কীভাবে ইংরেজিতে দরদাম করবেন

November 18, 2021 ...

আজকে আমরা shopping করতে যাবো! না না, actual market (আসল মার্কেট) এ না! কিন্তু আজকে আমরা শিখবো কীভাবে আপনি ইংরেজিতে দরদাম করতে পারবেন অনেক সহজে!

মনে করেন আপনি একটা দোকানে ঢুকলেন। ঠিক তখনই দোকানদার আপনাকে জিজ্ঞেস করলো,

দোকানদারের সাথে ইংরেজিতে দরদাম করা

‘Hi, can I help you?’ (এর মানে হলো, হাই, আমি কি আপনাকে সাহায্য করতে পারি?’)

আপনি যদি সেই মুহূর্তে ওনার সাহায্য না চান, এবং কিছুক্ষণ নিজের মতো করে দোকান ঘুরে দেখতে চান, তাহলে আপনি কীভাবে বলবেন?

আপনি বলবেন,

“No, thanks. I’m just looking/browsing.” (‘এর মানে হলো না ধন্যবাদ আমি শুধু ঘুরে দেখছি।’)

কিন্তু মনে করেন এক পর্যায়ে গিয়ে আপনার help দরকার পরলো। তখনই না শুরু হবে আসল কথা!

আমরা এখন কিছু structure দিয়ে এরপরের বাকিও বাক্যগুলো শিখবো। আপনার situation অনুযায়ী আপনি যে কোন শব্দ পাল্টায় ফেললে দুনিয়ার যেকোনো প্রান্তে আপনি ইংরেজিতে shopping করতে পারবেন! বিশ্বাস হয়? চলুন দেখে নেই!

মনে করেন, দোকানে কিছু একটা আছে নাকি সেটা নিয়ে আপনার প্রশ্ন করতে চান।

দোকানে কিছু একটা আছে নাকি সেটা নিয়ে প্রশ্ন করা

আপনি তখন বলবেন:

1. “Hello, can you help me? I am looking for ______ ”

এই হলো আপনার structure.

‘Hello, can you help me? I am looking for shirts’

(হ্যালো, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি শার্ট খুঁজছি।)

‘I am looking for soap (‘আমি সাবান খুঁজছি।’)

2. Where can I find ____________? 

‘Where can I find shirts? (‘আমি শার্ট কোথায় পাবো?’)

‘Where can I find shoes?’ (‘আমি জুতা কোথায় পাবো?’)

3. Is this ____ for sale?

‘Is this shoe for sale?’ (‘এই জুতা টা কি বিক্রয়ের জন্য?’)

‘Is this TV for sale?’ (‘এই টিভিটা কি বিক্রয়ের জন্য?’)

4. Do you have more _____ in stock?

‘Do you have more butter in stock?’ (‘আপনার কাছে কি আরেকটু মাখন হবে?’)

কোন জিনিসের দাম নিয়ে কথোপকথন 

5. যদি আপনি কোন জিনিসের দাম জানতে চান আপনি তার দিকে point করে বলতে পারেন,

‘How much is this? (‘এটার দাম কত?’)

6. যদি আপনি দূরের কিছু চান point করে বলবেন,

‘How much is that?’ (‘ওটার দাম কত?’)

7. এখন সেটা যদি একটা জিনিস না হয়ে একাধিক জিনিস হয় তাহলে আপনি বলবেন,

‘How much are these?’

(‘এগুলোর দাম কত?’)

অথবা, ‘How much are those?’

(‘ওইগুলোর দাম কত?’)

Bargain in English
Source: Shutterstock

8. How much are the _________? 

‘How much are the apples/oranges?’

(‘আপেল/কমলারগুলোর দাম কত?’)

9. Is this ____ 500 taka?

‘Is this shirt 500 taka?’ (‘শার্টের দাম কি পাঁচশত টাকা?’)

10. মনে করেন আপনি এখন জানতে চান এটার price fixed নাকি? তখন বলবেন,

‘Is the price fixed?’ (‘এটা কি একদর?’)

11. এরপর মনে করেন ওনারা বললো price fixed না। মানে আপনি এখন দরদাম করতে পারবেন। তখন কী বলবেন?

‘Can you give this to me for 300 taka?’

(‘আমাকে এটা ৩০০ টাকায় দেয়া যাবে?’)

এই যে দেখেন আপনি কিন্তু দরদাম শুরু করে দিয়েছেন!

12. ‘This is too expensive.’ (‘এটার দাম তো অনেক বেশি।’)

13. ‘Do you have anything cheaper than this?’

অথবা, ‘Do you have anything more reasonable than this?’

(‘এর থেকে কমের মধ্যে আপনার কাছে কিছু আছে?’)

14. ‘Is there a discount on this?’ (‘এটার উপর কোনো discount আছে কি?’)

15. এটার উপর কোনো guarantee আছে?

Does it come with a guarantee?

16. আপনারা কি জিনিসপত্র ঘর পর্যন্ত দিয়ে আসেন?

‘Do you have home delivery?’

17. আপনি কি এটা আমার জন্য wrap করে দিতে পারবেন?

‘Could you wrap this for me’

18. মনে করেন আপনি কিছু একটা ফেরত দিতে চান।

‘I would like to return this.’

কেন? তখন কারণটা বলবেন। হয়তো জিনিসটা কাজ করে না।

‘It doesn’t work.’

হয়তো জিনিসটা ভাঙ্গা,

‘It’s broken.’

হয়তো shirt কিনলেন কিন্তু shirt টা আপনাকে fit করে না,

‘It doesn’t fit. I would like to change this for a different size.’

(আমি জিনিসটা পাল্টিয়ে অন্য size এর shirt নিতে চাই।)

19. আপনি কি এর বদলে অন্য কিছু দিতে পারবেন?

Can you exchange this for something else?

20. Do you have this in another color?

এটা অন্য রঙের মধ্যে আছে

21. Do you have this in another size?

এটা অন্য সাইজে হবে?

এখন মনে করেন আপনার কেনাকাটা শেষ এখন আপনি লাইনে দাঁড়ালেন।

22. ‘Are you in the queue?’ (‘আপনি কি লাইনে আছেন?’)

23.  Payment করার লাইন কি এটা?

‘Is this the queue for payment?’

24. আপনারা কি card payment নেন?

‘Do you accept cards?’

25. আমি card দিয়ে pay করবো

 ‘I will pay by card.’

26. আমি cash এ pay করবো।

‘I will pay by cash.’

27. আপনাকে যদি টাকা ফেরত দিতে ভুলে যায়, তখন বলবেন,

‘I think you forgot to return the change.’

28. মনে করেন আপনি card এ ভুল pin দিলেন। তখন আপনি বলতে পারেন,

‘I think I entered the wrong pin.’

(‘আমি ভুল পিন দিয়েছি।’)

‘Let me try again.’ 

(‘আমি আবার করে দিচ্ছি।’)

29. আমাকে কি এটার receipt দেয়া যাবে?

‘Can I get the receipt?’

30. এখন আপনি হয়তো আপনি last একবার confirm করতে চান সব ঠিকঠাক আছে নাকি। আপনি জিজ্ঞেস করবেন,

‘Is that it?’

অথবা, ‘Are we done?’

এইতো হয়ে গেলো আমাদের ইংরেজিতে বাজার করা। আমাকে comment section এ বলুন তো, আপনাদের এরকম দৈনন্দিন আর কী কী কাজে ইংরেজি লাগে? আগামী ক্লাসগুলোতে তাহলে আমরা সেগুলো cover করবো।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন