আজকের ক্লাসে আমরা শিখবো লিঙ্কিং ওয়ার্ড! এক এক পরিস্থিতিতে কিন্তু আমরা এক এক রকমের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে থাকি। প্রতিটি পরিস্থিতিতে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার আমরা ভাগ করে শিখবো।
মতের মিল প্রকাশ করতে চাইলে যেসব ইংরেজি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন
একদম প্রথম যে লিঙ্কিং ওয়ার্ডের গ্রুপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যখন আমরা আমাদের মতের মিল প্রকাশ করতে চাই। কেউ একজন মনে করে কিছু একটা বললো এবং আপনি বলতে চান যে আপনি তার সঙ্গে একমত বা আপনার মত মোটামুটি তার মতোই। সেক্ষেত্রে আপনি কী কী ধরনের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন?
- Likewise
- Of course
- In like manner
- Similarly
- In the same way
- Identically
খেয়াল করে দেখবেন আমি কিন্তু অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ড বলেছি। এখন কয়েকটা দিয়ে বাক্য গঠন করে দেখি।
Likewise
My sister hates vegetables. And I, likewise, don’t like them either.
আমার বোন সবজি খেতে পছন্দ করে না এবং আমিও পছন্দ করি না।
এখানে খেয়াল করে দেখবেন, আমি likewise দিয়ে কিন্তু দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছি। এই কারণেই এটাকে লিঙ্কিং ওয়ার্ড বলা হয় থেকে।
In the like manner
আপনি একই ভাবে in like manner ও ব্যবহার করতে পারবেন। যেমন,
My sister hates vegetables. In like manner, I don’t like them either.
এখানেও অর্থটা কিন্তু একদম একই থাকছে।
কেউ একজন যখন আপনাকে কিছু একটা বলে এবং আপনি তার সাথে মতের মিল প্রকাশ করতে চান, আপনি কিন্তু তখন Of course বলতে পারেন। এর মানে হলো ‘অবশ্যই!’
Similarly
খেয়াল করে দেখবেন, আমি আরও একটা শব্দ ব্যবহার করেছিলেন, Similarly.
My sister hates vegetables. Similarly, I don’t like them either.
এর মানে হলো, আপনার বোন সবজি খেতে পছন্দ করে না এবং আমিও সবজি খেতে পছন্দ করি না।
In the same way
খেয়াল করে দেখেন, ‘Similarily’ এর জায়গায় ‘In the same way’ বসিয়ে দিলে কিন্তু বাক্যের অর্থটা একই থাকছে।
My sister doesn’t like vegetables. In the same way, I don’t like them either.
Identically
My sister hates vegetables. Identically, I hate them as well.
অর্থটা প্রতি ক্ষেত্রেই একই থাকছে।
Likewise, of course, in like manner, similarly, in the same way, identically এসকল শব্দগুলো কিন্তু আপনি তখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন যখন আপনি কারো সাথে মত মিলছে, এটা প্রকাশ করতে চাচ্ছেন।
মতের অমিল প্রকাশ করতে চাইলে যেসব ইংরেজি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন
এরপর মনে করেন, আপনার মত কারো সাথে মিলছে না, এটা প্রকাশ করতে চাচ্ছেন। তখন আপনি কী কী লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন?
- Although
- In contrast
- But
- However
- Conversely
- On the other hand
- On the contrary
একটা দুইটা শব্দ দিয়ে আমরা এখন বাক্য বানিয়ে দেখি কেমন হয়।
Although
Although I prefer short hair, I also like it when it’s long.
যদিও আমার ছোট চুল পছন্দ, মাঝে মধ্যে লম্বা চুলও ভালো লাগে।
এক্ষেত্রে আপনি দুইটা এমন আইডিয়া প্রকাশ করার চেষ্টা করছেন যা একে অপরের সাথে মিলে না। সেক্ষেত্রে আপনি ‘although’ ব্যবহার করতে পারেন।
In contrast
He likes black. In contrast, I like the color white.
অথবা, I like the color black. In contrast, he likes the color white.
আবার আমি কিন্তু দুইটা ভিন্ন রকমের আইডিয়া প্রকাশ করার চেষ্টা করছি, এক্ষেত্রে আমি ‘In contrast’ ও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি but, however, conversely, on the other hand, on the contrary এগুলোও ব্যবহার করতে পারেন।
But, However
He likes burgers. But, I like pizza.
He likes burgers. However, I like pizza.
খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি দুইটা আইডিয়াকে দুই দিকে রাখছে, তাই আপনি but, however, conversely ব্যবহার করতে পারছেন। যেমন,
Conversely
He likes burgers. Conversely, I like pizza.
মানে, সে বার্গার পছন্দ করে কিন্তু আমি পিৎজা পছন্দ করি।
On the Other hand
He likes burgers. On the other hand, I like pizza.
এটার অর্থও এক।
On the Contrary
আবার আপনি বলতে পারেন, He likes burgers. On the contrary, I like pizza.
সে burger পছন্দ করে, কিন্তু আমি পিৎজা পছন্দ করি।
একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া মিলে না, একটা আরেকটার বিপরীত আইডিয়া হতে পারে তখন আপনি এই linking word ব্যবহার করতে পারেন, যেগুলো একটু মতভেদ প্রকাশ করে।
কী কী word আমরা শিখলাম? Although, in contrast, but, however, conversely, on the other hand, on the contrary এইগুলো আমরা শিখলাম।
সমাপ্তি ঘোষণা করতে চাইলে যেসব ইংরেজি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন
হয়তো আপনি কোনো একটা কিছু সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছেন। আপনি হয়তোবা অনেকক্ষণ ধরে essay লিখেছেন, বা অনেকক্ষণ ধরে কোনো একটা বিষয়ের উপর কথা বলছেন এবং শেষের দিকে এসে আপনি সমাপ্তি করতে চাচ্ছেন। তখন আপনাকে একটা concluding statement দিতে হবে যা দিয়ে আপনি মূল কথাটা বুঝাবেন। কী কী লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আপনি সেটা করতে পারেন? অনেকগুলো আছে। কয়েকটা হলো,
- In summary
- In conclusion
- In brief
- To sum up
- All in all
- Overall
প্রত্যেকটাকে যদি আমরা বাক্যে ব্যবহার করে দেখি, আপনি কিন্তু প্রতিটা দিয়েই concluding statement তৈরি করতে পারবেন।
মনে করেন, আমি হয়তোবা কোনো একটা essay লিখেছি যে কীভাবে সুস্থ্য থাকা যায় বা কীভাবে ব্যায়াম করা উচিৎ, এখন আমি যদি concluding statement বানাতে চাই এই লিঙ্কিং ওয়ার্ডগুলো দিয়ে, আমি সেটা কীভাবে করতে পারি?
In Summary
In summary, in order to lead a healthy life, you must exercise regularly.
এর মানে হলো যে, সব কিছু আরও একবার বলতে চাই, তাহলে মোটামুটি সুস্থ থাকার জন্য আপনার প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে।
In Conclusion
In conclusion, in order to lead a healthy life, you must exercise regularly.
এখানেও অর্থটা একই রয়েছে।
In Brief
প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু আমরা এখানে পুরো বাক্যের শুরুতে প্রত্যেকটা শব্দ বসিয়ে দিলেই হচ্ছে। খেয়াল করে দেখবেন, বাক্যের অর্থ কিন্তু একই থাকছে।
In brief, in order to lead a healthy life, you must exercise regularly.
একইভাবে আপনি To sum up, all in all, overall এগুলোও বলতে পারেন, অর্থ একই থাকবে।
অতিরিক্ত তথ্য যোগ চাইলে যেসব ইংরেজি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন
এবার আমরা আরও কয়েকটা লিঙ্কিং ওয়ার্ড শিখবো যেগুলো দিয়ে আপনি অতিরিক্ত তথ্য যোগ করতে পারবেন। যেমন,
- Additionally
- Furthermore
- Also
- In addition
- Moreover
খেয়াল করে দেখবেন, প্রতিটা শব্দ কিন্তু আপনি অতিরিক্ত তথ্য যোগ করার জন্য ব্যবহার করতে পারবেন। আমরা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি।
He was cold and tired; furthermore he was hungry.
তার ঠান্ডা লাগছিল, সে অনেক ক্লান্ত ছিল, তার উপর দিয়ে তার আবার খিদাও লেগেছিল। আপনি এভাবেও বলতে পারেন,
He was cold and tired; additionally, he was hungry.
তার ঠান্ডা লাগছিল, সে ক্লান্ত ছিল, তার উপরে তার আবার খিদেও পেয়েছিলো।
খেয়াল করে দেখবেন, এখানে আপনি furthermore, additionally, also, in addition, moreover এগুলো বসাতে পারেন। এরকম যখনই আপনার একটা তথ্য দেওয়ার পর একটু এক্সট্রা তথ্য যোগ করতে চান তখন কিন্তু সহজেই আপনি এই শব্দগুলো ব্যবহার করে সেটা করতে পারবেন। যেমন, additionally, furthermore, also, in addition এবং moreover.
ফলাফল প্রকাশ চাইলে যেসব ইংরেজি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন
শেষে আমরা যে লিঙ্কিং word গুলো শিখবো, সেগুলো দিয়ে আমরা খুবই সহজে চাইলে ফলাফল প্রকাশ করতে পারি। যেমন
- As a result
- Consequently
- For this reason
- In effect
- Thus
- Hence
- Henceforth
- Therefore
এরকম আরও অসংখ্য শব্দ আছে যেগুলো দিয়ে আপনি চাইলেই কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে পারেন। আমরা একটা দুইটা বাক্যের মাধ্যমে শেখার চেষ্টা করি, তখন ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে।
মনে করেন,
She didn’t like the pudding. As a result, she threw it away.
তার পুডিংটা আসলে খুব একটা ভালো লাগেনি, যার কারণে সে ফেলে দিয়েছে।
পুডিংটা ভালো লাগেনি, তার কিন্তু ফলাফল হলো যে সে পুডিংটা শেষমেশ ফেলেই দিলো।
এখানে খেয়াল করে দেখবেন, আপনি ‘as a result’ সরিয়ে দিয়ে consequently, for this reason, in effect, thus, hench, henchforth, therefore এগুলো সব ব্যবহার করতে পারেন। অর্থটা একই থাকছে।
যখনই আপনার এরকম বাক্য ব্যবহার করতে চাইবেন যেখানে আপনি প্রথমে কিছু একটা বলেছেন এবং তার ফলাফলে কী হয়েছে, সেটাও একসঙ্গে বলেছেন, তখন কিন্তু আপনি সহজেই চাইলে এই শব্দগুলো ব্যবহার করে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করে ওই ফলাফলটা প্রকাশ করতে পারবেন।
খুব সহজ কিছু উদাহরণ দিয়ে আমরা অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ড শিখেছি।
আপনার কমেন্ট লিখুন