আমরা last দুইটা ক্লাসে শিখেছিলাম কীভাবে introduce এবং greet করে English এ কথা বাড়ানো যায়। আপনাদের অনেকের একটা common problem এর কথা আপনারা ওই ক্লাসগুলোতে বলেছিলেন – সেটা হলো আপু, ইংলিশে sentence বা বাক্য পুরো বলতে গেলে আমরা গুলিয়ে ফেলি।
So, আজকে আমরা ৫ মিনিটে ৫০টা short ইংরেজি বাক্য শিখবো যা আপনি প্রতিদিন use করতে পারবেন।
৫০টি প্রয়োজনীয় ইংরেজি বাক্য
1. Absolutely not! (এটার মানে হলো, ‘কোনোমতেই না।’)
‘Are you going to the movies today?’ (‘তুমি কি আজ মুভি দেখতে যাচ্ছো?’)
‘Absolutely not!’ (‘অবশ্যই না।’)
2. Are you sure? (মানে, ‘আপনি কি নিশ্চিত?’)
‘Are you sure he’s asleep?‘ (‘তুমি কি নিশ্চিত সে ঘুমিয়ে আছে?’)
3. Are you coming with me? (আপনি কি আমার সাথে আসছেন?)
4. As soon as possible! – (মানে, ‘যত দ্রুত সম্ভব!’)
5. Believe me! – (আমার কথা বিশ্বাস করুন!)
6. Buy it! – (এটা কিনুন!)
7. Call me tomorrow – (আমাকে কালকে ফোন করুন।)
8. Come with me – (আমার সঙ্গে আসুন।)
9. Congratulations! – (অভিনন্দন!)
কোর্সটি করে যা শিখবেন:
ঘরে বসে Spoken English
10. Do you mean it? (আপনি কি আসলেই এটা বুঝাতে চেয়েছিলেন?)
11. Do you understand? – (আপনি কি এটা বুঝতে পেরেছেন?)
12. Do you want it? – (আপনি কি এটা চান?)
13. Do you want something? (আপনি কি কিছু চাচ্ছেন?)
14. Don’t do it – (এটা করবেন না।)
15. Don’t exaggerate! (বাড়িয়ে কথা বলবেন না!)
আরো পড়ুন: প্রতিদিনের প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য
16. Don’t tell me that – (আমাকে এটা বলবেন না।)
17. Give me a hand – (আমাকে একটু সাহায্য করুন।)
18. Go right ahead – (এগিয়ে যান।)
19. Have a good trip – (আপনার যাত্রা শুভ হোক।)
20. Have a nice day – (আপনার দিনটি শুভ হোক।)
21. Have another one – (আরেকটা নিন।)
22. He is on his way – (সে পথে আছে।)
23. How are you doing? – (আপনি কেমন আছেন?)
24. How long are you staying? – (আপনি কয়দিন থাকছেন?)
25. How much is it? – (এর দাম কত?)
26. I can do it! (আমি পারবো এটা করতে!)
27. I can’t believe it! (আমার বিশ্বাস হচ্ছে না!)
28. I can’t wait! – (আমি অপেক্ষা করতে পারছি না!)
29. I don’t have the time – (আমার সময় হবে না।)
30. I don’t like it – (আমার এটা পছন্দ না।)
31. I don’t think so – (আমার মনে হয় না।)
‘He went to America? I don’t think so!’ (‘সে আমেরিকায় গিয়েছে? আমার তা মনে হয় না।’)
32. I feel much better – (আমার এখন আগের চেয়ে ভালো লাগছে।)
33. I see:
কোর্সটি করে যা শিখবেন:
IELTS Course by Munzereen Shahid
এটা তখন বলি যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শুনেছেন ও উনাকে বলতে চান আমি বুঝতে পেরেছেন উনি কি বলতে চাচ্ছে। কেউ বলল,
“I do it like this.” (“আমি এটা এভাবেই করি।”)
“I see.” (“আচ্ছা।”)
34. I’m used to it – (আমি এটাতে অভ্যস্ত।)
35. I’m sorry – (আমি দুঃখিত।)
আরো পড়ুন: ইংরেজি শেখার সহজ উপায়: কীভাবে পারদর্শী হবেন ইংরেজিতে?
36. I’m bored – (আমার কিছু করার নেই, তাই আমি bored.)
37. It doesn’t matter – (এটা কোন ব্যাপার না।)
38. It’s about time! – (এমন কিছু যা আরও আগেই হয়ে যাওয়া উচিৎ ছিল।)
‘You finally went to watch the movie? About time!’ (‘তুমি তাহলে মুভি দেখতে গিয়েছো? শেষমেশ।)
39. It’s time to go! – (যাওয়ার সময় হয়ে গিয়েছে।)
40. It’s not worth it! – (এর মূল্য খুবই কম, করার মতো না।)
41. It’s the same thing – (একই জিনিস।)
42. Not yet – (এখনো না।)
43. It’s your turn – (এখন আপনার পালা।)
44. See you tomorrow! – (কালকে দেখা হবে!)
45. That’s enough! – (যথেষ্ট হয়েছে!)
46. Slow down! – (একটু আস্তে!)
47. Too bad – (মানে এমন দুঃখজনক কিছু যা ঘটে গিয়েছে ও পাল্টানো যাবে না।)
‘Too bad, it’s already midnight, so we can’t go now.’ (সত্যি দুঃখজনক, ইতিমধ্যে মধ্যরাত হয়ে গিয়েছে, তাই আমরা এখন বাহিরে যেতে পারবো না।)
48. What did you say? – (কী বললেন আপনি?)
49. You look tired today – (আপনাকে একটু ক্লান্ত লাগছে।)
50. Thank you very much! – (আপনাকে অনেক ধন্যবাদ!
আমাদের ইংরেজি শেখার কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- IELTS Course by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন