Adverb নিয়ে আমি আমার ছাত্রজীবনে বেশ ‘হ্যাপা’-র মধ্যে পড়তাম। Adverb কি, Adverb কাকে বলে, Adverb-এর প্রকারভেদ, এত এত রূপ- এগুলো মনে রেখে পরীক্ষায় বসাটা সত্যিই একটা ঝামেলার ব্যাপার ছিলো আমার জন্য। পরবর্তী সময়ে আমি Adverb নিয়ে একটা নোট তৈরি করি (এতে ভাবার কারণ নাই যে আমি বিরাট ভালো ছাত্র!) যা আজকে এই ব্লগে, আরেকটু পরিমার্জন করে, তোমাদের সাথে শেয়ার করছি।
এই ব্লগে আমি আলোচনা করবো,
- প্রথমত, Adverb কাকে বলে বা Adverb কি সে সম্পর্কে।
- দ্বিতীয়ত, Adverb কত প্রকার ও কি কি সে সম্পর্কে আলোচনা থাকবে।
- তৃতীয়ত, এই সকল প্রকারের Adverb সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যা Adverb সম্পর্কে তোমার ধারণাকে আরো পোক্ত করবে।
- এবং সর্বশেষে, বরাবরের মতোই একটা Adverb নিয়ে Exercise অংশ থাকবে যা তোমার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে সাহায্য করবে।
Adverb কাকে বলে
Adverb সাধারণত Noun বা Pronoun বাদে আর সকল Parts of speech-কে Modify করে। Wren & Marin-এর মতে,
An adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb.
অর্থাৎ, Adverb হলো এমন একধরনের word যা Verb, Adjective এবং Adverb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন,
- The lion roared loudly.
- He talks gently.
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
এখানে loudly এবং gently শব্দদুটি যথাক্রমে The lion এবং He সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এগুলো Adverb। তাই বলা যায়, Adverb হলো এমন Word যা বাক্যে Noun বা Pronoun ছাড়া যে কোন Parts of Speech-কে অথবা গোটা বাক্যকে Modify করতে পারে।
Adverb চেনার উপায়
Adverb কাকে বলে তা তো আলোচনা করলাম, এখন আলোচনা করবো এমন কিছু Suffix নিয়ে, যা শব্দের শেষে বসলে তাকে Adverb বলে চেনা যায়, যেমন
Suffix | Word | Sentence |
-ly | Slowly, Hardly | I hardly understand him. |
-ward | backward | I stepped backward |
-wise | Otherwise | You’re angry with Robert. It does no good to pretend otherwise. |
ways | Always | There’s almost always somebody at home in the evenings. |
Adverb meaning in Bengali
Adverb-এর বাংলা হলো ক্রিয়াবিশেষণ। আমরা জানি, বাংলায় বিশেষণ পদ দুই প্রকার, যথা,
১। নাম বিশেষণ
২। ভাব বিশেষণ
এদের মধ্যে ভাব বিশেষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা,
১। ক্রিয়া বিশেষণ
২। বিশেষনের বিশেষণ
যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। উদাহরণ- ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে, মেয়েটি গুনগুনিয়ে গান করছে।
আরও পড়ুন:
IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি
জেনে নিন কাঙ্ক্ষিত IELTS Listening Score অর্জনের সেরা ৫ টেকনিক
Adverb কত প্রকার ও কি কি
Adverb প্রধানত ৩ প্রকারঃ
- Simple Adverb
- Interrogative Adverb
- Relative and Conjunctive Adverb
নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Simple Adverb
যে Adverb শুধু কোন Word বা Sentence-কে Modify করে তাকে Simple Adverb বলে। Simple Adverb-কে ৮ ভাগে ভাগ করা যায়,
-
Adverb of Time
কখন, কতক্ষণ বা কতবার কোন কাজ সম্পন্ন হয় তা বোঝায়। উদাহরণ,
Example | Sentence |
Yesterday, Tomorrow, After, Then |
|
-
Adverb of Place
Verb সংঘটিত হওয়ার স্থান বোঝায়। উদাহরণ,
Example | Sentence |
Far, In, Outside, Around |
|
-
Adverb of Manner
কিভাবে কোন কাজ সম্পন্ন হয় তা বোঝায়। উদাহরণ:
Example | Sentence |
Beautifully, Badly, Quietly, Well |
|
-
Adverb of Degree
Verb-এর পরিমান বা মাত্রা নির্দেশ করে। উদাহরণ:
Example | Sentence |
Kind, Much, Fluently, Extremely |
|
-
Adverb of Number
Verb-এর কাজটি কতবার সম্পন্ন হয়েছে তা বোঝায়। উদাহরণ:
Example | Sentence |
Once, Always, Frequently, Often |
|
-
Adverb of Order
Verb-এর কাজ শেষ হওয়ার পর্যায় বোঝায়। উদাহরণ:
Example | Sentence |
Firstly, Secondly, Thirdly, Lastly |
|
-
Adverb of Cause and Effect
Verb সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে। উদাহরণ:
Example | Sentence |
Therefore, Hence, Because, consequently |
|
-
Adverb of Assertion
Verb-এর কার্য সম্পাদিত হবার হ্যাঁ বা না সূচক জবাব দেয়, কার্য সম্পাদনের নিশ্চয়তা ও অনিশ্চয়তা প্রদান করে। উদাহরণ:
Example | Sentence |
Perhaps, Certainly, Surely, Probably |
|
ঘরে বসে English Grammar
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
Interrogative Adverb
যে Adverb দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাকে Interrogative adverb বলে। Interrogative adverb-কে আরো কয়েক ভাগে ভাগ করা যায়।
Type | Example |
Time |
|
Place |
|
Number |
|
Condition |
|
Cause |
|
Quality |
|
Relative and Conjunctive Adverb
When, Where, How, Why- এরা Relative Pronoun-এর ন্যায় দুটি Clause বা Sentence-কে যুক্ত করলে তাদের Relative adverb বলে। তবে এই Adverb-এর পূর্বে Antecedent না থাকলে তাকে Conjunctive adverb বলা হয়।
আরও পড়ুন:
IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি
Relative Adverb | Conjunctive Adverb |
I know the place where he lives. | I know where he lives. |
Can you tell me the time when he will come? | Can you tell me when he will come? |
This is the place where the accident took place? | I know how he did it. |
Sentence-এ Adverb-এর অবস্থান
Sentence আসলে Parts of Speech-এর একটা সামষ্টিক রূপ। এই অংশে আমরা Sentence-এ Adverb-এর অবস্থান নিয়ে আলোচনা করবো। Sentence-এ Adverb বসানোর বেশ কিছু নিয়ম আছে, এর মধ্যে ৫টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করবো,
Rule | Example |
1. Verb + Adverb
Or, Object + Adverb |
|
2. Auxiliary verb + Adverb of frequency + Verb |
|
3. Adverb of Degree + adjective/ adverb/ verb |
|
4. বাক্যে দুটি Adverb থাকলে,
Adverb of place + Adverb of time হবে |
|
5. Only + Noun;
Or, Noun + Only |
|
Derivatives: Adverb
আমরা জানি একটি Word-এর চারটি রূপ থাকে- Noun, Verb, Adjective ও Adverb. Adverb কি এবং তাদের প্রকারভেদ ও ব্যবহার নিয়ে আলোচনার পর এই অংশে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করবো, তাদের Form-গুলো দেখবো, এবং পাশাপাশি দেখবো তাদের Adverb form-টি।
Word | Form | Adverb | Word | Form | Adverb |
Active | Adjective | Activity | Different | Adjective | Differently |
Amass | Verb | Massively | Empower | Verb | Powerfully |
Care | Noun | Carefully | Danger | Noun | Dangerously |
Cheerfulness | Noun | Cheerfully | Expect | Verb | Expectedly |
Comfortable | Adjective | Comfortably | Firm | Adjective | Firmly |
Consider | Verb | Considerably | Hope | Verb | Hopefully |
Craze | Verb | Crazy | Insult | Noun | Insultingly |
Credit | Noun | Creditably | Alive | Adjective | Livingly |
Delight | Verb | Delightfully | Sadden | Verb | Sadly |
Destruction | Noun | Destructively | Bad | Adjective | Badly |
ফুল সিলেবাস কোর্সে যা যা থাকছে:
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৫
Comparison of Adverbs
Adjective-এর মতো Adverb-এরও তিনটি রূপ আছে:
- Positive,
- Comparative &
- Superlative.
Positive | Comparative | Superlative |
Fast | Faster | Fastest |
Soon | Sooner | Soonest |
Clearly | More clearly | Most clearly |
Loudly | More loudly | Most loudly |
Quickly | More Quickly | Most Quickly |
Skillfully | More skillfully | Most skillfully |
Well | Better | Best |
Far | Further | Farthest |
Much | More | Most |
Little | Less | Least |
Uses of Adverb
Adverb | Uses | Example |
Before & ago | Before Past simple, Present perfect এবং Past perfect tense এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে ago কেবল Past simple-এর সাথে বসে |
|
Hard & Hardly | Hard Verb এর পরে বসে, কিন্তু Hardly Verb এর পূর্বে বসে |
|
Very & Much | Adjective-এর Positive degree এর পূর্বে very এবং Adverb ও Adjective-এর Comparative degree এর পূর্বে much বসে। |
|
Just | Just + Present Perfect Tense; or,
Just + Past simple |
|
Free & Freely | Free অর্থ বিনামূল্যে
Freely অর্থ স্বাধীনভাবে বা মুক্তভাবে |
|
ফিরে দেখা
Adverb | Type | Example |
Simple | Adverb of Time | Yesterday, Tomorrow |
Adverb of Place | Far, In | |
Adverb of Manner | Beautifully, Badly | |
Adverb of Degree | Kind, Much | |
Adverb of Number | Once, Always | |
Adverb of Order | Firstly, Secondly | |
Adverb of Cause and Effect | Therefore, Hence | |
Adverb of Assertion | Perhaps, Certainly | |
Interrogative | Time | When did he come? |
Place | Where do you live? | |
Number | How many boys are there? | |
Condition | How do you feel today? | |
Cause | Why are you late? | |
Quality | How much sugar do you need? | |
Relative and Conjunctive | I know the place where he lives.I know where he lives. |
শেষ কথা
আমি আলোচনা শুরু করেছিলাম Adverb কাকে বলে তা নিয়ে, আমার আলোচনা পরে এগিয়ে গিয়েছে Adverb কত প্রকার ও কি কি সে দিকে। আলোচনায় উঠে এসেছে উদাহরণ সহ Adverb এর এই প্রকারভেদগুলোর বিস্তারিত।
Adverb নিয়ে বিস্তারিত কি আরো জানার সুযোগ আছে কি না সে সম্পর্কে প্রশ্ন করতে পারো। হ্যা, সুযোগ আছে। তুমি চাইলে আমাদের টেন মিনিট স্কুলের English Grammar Crash Course এবং Academic English Grammar কোর্স দুটো করে ফেলতে পারো। এই কোর্সগুলোতে তুমি পেয়ে যাবে একদম ব্যাসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি গ্রামারের ধারণা। তোমার স্বপ্ন যাত্রার পথে সঙ্গী হোক টেন মিনিট স্কুল, হ্যাপি লার্নিং!
Exercise
১। He was wise enough to accept the order. Here enough is- (MAT: 2018-19)
- Adjective
- Preposition
- Conjunction
- Adverb
২। ‘They rested at sunset.’ Here ‘at sunset’ is a/an- (DAT: 2017-18)
- Adjective clause
- Noun clause
- Adverb clause
- Adverb phrase
৩। “Come on, it’s time to go home” Here ‘home’ is a/an- (BCS: 41)
- Noun
- Verb
- Adjective
- Adverb
৪। When a meteorite enters the earth’s atmosphere, it travels____. (DU-D: 2020-21)
- Very rapidly
- Haltingly
- Fastly
- Ploddingly
৫। Which one is an adverb? (JU: 2009-10)
- Magnet
- Magnetize
- Magnetic
- Magnetically
Reference:
- Advanced Learners, For class 9-10, Chowdhury & Hossain
- Apex English, Md. Waliullah Chowdhury
- Applied English Grammar and Composition, P. C. Das
- Cliffs TOFEL, Michael A. Pyle & Mary Ellen Munoz
- Oxford A-Z Grammar & Punctuation, Jhon Seely
- A Potential English Grammar & Composition For Class 8, Md. Khalil Ullah M.A, M. Ed
- পাসপোর্ট to Grammar, Saifur Rahman Khan, Md. Mujibur Rahman & Md. Haseeb Kabir
- English For Everyday
- Idioms and Phrases
- Academic English Grammar
- English Grammar Fundamentals
- Study Abroad Complete Guideline
- Pronunciation Mistakes
- Grammar Foundation Course
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
বছরজুড়ে অভিজ্ঞ টিচারদের সাথে ক্লাস 6-10 এর পড়াশোনা ও পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে আজই ভিজিট করো আমাদের অনলাইন ব্যাচ ২০২৫ -এ:
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
উত্তরমালা
১ | ২ | ৩ | ৪ | ৫ |
Adverb | Adverb phrase | Adverb | Very rapidly | Magnetically |
আপনার কমেন্ট লিখুন