ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার

October 18, 2021 ...

ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার নতুন কিছু নয়।

আজকে আমরা শিখবো যে কীভাবে ফ্রিল্যান্সাররাও খুবই সহজে তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলোতে ইংরেজিতে কথা বলতে পারেন। আপনি যদি একজন freelancer হয়ে থাকেন, আপনার সর্বপ্রথম কাজটা কী?

ফ্রিল্যান্সার হিসেবে ইংরেজিতে ক্লায়েন্টের সাথে কথা শুরু করবেন যেভাবে

মনে করেন আপনি কোথাও Job posting দেখেছেন, দেখছেন যে চাকরি খুঁজছে বা দিচ্ছে, এই ধরণের কোনো একটা পোস্টিং আপনি দেখেছেন। আপনার প্রথম কাজ হলো তাদের সঙ্গে যোগাযোগ করা। একটা খুবই সহজ ইংরেজী বাক্যের মাধ্যমে কিন্তু আপনি সেটা বলতে পারেন। সেটা হচ্ছে, 

  • “Hello, ________.”
  • Hello, Sir. 
  • Hello, Madam. 

এরপরে কী বলতে হবে? 

  • “I read your recent job posting about a __________.”

I read your recent job posting এর মানে হলো যে হয়তবা গত কিছু দিনের মধ্যে আপনারা হয়তবা গত কিছু দিনের মধ্যে আপনারা হয়ত জব পোস্টিং দিয়েছেন, আমি সেটা পড়েছি। 

  • I read your recent job posting about a web developer. 

এখানে শুন্য স্থানে writer, coder, designer বা আপনি যে ধরণের কাজ করেন সেটার কথা আপনি বসাবেন। পুরা বাক্যের structure কিন্তু একদম ঠিক থাকছে।

এরপরে আপনার কী বলা লাগতে পারে? আপনার হয়তবা তাদেরকে একটু বোঝানো লাগতে পারে যে এই চাকরিটা আছে, এটার জন্য আপনি অনেক বেশি উপযোগী। এটাও কিন্তু আপনি খুবই সহজে ইংরেজিতে বলতে পারবেন। বাক্যটা কী হবে? 

“I feel that I would be a _______ for the job.”

আপনি বলতে পারেন, I feel that I would be a good match for the job.

অথবা আপনি এটাও বলতে পারেন, I feel that I would be a good fit for the job.

অথবা, I feel that I would be a good candidate for the job.

সবগুলোর অর্থ হলো যে, ‘আমি মনে করি আমি এই চাকরিটার জন্য আমি খুবই উপযোগী।’ আপনি তাদের বোঝানোর জন্য কিন্তু খুবই সহজে এই বাক্যটা বলতে পারেন। 

এরপরে আপনার কী বলা লাগতে পারে? 

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    এরপরে হয়তো আপনার বলতে হবে যে, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে কী পড়েছেন, সেটা নিয়েও তো তাঁদেরকে বলতে হবে, তাই না? কীভাবে বলবেন? 

    ফ্রিল্যান্সার হিসেবে ইংরেজিতে ক্লায়েন্টেকে নিজের পরিচয় দিবেন যেভাবে

    • I studied ___________ at university and _____________ many jobs as the one you require. 

    বাক্যটা কিন্তু অনেক হচ্ছে, কিন্তু আপনার এমন মনে হতে পারে যে এটি খুব জটিল, কিন্তু বাক্যটা ভেঙে ভেঙে দেখি, আমরা দেখব যে বাক্যটা কিন্তু প্রকৃতপক্ষে খুবই সহজ। 

    আমরা প্রথমে বলেছি, I studied _________ at university. 

    এতটুকু নিয়ে আমরা প্রথমে ভাবি। 

    I studied computer science at university. 

    বা, I studied Mathematics at university. 

    বা, I studied English at university. 


    কীভাবে ইংরেজিতে নিজের চাকরি নিয়ে কথা বলবেনআরো পড়ুন: কীভাবে ইংরেজিতে নিজের চাকরি নিয়ে কথা বলবেন?


    আপনি যা পড়েছেন, আপনার যে সাবজেক্ট নিয়ে পড়াশুনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেটার কথা এই শূন্য স্থানে বসিয়ে দিলেই হচ্ছে। 

    বাক্যের দ্বিতীয় অংশে আমরা বলেছিলাম, and _____________ many jobs as the one you require. 

    আমরা এই বাক্যটার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি, আমরা যে ধরণের কাজ খুঁজছেন সেই ধরণের কাজ আমি অনেকগুলো করেছি। 

    and finished many jobs as the one you require. 

    মানে, এই ধরণের কাজ আমি অনেকগুলো শেষ করেছি। 

    তারপরে বসবে, and completed many jobs as the one you require. 

    বা, and did many jobs as the one you require. 

    এখানেও অর্থ কিন্তু একদম একই থাকছে।

    ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার
    ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার( Source-Hamim IT)

    ফ্রিল্যান্সার হিসেবে ইংরেজিতে কাজের আগ্রহ প্রকাশ করবেন যেভাবে

    এরপরে আপনার কী বলা লাগতে পারে? আপনার হয়তবা তাদেরকে আরেকটু বলতে হবে যে আপনি বিশ্বাস করেন যে আপনি এই কাজটা অনেক ভালো করে করতে পারবেন, বা অনেক dedicated (নিবেদিত) ভাবে করতে পারবেন। কীভাবে এটি আপনি ইংরেজিতে বলতে পারেন? 

    • “I am _________ I can complete the task ____________.”
    • I am confident I can complete the task properly. 

    এর মানে হলো, যে আমি বিশ্বাস করি যে আমি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবো। খেয়াল করে দেখেন, আপনি কিন্তু এখানে যে কোনো শব্দ বসাতে পারবেন, আপনি যা বসাতে চাচ্ছেন, সেটা অনুযায়ী। আপনি এটাও বলতে পারেন, 

    • I am sure I can complete the task professionally. 

    মানে, আমি একদম নিশ্চিত আমি খুবই প্রফেশনাল ভাবে এই কাজটা করতে পারবো। 

    আবার বলতে পারেন, 

    • I am positive I can complete the task well. 

    এরও মানে হলো, আমি পুরোপুরি বিশ্বাস করি যে এই কাজটা আমি ঠিকঠাক করতে পারবো। 

    আপনি কিন্তু আপনার পরিস্থিতি অনুযায়ী এখানে যে কোনো শব্দ বসিয়ে দিলেই হচ্ছে, বাক্যের পুরো structure কিন্তু একদম ঠিক থাকছে। 

    এরপরে মনে করেন, ফ্রিল্যান্সারদের কিন্তু অনেক সময় অনলাইন প্রোফাইলের লিঙ্ক দেওয়া লাগতে পারে। যারা আপনাকে চাকরি দিবে, বা যাদের থেকে আপনি চাকরি খুঁজছেন, তাদের কাছে। এই লিঙ্কটা দেওয়ার কথাটা আপনি ইংরেজিতে বলতে পারেন, কীভাবে? 

    • “I can provide you a link to my online profile where you will find my recently completed ________________.”

    বাক্যটা বড় মনে হলেও অর্থ খুবই সহজ। 

    আপনি এখানে কী বলতে চাচ্ছেন? যে আমার অনলাইন প্রোফাইলে অনেকগুলো কাজ করেছি recently, সেই কাজগুলোর সবগুলো আপনি একটা লিঙ্কে পেয়ে যাবেন, যা আমি আপনাকে দিতে পারবো। 

    আমরা এখানে কিন্তু শূন্যস্থানে কী কী বসাতে পারি? এখানে job, task, assignment, ইত্যাদি বসাতে পারি। 

    সবগুলোই অর্থ আগের মত একই থাকছে। 

    English for Freelancer
    ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার Source-Youtube

    যে কোনো চাকরির জন্য যদি আপনি apply করেন, আপনার কিন্তু এই লিঙ্ক দেওয়া লাগবে, যেখানে আপনার সব কাজ তাঁরা পাবে, এবং এই লিঙ্কটা নিয়ে কথা বলার জন্য এই বাক্যটা ব্যবহার করতে পারেন।

    ফ্রিল্যান্সার হিসেবে ইংরেজিতে কাজের অভিজ্ঞতা বর্ণনা করবেন যেভাবে

    এরপরে মনে করেন, আপনি আগে যে কাজগুলো করেছেন, বিভিন্ন client দের (খদ্দের) সাথে, তাদের কাছ থেকে কী ধরণের রিভিউ পেয়েছেন, বা তাঁরা আপনার সম্পর্কে কী বলছে, এগুলো আপনাকে প্রেজেন্ট করা লাগতে পারে। খুবই সহজে কিন্তু এটা নিয়েও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কীভাবে? 

    • “I can also provide you the ____________ I received from my clients.”
    • I can also provide you the testimonials I received from my clients. 

    মানে, আমি আগে যাদের জন্য কাজ করেছি তাদের testimonial (প্রশংসাপত্র) দিতে পারবো। 

    আপনি এটাও বলতে পারেন যে, 

    • I can also provide you the feedback I received from my clients. 

    আপনি এখানে ratings ও বলতে পারেন। অর্থ সবগুলোর একই রকম থাকছে। 

    এখন, আপনার হয়তবা বলা লাগতে পারে যে এই কাজটা আপনি করছেন, এটা করতে আপনার কতক্ষণ লাগবে। হয়তবা আপনার তিন ঘণ্টা লাগবে, ১ দিন বা ১ সপ্তাহও লাগতে পারে। এটি আপনি ইংরেজিতে কীভাবে বলতে পারেন? 

    • “This task will take me ____________ to complete.”
    • This task will take me 3 hours to complete. 

    মানে, এই কাজটা করতে আমার ৩ ঘন্টা লাগবে। 

    • This task will take me 1 day to complete. 

    মানে, আমার এই কাজটা করতে ১ দিন সময় লাগবে। 

    • This task will take me 1 week to complete. 

    মানে, এই কাজটা করতে আমার ১ সপ্তাহ সময় লাগবে। 

    আপনার পুরো কাজটা করতে কতটুকু সময় লাগবে, এটা আপনি চাইলে ইংরেজিতে বলতে পারেন। 

    ঘরে বসে Freelancing

    কোর্সটি করে যা শিখবেন:

  • একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত গাইডলাইন।
  • আন্তজার্তিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (যেমন: Upwork, Fiverr) এ নিজের প্রোফাইল তৈরি এবং কাজ পাবার উপায়।
  •  

    ফ্রিল্যান্সার হিসেবে ইংরেজিতে নিজের কাজের চার্জ বলবেন যেভাবে

    এরপরে আপনার হয়তবা এটা বলা লাগবে যে আপনি প্রতি ঘন্টায় কত চার্জ করবেন। একটা কাজ করতে ৪ ঘন্টা লাগলে, আপনি প্রতি ঘন্টায় কতটুকু চার্জ করবেন। কীভাবে ইংরেজিতে বলবেন? 

    • “My ___________ is 15 dollars an hour.”

    এখানে আপনি 15 না বলে 20 বলতে পারেন। মনে করেন apnake একটা লেখার কাজ দিলো, আপনি সেটা করতে ঘন্টায় 20 ডলার লাগবে। সেক্ষেত্রে আপনি এখানে 20 dollars বলবেন। একটা কিছু ডিজাইন করতে হয়তবা আরও বেশি সময় লাগতে পারে, তখন আপনি 50 dollars বলতে পারেন। 

    এখানে খেয়াল করে দেখবেন, 

    • My rate is 15 dollars an hour. 

    মানে, আপনি কাজটা করতে প্রতি ঘন্টায় ১৫ ডলার করে চার্জ করবেন। 


    এর কাজ সমূহআরো পড়ুন: ফ্রিল্যান্সিং এর কাজসমূহ: কোনটি শিখব ও কীভাবে শিখব?


    ফ্রিল্যান্সার হিসেবে ইংরেজিতে ক্লায়েন্টের কাছে Contract Letter চাবেন যেভাবে

    ফ্রিল্যান্সারদের অনেক বেশি ব্যবহার করা লাগে এমন একটা বাক্য নিয়ে এখন আমরা কথা বলব। মনে করেন যে, আপনার client আপনাকে অনেক বেশি পছন্দ করেছে, আপনাদের মোটামোটি একটা বোঝাপড়া ও হয়ে গিয়েছে। এখন আপনি চান তাঁরা যেন একটা contract letter পাঠিয়ে দেয়, যেন আপনি দ্রুত কাজ শুরু করে দিতে পারেন। এটা আপনি বলতে পারেন, 

    • “Please _________ me the contract letter so that I can start.”
    • Please give me the contract letter so that I can start. 

    এর মানে হলো যে আমাকে কন্ট্রেক্ট লেটারটা দিয়ে দিন যেন আমি কাজটা শুরু করে দিতে পারি। 

    এখানে আপনি give না বলে forward ও বলতে পারেন। 

    • Please forward me the contract letter so that I can start. 

    এরও মানে হলো যে আমাকে দ্রুত লেটারটা দিন যেন আমি এখনই কাজে লেগে যেতে পারি। 

    আমরা খুবই সহজ কিছু বাক্য শিখেছি যা আপনি যদি ফ্রিল্যান্সার হোন, তাহলে বিভিন্ন ক্ষেত্রে এই বাক্যগুলো কাজে লাগাতে পারবেন। 


    আমাদের ইংরেজি শেখার কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন