আজকে আমরা কিছু স্মার্ট ইংরেজি শব্দ শিখবো যেগুলো আমরা Regular Life এ ইউজ করা শুরু করি তাহলে Immediately আমাদের স্পোকেন ইংলিশ বা আমাদের ইংলিশ অনেক বেশি স্মার্ট এবং এডভান্স শোনাবে।
Elucidate (To explain/ কোনো কিছু ব্যাখ্যা করা)
এই শব্দটা আমরা অনেক সময় শুনেছি, কিন্তু শুনে হয়তো বুঝে উঠতে পারিনি এটার মানে কী!
Elucidate খুব easy একটা শব্দ এবং এর মানেও খুব easy.
Elucidate মানে কিছু ব্যাখ্যা করা।
Elucidate এর মতো সেইম meaning এর আরেকটা শব্দ আমরা regularly ইউজ করি যেটা আমাদের জন্য অনেক বেশি পরিচিত৷ সেটা কী?
-Explain
Explain এর মিনিং হলো কোনো কিছু আপনি ব্যাখ্যা করছেন বা আরেকটু elaborate করছেন। কিন্তু সেটাকে যখন আপনি সুন্দর করে স্মার্টলি বলতে চান তখন easily চাইলে Elucidate বলতে পারেন। আপনি যদি Elucidate কে একটা বাক্যে ব্যবহার করতে চান। বাক্যটা কী হবে?
ইংরেজিতে Smart Words এর মধ্য এই শব্দটি আপনি চাইলেই ব্যাবহার করেতে পারেন।
Could you elucidate that concept so that I can fully understand it?
বাক্যের অর্থ- আপনি কি আমাকে এই ব্যাপারটা আরেকটু বেশি বোঝাতে পারবেন বা আরেকটু explain করতে পারবেন? যাতে আমি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারি৷
আপনি আপনার কথাকে আরও বেশি আকর্ষণীয় করতে পারেন ভোকাবুলালি ব্যাবহার করে।
English for Govt. Jobs
কোর্সটি করে যা শিখবেন:
Malaise (To be unwell/ শরীর ভালো না থাকা)
Malaise শব্দটা শুনলেও অনেক complicated মনে হয়। কিন্তু এটার অর্থ খুব সহজ।
Malaise শব্দটার অর্থ হলো – শরীর ভালো না থাকা।
কোনো একজনের হয়তো শরীর ভালো নেই, সেই সিচুয়েশনটাকে আপনি malaise বলতে পারেন। আপনি যদি malaiseকে একটা বাক্যে use করেন তাহলে কী রকম হতে পারে সেটা?
She suffered from a malaise that kept her from going to school.
যে- তার কোনো একটা অসুস্থতা হয়েছিলো এবং সেকারণে সে স্কুলে যেতে পারেনি।
খেয়াল করে দেখবেন, আপনার অসুস্থ/sick থাকা situation কে আপনি Malaise বলেন।
Obfuscate (To confuse someone/ কাউকে বিভ্রান্ত করা)
এই শব্দটা শুনলেও মনে হয় – ‘ওরে বাবা! এটা কী শব্দ!’ কিন্তু এটারও অর্থ খুব সহজ।
Obfuscate অর্থ হলো কোনো একজনকে confuse করা বা কাউকে বিভ্রান্ত করা।
এটাকে একটা বাক্যের মাধ্যমে বোঝাতে চাইলে কী রকম বাক্য হবে?
They used vague pictures to obfuscate others.
মানে- তারা কেমন যেন, অস্পষ্ট, unclear ছবি ব্যবহার করে অন্যদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলো।
আমরা confuse শব্দটার সাথে অনেক পরিচিত যে তারা হয়তো অস্পষ্ট ছবি ব্যবহার করেছে, ওদেরকে confuse করার জন্য।
Confuse এর মতো একটা similar word হলো obfuscate. মানে অন্যদেরকে কনফিউজ করা বা অন্যদেরকে বিভ্রান্ত করা।
চাকরিজীবীদের জন্য English
কোর্সটি করে যা শিখবেন:
Perfunctory (এমন কিছু যা খুব যত্ন নিয়ে করা হয়নি/ Something done without much effort)
এই শব্দের অর্থ খুব সহজ।
মানে হলো- এমন যেকোনো কিছুকে আপনি Describe করতে পারেন বা বর্ণনা আপনি এই শব্দটা দিতে পারেন যে জিনিসটা খুব একটা বেশি যত্ন নিয়ে করা হয়নি। বা খুব carelessly করা হয়েছে বা খুব litely করা হয়েছে। এই শব্দ আপনি একটা বাক্যে ব্যবহার করতে চাইলে কীভাবে করতে পারেন?
He made a perfunctory review of the sales data before the presentation.
অর্থ- প্রেজেন্টেশনের আগে সে খুব হেলাফেলা করে আমাদের যে সেলস ডেটাগুলো আছে সেগুলোর একটা রিভিউ করে দিয়েছিলো। জাস্ট করার জন্যই করেছে। আসলে যে একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য ভালো করে করেছে তা কিন্তু হয়নি।
যখনি আপনি এরকম কোনো কাজ describe করতে যাচ্ছেন যে কাজটা যত্ন নিয়ে করা হয়নি, carelessly করা হয়েছে, সেই কাজটার বর্ণণা আপনি এই শব্দটা ব্যবহার করে দিতে পারেন।
আরো পড়ুন: যে ১৫টি শব্দ তোমার vocabulary থেকে সরিয়ে ফেলা উচিত!
Quid Pro Quo (Something given in return for something else/ কিছু নেয়ার বদলে কিছু দেয়া)
শব্দটা শুনে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু এর অর্থ ও অনেক সহজ। এই শব্দটার অর্থ হচ্ছে কিছু নেয়ার বদলে কিছু দেয়া। আমি যদি একটা বাক্যের মাধ্যমে আপনাদের বুঝাই তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন৷
He gave her food as a quid pro quo for her doing his work.
এর অর্থ হলো, আপনার কাছে দুইজন ব্যক্তি আছে। এর মধ্যে একজন ব্যক্তি আরেকজনকে কিছু খাবার দিয়েছে কারণ সেই ব্যক্তিটি কোনো একটা কাজ করে দিয়েছিলো। একজনের কাজ করে দেওয়ার পরিবর্তে তাকে খাবার দেওয়া৷ এই সিচুয়েশনগুলোতে, যখন কোনো কিছুর বদলে অন্য কিছু দেওয়া হয়, তাকে quid pro quo বলে। আপনি নেক্সট টাইম এমন সিচুয়েশনে থাকলে ‘quid pro quo’ এই শব্দ ইউজ করতে পারেন।
Sycophant (Insincere/flatterer/ চাটুকার)
Sycophant খুব মজার একটি শব্দ। এর মানে হলো চাটুকার। এমন একজন মানুষ যে সবসময় flatter করে, অতিরিক্ত প্রশংসা করে, আসলে কিন্তু সে প্রশংসাগুলো mean করে করছে না। বা এর বিনিময়ে কোনো কিছু চাচ্ছে বা নিজের একটা কাজ করিয়ে নিতে চাচ্ছে এই কারণে সে খুব fake/ নকল প্রশংসা করছে। এ ধরনের মানুষগুলোকে আমরা Sycophant বলে থাকি৷ আমি যদি Sycophant কে একটা বাক্যে ইউজ করি, তাহলে আমি কী ধরনের বাক্যে ইউজ করতে পারি?
He became a real sycophant when he wanted hiss boss to promote him.
সে যখন চাইতো, তার বস তাকে প্রমোট করুক, সে অনেক বড় চাটুকার হয়ে যেতো।
আমরা যখন খুব নকলভাবে কারো প্রশংসা করি বা নকলভাবে flatter করার চেষ্টা করে তার বিনিময়ে কিছু একটা চাচ্ছি, সেই সিচুয়েশনে আমরা একজন চাটুকার হয়ে যাই বা flatteter হয়ে যাই বা sycophant হয়ে যাই৷
Scintillating (খুবই আকর্ষণীয় কিছু/ Brilliantly lively and stimulating)
অর্থ হলো- খুব আকর্ষণীয় কিছু একটা।
মনে করেন, কেউ একজন খুব সুন্দর একটা প্রেজেন্টেশন বানিয়েছে, আপনি সেক্ষেত্রে Scintillating ব্যবহার করে তার প্রেজেন্টেশনের বর্ণণা দিতে পারেন।
She made a scintillating presentation.
মানে- তার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছিলো।
Quintessential
শব্দটা শুনে খুব ভারী মনে হয়, খুব hard মনে হয় কিন্তু এর অর্থ খুব সহজ।
Quintessential মানে হলো কোনো কিছুর খুব সাধারণ বা কোনো কিছুর একটা স্বাভাবিক উদাহরণ বা খুব general উদাহরণ। একটা বাক্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলে বাক্যটা কী রকম হবে?
Going to the spa is the quintessential pastime of the rich and famous.
এই বাক্যটাতে quintessential শব্দটা যা বোঝাচ্ছে যে- যারা একটু বড়লোক হয় বা একটু ফেমাস হয় তাদের একটা খুব general habit বা সাধারণ habit হলো বেশি বেশি spa তে যাওয়া। আপনারা যখন বাক্যটা দেখছেন তখন কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে quintessential শব্দটার অর্থ কী হতে পারে। Word টা শুনলে অনেকটা hard মনে হয় কিন্তু অর্থটা অতটা hard না।
আজকে আমরা খুব মজাদার এবং easy একটা ক্লাসের মাধ্যমে আটটি নতুন word শিখেছি যে word গুলো আমরা regular life এ বেশি বেশি use করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ অনেক বেশি smarter হয়ে যাবে। এর বাহিরে আরো প্রচুর শব্দ আছে যেগুলো regularly যদি আমরা চর্চা করি, regularly যদি আমরা আমাদের daily sentences এ ইউজ করি আমাদের ইংলিশ আরো অনেক improve হবে।
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
এরকম আরো কিছু শব্দ আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি অপেক্ষায় থাকবো এই word গুলো আপনাদের সাথে শেখার জন্য।
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন