বিজ্ঞানের ভয়, করে ফেলো জয়!
পুরোটা পড়ার সময় নেই ? ব্লগটি একবার শুনে নাও ! আচ্ছা আমরা কেন আমাদের শিক্ষা জীবনে বিজ্ঞান বিভাগকে বেছে নিলাম? শুধুই শখের বশে!! আমরা কি জানি বিজ্ঞান কী? আমরা কেন পড়ছি এই বিজ্ঞান! ছোটকালে বাবা-মা মাথায় ঢুকিয়ে দিচ্ছেন আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যস হয়ে গেলাম বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। ভয়ে ভয়ে ওই লক্ষে অগ্রসর হতে …