ইংরেজিতে পরিবহন এবং ড্রাইভিং নিয়ে কথা বলুন

November 7, 2021 ...

আজকে আমরা শিখব কীভাবে আমরা ইংরেজিতে পরিবহন বা driving নিয়ে কথা বলতে পারি। So একদম easy একটা বাক্য দিয়ে শুরু করি। এই বাক্যটির মাধ্যমে আপনি প্রকাশ করতে চাইবেন যে আপনি কোন যানবাহনটা সবচেয়ে বেশি use করেন বা সবচেয়ে বেশি ব্যবহার করেন। কীভাবে?

ইংরেজিতে যানবাহন নিয়ে কথা বলবেন যেভাবে

I mostly use _____ to get around.

I mostly use public transport to get around. 

আপনি যদি বেশিরভাগ সময় public transport use করে থাকেন তাহলে আপনি এটা বলবেন যে, 

I mostly use public transport to get around. 

আবার হয়তোবা আপনি বেশিরভাগ সময় নিজের গাড়ী use করেন। সেক্ষেত্র আপনি কী বলতে পারেন? আপনি বলতে পারেন-

I mostly use my car to get around. 

হয়তোবা আপনি বেশিরভাগ সময় আপনার বাইসাইকেল use করেন। সেক্ষেত্রে বলতে পারেন-

I mostly use my bicycle to get around.

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    So, খেয়াল করে দেখবেন যে আপনি বেশিরভাগ সময় যেই যানবাহনটা ব্যবহার করেন সেটার কথা  ড্যাশে বসিয়ে দিবেন আর বাক্যের বাকী সব শব্দ গুলো কিন্তু as always same থাকবে। এক্ষেত্রে পুরো structure টা same থাকছে, শুধুমাত্র আপনি বা আমি যে যানবাহনটা use করি সেই যানবাহনের কথাটা মাঝখানের ড্যাশে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। 

    এরপরে আপনি কী বলতে পারেন? এরপরে আপনি হয়তোবা এটা বলতে চান যে আপনি মাঝেমধ্যে কোন যানবাহনটা ব্যবহার করেন। কীভাবে বলতে পারেন? 

    Sometimes I might use a _________. 

    Sometimes I might use a train.

    অর্থাৎ, মাঝেমধ্যে আমি হয়তো যাতায়াতের জন্য একটা ট্রেন ব্যবহার করি।  

    Sometimes I might use a plane. 

    যে, মাঝেমধ্যে আমি হয়তোবা যাতায়াতের জন্য প্লেন ব্যবহার করি।  

    এক্ষেত্রে আপনি মাঝেমধ্যে যে যানবাহনটা ব্যবহার করেন সেটার কথাটা ড্যাশে বসিয়ে দিলেই হয়েই যাচ্ছে। 

    এরপরে আপনি হয়তো এমন একটা যানবাহন বা transportation এর কথা বলতে চান যেটা আপনি খুব বেশী ব্যবহার করেন না। সেটার ব্যাপারে কীভাবে বলতে পারেন? 

    I don’t ___________ often.

    I don’t drive often.

    Driving
    Source: iStock

    অর্থাৎ, আমি খুব একটা বেশি drive করি না।

    I don’t ride the bike often. 

    অর্থাৎ, আমি খুব একটা বেশি Bike চালাই না।

     খেয়াল করে দেখবেন আপনি যে যানবাহনটা খুব একটা বেশি ব্যবহার করেন না সেটার কথা blank-এ বসিয়ে দিলেই হচ্ছে। আর এখানেও বাক্যের বাকী পুরোটা অংশ same থাকছে। 

    এরপরে হয়তো আপনি কাউকে বলতে চাচ্ছেন যে, আপনার গাড়ীটা খুব বেশি পুরোনো। আর এই কারণে আপনাকে আপনার গাড়ীটাকে খুব বেশি servicing বা maintainance-এ পাঠাতে হয়। আপনি কীভাবে সেটা বলতে পারেন?


    কীভাবে ইংরেজিতে আপনার প্রিয় লেখক, ক্রীড়াবিদ ও তারকাদের সাথে কথা বলবেন

    আরো পড়ুন: কীভাবে ইংরেজিতে আপনার প্রিয় লেখক, ক্রীড়াবিদ ও তারকাদের সাথে কথা বলবেন


    My car is _________. So I have to take it for maintenance many times. 

    My car is very old. So I have to take it for maintenance many times.  

    অর্থাৎ, আমার গাড়ীটা অনেক পুরোনো হয়েছে তাই আমাকে খুব ঘন ঘন এটিকে servicing বা maintenance-এর জন্য নিয়ে যেতে হয়। 

    অথবা আপনি কিন্তু এটিও বলতে পারেন, 

    My car is second-hand. So I have to take it for maintenance many times. 

    এর মানে, আমার গাড়ীটা হয়তো second-hand ক্রয় করা তাই আমাকে এটিকে খুব ঘন ঘন  servicing এ পাঠাতে হয়।

    ইংরেজিতে Trafffic Jam নিয়ে কথা বলবেন যেভাবে 

    এরপরে হয়তো আপনি বলতে চাচ্ছেন, আপনি কোন একটা জায়গায় অনেক সময় ধরে trafffic jam এ আটকে আছেন। সেটা আপনি কীভাবে বলতে পারেন

    We were ________ in traffic near Green Road. 

    আপনি হয়তো গ্রিন রোডে অনেক জ্যামে আটকে আছেন। আপনি বলতে পারেন-
    We were stuck in traffic near Green Road. 

    Spoken English for Kids

    কোর্সটি করে যা শিখবেন

  • ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি
  • দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা
  • বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
  •  

    অথবা,

    We were caught in traffic near Green Road. 

    এখানে stuck বা caught যেটিই ব্যবহার করেন না কেন, অর্থ কিন্তু একই থাকছে। আর এখানে আপনি চাইলে জায়গার নাম হিসেবে ‘Green Road’ এর বদলে অন্য যেকোনো জায়গার নাম ব্যবহার করতে পারেন। তাই কিছু শব্দ পরিবর্তন হলেও এখানে sentence-এর structure কিন্তু একই থাকছে। 

    ইংরেজিতে নিজের গাড়ি নিয়ে কথা বলবেন যেভাবে 

    এরপর হয়তো আপনি বলতে চাচ্ছেন যে, আপনার গাড়ীটা খুবই strong বা খুবই sturdy। আর এই কারণে আপনি আপনার গাড়ীটাকে খুব লম্বা একটা trip-এ নিয়ে যেতে পারবেন। হয়তোবা ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যেতে চান, প্রায় ছয়-সাত ঘণ্টা লাগবে। যেটা খুবই লম্বা trip, যা সব গাড়ী দ্বারা সম্ভব না কিন্তু আপনার গাড়ীতে সম্ভব। এটা কীভাবে বলতে পারেন?

    My car is very sturdy. So it’s very good for long trips. 

    অর্থাৎ, আমার গাড়ীটা অনেক strong। এ কারণে আমি যদি কোনো দীর্ঘ সময়ের road trip-এ যাই তবে একে নিয়ে যেতে পারব। এখানে আপনি sturdy না বলে efficient বা fuel-effficient ও বলতে পারেন। এখানে খেয়াল করলে দেখবেন যে, সবগুলোর অর্থ প্রায় একই অর্থাৎ গাড়ীটা অনেক strong বা efficient।  

    ইংরেজিতে একটি নির্দিষ্ট যানবাহন সম্পর্কে খোঁজ নিবেন যেভাবে 

    এরপর হয়তো আপনি জানতে চাচ্ছেন যে একটা যানবাহন কত ঘন ঘন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কীভাবে জিজ্ঞেস করতে পারেন?

    How often do the ________ go to Mirpur?

    How often do the buses go to Mirpur?

    অর্থাৎ, বাসগুলো কত ঘন ঘন মিরপুরে যাতায়াত করে? 

    How often do the trains go to Mirpur? 

    অর্থাৎ, ট্রেনগুলো কত ঘন ঘন মিরপুরে যাতায়াত করে? 

    এখানেও খেয়াল করলে দেখবেন যে আপনি Mirpur-এর বদলে অন্য যেকোনো জায়গার নাম বসিয়ে দিতে পারেন। অর্থাৎ, ড্যাশে আপনি যানবাহনের নাম বসাবেন আর Mirpur-এর বদলে আপনারা যে জায়গার সম্পর্কে জানতে চাচ্ছেন সেই জায়গাটার নাম বসিয়ে দিবেন।

    আজকে আমরা খুব সহজে শিখে ফেললাম যে কীভাবে খুব সহজে ইংরেজিতে আপনা যানবাহন বা transportation বা  driving নিয়ে কথা বলতে পারি। 


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন: 



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন