আজকে আপনি আর আমি ফোনে কথা বলবো। অনেক কারণেই কিন্তু আমাদের ফোনে English কথা বলা লাগতে পারে, তাই না?
ইংরেজিতে ফোনে কথা বলবেন যেভাবে
একদম শুরুতে আপনি কী করবেন? মনে করেন আপনি ফোন করলেন।
1. “Hello, this is _________. এখানে আপনার নাম বসাবেন।
I would like to speak to __________” এরপর যার সাথে কথা বলবেন তার নাম বসিয়ে দিন।
“I would like to speak to Rahman” (আমি রহমানের সাথে কথা বলতে চাই।)
2. I’m calling from _______. এটা formal phone call হয়ে থাকলে এখানে আপনার কোম্পানির নাম বসাবেন।
‘I’m calling from 10 Minute School.’
3. Informal call: মানে মনে করেন আপনি আপনার বন্ধুকে ফোন করলেন। তখন কিন্তু এত কিছু না বলে just বলুন,
Hi, it’s _______.
‘Hi, it’s Munzereen.’ (হাই, আমি মুনজেরিন।)
4. Formal call এ কাউকে যদি খুঁজতে হয়, তখন কী বলবেন?
May I speak to ________?
‘May I speak to Sarah?’ (আমি সারাহর সাথে কথা বলতে পারি?)
অথবা,
Could I speak to____?
Could I speak to Rakin? (আমি রাকিনের সাথে কথা বলতে পারি?)
5. Informally phone এ হালচাল জিজ্ঞেস করতে হলে বলতে পারেন,
“How’s it going?” (কেমন চলছে?)
“What’s up?” (কী করেন?)
6. আপনি যদি কারোর হয়ে কল করে থাকেন, তাহলে বলবেন, “I’m calling on behalf of ________. ”
7. মনে করেন কেউ আপনাকে ফোন করলো, তখন আপনি জিজ্ঞেস করবেন,
‘Who is this? Who am I speaking to?’ (কে? কার সাথে কথা বলছি?)
‘How can I help you?’
8. কাউকে যদি hold করতে বলেন, বলতে পারেন,
“Just a moment, please.” (দয়া করে একটু অপেক্ষা করুন।)
“Could you hold for a second, please?” (দয়া করে এক সেকেন্ডের জন্য অপেক্ষা করুন।)
9. কেউ একজন কাউকে খুঁজে ফোন করলো কিন্তু সে এখন কাছে নেই। মনে করেন আপনার বাবার ফোন আসলো, কিন্তু বাবা হয়তো আশেপাশে নেই। তখন আপনি বলতে পারেন,
“I’m sorry, he’s not here right now. Would you like to leave a message for him?”
(মানে, উনি এখন এখানে নেই কিন্তু আপনি কি ওনার উদ্দেশ্যে কোনো message দিতে চান?)
10. মনে করেন উল্টোটা হলো। আপনি কল করলেন, কিন্তু যাকে কল করলেন, সে নেই। So, আপনি জানতে চান পরে কখন কল করলো ওনাকে পাওয়া যাবে?
‘When would be a good time to call?’
(কখন কল করলে ভালো হয়?)
কোর্সটি করে যা শিখবেন:
ঘরে বসে Spoken English
‘When will he be back?’ (উনি কখন ফিরবেন?)
11. আর আপনি যদি কোনো message দিতে চান, তখন বলবেন,
“I’d like to leave a message for him/her.” (আমি উনার জন্য একটা কথা বলে দিতে চাই।)
12. কেউ ভুল নাম্বারে কল করে থাকলে, আপনি বলতে পারেন
“I’m sorry, you have the wrong number” (দুঃখিত, ভুল নম্বরে কল করেছেন।)
13. মনে করেন, ফোনে কথা বলতে network ঝামেলা করছে, কারো আওয়াজ ভেঙ্গে আসছে।
“Your voice is breaking up.” (আপনার গলা ভেঙ্গে ভেঙ্গে আসছে।)
‘I can’t hear you.’ (আমি আপনার কথা শুনতে পারছি না।)
‘Could you say that again?’ (আপনি কি আবার বলতে পারবেন কথাটা? )
14. মনে করেন আপনি ফোন করলেন কোনো particular ব্যাপার নিয়ে জানতে। জিজ্ঞেস করুন,
‘I’m calling to ask about ______________.
‘I’m calling to ask about your consultation services.’ (আমি আপনাকে আপনার পরামর্শ সেবার জন্য কল করেছি।)
15. আপনি যদি চান কেউ আপনাকে পরে কল করুক তখন বলেন,
“Please call me back later.” (অনুগ্রহ করে আমাকে কিছুক্ষণ পরে কল করুন।)
16. ফোন রাখার সময় কী বলতে পারেন?
‘Thank you, goodbye.’
Informal হলে বলতে পারেন “It was nice talking to you.” “Have a nice day!”
IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন