আপনার পছন্দের খেলা নিয়ে ইংরেজিতে কথা বলুন

January 23, 2022 ...

আজকের ক্লাসে আমরা শিখবো কীভাবে আমরা ইংরেজিতে আমাদের সবচেয়ে প্রিয় খেলা নিয়ে কথা বলতে পারি। খুব সহজ একটা বাক্য দিয়ে আমরা শুরু করি। আমাদের কিন্তু একদম প্রথমে বলতে হবে আমাদের প্রিয় খেলাটি কী।

পছন্দের খেলা নিয়ে কথোপকথন শুরু করবেন যেভাবে

আপনার পছন্দের খেলা নিয়ে ইংরেজিতে কথা বলুন

My favorite sport is _____________.

My favorite sport is football.

আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল।

My favorite sport is cricket.

আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট।

আপনার সবচেয়ে প্রিয় খেলা যা, আপনি শুধু সেটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, বাকি structure ঠিক থাকছে।

এরপরে আপনি যদি চান, আরও অনেক details যোগ করতে পারবেন।

It’s an _______________ sport.

It’s an outdoor sport.

এই খেলাটি সাধারণত বাইরে খেলে।

It’s an indoor sport.

এই খেলাটি সাধারণত ভিতরে খেলে।

পছন্দের খেলা নিয়ে বিস্তারিত বলবেন যেভাবে

খেয়াল করে দেখবেন যে আপনি কিন্তু আরও details যোগ করেছেন। খেলাটি বাইরে খেলে নাকি ভিতরে খেলে এটাও আপনি বলে ফেলেছেন।

এরপরে আপনি কী যোগ করতে পারেন? আপনি বলতে পারেন যে আপনি কখন বা কোনদিন খেলেন। আমরা ধরে দিলাম যে আমাদের প্রিয় খেলা হলো সাঁতার কাটা।

আমরা যদি সাঁতার কাটা নিয়ে এটা বলতে চাই, আমরা কীভাবে বলতে পারি?

I usually swim on ____________.

I usually swim on Mondays.

আমি সাধারণত সোমবারে সাঁতার কাটি।

I usually swim on Tuesdays.

আমি সাধারণত মঙ্গলবার সাঁতার কাটি।

আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আপনি আপনার পছন্দের খেলাটি বসাতে পারবেন। যেমন,

I usually play football on Mondays.

আপনার পছন্দের খেলা নিয়ে ইংরেজিতে কথা বলুন

মানে, আমি সাধারণত সোমবারে ফুটবল খেলি।

সবার জন্য Vocabulary

ইংরেজি ভাষায় নিজের ভোকাবুলারি সমৃদ্ধ করুন সহজ কিছু টেকনিক ব্যবহার করে। মুনজেরিন শহীদের সাথে ভোকাবুলারি শিখে বিভিন্ন ইংরেজি টেস্টে ভালো স্কোর অর্জন করুন।

 

আপনি এটাও বলতে পারেন,

I usually play football on Tuesdays.

মানে, আমি সাধারণত মঙ্গলবার ফুটবল খেলি।

খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু change করা সম্ভব। Sports change করতে পারি, বার change করতে পারি। আপনার যা পছন্দ আপনি সেটা এখানে বসিয়ে সবাইকে বুঝাতে পারবেন।

এরপরে আপনি কী বলবেন? আপনি আরও বলতে পারেন যে আপনার পছন্দের খেলাটি আসলে কেন এত পছন্দের!

I like this sport because it ______________.

এই dash এর মধ্যে আপনি কেন এই খেলাটি আপনার পছন্দের তার কারণ বসাবেন। যেমন,

I like this sport because it makes me feel energized.

আমি এই খেলাটি পছন্দ করি কারণ এটা খেলে আমি অনেক এনার্জি পাই।

I like this sport because it helps me relieve stress.

মানে,এই খেলাটি পছন্দ করি কারণ এটা খেললে আমি স্ট্রেস কম অনুভব করি।


IELTS listening scoreআরো পড়ুন: জেনে নিন কাঙ্ক্ষিত IELTS Listening Score অর্জনের সেরা ৫ টেকনিক


খেয়াল করে দেখবেন আপনার জন্য যে কারণটা যুক্তিসঙ্গত যার কারণে আপনি খেলাটা অনেক বেশি পছন্দ করবেন, সেটি বসিয়ে দিলেই কিন্তু হবে, বাকি structure টা একদম ঠিক থাকছে।

এখন আপনি বলতে পারেন যে আপনি এই খেলাটা একা খেলেন নাকি কারো সঙ্গে খেলেন বা বন্ধুদের সাথে খেলেন। এটা আপনি কীভাবে ইংরেজিতে বলবেন?

I usually play _____________.

I usually play alone.

মানে, আমি সাধারণত একা খেলি।

I usually play with my brother. 

মানে, আমি সাধারণত আমার ভাইয়ের সাথে খেলি।

I usually play with my sister.

মানে, আমি সাধারণত আমার বোনের সাথে খেলি।

I usually play with my cousins.

খেয়াল করে দেখবেন যে, এরই মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন। আর এই বাক্যের মাধ্যমে আপনি বুঝিয়ে আপনি একা খেলেন, নাকি ভাই, বোন বা বন্ধুদের সাথে খেলেন। এখানেও বাক্যের structure ঠিক থাকছে।

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  • শেষে আপনি কী বলতে পারেন? আপনি হয়তোবা বলতে পারেন যে আপনার এই খেলাটা আপনার অনেক ভালো লাগে, বা আপনি যত বেশি চান, আপনি খেলতে পারেন না।

    I love to play but I don’t get the chance to __________________.

    I love to play but I don’t get the chance to do it often.

    মানে, আমার এই খেলাটা খেলতে অনেক ভালো লাগে কিন্তু আমি খুব বেশি এই খেলাটা খেলার সুযোগ পাই না।

    আপনি এটাও বলতে পারেন,

    I love to play but I don’t get the chance to do it as much as I’d like to.

    মানে, আমার যত বেশি খেলার ইচ্ছা ততবেশি খেলতে পারি না এই খেলাটা।

    আপনি যদি এটা বুঝাতে চান যে আপনার এই খেলাটা খেলতে ইচ্ছা করে কিন্তু আপনি সময় করতে পারেন না বা ব্যস্ততা থাকার কারণে যত বেশি চেঞ্জ তত বেশি খেলতে পারেন না, সেটা কিন্তু খুব সহজেই এই বাক্যটা ব্যবহার করতে পারবেন। dash এর মধ্যে আপনার জন্য যা প্রযোজ্য, সেটা বসিয়ে দিলেই হবে।

    আমরা খুব মজা করে শিখলাম যে, কীভাবে আমরা চাইলেই আমরা সব চেয়ে প্রিয় খেলা সম্পর্কেও খুব সহজে কথা বলতে পারি।


    মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন