রাশিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য

May 13, 2022 ...

 আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিশ্বের মোট ভূখণ্ডের এক-অষ্টমাংশ তাদের দখলে। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান। জনসংখ্যার দিক থেকে এই দেশের অবস্থান বিশ্বে নবম। রাশিয়ার সম্পূর্ণ নাম ফেডারেশন অব রাশিয়া।  এর রাজধানী মস্কো। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আয়তন ১৭,০৯৮,২৪৬ বর্গ কিমি আর জনসংখ্যা নিরপেক্ষ হ্রাস ১৪৫,৪৭৮,০৯৭ (ক্রিমিয়া সহ), নিরপেক্ষ হ্রাস ১৪৩,০৫৪,৬৩৭, (ক্রিমিয়া বাদে – ৯ম)। পূর্ব ইউরোপের বিস্তৃত বিশ্বের বৃহত্তম এই দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ। তবে এই দেশটি সম্পর্কে কিছু মজার তথ্য রয়েছে যা অন্য কোনো দেশে হয়তো প্রচলিত নেই। নিজের আগ্রহ থেকেই রাশিয়া সম্পর্কে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মজার এইসব তথ্যগুলো জানলাম।

রাশিয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য

মোট আয়তন 

১৭,০৯৮,২৪৬ বর্গ কিমি

ভাষা

রাশিয়ান

রাজধানী

মস্কো

ধর্ম

৪৭.৩% খ্রিস্টান

৪১% রাশিয়ান অর্থোডক্সি

৬.৩% অন্যান্য খ্রিস্টান

৬.৫% ইসলাম

১.২% নিওপ্যাগানিজম এবং টেংরিজম

০.৫% বৌদ্ধ ধর্ম

০.২% অন্যান্য ধর্ম

২৫% ধর্ম ছাড়া বিশ্বাসী

১৩% নাস্তিকতা

৫.৫% অঘোষিত

রাষ্ট্রপতি

ভ্লাদিমির পুতিন

প্রধানমন্ত্রী

মিখাইল মিশুস্টিন

রাশিয়ার জনসংখ্যা

২০২২ সালের অনুমান অনুযায়ী-

নিরপেক্ষ হ্রাস ১৪৫,৪৭৮,০৯৭ (ক্রিমিয়া সহ), নিরপেক্ষ হ্রাস ১৪৩,০৫৪,৬৩৭, (ক্রিমিয়া বাদে – 9ম)

মুদ্রা

রুশ রুবল

বিসিএস প্রিলি লাইভ কোর্স

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিন পিএসসি প্রদত্ত সিলেবাসের ওপর নেওয়া লাইভ ক্লাস, লেকচার শিট, টপিকভিত্তিক এক্সাম ও সাপ্তাহিক পূর্ণাঙ্গ মডেল টেস্ট এর সাহায্যে।

 

চলো তবে জেনে আসা যাক রাশিয়া সম্পর্কে মজার কিছু তথ্য যা হয়তো তুমি আগে জানতে না!

রাশিয়া সম্পর্কে অজানা তথ্য

  1.  ‘মজা’ এই শব্দটি রাশিয়ান ভাষায় নেই। অবশ্য তার বদলে ‘আনন্দ’ শব্দটি প্রচলিত আছে।
  2. একইভাবে ‘প্রাইভেসি’ শব্দটি রাশিয়ান ভাষায় নেই। তার বদলে রয়েছে ‘গোপনীয়তা।’
  3. ২০১১ সাল পর্যন্ত রাশিয়ায় বিয়ারকে অ্যালকোহলযুক্ত পানীয় হিসেবে ধরা হতো না।
  4. প্রতি চারজনে একজন রাশিয়ান পুরুষ তার ৫৫তম জন্মদিনের আগে মারা যায়। আর এ মৃত্যুর অন্যতম কারণ অতিরিক্ত অ্যালকোহল।
  5.  একমাত্র রাশিয়াতেই পাওয়া যায় ম্যাকশ্রিম্প  নামে চিংড়ির বার্গার।
  6. ২০১২ সালে যখন পুতিন তৃতীয়বারের মতো নির্বাচিত হন তখন একটি এলাকায় ভোট প্রদানের হার ছিল ১৪৬ শতাংশ।
  7.  স্টাচু অব লিবার্টির মেটাল ফ্রেমটি নির্মিত হয় রাশিয়ার ইকেটেরিনবার্গে।
  8. ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য মস্কোর কিছু ধনী অ্যাম্বুল্যান্স চালান। (আমাদের দেশে যা কল্পনাতীত)
  9. সোভিয়েত ইউনিয়নের নারীরা আমেরিকান নারীদের আগে ভোটাধিকার প্রয়োগের অধিকার পান।
  10. । রাশিয়ানরা যেকোনো ভ্রমণের আগে কয়েক সেকেন্ড নিরবতা পালন করে। অতীতে এ সময়ে প্রার্থনা করা হতো।
  11.  ইসলাম ধর্ম গ্রহণের বদলে রাশিয়ানরা খ্রিস্টধর্ম গ্রহণ করে কারণ তারা অ্যালকোহল বাদ দিতে চায়নি, যা ইসলামে নিষিদ্ধ।
  12. রাশিয়ায় প্রচুর খ্রিস্টান থাকলেও ক্রিসমাসের তুলনায় নববর্ষ বড় করে পালিত হয়।
  13. রাশিয়ানরা বছরে দুইবার নববর্ষ পালন করে। এর একটি নতুন ও অন্যটি পুরাতন।
  14. রাশিয়ানরা গড়ে প্রতি সপ্তাহে প্রায় ৬.৩ শটস মদপান করে যেখানে আমেরিকানরা করে ৩.৩ শটস। তবে রাশিয়ানদের চাইতে দ্বিগুণ পরিমাণ মদ পান করে দক্ষিণ কোরিয়ার লোকেরা।
  15. রাশিয়ান কোনো পুরুষ কোনো নারীকে পছন্দ করলে জোড় সংখ্যক ফুল উপহার দেয় না। কেননা, জোড় সংখ্যক ফুল উপহার দেওয়াকে রাশিয়ান মেয়েরা দুর্ভাগ্যের প্রতীক মনে করে। এটি রাশিয়ান সমাজে খুবই প্রচলিত একটি ঘটনা।
  16. একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো জিনিস নিতে ভুলে গেলেও তা ফেরত নেওয়ার জন্য রাশিয়ানরা বাড়িতে ঢুকে না। তার বদলে অন্য কাউকে তা নিয়ে আসতে বলে। অন্যথায় এটি দুর্ভাগ্য বয়ে আনতে পারে বলে তাদের বিশ্বাস।
  17.  প্রত্যেক এক হাজার পুরুষের জন্য ১,১৫৯ জন নারী রয়েছে রাশিয়ায়।
  18. রাশিয়ানরা কখনোই 🙂  ইমোটিকনটি ব্যবহার করে না। হাসি বোঝাতে তারা ) অথবা )))) ব্যবহার করে।
  19.  রাশিয়ানরা বাড়িতে হুইসেল বাজায় না। তাদের অনেকেরই বিশ্বাস, এতে টাকা-পয়সা উড়ে চলে যেতে পারে।
  20. রাশিয়ার আয়তন প্লুটো (Pluto) গ্রহের চাইতেও বেশি।
  21. রাশিয়ানদের একটি জনপ্রিয়  খাবার হলো ‘হোলোডেটস।’ এটি লবণাক্ত জেলিতে মাংস ডুবিয়ে তৈরি করা হয়।
  22.  রাশিয়ানরা কখনো কাউকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান না। কারণ এটা তারা রেখে দেন অন্তেষ্টিক্র্যিয়ার জন্য।
  23. রাশিয়ার আয়তনের তুলনায় মাত্র ০.৮৪% আয়তনের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ।
  24.  ২০১৪ সালের হিসাব অনুযায়ী দেখা যায়, রাশিয়াতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অন্তত ১৫ লাখ বেশি। অনেকেই ধারণা করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত পুরুষ মারা যাওয়ার কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে। তবে আসল কথা হলো, দেশটিতে হতাশা, সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত পানাহার পুরুষদের মৃত্যুহার বাড়িয়েছে। বিষয়টি এখন রাশিয়ানদের কাছেও উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।
  25.  ‘স্বাস্থ্যবান হও’ আর ‘মোটা হও’ রাশিয়ান ভাষায় একই শব্দ দিয়ে প্রকাশ করা হয়।
  26. পৃথিবীর অনেক দেশের মানুষ এখন শরীর চর্চার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তবে রাশিয়া তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে দেশটির নারীরা এই চর্চায় ব্যাপক আগ্রহী। আর মজার তথ্য হলো, প্রতি বছরই আন্তর্জাতিক শরীর চর্চা প্রতিযোগিতায় রুশ নারীরা থাকেন পুরষ্কারের শীর্ষ তালিকায়।
  27.  রাশিয়াতে এমন অনেক স্থান রয়েছে যা মানচিত্রে নেই। ধারণা করা হয়, গোপন ওই স্থানগুলো এতটাই বিশাল যে কানো কোনো শহরকেও সেটা হার মানাবে। মূলত সেসকল স্থানে পরমাণু, রাসায়নিক অস্ত্রের গবেষণা চলে বলে জানা যায়।
  28. রাশিয়ার মোট ভূমির মাত্র ২২ শতাংশ জায়গায় জনসংখ্যা বাস করে।
  29. বিশ্বের মোট বনভূমির ২০ ভাগ রাশিয়াতে অবস্থিত।
  30. মস্কোতে অত্যন্ত দৃষ্টিনন্দন পাতাল রেল রয়েছে। এখানে রয়েছে বিশ্বের চতুর্থ গভীর স্টেশন।
Russia Map - রাশিয়ার ম্যাপ
রাশিয়ার ম্যাপ । Map of Russia


এই ছিলো রাশিয়া সম্পর্কে ত্রিশটি মজার এবং কিঞ্চিত গুরুত্বপূর্ণ তথ্য।  


আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:



১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন