কিছু ইংরেজি শব্দ যা আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করি

October 30, 2021 ...

আজকে আমরা বাংলার মাধ্যমে ২৫ টা খুবই commonly ভুল করা Mispronunciation English শব্দের উচ্চারণ শিখব।

প্রথমটা দেখে নিই-

১.Pronounciation (প্রোনাউন্সিয়েশান) বলেন নাকি Pronunciation (প্রোনান্সিয়েশন) বলেন?

আমি জানি আপনাদের ভেতর maximum-ই এটার উত্তরটা জানেন। এটার উচ্চারণটা হচ্ছে

Pronunciation (প্রোনান্সিয়েশন)। আর এটা একটি কমন Mispronunciation।

কিন্তু যখন আমরা Pronounce (প্রোনাউন্স) বলি বা Pronounced (প্রোনাউন্সড) বলি তখন কিন্তু “noun” (নাউন) part-টাতে stress থাকে। কিন্তু যখন Pronunciation (প্রোনান্সিয়েশন) বলি তখন আর ওই “noun” (নাউন)-টা থাকে না। তখন হয়ে যায় Pronunciation (প্রোনান্সিয়েশন)

ইংরেজি শব্দ
Mispronunciation Words( Source-7ESL)

২. ‘Says’ Mispronunciation

আমরা কিন্তু অনেকেই এটাকে “সেইস” বলি। “সেইস” কিন্তু correct না। এটা একটি কমন Mispronunciation।

Example: He says (/sez/) he will go there.

এটা correct, উচ্চারণটা হবে /sez/

Says

উচ্চারণ: /sez/

Not সেইস

IELTS Course by Munzereen Shahid

কোর্সটি করে যা শিখবেন:

  • IELTS পরীক্ষার বিভিন্ন অংশের ফরম্যাট, প্রশ্ন ও উত্তরের ধরন, গুরুত্বপূর্ণ টিপস, ট্রিকস ও স্ট্র্যাটেজি।
  • IELTS Reading, Listening, Speaking ও Writing, প্রতিটি মডিউলের নিয়ম-কানুনসহ খুঁটিনাটি বিষয়াদি।
  •  

    ৩. ‘Ask’ Mispronunciation

    আমরা অনেকেই কিন্তু এই শব্দটাকে আক্স/Aks। “আক্স” কিন্তু correct না।

    উচ্চারণটা হবে “আস্ক”। “স”- উচ্চারণটা আগে আসবে “ক”-টা পরে আসবে।

    Example: He asked (আস্কড) me if he could go there.

    Ask

    উচ্চারণ: আস্ক

    Not আক্স

    আর এটা একটি কমন Mispronunciation।

    ৪. ‘Vehicle’ Mispronunciation

    এটাকে আমরা অনেকেই বলি “ভিহিকাল” বা “ভেহিকাল”। এগুলো কিন্তু correct না।

    সঠিক উচ্চারণটা হবে: Vee – ukl 

    Pronounciation
    Common-mistakes-in-English-to-avoid(Source-Break into English)

    ভেহিকাল হবেনা, ভিহিকাল-ও হবেনা সঠিক উচ্চারণটা হবে Vee – ukl ।

    Example: There are lot of vehicles (vee – ukls) in the street.

    Vehicle

    উচ্চারণ: Vee – ukl

    Not ভিহিকাল or ভেহিকাল

    আর এটা একটি কমন Mispronunciation

    ৫-৬. Woman vs Women Mispronunciation

    এরপরে আমরা একটা শব্দের জোড়া দেখব।

    Woman vs Women

    ওয়ামান vs Wi-min

    যখন একজন মহিলা থাকে, তখন আমরা বলি Woman (ওয়ামান)। আবার যখন একাধিক মহিলা থাকে তখন আমরা বলি Women (Wi-min)।

    আর এটা একটি কমন Mispronunciation

    ৭. ‘February’ Mispronunciation

    এরপরের শব্দটা হচ্ছে একটা মাসের নাম।

    February শব্দটাকে আপনার ফেব্রুয়ারি বলেন নাকি ফেব্রুরী বলেন?

    ফেব্রুয়ারি  উচ্চারণটা কিন্তু ভুল। আপনি যদি British English follow করেন তবে উচ্চারণটা হবে “ফেব্রুরী”। আর যদি American English follow করেন তবে উচ্চারণটা হবে “ফেবিউএরি”

    ভুল উচ্চারণ: ফেব্রুয়ারি  

    ঠিক উচ্চারণ: ফেব্রুরী বা ফেবিউএরি

    আর এটা একটি কমন Mispronunciation

    ৮-১১. ‘Photograph’ এবং ‘Photography’ Mispronunciation

    এরপরে আমরা চারটা এমন শব্দ শিখব যেগুলো একেক version-এ একেক রকম সাউন্ড করে।

    যেমন:

    Photograph = ফৌটোগ্রাফ

    খেয়াল করবেন যে এখানে first-এর অংশটাতে বেশি জোর দেয়া হচ্ছে।

    আবার হয়ত বলব, Photographer = ফো-টাও-গ্রাফার

    “ট” তে এখানে stress বেশী।

    এরপরে, Photography = ফো-টাও-গ্রাফি

    কিন্তু আরেকটা শব্দ আছে, সেটা কী জানেন?

    Photographic = ফো-ডো-গ্র্যাফিক

    আর এগুলো একটি কমন Mispronunciation

    ১২-১৪. ‘Analysis’ এবং ‘Analyze’ Mispronunciation

    এরপরে আরও তিনটি শব্দ আছে যারা একেক ভার্সনে একেকরকম sound করে। খেয়াল করুণ-

    Analysis = আন্যালিসিস

    Analyze = অ্যানালাইজ

    Analytical = অ্যানালিটিকাল

    আর এগুলো  একটি কমন Mispronunciation


    আরও পড়ুন:

    ইংরেজি-বাংলার বাধা পেরিয়ে, Golden A+ নাও ছিনিয়ে!

    অফিসে ইংরেজি কথোপকথন


    ১৫. ‘Entrepreneur’ Mispronunciation

    আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই, এটা English word-টা কী জানেন?

    Entrepreneur.

    এটার উচ্চারণ কি “অন্টারপ্রিনিওর” হবে?

    -না। এটার উচ্চারণ হবে অন্ট্রাপ্রেনেউর” বা “অন্ট্রাপ্রেনার”

    আর এটা একটি কমন Mispronunciation

    ১৬. ‘Executive’ Mispronunciation

    এরপরের শব্দটা হলো:

    Executive = ইগ-যেকা-টিভ  

    এটাকে কি আমরা “এক্সিকিউটিভ” বলব? না আমরা বলব ইগ-যেকা-টিভ”

    আর এটা একটি কমন Mispronunciation

    ১৭. ‘Schedule’ Mispronunciation

    এরপরের শব্দটা নিয়ে আমাদের অনেক confusion থাকে। শব্দটি হলো: Schedule.

    এটাকে আমরা “শেডিউল” বলব নাকি “স্কেজিউল” বলব? আসলে দুটোই সঠিক। “স্কেজিউল” হচ্ছে American English আর “শেডিউল” হচ্ছে British English। আপনি চাইলে দুটোই বলতে পারেন।

    আর এটা একটি কমন Mispronunciation

    ১৮. ‘Poem’ Mispronunciation

    এরপরের শব্দটা হল: Poem.

    আমরা অনেকেই কবিতা লিখতে পছন্দ করি, তাইনা? একে আমরা ইংরেজিতে কী বলব?

    “পয়েম”?

    -নাহ। এটার সঠিক উচ্চারণ হল “পোয়াম”

    Example: She likes to write poems (পোয়ামস not পয়েমস).

    আর এটা একটি কমন Mispronunciation।

    এটা কিন্তু ভুল করবেন না।

    সবার জন্য Vocabulary

    ইংরেজি ভাষায় নিজের ভোকাবুলারি সমৃদ্ধ করুন সহজ কিছু টেকনিক ব্যবহার করে। মুনজেরিন শহীদের সাথে ভোকাবুলারি শিখে বিভিন্ন ইংরেজি টেস্টে ভালো স্কোর অর্জন করুন।

     

    ১৯. ‘Comment’ Mispronunciation

    আমি প্রায়ই আপনাদের বলি যে আপনারা comment section-এ আমাকে Homework জমা দিবেন।

    এর উচ্চারণটা কি “কামেন্ট”? নাকি ‘Kaw-ment?

    Word-টার correct উচ্চারণটা হচ্ছে ‘’Kaw-ment

    Example: I always ask to comment (“Kaw-ment” not “কামেন্ট”) on the videos.

    আর এটা একটি কমন Mispronunciation।

    ২০. ‘Comfortable’ Mispronunciation

     এরপরের শব্দটা হচ্ছে: Comfortable

    এটাকে আমরা অনেক ভুল করি এবং অনেক ঘন ঘন বলি “কমফোর্টেবল” অথবা “কমফোর্টেইবল”, কিন্তু এই উচ্চারণগুলো ঠিক নয়।  তাহলে আমরা কী বলব? এক্ষেত্রে “table” part-টা অনেক কিন্তু অনেক ছোট হয়ে আসে। তাহলে সঠিক উচ্চারণ হবে কাম্ফ-টেবল। আপনারা বাংলা বানানটা খেয়াল করে রাখবেন, তাহলে ওটা দেখেও সঠিক উচ্চারণটা করতে পারবেন।

    আর এটা একটি কমন Mispronunciation।

    ২১. ‘Restaurant’ Mispronunciation

    এরপরের শব্দটা হচ্ছে: Restaurant

    আমরা সবাই কমবেশী এখানে খেতে যেতে পছন্দ করি কিন্তু উচ্চারণটা  ভুল করে এটাকে বলি “রেস্টুরেন্ট”। এটার correct উচ্চারণ হল “রেস্ট-রন্ট”।

    আর এটা একটি কমন Mispronunciation।

    ২২.  ‘Breakfast’ Mispronunciation

    এর পরের শব্দটা হল: Breakfast

    এটার উচ্চারণটা কি “ব্রেকফাস্ট”?

    -এটার সঠিক উচ্চারণ হল brek-fust.

    Example: I had my breakfast in the morning.

    এটা কিন্তু “brek-fust” হবে। “ব্রেকফাস্ট” বা “ব্রেইকফাস্ট” হবে না।

    আমরা যে সকালে খাবারটা খাই একে বলা হয় Breakfast, আর এর উচ্চারণটা হল “brek-fust”।

    আরেকটা Example দেখে নিই: What did you have for breakfast (“brek-fust”) today?

    আর এটা একটি কমন Mispronunciation।

    ২৩. ‘Only’ Mispronunciation

    এই next word-টাতে আমরা অনেকেই ভুল করি।

    শব্দটা হল: Only মানে “শুধু”।

    আমরা ভুল করে Only কে কী বলি জানেন?

    – “অনলি”, কিন্তু এটার ঠিক উচ্চারণ হল “ওউনলি”।

    Example: I only had breakfast.

    only had lunch.

    only went to the market.

    So, “ওউনলি” not “অনলি”।

    আর এটা একটি কমন Mispronunciation।

    ২৪. ‘Vegetable’ Mispronunciation

    শাক-সবজি খাওয়া কিন্তু খুবই ভালো। এর ইংরেজিটা কি জানেন?

    Vegetable.

    ভুল উচ্চারণ: ভেজিটেবল

    সঠিক উচ্চারণ: ভেজ-টাবল

    Example: I had to have vegetables. (“ভেজ-টাবলস” not “ভেজিটেবলস”)

    আর এটা একটি কমন Mispronunciation।

    ২৫. ‘Jewelry’ Mispronunciation

    আজকের last শব্দটা হচ্ছে: Jewelry

    এটার সঠিক উচ্চারণ হল “জুল্রি”। কিন্তু আমরা অনেকেই ভুল করে একে বলে থাকি “জুয়েলারী”, যেটা ভুল। আমাদের গয়না পড়তে অনেকেরই ভাল লাগে। এই গয়না এর ইংরেজি প্রতিশব্দ, অর্থাৎ Jewelry-এর সঠিক উচ্চারণ হল “জুল্রি”।

    আজকের ক্লাসে আমরা বাংলার মাধ্যমে কিছু ইংরেজি শব্দের উচ্চারণ শিখলাম। সামনে আরও কয়েকটি ক্লাসে আমরা এমন কিছু common ইংরেজি word-এর উচ্চারণ শিখব যেগুলো আমাদের প্রায়ই ভুল হয়।

    আর এটা একটি কমন Mispronunciation।


    আমাদের কোর্সগুলোর তালিকা:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন