Preposition Rules: একের মধ্যে সব

January 10, 2024 ...

Preposition নিয়ে আমাদের মনে একটা ভয় কাজ করে। What is preposition? এই প্রশ্নের উত্তরই অনেকের কাছে নেই। কোন শব্দের পর কী বসবে – এই নিয়ে নানা চিন্তায় নাজেহাল হই আমরা। এক্স্যাম হলে বসে অল্প সময়ে সেটা ভাবাও বেশ কঠিন। এজন্যে Preposition rules ভালোমতো শিখে এক্স্যামে ঠিকভাবে Preposition এর ব্যবহার উত্তর করতে হলে কিছু শর্টকাট শিখে ফেলতেই হয়!

What is Preposition? /Preposition কাকে বলে?

What is Preposition? কিংবা Preposition কী? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকেরই আছে? Preposition নাম থেকেই কিন্তু এর কাজ সামান্য আঁচ করা যায়। এটি Pre অর্থ পূর্বে এবং Position অর্থ বসবে। অর্থাৎ এটি NounPronoun -এর পূর্বে বসে তাদেরকে বাক্যের সাথে সংযুক্ত করে।

 

10 Examples of Prepositions

Prepositon তো অনেক আছেই! নিচেও তার একটি বড় তালিকা পেয়ে যাবে। এখানে ১০টি Preposition এর তালিকা দেয়া হয় যাতে শুরুতেই চিনে নিতে পারো এ জিনিসটি আসলে দেখতে কেমন। ১০টি Preposition হলো: at, in, on, of, for, from, to, between, after, before.

What is preposition, Preposition rules in bangla
Preposition Rules in Bangla
Source: pixabay.com

Learn Prepositions: কেন শিখবো?

Preposition ছোট ছোট কিছু শব্দ হলেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা Preposition -কে তেমন গুরুত্ব দিই না ছোট শব্দ হওয়ায়। কিন্তু একটি Preposition -এর জন্য পুরো বাক্যের অর্থই বদলে যেতে পারে। তাই Preposition -এর সঠিক ব্যবহার জানা খুবই জরুরি। এটি বাক্যকে করে তোলে অর্থবহ। পাশাপাশি এর কারণেই বাক্যে একটি ভালো তথ্যের সমাবেশ বসে।

উদাহরণস্বরূপ বলা যায়, বল ছুঁড়ে মারার ক্ষেত্রে to ও at-এর ব্যবহার আপনার জীবন বাঁচাতে পারে। নিচের আলোচনাটি খেয়াল করো:

  • Can I throw this ball to you?
  • Sure, thanks

এখন নিচের আলোচনাটি খেয়াল করো:

  • Can I throw this ball at you?
  • No, please don’t. It might hurt me.

উভয় ক্ষেত্রেই বল ছুঁড়ে মারার কথা ছিল। কিন্তু প্রথম ক্ষেত্রে to হওয়ায় ছুঁড়ে মারার দিক বোঝাচ্ছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কারো উপর বল ছুঁড়ে মারা বোঝাচ্ছে at হওয়ার কারণে! তাই জীবন বাঁচাতে চাইলে ভালো করে Preposition শিখতেই হবে!


Pronoun কাকে বলে

আরো পড়ুন: Pronoun কাকে বলে? কত প্রকার ও কী কী?


Preposition -এর কাজ কী কী?

Prepositions ছোট কিন্তু কাজের জিনিস। কিন্তু এগুলো ছোট এবং সরাসরি এগুলোর তেমন অর্থ না থাকায় আমরা প্রায়শই এগুলোকে ভুল জায়গায় ব্যবহার করে ফেলি। Preposition ব্যবহার করার সময় আমরা খুব একটা সতর্ক থাকি না। ফলে প্রায়শই ভুল হয়ে থাকে।

Preposition মূলত ২টি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সেগুলো হলো:

  • Preposition -এর প্রথম কাজ হলো Noun-কে বাক্যের অন্যান্য পদের সাথে সংযুক্ত বা কানেক্ট করা।
  • Preposition -এর দ্বিতীয় কাজ হলো Noun বা Pronoun (Person বা Object) -এর অবস্থান নির্ধারণ করা।

Preposition কত প্রকার?

Prepositions -কে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। ৩ ধরনের Prepositions হলো:

  1. Prepositions of Time
  2. Prepositions of Place
  3. Prepositions of Direction

Prepositions of Time

Prepositions of time মূলত ব্যবহার করা হয় কোন কিছুর সময় বোঝাতে অথবা কেউ কিছু কখন করবে সেটা বোঝাতে। এ ধরনের কিছু Preposition হলো: At, on, in, while, during etc.

Prepositions of Place

Prepositions of place মূলত ব্যবহার করা হয় কোন কিছুর অবস্থান বোঝাতে। এ ধরনের কিছু Preposition হলো: at, on, in, while, during etc.

Prepositions of Direction

Prepositions of direction are often used to specify the path or direction of something or someone. Direction prepositions include: under, over, right, left, and so on.

অনেকের থেকে প্রায়ই প্রশ্ন পাওয়া যায়, How to use preposition in a sentence? কিংবা How to learn preposition? সে প্রশ্নগুলোর উত্তরের জন্যই এই লেখা। Preposition এর শর্টকাট নিয়ম জানার আগে এর মুল নিয়মগুলো জেনে নেয়া জরুরি।

 

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    Preposition Rules in Bangla #1

    A preposition must have an object – Preposition কখনওই সঠিকভাবে ব্যবহার করা সম্ভব না, যদিনা এরসাথে সম্পর্কিত Noun ও Pronoun অবজেক্ট হিসেবে না থাকে। Preposition সবসময়ই একটি অবজেক্টের সাথে থাকবে। নতুবা এটা একটি Adverb হিসেবে কাজ কর্রবে। চলো কিছু উদাহরণ দেখা যাক:

    1. Sakib is in the kitchen. (‘in’ এর অবজেক্ট kitchen)
    2. You may come in. (‘in’ এখানে Adverb; তাই এর অবজেক্ট নেই)
    3. There was a car before him. (‘before’ এর অবজেক্ট ‘me’)
    4. I will catch up after the gym. (‘after’ এর অবজেক্ট ‘gym’)
    5. He called soon after. (‘after’ এখানে Adverb; তাই এর অবজেক্ট নেই)

    Preposition Rules in Bangla #2

    Must be placed before – Preposition শব্দটি ভাঙলে ‘Pre-Position’ পাওয়া যায়। যেটা দ্বারা বোঝা যায়, এটি কিছুর আগে বসবে। সাধারণত এমনই হয়। তবে, সবসময়ই এটি Noun ও Pronoun-এর আগে থাকে না। চলো একটি উদাহরণ দেখা যাক।

    1. I put the things in the box. (‘in’ বসেছে ’box’ Noun-টির  আগে)
    Preposition Rules in Bangla
    Preposition Rules in Bangla
    Source: Freepik

    Preposition Rules in Bangla #3

    The Pronoun following the Preposition should be an object form – Preposition পরবর্তী Noun ও Pronoun মূলত Prepositional Object তৈরি করে। তাই যদি কোন pronoun একটি preposition এর পরে বসে, তাহলে সেটা অবশই অবজেক্টিভ ফর্মে বসাতে হবে (I, she, they, etc.)। নিচের উদাহরণগুলো দেখ:

    • That gift was from them. (Preposition ‘from’-এর পর অবজেক্টিভ Pronoun ‘them’ বসেছে)

    Preposition Rules in Bangla #4

    Avoid ‘like’ when a verb is involved – Preposition ‘like’ দ্বারা বোঝায় ‘similar to’। এটা অবশ্যই Noun, Pronoun, বা Noun Phrase-এর সাথে ব্যবহার করা উচিত। কোন Subject বা Verb কখনওই এই ‘like’ preposition এর সাথে দেয়া উচিত না। নিচের উদাহরণগুলো দেখ:

    • সঠিক – She looks like her mother. (Noun ‘mother’ হল ‘like’ Preposition এর অবজেক্ট)
    • ভুল – She looks like her mother does. (‘like’-এর পর Noun + Verb বসানো থেকে বিরত থাকতে হবে)

    Preposition Rules in Bangla #5

    Subject বা Verb-এর মধ্যে তুলনা করতে ‘like‘ ব্যবহার না করে as, as if, as though বা the way-এসব ব্যবহার করা উচিত। নিচের উদাহরণগুলো দেখ:

    • ভুল – She looks like her mother does.
    • সঠিক – She looks the way her mother does.
    • ভুল – Do like he asks.
    • সঠিক – Do as he asks.
    • ভুল – She looks like she is angry.
    • সঠিক – She looks as if she is angry.

    Preposition Rules in Bangla #6

    Do not confuse preposition ‘to’ with infinitive ‘to’ – ‘To’ হলো যেমন একটি infinitive participle (to sing, to dance, etc.) এবং একটি preposition -ও বটে (to me, to Moscow, etc.). এখানে কয়েকটি উদাহরণ দেয়া আছে যার মাধ্যমে এ দুটোর পার্থক্য বোঝা সম্ভব। নিচের উদাহরণগুলো দেখ:

    ‘To’ যখন preposition-

    1. I am used to swimming.
    2. I look forward to seeing you. (‘see you’ নয় কিন্তু)

    ‘To’ যখন infinitive participle –

    1. I used to live in Australia.
    2. They love to dance.

    Preposition Rules in Bangla #7

    A Verb cannot be an object of a preposition – এই নিয়মটা একটু ঝামেলার মনে হতে পারে। অনেকেই এটা থেকে একটু কনফিউজড হতে পারো। কিন্তু বিষয়টা একদমই সহজ। নিচে কিছু উদাহরণ আছে, সেগুলো মন দিয়ে পড়লেই খুব সহজেই এই বিষয়টি তথা নিয়মটি বুঝে যাবে। তো, চলো এ নিয়ে কিছু উদাহরণ দেখে বিষয়টি সহজে বুঝে নিই:

    1. I like to swim.
    2. These goggles are for swimming.

     

    ঘরে বসে English Grammar

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • সঠিকভাবে ইংরেজি লিখতে প্রয়োজনীয় গ্রামারের সকল নিয়ম ও ব্যাখ্যা
  • একই গ্রামারের বিভিন্ন রকম বাস্তব উদাহরণ ও ব্যাখ্যা
  • English Grammar-এর সহজ থেকে জটিল বিষয়
  • ৪১টি ভিডিও, ৪১টি নোট, ২২ সেট কুইজ
  •  

    Preposition Rules in Bangla #8

    Do not confuse preposition ‘In’ and ‘Into Preposition নিয়মের শেষ নিয়ম এটি। এখানে আমরা শিখবো কী করে in এবং into এর মধ্যে পার্থক্য সৃষ্টি  হয়। দুটো দেখতে একইরকম মনে হলেও আদতে কিন্তু তা নয়। এ দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এখন আমরা সেটিই দেখব। ‘into’ Preposition তখনই লিখতে হবে যখন কোন কিছুর দিকে বোঝানোর মত এক্সপ্রেশন থাকবে। অন্যদিকে Preposition ‘in’ ব্যবহার করতে হবে যখন আমরা একটি অবস্থান বোঝাতে চেষ্টা করব।

    এই নিয়মটা একটু ঝামেলার মনে হতে পারে। অনেকেই এটা থেকে একটু কনফিউজড হতে পারো। কিন্তু বিষয়টা একদমই সহজ। নিচে কিছু উদাহরণ আছে, সেগুলো মন দিয়ে পড়লেই খুব সহজেই এই বিষয়টি তথা নিয়মটি বুঝে যাবে। তো, চলো এ নিয়ে কিছু উদাহরণ দেখে বিষয়টি সহজে বুঝে নিই:

    1. I swam in the pool. (এটি দ্বারা অবস্থান বোঝাচ্ছে)
    2. Look in the almirah. (এটি দ্বারা অবস্থান বোঝাচ্ছে)
    3. The cat jumped into the well. (এটি দ্বারা কোন একটি নির্দিষ্ট দিকে গমন বোঝাচ্ছে)
    4. He drove into the city. (এটি দ্বারা কোন একটি নির্দিষ্ট দিকে গমন বোঝাচ্ছে)

    noun কাকে বলে, classification of noun, noun চেনার উপায়, examples of noun phrase, material noun examples, noun কত প্রকারআরো পড়ুন: Noun কাকে বলে? জেনে নাও Noun-এর প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত!


    How to use Preposition in a sentence: 

    এবার শিখে নেয়া যাক Preposition এর শর্টকাট নিয়ম ব্যবহার করে English Sentance -এ এর ব্যবহার:

    Preposition এর শর্টকাট নিয়ম ১

    In, on, at এসবের প্যাচে পড়ে প্রায়ই উত্তর ভুল হয় আমাদের। সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়।

    1. Preposition before date & day: যখনই কোন বার দেয়া থাকবে, যেমন Sunday, Monday… তখন তার আগে on বসবে। কোন তারিখ যেমন ১৪ ফেব্রুয়ারি থাকলেও তার আগে on Preposition বসবে।
    2. Preposition before time: যেকোন জায়গায় যদি সময় দেয়া থাকে, যেমন 10.00 AM, 12.00 PM তখন তার আগে সবসময় at বসবে।
    3. Preposition before year and month: তবে আলাদা করে শুধু বছর থাকলে যেমন 1972, 1999 বা মাস যেমন June, July থাকলে তার আগে বসবে in।

    Preposition এর শর্টকাট নিয়ম ২

    একটা বৃত্ত ধরা হোক, যেটাকে আমরা বলতে পারি Preposition Circle। এখন এই বৃত্তের একটা ছবি আঁকিয়ে এখান থেকেই Preposition এর ব্যবহারগুলো বের করতে পারি, যেমন above/over হবে বৃত্তটির একদম ওপর দিয়ে। একদম নিচ দিয়ে যাবে under/beneath। লেখাটায় জুড়ে দেয়া ভিডিওটা থেকে জলজ্যান্ত সেই বৃত্তটিকে দেখে নিতে পারো!

    একটু নিয়ম করে ডেইলি যদি পড়তে থাকো, একসময় না একসময় এগুলো আয়ত্বে চলে আসবেই!

    Preposition এর শর্টকাট নিয়ম ৩

    আমরা সবাই জানি, কোথাও গেলে, যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। Preposition এর বেলাতেও ব্যাপারটা একই রকম। এখানে বাগড়া বাধায় towards। এই towards কিন্তু মোটেও to এর মতো না। towards মানে হলো কোন একটা ডিরেকশনে যাচ্ছে।

    Between আর Among এর মধ্যেও একই সমস্যা হয়। ব্যাপারটা আসলে সিম্পল। Between হয় যখন দুটি জিনিস বা দুজনের মধ্যে তুলনা করা হয়। Among হয় যখন দুই এর বেশি জিনিস নিয়ে তুলনা করা হয়ে থাকে।

    Preposition এর শর্টকাট নিয়ম ৪

    Since আর for এর সাথে till/until নিয়েও প্রায়ই বিবাদ লাগে। এখানে তোমাদেরকে দেখতে হবে, since হয় যখন কোন কাজ শুরু হচ্ছে। For হলো পুরো কাজের সময়টা। আর till/until হলো শেষ অবধি!

    Preposition এর শর্টকাট নিয়ম ৫

    এমন কিছু Preposition থাকে যেগুলো কোন নিয়মে পড়ে না। এদের Appropriate Preposition বলা হয়ে থাকে। যেমন able to, capable of, এগুলোর ব্যাপারটা হচ্ছে যে একটু নিয়ম করে ডেইলি যদি পড়তে থাকো, একসময় না একসময় এগুলো আয়ত্বে চলে আসবেই!

    বহুল ব্যবহৃত Preposition -এর তালিকা

    Learn prepositions using this table:

    List of Common Prepositions
    On At In Over
    Around Through Opposite to In front of
    Behind Beneath Beside Above
    Below Under Underneath Down
    Up Out With Into
    Onto Across After Before
    Near Among Along Between
    Toward Away From To
    Next to By Until About

     

    Preposition -এর উদাহরণ

    Prepositions এর ব্যবহার শিখতে (Use of Prepositions) উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই প্রশ্ন থাকে, How to use preposition in a sentence? এখন আমরা সেটিই শিখব। Learn prepositions uses and examples:

      1. We will be meeting on Friday.
      2. The supermarket will be closed from 9 p.m. to 9 a.m.
      3. Can you come after some time?
      4. I have kept the book I borrowed from you on the table.
      5. Musa hid behind the door.
      6. Can you place the red roses in between the white daisies?
      7. Khadiza was waiting in front of the EB office.
      8. Sarah ran towards her father the moment she saw him.
      9. Huraira jumped into the river to help his sister.
      10. Mina passed the book to Rina.
      11. We have been asked to work from home until the end of May.
      12. When will Priya be returning from London?
      13. Rasnu lives across the street.
      14. Jamal would be staying at his cousin’s place for the weekend.
      15. Ensure you keep all the toys back in place after you play.
      16. The circus was stationed opposite the river bank.
      17. Shemul sat beneath the trees.
      18. We spent the evening walking around the lake.
      19. See to it that you reach the venue on time.
      20. The medicines you asked for are out of stock.
      21. Make sure you fill in all the forms at once.
      22. Umar was able to finish it only with the help of his friends.
      23. Ayman will be going to the Mosque in the morning.
      24. She placed the plates on the dining table.
      25. Faruq found the cat hiding under the bed.
      26. Ashraful climbed onto the roof.
      27. Will you be with Hasan?
      28. I love sitting on the beach at night.
      29. Sadia met Maria by the lake.
      30. Farzana stood opposite Samia.

     

    নতুনরূপে অনলাইন ব্যাচ ২০২৪ (৬ষ্ঠ-১০ম শ্রেণি)

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • ৬টি বিষয়ের উপর ইন্টারেক্টিভ লাইভ ক্লাস
  • ডাউট সলভ ও প্রতিটি ক্লাসের লেকচার শীট
  • ডেইলি প্র্যাক্টিস ও উইকলি প্র্যাক্টিস
  • ডেমো অ্যাসাইনমেন্ট ক্লাস ও প্র্যাক্টিস
  • "

     

    শেষ কথা

    Preposition সহ English Grammar এর খুটিনাটি সবকিছুর ভয় কাটাতে আমাদের ‘ঘরে বসে English Grammar’-এ এনরোল করে শিখে ফেলো সমস্ত শর্টকাটগুলো! তাহলে আর Preposition এ তোমাকে আটকায় কে?


    English-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    নতুন কারিকুলামে ৬ষ্ঠ-৯ম শ্রেণির পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:


    ইংরেজি শেখার ফ্রি কোর্সগুলোতে এনরোল হতে ক্লিক করুন:


    ইংরেজি শেখার স্পেশাল কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    আপনার কমেন্ট লিখুন