জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: জানার আছে যা কিছু

October 26, 2023 ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে জবি (JNU) এর সাথে জড়িয়ে আছে ১৬৪ বছরের ইতিহাস। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও জবির পথ চলা শুরু হয় আরও অনেক আগে। ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত নামই আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এ বিদ্যাপীঠের নামকরণ করেন। ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ সংসদে উত্থাপিত হয়। ওই বছরেরই ২০ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে। বর্তমানে জবির শিক্ষার্থী সংখ্যা ২০ হাজারের-ও বেশী। 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষদ

প্রতিষ্ঠাকালে জবির ৪টি অনুষদ, ২২ টি বিভাগে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে মোট ৭টি অনুষদ, ৩৮টি বিভাগ, ২টি ইন্সটিটিউট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিভাগসমূহ- 

 

অনুষদ বিভাগ
প্রাণ ও ধরিত্রী বিজ্ঞান অনুষদ ফার্মেসী বিভাগ
অণুজীববিজ্ঞান বিভাগ
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
জিনতত্ত্ব প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ
প্রাণিবিদ্যা বিভাগ
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
মনোবিজ্ঞান বিভাগ
ভূগোল ও পরিবেশ বিভাগ
বিজ্ঞান অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
গণিত বিভাগ
পদার্থ বিজ্ঞান বিভাগ
রসায়ন বিভাগ
পরিসংখ্যান বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
অর্থসংস্থান বিভাগ
মার্কেটিং বিভাগ
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ
সামাজিক বিজ্ঞান অনুষদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
অর্থনীতি বিভাগ
চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ
নৃবিজ্ঞান বিভাগ
সমাজ বিজ্ঞান বিভাগ
সমাজকর্ম বিভাগ
লোক প্রশাসন বিভাগ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
কলা অনুষদ বাংলা বিভাগ
ইংরেজি বিভাগ
দর্শন বিভাগ
ইতিহাস বিভাগ
ইসলামি শিক্ষা বিভাগ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
নাট্যকলা বিভাগ
সংগীত বিভাগ
চারুকলা অনুষদ ড্রইং অ্যান্ড পেইন্টিং
প্রিন্টমেকিং
ভাস্কর্য
 আইন অনুষদ আইন বিভাগ
ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ
ইন্সটিটিউট আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউট (IML)
শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (IER)

 

কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত? 

ঢাকার সদরঘাটে প্রায় ৭ একর জায়গার উপর অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকেরই। ১৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয়টির সঙ্গে জড়িয়ে আছে ১৬৪ বছরের ইতিহাস। একজন শিক্ষার্থী হিসেবে কেন তোমার প্রথম পছন্দ হিসেবে জবি-কে নির্বাচন করা উচিত চলো জেনে নেই-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়- Building

ইতিহাস সমৃদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই বিদ্যাপীঠ থেকেই আমরা পেয়েছি তাজউদ্দীন আহমেদ এর মতো সাহসী নেতা, ভাষা শহীদ রফিকউদ্দিন আহমেদ এর মতো আরও অনেককে। ইতিহাসে সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যুক্ত হওয়া তাই অনেকেরই স্বপ্ন! 

 

শহরের সুযোগ-সুবিধা

ঢাকায় সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুব বেশি নয়। তাই ঢাকায় পড়াশোনা করার ইচ্ছা থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ভালো অপশন। শহরের আনাচ-কানাচ থেকেও জগন্নাথে পড়তে আসেন শিক্ষার্থীরা। 

 

পড়াশোনার প্রতি যত্নশীল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। যেকোনো মূল্যেই শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সর্বদা নজড় কর্তৃপক্ষের। করোনার মধ্যে যেখানে বাকি সব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা স্থগিত ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুবছর সকল কার্যক্রম অনলাইনে পরিচালনা করেন। 

 

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, দাবা, জুডোসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 

English Grammar Fundamentals

কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ বেসিক রুলস
  • প্রয়োজন অনুযায়ী গ্রামারের ব্যবহার
  • উদাহরণের মাধ্যমে প্রতিটি রুলস এর সহজ ব্যাখ্যা
  • ১৭টি ভিডিও লেসন ও সার্টিফিকেট
  •  

    সাংস্কৃতিক কর্মকাণ্ড

    সবধরনের সাংস্কৃতিক কর্মকান্ড পালিত হয়ে থাকে জবিতে। এইসব কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি—এ ধরনের সংগঠনগুলো সারা বছরই মাতিয়ে রাখে ক্যাম্পাস। 

     

    আবাসিক হল

    দূর-দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের জন্য জবিতে আছে ১১টি আবাসিক হল। দেশের প্রতিটি জেলা থেকে ছাত্রছাত্রীরা ঢাকায় এসে এইসব হলে একসাথে বসবাস করে। তোমার সাথে পরিচয় হবে নানা জেলা থেকে আসা নানা রকমের মানুষের সাথে।

     

    নতুন ক্যাম্পাস

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় জন্য ঢাকার কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জায়গা বরাদ্দ করেছে সরকার। এই জায়গায় হবে জবির নতুন ক্যাম্পাস। নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়বে তো বটেই, পাশাপাশি গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে সূচকীয় হারে। 

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়- Building
    Source: Rising BD

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া

    ইতিমধ্যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনেছো। কেন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত তা জানতে পেরেছো। চলো এখন জেনে নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কী কী ধাপ রয়েছে!

     

    ভর্তি প্রক্রিয়ার ধাপ

    ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির আওতাভুক্ত। এই নিয়মানুসারে, তিনটি ধাপে একজন শিক্ষার্থী  ভর্তি সম্পন্ন করতে পারবে।  

    ০১। প্রথমে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন সম্পন্ন করে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

    ০২। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদনের মাধ্যমে যে কোনো যোগ্য শিক্ষার্থী গুচ্ছ অধিভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগসমূহের পছন্দক্রম উল্লেখসহ আবেদন করতে পারবে। 

    ০৩। আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগসমূহের পছন্দক্রমের বিবেচনায় এবং মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করা হবে। 

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাঃ 

     

    ইউনিট- A এইচএসসি/সমমান বিভাগ: বিজ্ঞান

    এসএসসি/এইচএসসি ন্যূনতম জিপিএ: ৩.৫০ (৪র্থ বিষয়সহ)

    এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: ৮.০০ (৪র্থ বিষয়সহ)

    বোর্ড: সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি)

    ইউনিট- B এইচএসসি/সমমান বিভাগ: মানবিক

    এসএসসি/এইচএসসি ন্যূনতম জিপিএ: ৩.০০ (৪র্থ বিষয়সহ)

    এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: ৬.০০ (৪র্থ বিষয়সহ)

    বোর্ড: সাধারণ শিক্ষা বোর্ড, মিউজিক, গার্হস্থ্য,অর্থনীতি, মাদ্রাসা (সাধারণ, মুজাব্বিদ)

    ইউনিট- C এইচএসসি/সমমান বিভাগ: বাণিজ্য

    এসএসসি/এইচএসসি ন্যূনতম জিপিএ: ৩.০০ (৪র্থ বিষয়সহ)

    এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: ৬.৫০ (৪র্থ বিষয়সহ)

    বোর্ড: সাধারণ শিক্ষা বোর্ড, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি), ডিপ্লোমা ইন কমার্স

    সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এইচএসসি/সমমান বিভাগ: মানবিক

    এসএসসি/এইচএসসি ন্যূনতম জিপিএ: ৩.০০ (৪র্থ বিষয়সহ)

    এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: ৬.০০ (৪র্থ বিষয়সহ)

    বোর্ড:  সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে

    চারুকলা বিভাগ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

     

    ভার্সিটি A Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • ১৩৫ টি লাইভ ক্লাস এবং ১০ টি রিভিশন ক্লাস
  • ২২ ব্যাচের এডমিশনের সকল রেকর্ডেড ক্লাস
  • ডেইলি ডাউট সলভ ক্লাস এবং গাইডলাইন সেশন
  • সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে জুম সেশন
  •  

    জবি ইউনিট

    ইউনিট-A বা বিজ্ঞান শাখায় ৪টি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

     

    বিভাগ বিষয় নম্বর পূর্ণনম্বর
    ইউনিট-A (বিজ্ঞান শাখা) 

    বি.দ্র: আইসিটি, গণিত ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় উত্তর করতে হবে।

    পদার্থবিদ্যা ২৫  

     

    ১০০

    রসায়ন ২৫
    গণিত ২৫
    জীববিদ্যা ২৫
    আইসিটি ২৫

    জবি B ইউনিট

    ইউনিট-B বা ব্যবসায় শিক্ষা শাখায় ৩টি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। 

    বিভাগ বিষয় নম্বর পূর্ণনম্বর
    ইউনিট-B (মানবিক শাখা) বাংলা ৩৫  

    ১০০

    ইংরেজি ৩৫
    সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনিতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে।) ৩০

     

    জবি C ইউনিট

    ইউনিট-C বা বাণিজ্য শাখায় ৪টি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। 

    বিভাগ বিষয় নম্বর পূর্ণনম্বর
    ইউনিট-C (বাণিজ্য শাখা) হিসাব বিজ্ঞান ৩৫  

    ১০০

    ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫
    বাংলা ১৫
    ইংরেজি ১৫

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়বন্টন

    প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষার জন্য ১ ঘন্টা করে সময় বরাদ্দ। ১ ঘন্টার মধ্যে ১০০টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে। 

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা

    জবি A ইউনিটঃ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  A ইউনিট এর বিষয়ভিত্তিক আসনসংখ্যা নিম্নরূপ:

    বিষয় আসন সংখ্যা
    রসায়ন ৮০
    পদার্থবিজ্ঞান ৮০
    গণিত ৮০
    প্রাণীবিদ্যা ৮০
    পরিসংখ্যান ৮০
    উদ্ভিদবিজ্ঞান ৮০
    ভূগোল পরিবেশ ৮০
    মনোবিজ্ঞান ৮০
    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৫০
    অনুজীব বিজ্ঞান ৪০
    ফার্মেসি ৪০
    প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ৩০
    জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ২৫

     

    জবি B ইউনিটঃ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  B ইউনিট এর বিষয়ভিত্তিক আসনসংখ্যা নিম্নরূপ:

    বিষয়   আসন সংখ্যা
    বাংলা ৮০
    ইংরেজি ৮০
    ইতিহাস ৮০
    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৮০
    ইসলামিক স্টাডিজ ৮০
    দর্শন ৮০
    আইন ৮০
    অর্থনীতি ৮০
    রাষ্ট্রবিজ্ঞান ৮০
    সমাজবিজ্ঞান ৮০
    সমাজকর্ম ৮০
    নৃবিজ্ঞান ৮০
    গণযোগাযোগ ও সাংবাদিকতা ৮০
    লোক প্রশাসন ৮০
    ভূমি ব্যবস্থাপনা ও আইন ৬০
    এডুকেশন ৬০
    ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৪০

     

    জবি C ইউনিটঃ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের C ইউনিট এর বিষয়ভিত্তিক আসনসংখ্যা নিম্নরূপ:

    বিষয় আসন সংখ্যা
    মার্কেটিং ফিন্যান্স ২০০
    মার্কেটিং এন্ড ইনফরমেশন সিস্টেম ১৬০
    ম্যানেজমেন্ট স্টাডিজ ১৬০

     

    অন্যান্য ইউনিটের আসন সংখ্যা:

     

    বিষয় আসন সংখ্যা
    সংগীত ৪০
    চারুকলা ৪০
    নাট্যকলা ৪০
    ফিল্ম এন্ড টেলিভিশন ৩০

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়  আবেদনের প্রক্রিয়া

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা www.gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হবে। 

     

    ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • ৭০ টি লাইভ ক্লাস, ৭০টি ডেইলি এক্সাম, ১২টি উইকলি এক্সাম
  • দুই মাসের মধ্যে ঢাবি C Unit ভর্তি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি
  • সাপ্তাহিক Doubt Solve Class ও Final Model Test
  • বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ
  •  

    আবেদন ফি

    ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার অনুযায়ী, প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ১৫০০ টাকা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় নির্বাচন এর সময় আর কোনো ফি দেওয়া লাগবে না। 

     

    আবেদন ফি প্রদানের পদ্ধতি

     www.gstadmission.ac.bd ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন ফি দেওয়ার নিয়ম প্রকাশিত হবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই ভর্তি পরীক্ষার ফি প্রদান করা যাবে। ওয়েবসাইটে গিয়ে Pay Admission Fee- এ ক্লিক করে পেমেন্ট মেথড সিলেক্ট করে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের মাধ্যমে ভর্তি ফি প্রদান করা যাবে। 

     

    প্রবেশপত্র ডাউনলোড

    গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সময়সীমা উল্লেখ করা থাকবে। নির্দিষ্ট তারিখে www.gstadmission.ac.bd ওয়েবসাইটে আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে খুব সহজে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষার সময় এই প্রবেশপত্রের একটি প্রিন্ট কপি সাথে করে নিয়ে যেতে হবে। প্রবেশপত্রেই তোমার পরীক্ষার কেন্দ্র, কক্ষ নং, রোল নাম্বার দেয়া থাকবে। 

     

    ফলাফল

    প্রতি ইউনিটের ফলাফল GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা মানবন্টন থেকে দেখা যায় যে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধুমাত্র GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

    মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও জিপিএ মিলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ হবে। স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট আসনসংখ্যায় সর্বোচ্চ স্কোর এর মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

     

    ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

    ধরো সবগুলো ধাপ অতিক্রম করে তুমি ভর্তির জন্য নির্বাচিত হলে, তাহলে পরবর্তী ধাপ কী? নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হওয়া তাইতো? 

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে কাগজগুলো অবশ্যই মনে করে নিয়ে যাবে-

    • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীট
    • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
    • গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড
    • অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম
    • অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩-২০২৪ কবে প্রকাশিত হবে? 

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার কবে প্রকাশিত হবে এটা এখনো জানা যায়নি। তবে খুব শীঘ্রই গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে সকল তথ্য পাবলিশ করা হবে।  (www.gstadmission.ac.bd) ওয়েবসাইটেই ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে। 

     

    কিছু সাধারণ প্রশ্নের উত্তর

     

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

    উত্তর:  সদরঘাট, ঢাকা

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তর- ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কতগুলো ইউনিট আছে?

    উত্তর- গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় ৩টি ইউনিটের পরীক্ষা হয়ে থাকে।

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা কত?

    উত্তর- ২৭৬৫টি (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ৮২৫টি

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ১২৭০ টি

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা কত?

    উত্তর- ৫২০টি

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি গুচ্ছ পরীক্ষার আওতাভুক্ত?

    উত্তর- হ্যাঁ। ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে জবি গুচ্ছ পরীক্ষার আওতাভুক্ত

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ আবেদন করতে কত টাকা লাগে?

    উত্তর- ১৫০০ টাকা প্রাথমিক আবেদন ফি। এর বাহিরে আর কোনো ফি প্রয়োজন নেই।

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস কবে?

    উত্তর- ২০ অক্টোবর

    • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল কয়টি?

    উত্তর- ১১ টি

     

    শেষ কথা 

    এতোক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, ইতিহাস এবং ভর্তি তথ্য নিয়ে বেশ অনেকগুলো তথ্য তোমরা জেনেছ।  তোমার স্বপ্ন যদি জবির একটি সিট দখল করা হয়ে থাকে, তাহলে এখন থেকেই শুরু করো প্রস্তুতি। তোমার এই প্রস্তুতিতে টেন মিনিট স্কুল সবসময় পাশে আছে! 

     


    বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করো:


    আমাদের ফ্রি কোর্স সমূহঃ 


    ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করো:


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com 

    আপনার কমেন্ট লিখুন