সুরক্ষা দেয়া পাসওয়ার্ড আসলেই কতটা সুরক্ষিত?
যেকোনও মূল্যবান কিংবা একান্ত-ব্যক্তিগত ও গোপনীয়, গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটা সময় তালাবদ্ধ করে সংরক্ষণ করা হতো আলমারি, সিন্দুক কিংবা ট্রাঙ্ক নামের ভারী ভারী লোহার বাক্সে। ক্ষেত্রবিশেষে মাটির নিচে পুঁতে রাখার কথাও শোনা যায় পুরোনো দিনের লোকজনের কাছ থেকে। দিন বদলেছে। এখন তথ্য কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আর ভারী ভারী বাক্সে তালাবদ্ধ করে গোপনীয়তা বজায় রাখার দরকার পড়ে …