ইসরাত আনসারি জামান মৌলি,খুলনা বিশবিদ্যালয়ের এগ্রোটেকনলজি ডিসিপ্লিনের শেষ বর্ষের ছাত্রী । আপাতত এতটুকুই আমার পরিচয়। ফেমিনিজম নয়,জীবনের সব ক্ষেত্রেই ফেয়ার হতে হয় নী্তিতে বিশ্বাস করি । ঘরকুনো মানুষদের একজন। তবে বছরখানেক হল চেষ্টা করছি নিজের গণ্ডির বাইরে যেতে।স্বপ্ন দেখি,একদিন এমন কিছু করব যা হবে "Larger than life"। আপাতত আপনারেই আমি খুঁজিয়া বেড়াই।