ইংরেজিতে কীভাবে নিজের মতামত দিবেন

November 12, 2021 ...

আজকে আমরা শিখবো কীভাবে ইংরেজিতে খুবই সহজে আমরা আমাদের মতামত দিতে পারি। আমরা যে কোনো বিষয় নিয়ে আমাদের নিজেদের মতামত দিতে চাই, একদম প্রথমে আমাদের কী লাগে? আমাদের হয়তোবা ব্যক্তিগত মতামত দেওয়া লাগতে পারে!

ইংরেজিতে নিজের মতামত যেভাবে দিবেন

ব্যক্তিগত মতামত দেওয়ার কিন্তু কিছু খুবই সহজ পদ্ধতি আছে। একদম প্রথমটা হলো,

In my opinion, _________________.

এই কথাটি ব্যবহার করে আপনি যে বাক্যের মাধ্যমে আপনি আপনার মতামত দিতে চান সেই বাক্যটা শুরু করতে পারেন। হয়তোবা আপনি বলতে চান,

In my opinion, black is a better color than white.

খেয়াল করে দেখবেন যে, এটা কিন্তু শুধু আপনার মতামত। আপনার হয়তোবা কালো রংটা সাদা রং থেকে ভালো মনে হয়। আপনি আপনার মতামতটা দিচ্ছেন।

তাছাড়া কিন্তু আরও অনেকগুলো phrase (বাক্য) আছে যা দিয়ে আপনি আপনার মতামত দিতে পারেন। এরকম আরও একটি phrase হলো,

ইংরেজি phrase এর মাধ্যমে নিজের মতামত প্রকাশ

I feel that, _____________.

I feet that this bag is better than that one.

মানে, আমার মনে হয় এই ব্যাগটা অন্য ব্যাগটা থেকে ভালো।

খেয়াল করে দেখবেন যে, I feel that, In my opinion, এগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের ব্যক্তিগত মতামত দেওয়া শুরু করতে পারি।

সবার জন্য Vocabulary

ইংরেজি ভাষায় নিজের ভোকাবুলারি সমৃদ্ধ করুন সহজ কিছু টেকনিক ব্যবহার করে। মুনজেরিন শহীদের সাথে ভোকাবুলারি শিখে বিভিন্ন ইংরেজি টেস্টে ভালো স্কোর অর্জন করুন।

 

এরপর অনেক সময় কিন্তু আমরা কোনো কিছু নিয়ে আমাদের মতামত দিয়ে দেওয়ার পরে সেগুলো আরও অনেকগুলো কারণ দিয়ে দেখাতে হয় যে কেনো এটা আমাদের মতামত। সেক্ষেত্রে আপনি কীভাবে আপনি কারণগুলো বলতে পারেন?


কীভাবে ইংরেজিতে আবহাওয়া নিয়ে কথা বলবেন

আরো পড়ুন: কীভাবে ইংরেজিতে আবহাওয়া নিয়ে কথা বলবেন


I’m telling you all this because ___________________.

এর মানে হলো যে, আমি তোমাকে এগুলো বলছি কারণ _______________________।

এই dash আপনি কারণটা বসাবেন। মনে করেন আপনি অনেক কিছু বললেন। কিন্তু কেনো বললেন? মনে করেন আপনি যখন একটা কিছু হয়েছে তখন আপনি ঘটনাস্থলে ছিলেন। তখন আপনি বলতে পারেন যে,

I’m telling you all this because I was there when it happened.

মানে, যখন ঘটনাটা ঘটেছিল আমি তখন সেখানে ছিলাম।

এরকম আরও একটা বাক্য আছে যা দিয়ে কিন্তু আমরা আমাদের কারণগুলো বর্ণনা করতে পারি। সেটি হলো,

I base my arguments on _____________.

মানে, আমি আমার যুক্তিটা কিসের উপর ভিত্তি করে বলছি সেটা আমি এখন বলবো। এই dash এর মধ্যে আপনি আপনার কারণটা বলতে পারবেন। হয়তোবা আমি কিছু একটা বলছি কারণ আমি নিজের চোখে দেখেছি। কীভাবে বলতে পারি?

I base my arguments on the fact that I saw it with my own eyes.

মানে, আমি নিজের চোখে দেখেছি এবং এর উপর ভিত্তি করে এই কথাগুলো বলেছি।

খেয়াল করে দেখবেন, এখানেও আপনি আপনার কারণগুলো বসাবেন।

এরপরে মনে করেন যে কেউ একজন কিছু একটা বললো, এবং আপনি তাকে বলতে চান যে আপনি তার সাথে পুরোপুরি একমত। কীভাবে বলবেন?

You took the words right out of my mouth.

মানে, তুমি আমার মুখের কথাটা বলে ফেললি।

Opinion
Source: Daily Trojan

এটা আমরা সাধারণত তখনই বলি যখন আমরা তার সাথে খুব বেশি একমত হই। এর থেকেও খুব একটা সহজ বাক্য আছে যা দিয়ে আপনি যে কারো সাথে একমত সেটি প্রকাশ করতে পারেন। কীভাবে?

I strongly agree with you.

মানে, আমি খুব দৃঢ়ভাবে আপনার সাথে একমত।

কেউ যদি কোনো একটা মতামত দেয় , তখন আপনি এই বাক্য ব্যবহার করতে পারেন।

আপনি কিন্তু অনেক সময় কারো সাথে দ্বিমতও প্রকাশ করতে পারেন। কারো সাথে যদি আপনার মতামত না মিলে তখন আপনি বলতে পারেন,

যেভাবে ইংরেজিতে কারো সাথে দ্বিমত প্রকাশ করেতে পারেন

I’m sorry, but I’m of a different opinion.

মানে, দুঃখিত, আমার মতামত আপনার থেকে ভিন্ন।

আপনি যদি এটা একটু কঠিন মনে হয়, তাহলে কিন্তু আপনি একটু সহজেও বলতে পারেন যে আপনি কারো সাথে একমত নন।

I don’t agree with you about _________.

এখানে dash এর মধ্যে আপনি কী নিয়ে তার সঙ্গে একমত নন, সেটার কথা বলবেন। যেমন,

I don’t agree with you about this matter. 

মানে, এই বিষয়টি নিয়ে আমি আপনার সাথে একমত নই।

এরপর অনেক সময় এমন হয় না যে, যে কেউ এমন কোনো একটা বিশ্বাস হচ্ছে না, বা আপনার এটা নিয়ে সন্দেহ হচ্ছে। আপনি সেটা কীভাবে প্রকাশ করবেন?

কোন কিছু নিয়ে সন্দেহ হলে ইংরেজিতে যেভাবে প্রকাশ করবেন

I’m not convinced.

মানে, আমি এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছি না।

সবার জন্য Vocabulary

কোর্সটি করে যা শিখবেন:

  • মুখস্থ করা ছাড়াই ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় অসংখ্য শব্দ খুব সহজেই মনে রাখার বিভিন্ন পদ্ধতি।
  • বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা।
  •  

    এছাড়া কিন্তু আরও একটা বাক্য আছে যা ব্যবহার করে আপনি আপনার সন্দেহটা প্রকাশ করতে পারেন। সেটি কী জানেন?

    I doubt it.

    মানে, আমি এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।

    একদম শেষে আমরা সাধারণত আমরা কী করি? আমরা তখন পুরো বিষয়টা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, তাই না? কিন্তু আমরা সেটা কীভাবে প্রকাশ করতে পারি? আমরা যে একদম শেষে এসে গিয়েছি এটা আমরা বোঝাতে পারি এভাবে:

    Finally, ____________________________.

    Finally, I want to say that…

    মনে করেন যে আপনি অনেকক্ষণ কিছু একটা দিয়ে আপনি আপনার মতামত দিলেন এবং শেষে আপনি সংক্ষেপে আরও এক বার বলতে চাচ্ছেন। তখন কিন্তু আপনি খুব সহজে এই কথাগুলো এই বাক্যের মধ্যে বসিয়ে দিতে পারবেন।

    আরও একটা বাক্যের মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার মতামত সংক্ষেপে বলতে পারেন। কীভাবে?

    Summing up, _______________.

    মানে, সংক্ষেপে যদি বলতে চাই তাহলে, _____________________।

    আপনি এখানে বলতে পারেন,

    Summing up, I want to say that my opinion doesn’t match yours.

    মানে, সংক্ষেপে বলতে গেলে, আমি আপনার সাথে একমত না।

    অথবা, Finally, I want to say ______________.

    Finally, I want to say that my opinion doesn’t match yours.

    খেয়াল করে দেখবেন যে, Finally/Summing up এগুলো আমরা সাধারণত কথার শেষের দিকে এসে গিয়েছি, তখন ব্যবহার করি

    এরকম আরও আছে, যেমন,

    To sum up, ___________________.

    In conclusion, __________________.

    এরকম অনেকগুলো কিন্তু শব্দ আছে যা দিয়ে আপনি যে কথার শেষে এসে গিয়েছেন, সেটা বুঝতে পারবেন

    ঘরে বসে Spoken English

    দৈনন্দিন জীবনে Spoken English-এ পারদর্শী ও আত্মবিশ্বাসী হয়ে উঠুন। ইংরেজি বলায় দক্ষ হয়ে উঠতে এনরোল করুন “ঘরে বসে Spoken English” কোর্সে।

     

    খুব সহজ একটা ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখে ফেললাম যে কীভাবে আমরা সহজে ইংরেজিতে আমাদের মতামত দিতে পারি।


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন: 



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন