Career Planning: ভবিষ্যতে কোন পেশা বেছে নেব?
“তোমাকে দিয়ে কিছু হবেনা”, “এই পেশা তে যাওয়া এত সহজ না”, “এই পেশা কি ভালো ভবিষ্যৎ দিবে?”- এধরণের পারিপার্শ্বিক মন্তব্য কতোই তো শুনতে হয় আমাদের অনেককে। মন্তব্যগুলো আমাদের অজান্তেই মনে এমনভাবে গেঁথে যায় যে, এর থেকে বেরোনোর চিন্তাশক্তিও হারিয়ে ফেলি আমরা। ফলস্বরুপ আমরা সৃষ্টিশীল কাজগুলোকে ছুঁড়ে ফেলে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার উদ্দেশ্যে পড়ালেখায় ঝাঁপ দেই। …