সিরিয়াসভাবে পড়তে চাও? নিয়মগুলো জেনে নাও!
পড়াশুনা আমাদের কাছে এক আতংকের নাম! পড়তে বসলে আমাদের অবস্থা দাঁড়ায় ‘মন বসে না পড়ার টেবিলে’ সিনেমার মতন। আমার তো টেবিলে বসে পড়ার কথা দূরে থাক, অন্য কোথাও বসেও পড়তে ইচ্ছে করে না! মন যে শুধু উড়ু উড়ু করতে থাকে(!), কিন্তু অন্তত পরীক্ষা দেওয়ার জন্য হলেও তো পড়তে হয়। পড়তে বসার সময় আমরা যেই সমস্যাটার …