পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলোকে বলা হয় মহাদেশ। পুরো পৃথিবী জুড়ে রয়েছে এমন ৭টি মহাদেশ, যার মধ্যে আয়তনে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে, বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর আন্তর্জাতিক বিষয়াবলি কিংবা ভূগোল অংশে প্রায়ই এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন আসে। তাই এই ব্লগে জানাবো এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত। এছাড়াও এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, এশিয়া মহাদেশে কয়টি দেশ? -এর মতো এমন সব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর পাবেন ব্লগটি শেষ পর্যন্ত পড়ে।
এশিয়া মহাদেশের সংক্ষিপ্ত পরিচিতি
এশিয়া মহাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। তবে, দেশের সংখ্যার দিক থেকে এশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়া ও ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত, তাই অনেক ভূত্ত্ববিদ একে ইউরেশিয়াও বলেত থকেন। তবে ইউরোপের সাথে এশিয়ার কোনো সীমারেখা নেই।
সাংস্কৃতিকভাবে এশিয়া মহাদেশ বেশ বৈচিত্র্যপূর্ণ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতেই যে পরিমাণ সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, তা অন্য যেকোনো একটি মহাদেশের বৈচিত্র্যতার চেয়েও অনেক বেশি! এছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ ভাষা, ধর্ম, বর্ণের বৈচিত্র্যতা, এশিয়া মহাদেশকে করেছে পুরো পৃথিবী থেকে আলাদা করে থাকে।
চলুন জেনে নেই এশিয়া মহাদেশের সংক্ষিপ্ত পরিচিতি –
এশিয়া মহাদেশে কয়টি দেশ? | ৪৯টি সার্বভৌম দেশ |
সর্বশেষ স্বাধীন রাষ্ট্র | পূর্ব তিমুর |
এশিয়া মহাদেশের আয়তন |
|
এশিয়া মহাদেশের জনসংখ্যা |
|
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ | চীন
আয়তন: ৯৫, ৯৬, ৯৬১ বর্গকিলোমিটার |
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ | মালদ্বীপ
আয়তন: ২৯৮ বর্গকিলোমিটার |
জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ | চীন
জনসংখ্যা: প্রায় ১৪২ কোটি |
জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ | মালদ্বীপ
জনসংখ্যা: প্রায় ৩ লাখ |
এশিয়ার বৃহত্তম সাগর | দক্ষিণ চীন সাগর
|
এশিয়ার গভীরতম হ্রদ | বৈকাল হ্রদ
|
এশিয়ার দীর্ঘতম নদী | ইয়াংসিকিয়াং
|
এশিয়া সর্বোচ্চ পর্বতশৃঙ্গ | মাউন্ট এভারেস্ট
|
কোর্সটিতে শিক্ষার্থীরা পাবে:
ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন কোর্স ২০২২
এশিয়া মহাদেশের ভৌগলিক অবস্থান
পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত এই এশিয়া মহাদেশ। এই মহাদেশের উত্তরে ইউরোপ মহাদেশ, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বদিকে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম আফ্রিকা মহাদেশ অবস্থিত।
এশিয়া পশ্চিমে কৃষ্ণ সাগর থেকে পূর্বে জাপান পর্যন্ত বিস্তৃত বিশ্বের বৃহত্তম এই মহাদেশ, পৃথিবীর মোট ভূমির প্রায় এক তৃতীয়াংশ। আঞ্চলিক ভৌগলিক অবস্থানের ভিত্তিতে এশিয়ার দেশগুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে –
১) দক্ষিণ এশিয়া দক্ষিণ
২) দক্ষিণ পূর্ব এশিয়া
৩) পূর্ব এশিয়া
৪) পশ্চিম এশিয়া
৫) উত্তর-পশ্চিম এশিয়া
৬) মধ্য এশিয়া
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম: এশিয়া মহাদেশে কয়টি দেশ?
দক্ষিণ এশিয়া (South Asia)
এশিয়ার দক্ষিণাঞ্চল দক্ষিণ এশিয়া নামে পরিচিতি। বর্তমানে এই অঞ্চলটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়া ভারতীয় প্লেটে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এবং উত্তরে হিমালয়, কারাকোরাম ও পামির পর্বত । ১৮৫৭ সাল থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত এই দক্ষিণ এশিয়া ব্রিটিশ সাম্রাজ্যের মূল অঞ্চল ছিলো । তাই দক্ষিণ এশিয়া নামটি মূলত ব্রিটিশ রাজ্যের প্রশাসনিক সীমানা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত।
দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ, দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- বাংলাদেশ
- পাকিস্তান
- ভারত
- ভুটান
- নেপাল
- শ্রীলংকা
- মালদ্বীপ
- আফগানিস্তান
দক্ষিণ-পূর্ব এশিয়া (Southeast Asia)
এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল দক্ষিণ-পূর্ব এশিয়া নামে পরিচিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার উত্তর সীমানায় রয়েছে পূর্ব এশিয়া, পশ্চিমে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর, পূর্বে ওশেনিয়া ও প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে অস্ট্রেলিয়া ও ভারত মহাসাগর অবস্থিত।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টি দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- মালয়েশিয়া
- পূর্ব তিমুর
- ব্রুনাই
- ইন্দোনেশিয়া
- মায়ানমার
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- কম্বোডিয়া
- সিঙ্গাপুর
- লাওস
- ফিলিপাইন
পূর্ব এশিয়া (East Asia)
এশিয়ার পূর্বাঞ্চলকে পূর্ব এশিয়া বলা হয়। এশিয়া মহাদেশের একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক উপঅঞ্চল পূর্ব এশিয়া দূর প্রাচ্যও নামে পরিচিতি। এর ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক আয়তন প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো এশিয়া মহাদেশের ২৮ শতাংশ ও ইউরোপ মহাদেশের প্রায় ১.৫ গুণ।
পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের ৬ টি দেশ, পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- চীন
- দক্ষিন কোরিয়া
- উত্তর কোরিয়া
- জাপান
- মঙ্গোলিয়া
- তাইওয়ান
পশ্চিম এশিয়া (Western Asia)
এশিয়ার পশ্চিমাঞ্চলকে পশ্চিম এশিয়া বলা হয়। পশ্চিম এশিয়া বলতে এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি অঞ্চলকে বোঝায়। এশিয়ার এই অঞ্চলড়ি নিকটপ্রাচ্য নামেও পরিচিত।
পশ্চিম এশিয়ার ৫ টি দেশ, পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- তুরষ্ক
- সিরিয়া
- লেবানন
- ইসরাইল
- ফিলিস্তিন
উত্তর-পশ্চিম এশিয়া (North-West Asia)
এশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল উত্তর-পশ্চিম এশিয়া নামে পরিচিত। বর্তমানে এই অঞ্চলটি ইরাক, ইরান, কুয়েত, কাতার, জর্ডান, ইয়েমেন, ইসরাইল, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত। এশিয়া মহাদেশের এই উত্তর-পশ্চিমাঞ্চলটি মধ্যপ্রাচ্য নামে অধিক পরিচিত।
উত্তর-পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ১০ টি দেশ, উত্তর-পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- ইরাক
- ইরান
- কুয়েত
- কাতার
- জর্ডান
- ইয়েমেন
- ইসরাইল
- ওমান
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
মধ্য এশিয়া (Central Asia)
মধ্য এশিয়া এশিয়া মহাদেশের একটি বিশাল ভূ-বেষ্টিত কেন্দ্রীয় অঞ্চল। এই অঞ্চলটি উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান ও কিরগিজিস্তান নিয়ে গঠিত। এই অঞ্চলটি এশিয়ার কেন্দ্রীয় অঞ্চল হওয়ার কারণে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের দ্রব্য ও সাংস্কৃতিক ধারণাসমূহের আদানপ্রদানের অঞ্চল হিসেবে কাজ করে।
মধ্য এশিয়ার ৬ টি দেশ, মধ্য এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- উজবেকিস্তান
- আজারবাইজান
- তুর্কমেনিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজিস্তান
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষাু এশিয়া মহাদেশ নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। কিন্তু কিভাবে মনে রাখবো এত্তো সব দেশের নাম? তা নিয়ে পরীক্ষার্থীরা অনেক চিন্তার ভোগেন! এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল শিখে নিলে আপনিও মনে রাখতে পারবেন এশিয়া মহাদেশের দেশগুলোর নাম।
দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
MBA IS BNP ডাক্তার
- M = মালদ্বীপ (Maldives)
- V = ভুটান (Bhutan)
- A = আফগানিস্তান (Afghanistan)
- I = ইন্ডিয়া (India) / ভারত
- S = শ্রীলংকা (Sri Lanka)
- B = বাংলাদেশ (Bangladesh)
- N = নেপাল (Nepal)
- P = পাকিস্তান (Pakistan)
দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
MTV এর FILM দেখলে BCST পাস করা যায়।
- M = Malaysia (মালয়েশিয়া)
- T = Thailand (থাইল্যান্ড)
- V = Vietnam ভিয়েতনাম
- F = Philippines (ফিলিপাইন)
- I = Indonesia (ইন্দোনেশিয়া)
- L = Laos (লাওস)
- M = Myanmar (মায়ানমার)
- B = Brunei (ব্রুনাই)
- C = Cambodia (কম্বোডিয়া)
- S = Singapore (সিঙ্গাপুর)
- T = East Timor (পূর্ব তিমুর)
পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
তালেতে চীনি দিয়ে উত্তর দক্ষিণ কোরিয়া হয়ে মঙ্গোলিয়ার দেশ জাপান এ যাবো।
- তালেতে = তাইওয়ান
- চীনি = চীন
- দক্ষিন কোরিয়া
- উত্তর কোরিয়া
- মঙ্গোলিয়া
- জাপান
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
বিসিএস প্রিলি লাইভ কোর্স
পশ্চিম ও উত্তর-পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
সুমি তুই আজ ওই বাম সিলিকার কুলে।
- সু = সুদান, সৌদিআরব;
- মি = মিশর,
- তু = তুরস্ক, তিউনিসিয়া;
- ই = ইরাক/ইসরাইল;
- আ = আলজেরিয়া, আরব আমিরাত;
- জ = জর্ডান;
- ও = ওমান;
- ই = ইরান,ইরাক, ইয়েমেন;
- বা = বাহরাইন;
- ম = মরক্কো;
- সি = সিরিয়া;
- লি = লিবিয়া;
- কা = কাতার;
- কু = কুয়েত;
- লে = লেবানন
মধ্য এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
কাকি তুমি উজগুব।
- কা = কাজাকিস্তান (Kyrgyzstan)
- কি = কিরগিজস্তান (Kazakhstan)
- তুমি = তাজাকিস্তান (Tajikistan), তুর্কমেনিস্তান (Turkmenistan)
- উজগুব = উজবেকিস্তান (Uzbekistan)
এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশসমূহ
দেশের নাম |
রাষ্ট্রীয় নাম | রাজধানী | মুদ্রা | ভাষা |
গুরুত্বপূর্ণ তথ্য |
বাংলাদেশ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ | ঢাকা | টাকা | বাংলা |
|
ভারত | ভারত প্রজাতন্ত্র | নয়দিল্লি | রুপি | হিন্দি |
|
পাকিস্তান | ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান | ইসলামাবাদ | রুপি | উর্দূ |
|
চীন | গণপ্রজাতন্ত্রী চীন / গণচীন | বেইজিং | ইউয়ান | মান্দারিন |
|
জাপান | কিংডম অব জাপান / নিপ্পোন-কোকুতে | টোকিও | জাপানি ইয়েন | হিয়োজুংগো এবং কিয়োতসুগো |
|
দক্ষিণ কোরিয়া | কোরীয় প্রজাতন্ত্র | সিউল | কোরিয়ান উয়ন | কোরীয় ভাষা |
|
কোর্সটি করে যা শিখবেন:
সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স
এশিয়া মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার রয়েছে বেশ কিছু বিখ্যাত স্থান, যা নিয়ে প্রায়ই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। চলুন জেনে নেই পরীক্ষায় আসার মতো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন –
এশিয়ার স্থল্ভাগের উচ্চতম অংশ |
|
এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদ |
|
এশিয়ার বৃহত্তম সরলবর্গীয় বনভূমি |
|
এশিয়ার বৃহত্তম ব-দ্বীপ সমভূমি |
|
এশিয়ার বৃহত্তম মহানগর |
|
এশিয়ার দীর্ঘতম নদী |
|
এশিয়ার উষ্ণতম স্থান |
|
এশিয়ার শীতলতম স্থান |
|
এশিয়ার সর্বোচ্চ বৃষ্টিবহুল স্থান |
|
পৃথিবীর ছাদ |
|
এশিয়ার অন্তর্বাহিনী নদী |
|
এশিয়ার বিখ্যাত শহর |
|
এশিয়া মহাদেশের বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা
দেশের নাম | আইনসভা |
আইনসভার ধরণ |
বাংলাদেশ | জাতীয় সংসদ | এককক্ষবিশিষ্ট |
চীন | ন্যাশনাল পিপলস কংগ্রেস | |
ইরাক | কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভস | |
ইরান | অ্যাসেম্বলি (মজলিশ) | |
ইসরায়েল | নেসেট | |
কুয়েত | মজলিশ আল উম্মাহ | |
তুরস্ক | গ্রান্ড ন্যাশনাল অব অ্যাসেম্বলি | |
সৌদি আরব | মজলিশ আশ শূরা | |
মঙ্গোলিয়া | স্টেট গ্রেট খুরাল | |
ভারত | পার্লামেন্ট | দ্বিকক্ষবিশিষ্ট |
নেপাল | ফেডারেল পার্লামেন্ট | |
জাপান | ডায়েট | |
ইন্দোনেশিয়া | পিপলস কন্সালটেটিভ অ্যাসেম্বলি | |
ওমান | কাউন্সিল অফ ওমান |
তথ্যসূত্র:
- এশিয়া | উইকিপিডিয়া
- প্রিলিমিনারি-আন্তর্জাতিক বিষয়াবলী | প্রফেসরস প্রকাশন
- Location, Extent and Political Division of Asia | toppr
চাকরি প্রস্তুতি নিয়ে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- GK for Govt. Jobs
- English for Govt. Jobs
- বিসিএস প্রিলি লাইভ কোর্স, বিসিএস প্রিলি মডেল টেস্ট
- সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স, সরকারি চাকরি পরীক্ষা মডেল টেস্ট
- ব্যাংক জবস কোর্স, ব্যাংক জবস প্রশ্ন সমাধান + মডেল টেস্ট কোর্স
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন