কীভাবে ইংরেজিতে আপনার শিক্ষকের সঙ্গে কথা বলবেন

January 7, 2022 ...

আজকে আমরা শিখবো কীভাবে আমরা খুবই সহজে শিক্ষক শিক্ষিকাদের সাথেও ইংরেজিতে কথা বলতে পারি। সহজ একটা বাক্য দিয়ে আমরা শুরু করি।

ইংরেজিতে শিক্ষকের সঙ্গে কথা বলা

____________________ Sir.

____________________ Ma’am.

Assalamu Alaikum Sir.

Assalamu Alaikum Ma’am.

Good morning Sir.

Good morning Ma’am.

Good afternoon Sir.

Good afternoon Ma’am.

এখানে আপনি যা বলতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে।

এরপরে নিশ্চয়ই আপনাকে আপনার পরিচয় দিতে হবে। কীভাবে দিবেন?

ইংরেজিতে নিজের পরিচয় দেয়া

This is ____________ from ___________.

This is Munzereen from Batch 9.

আপনি প্রথমে dash এ আপনার নাম বসাবেন এবং দ্বিতীয়টার মধ্যে আপনার ব্যাচ বসাবেন।

আপনি এটাও বলতে পারেন,

This is Anisha from 10.

This is Diponkar from Batch 11.

খেয়াল করে দেখবেন প্রথম blank এ আপনার নাম ও দ্বিতীয় blank এর মধ্যে আপনার ব্যাচ নম্বর।

এরপরে আপনি নিশ্চয়ই তাদেরকে বলতে চান যে আপনি আশা করেন তারা ভালো আছেন। কারণ এটাই কিন্তু বলাটা good manners. আপনি কীভাবে বলবেন?

Hope are doing _______.

Hope you are doing well.

আশা করি আপনি ভালো আছেন।

Hope you are doing great.

এটার অর্থও একই।

এরপরে এখন আপনি হয়তোবা কোনো নির্দিষ্ট কিছু নিয়ে তাদেরকে প্রশ্ন করতে চান। কীভাবে করতে পারেন?

কীভাবে ইংরেজিতে আপনার শিক্ষকের সঙ্গে কথা বলবেন
Source: Pixabay

ইংরেজিতে শিক্ষককে প্রশ্ন করা

Ma’am/Sir, I had a question regarding the ___________.

এখানে dash আপনারা যা নিয়ে প্রশ্ন সেটা বসিয়ে দিলেই হবে।

Ma’am/Sir, I had a question regarding the assignment.

আমার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা প্রশ্ন ছিল।

Ma’am/Sir, I had a question regarding the report.

মানে, আমার রিপোর্ট নিয়ে একটা প্রশ্ন ছিল।

খেয়াল করে দেখেন, যে আপনি যা নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সেটা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট, হামওয়ার্ক যে কোনো কিছুই হতে পারে।

Presentation, report, project, exam নিয়ে শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলা

এখানে একটা ছোট জিনিস খেয়াল করে দেখেন, আপনি চাইলে এটাও বলতে পারেন,

I had a question regarding the ____________.

অথবা, I had a small question regarding the ____________.

প্রশ্ন করতে চাইলে dash এ আপনি সেটা বসিয়ে দিবেন। ‘small question’ এর মানে হলো যে আপনার একটা ছোট প্রশ্ন আছে। ছোট-খাটো একটা সমস্যা শুধু।

ইউনিার্সিটিতে থাকতে আমাদের খুব কমন একটা সমস্যা হয় যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন বা রিপোর্টের ডেটটা একটু পিছাতে চাই। হয়তো কালকে জমা দেওয়ার কথা কিন্তু আমরা পরশু জমা দিতে চাচ্ছি। এই পরিস্থিতিতে কিন্তু আপনি ইংরেজিতে আপনার শিক্ষকদেরকে এ সম্পর্কে জানতে পারেন।

Ma’am, if it’s possible, can we please shift the __________ to Monday at  ___________ ?

আমরা আজকের উদাহরণের জন্য ধরে নিলাম যে আমরা কিছু একটা সোমবার নিয়ে চাচ্ছি। আপনি অন্যান্য বারে নিতে চাইলে আপনি শুধু ‘Monday’ কে চেঞ্জ করে অন্যান্য বারের নাম বসিয়ে দিলেই হবে।

এখন আমরা কথা বলি কে আমরা blank এর মধ্যে কী বসাবো। প্রথম blank এর মধ্যে আমরা বসাবো যে কোন জিনিসটা আমরা শিফট করতে চাচ্ছি। যেমন, presentation, report, project, e এগুলো।

আপনি তখন বলবেন,

Ma’am, if it’s possible, can we please shift the exam/report/presentation/project to Monday at  ___________ ?

আপনি যা শিফট করতে চাচ্ছেন সেটা আপনি প্রথম blank এ বসাবেন।

দ্বিতীয় blank এর মধ্যে আপনি সময়টা বসাবেন। আজকের উদাহরণ এর জন্য ধরে নিচ্ছি যে আমরা Monday তে শিফট করতে চাচ্ছি। যদি ২ টায় দিতে চাই, তাহলে 2PM বলবো, ৩ টার দিকে দিতে চাইলে 3PM বলবো।

আপনাদের দরকার অনুযায়ী কিন্তু আমরা বারও চেঞ্জ করতে পারবো।

অনেক সময় এমন হয় না যে, আপনি একজন স্যার/ম্যাম কে বলতে চাচ্ছেন যে প্রেজেন্টেশনটা কয়টার সময়। Class Representative হলে কিন্তু আপনার উপরেই দায়িত্বটা পড়ে যে আপনি আপনার শিক্ষকদের জানাবেন যে প্রেজেন্টেশনটা কখন। আপনি কীভাবে বলতে পারেন,

Sir/Ma’am, we have our presentation due at __________ tomorrow.

এখানে dash এর মধ্যে শুধু সময়টা বসিয়ে দিবেন। যেমন দুপুর ৩ টায় হলে বসাবেন,

Sir/Ma’am, we have our presentation due at 3PM tomorrow.

একটা খুবই কমন একটা পরিস্থিতি হলো পরীক্ষার আগে কিন্তু আমরা অনেক সময় আমরা আমাদের শিক্ষকদেরকে অনুরোধ করি যেন ওরা যেন আমাদের সিলেবাসের একটা রিভিশন দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা এটা কীভাবে ইংরেজিতে বলতে পারি?

Sir, all the students have earnestly requested a _________ of the semester final syllabus.

Sir, all the students have earnestly requested a review of the semester’s final syllabus.

মানে, স্যার সব স্টুডেন্টরা মিলে অনেক অনুরোধ করছে যে আমাদের সেমেস্টার ফাইনাল সিলেবাসটা রিভিউ করে দেন।

Sir, all the students have earnestly requested a revision of the semester’s final syllabus.

এটার অর্থও একই।

শিক্ষকের সঙ্গে কথা বলবেন
Source: Pexels

 

ম্যাম হলে স্যারের জায়গায় ম্যাম বসাতে হবে। যেমন,

Ma’am, all the students have earnestly requested a _________ of the semester final syllabus.

আজকে খুবই সহজে আমরা শিখে ফেললাম কীভাবে আমরা শিক্ষকদের সাথে ও কথা বলতে পারি।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন