই বাক্যের স্ট্রাকচার ইউজ করতে পারেন।
আরো পড়ুন: Spoken English: 20 phrases for giving compliments
পেশা নিয়ে small talk
বাক্যের পুরো স্টাকচার কিন্তু সেইম থাকছে। আপনি জাস্ট Blank এ আপনি আপনার অনুযায়ী শব্দগুলো বসিয়ে দিলেই হচ্ছে৷
এরপরেও কিন্তু কাজ সম্পর্কে আরো Small Talk করা সম্ভব। কীভাবে?
What was your first ever job?
যে- আপনার প্রথম চাকরী কী ছিল?
এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বা মজাদার type of conversation হতে পারে যে- আপনার প্রথম জবটা কী ছিল? আমাদের অনেকেরই অনেক ধরনের মেমোরি থাকে, ভালো ভালো মেমোরি থাকে regarding our first ever job. আপনি এই প্রশ্নটাও করতে পারেন।
What was your first ever job?
আপনাকে এই প্রশ্নটি করা হলে আপনি এর জবাবে বলতে পারেন-
In my first job, I waited table.
আমি আমার একদম প্রথম চাকরীতে একজন ওয়েটার (waiter) ছিলাম। রেস্টুরেন্টে ওয়েটার (waiter) হিসেবে কাজ করেছি।
হয়তোবা আপনি এটাও বলতে পারেন-
In my first job, I taught children in a school.
যে- আমি আমার ফার্স্ট চাকরীতে একটা স্কুলে ছোট বাচ্চাদের পড়িয়েছি।
খেয়াল করে দেখবেন- আপনার ক্ষেত্রে আপনার ফার্স্ট জবের কথা blank এ বসিয়ে দিলে আপনি আরো অনেকক্ষণ চাকরী নিয়ে Small Talk করতে পারবেন৷
আপনারা কি জানেন, খাবার নিয়ে বা food নিয়েও small talk করা সম্ভব? আমরা আজকে দুটো বাক্য শিখবো, যে দুটো বাক্যের মাধ্যমে আপনারা দেখবেন যে food নিয়ে বা খাবার নিয়েও অনেকক্ষণ small talk করা যায়৷ কীভাবে?
Food নিয়ে small talk
Do you know any good __ restaurants around here?
Do you know any good thai resturants around here?
যে- আপনার জানা মতে আশাপাশে কোনো থাই রেস্টুরেন্ট আছে?
Do you know any good Indion resturants around here?
যে- আপনার জানামতে এখানে কোনো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে?
আপনি থাই বলতে পারেন, ইন্ডিয়ান বলতে পারেন, কোরিয়ান বলতে পারেন, চাইনিজ বলতে পারেন। যে ধরনের রেস্টুরেন্টের কথা জানতে চাচ্ছেন সে ধরনের রেস্টুরেন্টের কথা blank এ বসিয়ে দিলেই বাক্য তৈরি হয়ে যাচ্ছে। আর কোনো কিছু পাল্টাচ্ছে না।
আরেকটা বাক্য শিখি আমরা-
I’m cooking __ for dinner tonight. What about you?
I’m cooking soup for dinner tonight. What about you?
আমি আজকে রাতে ডিনারের জন্য স্যুপ রান্না করছি।
‘What about you?’ অর্থাৎ তুমি কী রান্না করছো?
I’m cooking fried rice for dinner tonight. What about you?
আমি আজকে রাতে ডিনারের জন্য ফ্রাইড রাইস তৈরি করছি।
‘What about you?’ অর্থ্যাৎ তুমি কী করছো?
খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু মনে করি food নিয়ে বা খাবার নিয়ে বেশি small talk করা সম্ভব না। কিন্তু আমরা একটা বাক্যের মাধ্যমে দেখলাম কীভাবে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট সম্পর্কে small talk করতে পারি। আরেকটা বাক্যের মাধ্যমে আমরা দেখলাম – যে এরপরে আমাদের মাথায় যদি কিছু না আসে বলার, আমরা ইজিলি এভাবে কনভারসেশন চালিয়ে নিয়ে যেতে পারি যে আমি আজকে রাতে এটা রান্না করছি! তুমি কী করছো? এটাকেও small talk বলা হবে।
আপনারা কি জানেন আবহাওয়া বা weather নিয়েও small talk করা সম্ভব। আমরা আজকে দুটো easy বাক্য শিখবো, যে বাক্যগুলোর মাধ্যমে আমরা দেখবো weather নিয়ে বা আবহাওয়া নিয়েও খুব সহজে small talk করতে পারি।
Weather নিয়ে small talk
It’s a __ day today, isn’t it?
It’s a beautiful day today, isn’t it?
আজকের দিনটা খুব সুন্দর, তাই না?
It’s a sunny day today, isn’t it?
আজকে খুবই সুন্দর রৌদ্রজ্জ্বল দিন sunny day, তাই না?
It’s a nice day today, isn’t it?
আজকের দিনটা খুব সুন্দর, তাই না?
এরপর আমরা চাইলে আরেকটু weather নিয়ে কথা বলতে পারি।
Can you believe all the __ we’ve been having lately?
Can you believe all the rain we’ve been having lately?
তোমার কি বিশ্বাস হচ্ছে যে এত বৃষ্টি কীভাবে হচ্ছে এতদিন ধরে?
Can you believe all the heatwave we’ve been having lately?
আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমাদের এখানে এত বেশি গরম( heatwave)?
Can you believe all the storms we’ve been having lately?
আপনার কি বিশ্বাস হচ্ছে আমাদের এখানে এত তুফান কেন হচ্ছে এতদিন ধরে?
IELTS Course by Munzereen Shahid
কোর্সটি করে যা শিখবেন:
খেয়াল করে দেখেন যখন আপনাদের কিছু বলার থাকে না, তখন আপনারা easily weather নিয়েও small talk করতে পারবেন। প্রথম বাক্যের মাধ্যমে আমরা দেখলাম কীভাবে আমরা সহজে বলতে পারি ‘It’s a beautiful day today, isn’t it?’ ‘It’s a sunny day today, isn’t it?’ ‘It’s a nice day today, isn’t it?’
এরপর আমরা আরেকটা বাক্যের মাধ্যমে শিখতে পারি যে-
‘Can you believe all the rain we’ve been having lately?’ ‘Can you believe all the heatwaves we’ve been having lately?’ ‘Can you believe all the storms we’ve been having lately?’
খুব সহজে আমরা weather নিয়েও small talk করতে পারবো।
সাধারণ কিছু জীবন/ life related কথাবার্তা নিয়েও আমরা small talk করতে পারি। কীভাবে?
সাধারণ জীবন নিয়ে small talk
Did you hear about the __?
Did you hear about the accident last night?
গতকাল রাতে যে এক্সিডেন্টটি হয়েছিলো এটা সম্পর্কে আপনি শুনেছিলেন?
Did you hear about the event at the school?
সে school এ যে event হচ্ছে সেটা সম্পর্কে আপনি শুনেছিলেন?
আরো অনেক Small talk করা সম্ভব।
Do you have any plans for the weekend?
এই উইকেন্ডের জন্য কি আপনার কোনো প্ল্যান আছে?
Do you have any plans for the holiday?
Do you have any plans for the vacation?
Do you have any plans for the break?
সবগুলোর অর্থ হলো এই যে ছুটি আসছে, আপনার কি কোনো প্ল্যান আছে?
আরো একটা বাক্য আছে।
What do you like to do in your __ time?
What do you like to do in your free time?
যে- আপনার যে ফ্রি টাইম/ অবসর সময় আছে, সেই সময়টাতে আপনি কী করতে পছন্দ করেন?
What do you like to do in your leisure time?
যে- আপনার যে ফ্রি টাইম/ অবসর সময় আছে, সেই সময়টাতে আপনি কী করতে পছন্দ করেন?
What do you like to do in your spare time?
এটার ও অর্থ সেইম।
সবগুলোর অর্থ – আপনার অবসর সময়ে আপনি কী করতে পছন্দ করেন?
আরো পড়ুন: কীভাবে ইংরেজিতে আদেশ দিবেন বা অনুরোধ করবেন
এইধরনের সাধারণ কিছু বাক্যের মাধ্যমে আপনি খুব সহজে small talk করতে পারেন।
লাস্ট যে topic নিয়ে আমরা small talk করতে পারি- Travel/ ভ্রমণ করা নিয়ে। খুব সহজে কিছু বাক্যের মাধ্যমে আপনি চাইলে travelling নিয়ে বা ভ্রমণ নিয়ে small talk করতে পারেন। কী কী হতে পারে?
Are you planning any trips over __ holidays?
Are you planning any trips over summer holidays?
অর্থ্যাৎ এই যে গ্রীষ্মকাল আসছে, আপনি কি কোথাও যাচ্ছেন? বা কোনো ট্রিপ প্ল্যান করছেন?
Are you planning any trips over winter holidays?
এইযে উইন্টারের ছুটি আসছে, আপনি কি এই ছুটিতে কোথাও যাচ্ছেন ঘুরতে?
খেয়াল করে দেখবেন, আপনি যেকোনো শব্দ বসিয়ে দিতে পারেন blank এ। বাক্যের পুরো স্ট্রাকচার একদম সেইম থাকছে, কিছুই চেঞ্জ হচ্ছে না।
আরো অনেকগুলো বাক্যের মাধ্যমে travel নিয়ে আমরা small talk করতে পারি। যেমন-
I just returned from a trip to __. Have you been there?
যে- আমি একটা জায়গা থেকে মাত্র ট্রিপ শেষ করে এসেছি বা ভ্রমণ করে এসেছি। আপনি কি সেখানে গিয়েছেন?
এখানে ড্যাশে আপনি যেখান থেকে ঘুরে এসেছেন সে জায়গাটার নাম বসিয়ে দিলে হচ্ছে।
I just returned from a trip to India. Have you been there?
I just returned from a trip to Thailand. Have you been there?
আমি মাত্র থাইল্যান্ড/ ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি। আপনি কি কখনো গিয়েছিলেন?
আরেকটা বাক্যের মাধ্যমে আমরা Travel নিয়ে small talk করতে পারি৷ সে বাক্যটা কী?
You went to __ last year, didn’t you? I’m thinking of taking a trip there. Do you have any recommendations?
এর মানে হলো- আপনি যার সাথে কথা বলছেন সে হয়তো কোথাও ভ্রমণ করতে গিয়েছিলো আগে এবং সে একই জায়গায় আপনিও ভ্রমণ করার চিন্তা করছেন এবং তার থেকে রিকমেন্ডেশনস চাচ্ছেন যে ওইজায়গায় গেলে বা ওইদেশে গেলে আপনার কী কী করা উচিত। তখন আপনি চাইলে এই বাক্যটা ইউজ করতে পারেন। ড্যাশে জাস্ট জায়গার নামটা বসিয়ে দিবেন।
You went to India last year, didn’t you? I’m thinking of taking a trip there. Do you have any recommendations?
যে- আপনি গতবছর ইন্ডিয়া গিয়েছেন, তাই না? আমিও ভাবছি আমিও সেখানে যাবো। আপনার কি কোনো রিকমেন্ডেশন আছে যে আমার ইন্ডিয়া গেলে কী কী করা উচিত?
এখানে ড্যাশে আমি ইন্ডিয়া বসাতে পারি, থাইল্যান্ড বসাতে পারি, নেপাল বসাতে পারি, সাউথ কোরিয়া বসাতে পারি, ভুটান বসাতে পারি, সবধরনের দেশের কথা বসাতে পারি। অর্থ কিন্তু সেইম রয়ে যাচ্ছে।
আজকে কিছু সহজ বাক্যের মাধ্যমে আমরা শিখলাম কীভাবে আমরা অনেক টপিকে আমরা small talk করতে পারি।
Small Talk মানে কী?
-এমন কিছু কথাবার্তা যা আমাদের আলাপ আলোচনা চালিয়ে যেতে সাহায্য করে যখন আমরা অন্য কোনো কিছু নিয়ে কথাবলার খুজে পাইনা।
আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান আর কী কী বিষয় নিয়ে আপনারা small talk করেন। আমি আপনাদের সবার আন্স্যারের অপেক্ষায় থাকবো।
IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন