Adjective কোন বাক্যে অবস্থিত Noun ও Pronoun নিয়ে অতিরিক্ত তথ্য দেয়ার কাজটি করে। ইংরেজি ব্যাকরণে তথা Parts of Speech এ Adjective আরেকটি গুরুত্বপূর্ণ অংশ।
আগের আলোচনায় Noun ও Pronoun নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই ব্লগে আলোচনা করা হবে Adjective নিয়ে। সেক্ষেত্রে প্রথমে আলোচনা করা হবে Adjective কাকে বলে, আলোচনা এগিয়ে যাবে Adjective কত প্রকার ও কি কি এবং তাদের বিস্তারিত আলোচনা, Adjective চেনার উপায় নিয়ে। এছাড়া Adjective এর সাথে Degree এর সম্পর্ক থাকার ফলে সংক্ষিপ্ত পরিসরে সেটাও আলোচনায় উঠে আসবে। আর বরাবরের মতো একদম শেষে যুক্ত করে দেয়া হবে একটি Exercise অংশ।
Adjective কাকে বলে
Noun ও Pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় Adjective, যা Noun ও Pronoun-কে আরো পরিষ্কার ভাবে একজন পাঠকের বা শ্রোতার কাছে দৃষ্টিগ্রাহ্য করে তোলে। অর্থাৎ, যে Word বা Parts of Speech বাক্যে অবস্থিত Noun ও Pronoun-কে modify করে, তাকে Adjective বলা হয়। J. C. Nesfield- এর মতে, An Adjective is a word used to qualify a noun or pronoun. তাই বলা যায়, যে Word কোন Noun বা Pronoun- এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমান প্রকাশ করে, তাকে Adjective বলে। যেমন,
- He is a brave boy.
- The house has five rooms.
এখানে brave দ্বারা ছেলেটি কেমন তা বোঝানো হয়েছে, five দ্বারা বোঝানো হয়েছে রুমের সংখ্যা। গুণ এবং সংখ্যা বোঝানোর কারণে brave ও five শব্দদুটি এখানে Adjective.
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
Adjective কত প্রকার ও কি কি
Adjective কাকে বলে তা জানার পর এই অংশে আমরা Adjective কত প্রকার ও কি কি সে সম্পর্কে জানবো। তবে এখানে কেবল Adjective-গুলোর নাম জানা যাবে, এদের বিস্তারিত আলোচনা নিচে যুক্ত করা আছে। Adjective মূলত চার প্রকার। যথা,
- Descriptive Adjective
- Quantitative Adjective
- Numeral Adjective
- Pronominal Adjective
Numeral Adjective- কে দুইভাগে ভাগ করা যায়,
- Definite Numeral Adjective
- Indefinite Numeral Adjective.
Pronominal Adjective-কে আরো ৫ ভাগে ভাগ করা যায়,
- Demonstrative
- Distributive
- Indefinite
- Interrogative
- Possessive
What is Adjective in Bangla?
আমি যখন এই ব্লগটা লিখছি, তখন আমার পাশে বসে থাকা এক বন্ধু জিজ্ঞেস করছিলো, Adjective-এর বাংলা যেন কী? তার পর সে যা করলো তা নিয়ে আমি একদমই প্রস্তুত ছিলাম না রাসেল ভাই! আমি স্পষ্ট দেখলাম সে গুগলে লিখছে, what is adjective in bangla? আমি কিবোর্ড ছেড়ে তার দিকে ঘুরে বললাম, ‘Adjective-এর বাংলা বিশেষণ।’
-‘ও, হ! পড়সিলাম ছোটো ক্লাসে। মনে আছিলো না।’
আমার বন্ধু এবার বিশেষণ কাকে বলে সেটা সার্চ করতে ব্যস্ত হয়ে গেলো। এখন এখানে বিশেষণ নিয়ে লেখার জায়গা হবে না, এডিটিং প্যানেল কেটে দিতে পারে, পরে এটা নিয়ে আলাপ হবে!
আরো পড়ুন: Noun কাকে বলে? জেনে নাও Noun-এর প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত!
Adjective চেনার উপায়
প্রশ্ন হলো, এত এত শব্দের মধ্যে আমরা Adjective চেনার উপায় কী? এমন কিছু Suffix আছে, যাদের দেখে Adjective-কে চেনা যায়। এর মধ্যে উল্ল্যেখযোগ্য হলো,
Suffix |
Word |
Sentence |
-able | Taxable, Washable | They are washable at 30 degrees and are suitable for dry or steam ironing. |
-less | Careless, Moneyless | You’re careful about everyone else but careless about your own safety. |
-id | Lucid, Vivid | The poet was reading lucid prose. |
-proof | Bulletproof, Waterproof | Should the walls or floor be damp, waterproof paper is added. |
-ward | Backward, Coward | Fear didn’t make a person a coward. |
-ible | Sensible, Eligible | All electors are eligible for the assembly. |
-y | Wealthy, Creamy | A chunky organic dark chocolate bar filled with rich creamy caramel. |
-ly | Brotherly, Friendly | Andre pressed with brotherly concern in his voice. |
-lent | Virulent, Corpulent | I am not corpulent, nor am I robust in any way. |
-ary | Contemporary, Customary | Do they sell contemporary art? |
Adjective: বিস্তারিত আলোচনা
Adjective চেনার উপায় নিয়ে আলোচনার পর এই অংশে আমরা Adjective-এর প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তবে মনে রাখা প্রয়োজন যে, প্রকারভেদগুলোর সঙ্গা প্রতিযোগীতামূলক পরীক্ষা কিংবা স্কুল-কলেজের পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো এদের উদাহরণগুলো।
ঘরে বসে English Grammar
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
-
Descriptive Adjective
যে Adjective ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে Descriptive Adjective বা Adjective of quality বলা হয়। যেমন,
Descriptive Adjective | Sentence |
Good | Lipika is a good girl |
Nice | This is a nice pen |
Wise | Mr. Rahmen is a wise man |
Ferocious | The lion is a ferocious animal |
Big | Dhaka is a big city |
-
Quantitative Adjective
যে adjective কোন Noun বা Pronoun- এর পরিমান নির্দেশ করে, তাকে Quantitative Adjective বা Adjective of Quantitative বলা হয়। যেমন,
Quantitative Adjective | Sentence |
Much | The man has much money |
Little | Give me a little water |
Some | I want some rice |
Any | Will we see any dolphins, Dad? |
Huge | This is just a really huge place |
-
Numeral Adjective
যে Adjective, Noun বা Pronoun- এর পূর্বে বসে তা রসংখ্যা নির্দেশ করে, তাকে Adjective of Number বা Numeral Adjective বলে। যেমন,
Numeral Adjective | Sentence |
Single | A single image can end a war |
Third | I think it’s your third job this year |
Five | A lot can happen in four or five days |
First | He was the first great American painter |
Few | He had a right to a few quirks |
Numeral Adjective-কে দুই ভাগে বিভক্ত করা যায়,
1. Definite Numeral Adjective
Numeral Adjective-গুলোর যখন কোন ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে, তাকে Definite Numeral Adjective বলে। একে আবার তিন ভাগে ভাগ করা যায়,
Definite Numeral Adjective | Example | Sentence |
Cardinal | One, Two, Three etc. | There are three mangoes in the basket |
Ordinal | First, Second, Third etc. | Aynun is the first girl in the class |
Multiplicative | Single, Double, Triple etc. | There was not a single boy in the class |
2. Indefinite Numeral Adjective
Numeral Adjective-গুলোর যখন কোন ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করে কেবল আভাষ প্রদান করে, তাকে Indefinite Numeral Adjective বলে। যেমন,
Indefinite Numeral Adjective | Sentence |
All | That’s all you wanted! |
Some | They have some very nice animals. |
Enough | I’ve cut enough here for supper. |
None | None of us believed it was. |
Many | Many days passed before they came into sight of land. |
-
Pronominal Adjective
কোন Pronoun যখন Noun- এর পূর্বে বসে Adjective- এর কাজ করে, তখন তাকে Pronominal Adjective বলে। Pronominal Adjective ৫ প্রকার, যথা,
Pronominal Adjective | Definition | Example |
Demonstrative | Demonstrative Pronoun যখন Noun- এর পূর্বে বসে Adjective- এর কাজ করে | This boy is honest |
Distributive | Distributive Pronoun যখন Noun- এর পূর্বে বসে Adjective- এর কাজ করে | Each boy has a pen |
Interrogative | Interrogative Pronoun যখন Noun- এর পূর্বে বসে Adjective- এর কাজ করে | Whose pen have you taken? |
Possessive | Possessive Pronoun যখন Noun- এর পূর্বে বসে Adjective- এর কাজ করে | This is your school |
Relative | Relative Pronoun যখন Noun- এর পূর্বে বসে Adjective- এর কাজ করে | Ask him which book he needs |
Sequence of Adjectives
কখনো কখনো একটি বাক্যে একাধিক Adjective বসাতে হতে পারে। সেক্ষেত্রে Adjective বসানোর একটি আলাদা Sequence আছে মেনে চলা জরুরী। বিগত দিনের অনেক প্রতিযোগীতামূলক পরীক্ষায় Sequence of Adjectives থেকে প্রশ্ন আসতে দেখা গিয়েছে।
Formation of Adjectives
আবার কখনো কখনো পরীক্ষাগুলোতে বিভিন্ন word- এর Adjective রূপটি কেমন তা নিয়েও প্রশ্ন আসতে দেখা যায়। এমন কয়েকটি গুরুত্বপূর্ণ Adjective Form দেখা যাক, যা বিগত দিনে ভর্তি পরীক্ষা এবং বিসিএসের মতো পরীক্ষাগুলোতে এসেছে,
Word |
Form | Adjective | Word | Form | Adjective |
Luck | Noun | Lucky | Boy | Noun | Boyish |
Length | Noun | Lengthy | obey | Verb | obedient |
Magic | Noun | Magical | Use | Noun | Useful |
Speed | Verb | Speedy | Best | Adverb | Best |
Hate | Verb | Hateful | Gift | Noun | Gifted |
Amuse | Verb | Amusing | Basically | Adverb | Basic |
Agonizingly | Adverb | Agonize | Care | Verb | Careless |
Dramatically | Adverb | Dramatic | People | Noun | Popular |
Iconize | Verb | Iconic | help | verb | helpful |
Mythically | Adverb | Mythic | talk | verb | talkative |
Adjective Phrase
যখন কতগুলো Word মিলে একসাথে একটা Adjective-এর মতো কাজ করে, তখন তাকে Adjective Phrase বলা হয়। দুইভাবে Adjective Phrase গঠিত হতে পারে,
1. Adverb + Adjective
He is a very remarkable man. এখানে very এবং remarkable যথাক্রমে Adverb ও Adjective, এরা দুয়ে মিলে একটি Adjective Phrase তৈরি করেছে।
2. Adjective + Modifier
কখনো কখনো Adjective এর পর একটি শব্দ যুক্ত হয়ে Modifier হিসেবে কাজ করে এবং Adjective Phrase হিসেবে কাজ করে। যেমন, Slow enough; এখানে Slow একটি Adjective এবং enough একটি Modifier হিসেবে কাজ করছে, দুয়ে মিলে তৈরি করছে Adjective Phrase.
Regular and Extreme Adjectives
Regular Adjective নিয়ে এতক্ষণ আলোচনা হলো, এবার কথা বলবো Extreme Adjective নিয়ে। Extreme Adjective হলো Extremely + Adjective, অর্থাৎ কোন একটা Adjective স্বাভাবিকের চেয়ে বেশি বোঝায়। যেমন, Extremely + Cold = Freezing. এমন আরো কিছু Extreme Adjective হলো,
Regular Adjective | Extreme Adjective |
Good | Fantastic |
Dirty | Filthy |
Pretty | Gorgeous |
Surprising | Astounding |
Small | Tiny |
Clean | Spotless |
Thin | Gaunt |
Wet | Soaked |
Bad | Terrible |
Tasty | Delicious |
Ugly | Hideous |
Big | Huge |
Old | Ancient |
Clever | Brilliant |
Lively | Vivacious |
Wise | Sagacious |
Happy | Jubilant |
Hot | Boiling |
Tired | Exhausted |
Comparison of Adjectives
এতক্ষন তো গেলো একজন ব্যাক্তি বা একটি বস্তুর ক্ষেত্রে Adjective কিভাবে বসবে তা নিয়ে আলোচনা, প্রশ্ন হতে পারে, যদি একের অধিক ব্যক্তি বা বস্তু থাকে তবে সেক্ষেত্রে Adjective এর ব্যবহার কিরূপ? এর উত্তরে আলোচনা করতে হবে Comparison of Adjectives নিয়ে। যখন দুই বা ততোধিক ব্যাক্তি বা বস্তুর দোষ গুণের তুলনা করা হয়, তখন তাকে Comparison of Adjectives বলে। এটি ৩ প্রকার, যথা,
- Positive Degree- এক্ষেত্রে Adjective-এর মাত্রা তুলনা করা যায় না।
- Comparative Degree- এক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে তুলনা করা হয়।
- Superlative Degree- এক্ষেত্রে অনেকের মধ্যে তুলনা করা হয়।
Positive Degree | Comparative Degree | Superlative Degree |
Bright | Brighter | Brightest |
Cold | Colder | Coldest |
Hard | Harder | Hardest |
Poor | Poorer | Poorest |
Thin | Thinner | Thinnest |
Dry | Drier | Driest |
Grey | Greyer | Greyest |
Beautiful | More beautiful | Most beautiful |
Careful | Less careful | Lest careful |
Honest | More honest | Most honest |
Degree নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ এই ব্লগে আমাদের নেই। পরবর্তী কোন ব্লগে আমরা Degree কী, এদের ব্যবহার কেমন ইত্যাদি নিয়ে পরিপূর্ণ আলোচনা করবো।
আরো পড়ুন: Pronoun কাকে বলে? কত প্রকার ও কী কী?
সারসংক্ষেপ
Descriptive Adjective
(Good, Nice, Wise) |
– | – |
Quantitative Adjective
(Much, Little, Some) |
– | – |
Numeral Adjective | Definite Numeral Adjective | Cardinal
(One, Two, Three) |
Ordinal
(First, Second, Third) |
||
Multiplicative
(Single, Double, Triple) |
||
Indefinite Numeral Adjective
(All, Some, Enough) |
– | |
Pronominal Adjective | Demonstrative
(This, That, Those) |
– |
Distributive
(Each, Every, Either) |
– | |
Relative
(Which, What, That) |
– | |
Interrogative
(Whose, What, Which) |
– | |
Possessive
(My, Your, His) |
– |
শেষ কথা
এই ব্লগে আমি আলোচনা করার চেষ্টা করেছি Adjective কাকে বলে, আলোচনা এগিয়ে যাবে Adjective কত প্রকার ও কি কি এবং তাদের বিস্তারিত। Adjective সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পেতে চলে যেতে পারো আমাদের টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে, পেয়ে যাবে সাকিব বিন রশীদ ভাইয়ের English Grammar Crash Course-টি। এই কোর্সে থাকা ১০০টি ভিডিও ক্লাসের মাধ্যমে শিখে নিতে পারবে Sentence Structure, Tense সহ গুরুত্বপূর্ণ সব গ্রামার টপিক। পাশাপাশি আছে ফাতেমা ফারহানা প্রভা আপুর Academic English Grammar কোর্সটি, যেখানে Tense, Parts of Speech, Changing Sentences, Voice সহ কঠিন গ্রামার টপিকের বেসিকসগুলো পেয়ে যাবে, যা তোমার প্রস্তুতিকে আরো বেশি মজবুত করে তুলবে। Never Stop Learning!
Exercise
1. The word ‘Homely’ belongs to what parts of speech? (MAT:2013-14)
(a) Noun (b) Verb (c) Adjective (d) Adverb
2. The word ‘Wholesome’ is- (DAT:2020-21)
(a) Noun (b) Adjective (c) Adverb (d) Verb
3. What is the adjective form of the word “people’? (BCS:43)
(a) populous (b) popular (c) popularity (d) popularize
4. Go and catch the falling star. Here the “falling” is- (BCS:42m)
(a) an adverb (b) a preposition (c) a verb (d) an adjective
5. Sleeplessness causes problems with our _____ clock. (DU:2019-20)
(a) botanical (b) biological (c) natural (d) rhythmical
Reference:
- Advanced Learner’s, For class 9-10, Chowdhury & Hossain
- Apex English, Md. Waliullah Chowdhury
- Cliffs TOFEL, Michael A. Pyle & Mary Ellen Munoz
- Oxford A-Z Grammar & Punctuation, Jhon Seely
- A Potential English Grammar & Composition For Class 8, Md. Khalil Ullah M.A, M. Ed
- পাসপোর্ট to Grammar, Saifur Rahman Khan, Md. Mujibur Rahman & Md. Haseeb Kabir
উত্তরমালা
1 |
2 | 3 | 4 | 5 |
Adjective | Adjective | popular | an adjective |
biological |
- English For Everyday
- Idioms and Phrases
- Academic English Grammar
- English Grammar Fundamentals
- Study Abroad Complete Guideline
- Pronunciation Mistakes
- Grammar Foundation Course
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- ঘরে বসে English Grammar
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- IELTS Course by Munzereen Shahid
- IELTS Mock Test Solutions by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
বছরজুড়ে অভিজ্ঞ টিচারদের সাথে ক্লাস 6-10 এর পড়াশোনা ও পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে আজই ভিজিট করো আমাদের অনলাইন ব্যাচ ২০২৫ -এ:
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন