কীভাবে ইংরেজিতে নিজের দেশের বাড়ির বর্ণনা দিবেন

January 3, 2022 ...

আজকে আমরা শিখবো কীভাবে ইংরেজিতে আমাদের দেশের বাড়ি বা গ্রামের বাড়ি নিয়ে আমরা কথা বলতে পারি।

৪টি step এ ইংরেজিতে নিজের দেশের বাড়ির বর্ণনা

Tell us about your hometown (তোমার গ্রামের বাড়ির শহর সম্পর্কে আমাদের বলো)

এই প্রশ্নটা কিন্তু অনেক interview তে (সাক্ষাৎকার) বেশ common একটা প্রশ্ন। আমরা যখন নতুন কোনো দেশে চলে যাই, তখন নতুন মানুষদের সঙ্গে দেখা হলে তারাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে,

Tell us about your country/Tell us about your hometown. (তোমার দেশ সম্পর্কে আমাদের বলো/ তোমার শহর সম্পর্কে আমাদের বলো।)

এই প্রশ্নটা কিন্তু IELTS Speaking test এ অনেক common একটা প্রশ্ন।

তো চলুন আমরা আজকে শিখে নেই কীভাবে খুব সহজে ৪টি ধাপে আমরা আমাদের দেশের বাড়ি বা আমরা যেখানে বসবাস করি সেই জায়গা সম্পর্কে একজন ব্যক্তির কাছে বর্ণনা দিতে পারি।

Step 1:

এই step এ আপনি বলবেন আপনার গ্রাম/শহরের নাম কী এবং তার size বা আয়তন কী রকম. So, নাম+size.

এটা একদম easily বলার জন্য আমি আপনাদের দুইটা structure বলে দিই। তাহলে এখানে আর কখনো ভুল করবেন না।

Structure: I live in _______. It is a _____ city.

এই ২টা structure দিয়ে আপনি আপনার বর্ণনা শুরু করতে পারেন। দুটো blank আমরা পূরণ করি?

Example: I live in Dhaka. It’s a big city. (আমি ঢাকায় থাকি। এটা অনেক বড় একটি শহর)

I live in Chittagong. It’s a beautiful city by the sea. (আমি চট্টগ্রামে থাকি। এটা সমুদ্রের পাশে খুবই সুন্দর একটি শহর।)

খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি by the sea বলে extra information (অতিরিক্ত তথ্য) add করেছি। So, সব সময় এরকম extra information add করবেন। যেই structure টা আপনাদের দিয়েছি সেখানে কিন্তু অনেক extra information add করা possible.

কীভাবে ইংরেজিতে নিজের দেশের বাড়ির বর্ণনা দিবেন — Draft
Source: Pexels

It’s a big city by the mountains. (পর্বতের সামনে অবস্থিত এটি একটি বড় শহর।)

অথবা আপনি যদি আমার গ্রামের কথা বলতে চান, আপনি বলতে পারেন,

It’s a _________village.

It’s a small village. (এটি একটি ছোট গ্রাম)

এই dash এর মধ্যে আমার যেকোনো adjective বসাতে পারি। যেমন –

It’s a huge village. (এটি একটি বড় গ্রাম)

It’s a crowded village. (এটি জনবহুল গ্রাম)

দুইটা বাক্য ready না আমাদের? I live in Dhaka. It’s a huge city.  আরো details বাড়াই চলেন।


আরও পড়ুন:

IELTS Writing Task 1 ও Writing Task 2: টিপস ও স্ট্র্যাটেজি

ইংরেজিতে কীভাবে গল্প বলবেন


Step 2:

এই step এ আপনি আরো বিস্তারিত কথা বলবেন। একটু background details (পারিপার্শ্বিক স্থানের বর্ণনা) দিবেন। চলেন দেখি কীভাবে!

 

IELTS Course by Munzereen Shahid

কোর্সটি করে যা শিখবেন:

  • IELTS পরীক্ষার বিভিন্ন অংশের ফরম্যাট, প্রশ্ন ও উত্তরের ধরন, গুরুত্বপূর্ণ টিপস, ট্রিকস ও স্ট্র্যাটেজি।
  • IELTS Reading, Listening, Speaking ও Writing, প্রতিটি মডিউলের নিয়ম-কানুনসহ খুঁটিনাটি বিষয়াদি।
  •  

    এই stage (ধাপ) এ ৩টা প্রশ্নের কথা ভাবুন।

    1. আপনার দেশের বাড়ি/hometown কিসের জন্য বিখ্যাত?

    2. আপনার hometown নিয়ে চিন্তা করলে কোন শব্দগুলো একদম প্রথমেই আপনার মাথায় আসে?

    3. আপনি আপনার hometown এ কয়দিন ধরে থাকছেন?

    চলেন একটা একটা করে উত্তর দেই? আমরা প্রথম দুটো বাক্য কী ছিল?

    I live in Dhaka. It’s a huge city. (আমি ঢাকায় থাকি। এটা একটা বিশাল শহর।)

    চলেন, তিনটা প্রশ্নের জবাব দিয়ে এটাকে আরো detailed বানাই।

    1. It’s famous for its food, culture and historic places. (মানে, ঢাকা তার খাবার, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত।)

    2. ঢাকা নিয়ে চিন্তা করলে আমাদের মাথায় সবচেয়ে প্রথমে কী কী words আসে? হয়তোবা traffic, হয়তোবা মানুষের ভিড়, right? So, আমরা এটা কী বলতে পারি,

    ‘Dhaka has a lot of traffic and it’s a crowded city too.’ (ঢাকায় প্রচুর যানজট এবং এটা খুবই জনবহুল শহর।)

    বা একটা শব্দের মাধ্যমে আপনি চাইলে পুরো জিনিসটা একসঙ্গে বুঝিয়ে দিতে পারবেন, জানেন?

    Dhaka is a bustling city. (ঢাকা ব্যস্ত শহর।)

    ‘Bustling’ মানে কী, জানেন? ঢাকা অনেক ব্যস্ত শহর। অনেক traffic, অনেক মানুষ, ও অনেক activity. Bustling.

    ঘরে বসে Spoken English

    কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    3. এখন আপনি বলবেন আপনি এখানে কয়দিন ধরে আছেন। যেমন,

    I have been living in Dhaka for 5 years. (আমি ঢাকায় ৫ বছর যাবৎ থাকছি।)

    খেয়াল করে দেখেন আমি এখানে ‘have been’ use করেছি, কারণ আমি বলতে চাই আমি পাঁচ বছর আগে ঢাকায় এসেছি এবং এখন ঢাকায় থাকছি।

    আমাদের কিন্তু নতুন ৫টা বাক্য ready, না? কী কী বলেন তো?

    I live in Dhaka. It’s a huge city. It’s famous for its food, culture and historic places. Dhaka is a bustling city. I have been living in Dhaka for 5 years.

    (আমি ঢাকায় থাকি। এটা একটা বিশাল শহর। ঢাকা তার খাবার, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত। ঢাকা ব্যস্ত শহর। আমি ঢাকায় ৫ বছর যাবৎ থাকছি।)

    Step 3:

    এখন আপনি বলুন আপনি আপনার শহর/দেশের বাড়ি সম্পর্কে কী সবচেয়ে বেশি ভালোবাসেন, অথবা কী অপছন্দ করেন।

    I love living in _______. It’s a great city with _________.

    এই structure টা ব্যবহার করে আপনি আরো details add করতে পারেন।

    I love living in Dhaka. It’s a great city with a lot of work opportunities.

    (মানে, আমি ঢাকায় থাকতে ভালোবাসি এখানে কাজ করার অনেক সুযোগ আছে)

    Similarly, আপনি চাইলে কিন্তু এর opposite টাও বলতে পারেন। মনে করেন, আপনার ঢাকায় থাকতে একদম ভালো লাগে না। এই structure টা use করে আপনি এটাও বলতে পারেন।

    I don’t like living in ________. It’s a terrible city with ____________.

    I don’t like living in Dhaka. It’s a terrible city with a lot of traffic. (আমি ঢাকায় থাকতে পছন্দ করি না। এটা একটা ভয়ানক শহর এবং এখানে প্রচুর যানজট।)

    আরো details add করেন না! বলেন না,

    The traffic makes it very stressful to live here.

    (মানে, এর কারণে আপনি মানসিক চাপ অনুভব করেন। এভাবে কিন্তু sentence চাইলেই বাড়ানো সম্ভব।)

    কীভাবে ইংরেজিতে নিজের দেশের বাড়ির বর্ণনা দিবেন — Draft
    Source: Pexels

    Step 4: Last Step!

    এখন আপনি বলুন সময়ের সাথে আপনার শহর কীভাবে পাল্টেছে।

    এটার জন্যও structure টা বলে দিই?

    Over time, ________ has become ___________.

    আমরা আমাদের sentence টা বানাই?

    Over time, Dhaka has become more crowded.

    (মানে, সময়ের সাথে ঢাকা আরো বেশি জনবহুল হয় গিয়েছে।)

    চলেন তো, আমাদের সব sentence গুলো একবার একসাথে বলি?

    Sentence 1: I live in Dhaka. (আমি ঢাকায় থাকি।)

    Sentence 2: It’s a huge city. (এটা একটা বিশাল শহর।)

    Sentence 3: It’s famous for its food, culture and historic places. (ঢাকা তার খাবার, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত।)

    Sentence 4: Dhaka is a bustling city. (ঢাকা ব্যস্ত শহর। )

    Sentence 5: I have been living in Dhaka for 5 years. (আমি ঢাকায় ৫ বছর যাবৎ থাকছি।)

    Sentence 6: I don’t like living in Dhaka. It’s a crowded city with a lot of traffic. (আমি ঢাকায় থাকতে পছন্দ করি না। এটা একটা ভয়ানক শহর এবং এখানে প্রচুর যানজট।)

    Sentence 7: Over time, Dhaka has become more crowded. (সময়ের সাথে ঢাকার ট্রাফিক আরও খারাপ দিকে গিয়েছে।)

    এভাবে কিন্তু আমরা মাত্র ৪টা ধাপে যেকোনো কারো কাছে আমাদের শহর/গ্রামের বর্ণনা দিতে পারি

    আপনার শহর বা গ্রামকে এই ৪টা step follow করে আমাকে comment section এ জানান তো? আমি চাই আপনাদের hometown নিয়ে আরো জানতে।


    IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

    1. Study Abroad Complete Guideline
    2. English For Everyday
    3. Academic English Grammar
    4. English Grammar Fundamentals 
    5. Pronunciation Mistakes
    6. Grammar Foundation Course

    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

    1. IELTS Course by Munzereen Shahid
    2. IELTS Mock Test Solutions by Munzereen Shahid
    3. ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
    4. সবার জন্য Vocabulary by Munzereen Shahid
    5. Spoken English for Kids by Munzereen Shahid

    IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস  পেতে ভিজিট করুনঃ


    বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ

    • Study Abroad Series | Higher Education | Munzereen Shahid

    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

     


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


     

    আপনার কমেন্ট লিখুন