Adverb কাকে বলে? কত প্রকার ও কী কী? Adverb-এর বিস্তারিত সবকিছু!

February 16, 2024 ...

Adverb নিয়ে আমি আমার ছাত্রজীবনে বেশ ‘হ্যাপা’-র মধ্যে পড়তাম। Adverb কি, Adverb কাকে বলে, Adverb-এর প্রকারভেদ, এত এত রূপ- এগুলো মনে রেখে পরীক্ষায় বসাটা সত্যিই একটা ঝামেলার ব্যাপার ছিলো আমার জন্য। পরবর্তী সময়ে আমি Adverb নিয়ে একটা নোট তৈরি করি (এতে ভাবার কারণ নাই যে আমি বিরাট ভালো ছাত্র!) যা আজকে এই ব্লগে, আরেকটু পরিমার্জন করে, তোমাদের সাথে শেয়ার করছি। 

এই ব্লগে আমি আলোচনা করবো, 

  • প্রথমত, Adverb কাকে বলে বা Adverb কি সে সম্পর্কে। 
  • দ্বিতীয়ত, Adverb কত প্রকার ও কি কি সে সম্পর্কে আলোচনা থাকবে। 
  • তৃতীয়ত, এই সকল প্রকারের Adverb সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যা Adverb সম্পর্কে তোমার ধারণাকে আরো পোক্ত করবে। 
  • এবং সর্বশেষে, বরাবরের মতোই একটা Adverb নিয়ে Exercise অংশ থাকবে যা তোমার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে সাহায্য করবে।
adverb কাকে বলে
Image Source: Freepik

Adverb কাকে বলে

Adverb সাধারণত Noun বা Pronoun বাদে আর সকল Parts of speech-কে Modify করে। Wren & Marin-এর মতে,

An adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb.

অর্থাৎ, Adverb হলো এমন একধরনের word যা Verb, Adjective এবং Adverb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন, 

  • The lion roared loudly
  • He talks gently

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    এখানে loudly এবং gently শব্দদুটি যথাক্রমে The lion এবং He সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এগুলো Adverb। তাই বলা যায়, Adverb হলো এমন Word যা বাক্যে Noun বা Pronoun ছাড়া যে কোন Parts of Speech-কে অথবা গোটা বাক্যকে Modify করতে পারে। 

    Adverb চেনার উপায়

    Adverb কাকে বলে তা তো আলোচনা করলাম, এখন আলোচনা করবো এমন কিছু Suffix নিয়ে, যা শব্দের শেষে বসলে তাকে Adverb বলে চেনা যায়, যেমন 

    Suffix Word Sentence 
    -ly Slowly, Hardly  I hardly understand him. 
    -ward backward I stepped backward
    -wise Otherwise  You’re angry with Robert. It does no good to pretend otherwise.
    ways Always  There’s almost always somebody at home in the evenings.

    adverb kake bole

    Adverb meaning in Bengali

    Adverb-এর বাংলা হলো ক্রিয়াবিশেষণ। আমরা জানি, বাংলায় বিশেষণ পদ দুই প্রকার, যথা,

    ১। নাম বিশেষণ

    ২। ভাব বিশেষণ

    এদের মধ্যে ভাব বিশেষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা,

    ১। ক্রিয়া বিশেষণ

    ২। বিশেষনের বিশেষণ

    যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। উদাহরণ- ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে, মেয়েটি গুনগুনিয়ে গান করছে।


    আরও পড়ুন:

    IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি

    জেনে নিন কাঙ্ক্ষিত IELTS Listening Score অর্জনের সেরা ৫ টেকনিক


    Adverb কত প্রকার ও কি কি 

    Adverb প্রধানত ৩ প্রকারঃ 

    1. Simple Adverb 
    2. Interrogative Adverb 
    3. Relative and Conjunctive Adverb 

    নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

    Simple Adverb 

    যে Adverb শুধু কোন Word বা Sentence-কে Modify করে তাকে Simple Adverb বলে। Simple Adverb-কে ৮ ভাগে ভাগ করা যায়, adverb কত প্রকার ও কি কি

    • Adverb of Time 

    কখন, কতক্ষণ বা কতবার কোন কাজ সম্পন্ন হয় তা বোঝায়। উদাহরণ, 

    Example  Sentence
    Yesterday, Tomorrow, After, Then 
    • I saw him yesterday 
    • I will meet Aynun tomorrow 
    • I will go after you
    • He was very angry then
    • Adverb of Place 

    Verb সংঘটিত হওয়ার স্থান বোঝায়। উদাহরণ, 

    Example  Sentence
    Far, In, Outside, Around 
    • Aziz lives far from Rashid
    • Come in  
    • He went outside of Jahangirnagar 
    • Look around the office 
    • Adverb of Manner 

    কিভাবে কোন কাজ সম্পন্ন হয় তা বোঝায়। উদাহরণ: 

    Example  Sentence
    Beautifully, Badly, Quietly, Well 
    • They write beautifully
    • Rishad cooked badly 
    • She was walking quietly on the road 
    • She knows him well 
    • Adverb of Degree 

    Verb-এর পরিমান বা মাত্রা নির্দেশ করে। উদাহরণ: 

    Example  Sentence
    Kind, Much, Fluently, Extremely 
    • Nuhan was very kind 
    • Today is much colder  
    • Rafiq speaks Spanish fluently
    • Rabby runs extremely fast 
    • Adverb of Number 

    Verb-এর কাজটি কতবার সম্পন্ন হয়েছে তা বোঝায়। উদাহরণ: 

    Example  Sentence
    Once, Always, Frequently, Often
    • Raju often comes to our house
    • Rahim washes his clothes once a week  
    • Mehnaz comes here frequently 
    • Shemul always speaks the truth 
    • Adverb of Order 

    Verb-এর কাজ শেষ হওয়ার পর্যায় বোঝায়। উদাহরণ: 

    Example  Sentence
    Firstly, Secondly, Thirdly, Lastly 
    • Firstly, the Government should ban smoking in public places. 
    • Secondly, the external evidence does not bear examination. 
    • Thirdly, there was a dispute over the western boundary of Texas.
    • I would like to thank my parents, my wife, and, lastly, my friends. 
    • Adverb of Cause and Effect

    Verb সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে। উদাহরণ: 

    Example  Sentence
    Therefore, Hence, Because, consequently
    • I was absent and, therefore, could not join the meeting. 
    • He is ill, hence, he is absent from the meeting today. 
    • She did not want to marry at thirteen because she was too young.   
    • He had no other options; consequently, he left his job. 
    • Adverb of Assertion 

    Verb-এর কার্য সম্পাদিত হবার হ্যাঁ বা না সূচক জবাব দেয়, কার্য সম্পাদনের নিশ্চয়তা ও অনিশ্চয়তা প্রদান করে। উদাহরণ: 

    Example  Sentence
    Perhaps, Certainly, Surely, Probably 
    • Perhaps he will go on Sunday. 
    • Certainly, he will win. 
    • Surely you are mistaken.  
    • It will probably rain today. 

     

    ঘরে বসে English Grammar

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • সঠিকভাবে ইংরেজি লিখতে প্রয়োজনীয় গ্রামারের সকল নিয়ম ও ব্যাখ্যা
  • একই গ্রামারের বিভিন্ন রকম বাস্তব উদাহরণ ও ব্যাখ্যা
  • English Grammar-এর সহজ থেকে জটিল বিষয়
  • ৪১টি ভিডিও, ৪১টি নোট, ২২ সেট কুইজ
  • Interrogative Adverb 

    যে Adverb দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাকে Interrogative adverb বলে। Interrogative adverb-কে আরো কয়েক ভাগে ভাগ করা যায়। adverb কি

    Type Example 
    Time 
    • When did he come? 
    • How long did you wait there? 
    Place
    • Where are you going? 
    • Where do you live? 
    Number
    • How many boys are there? 
    • How many mangoes are here? 
    Condition 
    • How do you feel today? 
    Cause 
    • Why are you late? 
    • Why did he do this? 
    Quality 
    • How much sugar do you need? 

    Relative and Conjunctive Adverb 

    When, Where, How, Why- এরা Relative Pronoun-এর ন্যায় দুটি Clause বা Sentence-কে যুক্ত করলে তাদের Relative adverb বলে। তবে এই Adverb-এর পূর্বে Antecedent না থাকলে তাকে Conjunctive adverb বলা হয়।


    আরও পড়ুন:

    IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি

    ইংরেজিতে কীভাবে গল্প বলবেন


    Relative Adverb Conjunctive Adverb
    I know the place where he lives. I know where he lives.
    Can you tell me the time when he will come?  Can you tell me when he will come? 
    This is the place where the accident took place?  I know how he did it. 

    Sentence-এ Adverb-এর অবস্থান 

    Sentence আসলে Parts of Speech-এর একটা সামষ্টিক রূপ। এই অংশে আমরা Sentence-এ Adverb-এর অবস্থান নিয়ে আলোচনা করবো। Sentence-এ Adverb বসানোর বেশ কিছু নিয়ম আছে, এর মধ্যে ৫টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করবো, 

    Rule Example
    1. Verb + Adverb

    Or, 

    Object + Adverb

    • He came here. (Verb + Adverb)
    • He went home yesterday. (Object + Adverb)
    2. Auxiliary verb + Adverb of frequency + Verb 
    • You are always late. 
    • She can never do it. 
    3. Adverb of Degree + adjective/ adverb/ verb 
    • Rasel is very kind
    • It is too hot. 
    4. বাক্যে দুটি Adverb থাকলে, 

    Adverb of place + Adverb of time হবে 

    • I usually go to bed early. 
    • Sultan came here yesterday. 
    5. Only + Noun; 

    Or, 

    Noun + Only 

    • Only two students are absent. 
    • Two students only are absent. 
    adverb meaning in bengali
    Image Source: firstcry.com

    Derivatives: Adverb

    আমরা জানি একটি Word-এর চারটি রূপ থাকে- Noun, Verb, Adjective ও Adverb. Adverb কি এবং তাদের প্রকারভেদ ও ব্যবহার নিয়ে আলোচনার পর এই অংশে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করবো, তাদের Form-গুলো দেখবো, এবং পাশাপাশি দেখবো তাদের Adverb form-টি। 

    Word  Form Adverb Word  Form Adverb
    Active  Adjective  Activity  Different Adjective  Differently 
    Amass Verb Massively  Empower Verb Powerfully 
    Care  Noun Carefully  Danger Noun Dangerously 
    Cheerfulness Noun Cheerfully  Expect  Verb Expectedly
    Comfortable Adjective  Comfortably  Firm  Adjective Firmly 
    Consider  Verb Considerably  Hope  Verb  Hopefully 
    Craze  Verb Crazy  Insult  Noun  Insultingly 
    Credit  Noun Creditably  Alive  Adjective Livingly 
    Delight Verb Delightfully  Sadden  Verb  Sadly 
    Destruction Noun Destructively Bad  Adjective Badly 

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৪

    ফুল সিলেবাস কোর্সে যা যা থাকছে:

  • প্রতি ক্লাসে ২ জন শিক্ষক পড়াবেন; একজন ক্লাস নিবেন, অন্যজন সমস্যার সমাধান দিবেন
  • দেশের যেকোনো জায়গায় বসে দেশসেরা শিক্ষকদের কাছ থেকে অনলাইনে সর্বোচ্চ মানের পড়ালেখার সুযোগ
  • লাইভ ক্লাসের ভেতরেই পরীক্ষা দেওয়ার সুবিধা
  •  

    Comparison of Adverbs 

    Adjective-এর মতো Adverb-এরও তিনটি রূপ আছে:

    1. Positive,
    2. Comparative &
    3. Superlative. 
    Positive Comparative Superlative
    Fast Faster  Fastest 
    Soon Sooner  Soonest 
    Clearly More clearly Most clearly 
    Loudly More loudly Most loudly 
    Quickly More Quickly Most Quickly 
    Skillfully  More skillfully  Most skillfully 
    Well  Better  Best 
    Far  Further  Farthest 
    Much  More  Most 
    Little  Less  Least 

    Uses of Adverb

    Adverb  Uses  Example 
    Before & ago  Before Past simple, Present perfect এবং Past perfect tense এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে ago কেবল Past simple-এর সাথে বসে 
    • I never before saw such an idle man 
    • He came here an hour ago 
    Hard & Hardly Hard Verb এর পরে বসে, কিন্তু Hardly Verb এর পূর্বে বসে 
    • He walks hard 
    • He hardly comes to our home. 
    Very & Much  Adjective-এর Positive degree এর পূর্বে very এবং Adverb ও Adjective-এর Comparative degree এর পূর্বে much বসে। 
    • I am very happy to meet you. 
    • He is much stronger than you. 
    Just  Just + Present Perfect Tense; or, 

    Just + Past simple 

    • You have just started the work. 
    • He just caught the train. 
    Free & Freely Free অর্থ বিনামূল্যে

    Freely অর্থ স্বাধীনভাবে বা মুক্তভাবে 

    • I gave him the books for free. 
    • Birds fly in the sky freely. 

    ফিরে দেখা

    Adverb Type Example
    Simple Adverb of Time Yesterday, Tomorrow
    Adverb of Place Far, In
    Adverb of Manner Beautifully, Badly
    Adverb of Degree Kind, Much
    Adverb of Number Once, Always
    Adverb of Order Firstly, Secondly
    Adverb of Cause and Effect Therefore, Hence
    Adverb of Assertion Perhaps, Certainly
    Interrogative Time When did he come?
    Place Where do you live?
    Number How many boys are there?
    Condition How do you feel today?
    Cause Why are you late?
    Quality How much sugar do you need?
    Relative and Conjunctive I know the place where he lives.I know where he lives.

    শেষ কথা 

    আমি আলোচনা শুরু করেছিলাম Adverb কাকে বলে তা নিয়ে, আমার আলোচনা পরে এগিয়ে গিয়েছে Adverb কত প্রকার ও কি কি সে দিকে। আলোচনায় উঠে এসেছে উদাহরণ সহ Adverb এর এই প্রকারভেদগুলোর বিস্তারিত। 

    Adverb নিয়ে বিস্তারিত কি আরো জানার সুযোগ আছে কি না সে সম্পর্কে প্রশ্ন করতে পারো। হ্যা, সুযোগ আছে। তুমি চাইলে আমাদের টেন মিনিট স্কুলের English Grammar Crash Course এবং Academic English Grammar কোর্স দুটো করে ফেলতে পারো। এই কোর্সগুলোতে তুমি পেয়ে যাবে একদম ব্যাসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি গ্রামারের ধারণা। তোমার স্বপ্ন যাত্রার পথে সঙ্গী হোক টেন মিনিট স্কুল, হ্যাপি লার্নিং! 

    Exercise 

    ১। He was wise enough to accept the order. Here enough is- (MAT: 2018-19)

    1. Adjective 
    2. Preposition
    3. Conjunction
    4. Adverb

    ২। ‘They rested at sunset.’ Here ‘at sunset’ is a/an- (DAT: 2017-18)

    1. Adjective clause 
    2. Noun clause 
    3. Adverb clause 
    4. Adverb phrase 

    ৩। “Come on, it’s time to go home” Here ‘home’ is a/an- (BCS: 41)

    1. Noun 
    2. Verb 
    3. Adjective 
    4. Adverb 

    ৪। When a meteorite enters the earth’s atmosphere, it travels____. (DU-D: 2020-21)

    1. Very rapidly 
    2. Haltingly 
    3. Fastly 
    4. Ploddingly 

    ৫। Which one is an adverb? (JU: 2009-10)

    1. Magnet 
    2. Magnetize 
    3. Magnetic 
    4. Magnetically  

    English-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    Reference:

    1. Advanced Learners, For class 9-10, Chowdhury & Hossain
    2. Apex English, Md. Waliullah Chowdhury
    3. Applied English Grammar and Composition, P. C. Das
    4. Cliffs TOFEL, Michael A. Pyle & Mary Ellen Munoz
    5. Oxford A-Z Grammar & Punctuation, Jhon Seely
    6. A Potential English Grammar & Composition For Class 8, Md. Khalil Ullah M.A, M. Ed
    7. পাসপোর্ট to Grammar, Saifur Rahman Khan, Md. Mujibur Rahman & Md. Haseeb Kabir

    খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

    নতুন কারিকুলামে ৬ষ্ঠ-৯ম শ্রেণির পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


    উত্তরমালা 

    Adverb Adverb phrase Adverb Very rapidly Magnetically 
    আপনার কমেন্ট লিখুন