১০টি উপায়ে ইংরেজিতে Thank You ও Welcome বলা শিখুন

November 4, 2021 ...

আমরা সব সময় সেই সব মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ হই যারা আমাদের help করে, বা যাদের কারণে আমরা অনেক খুশি হতে পারি, তাই না? আমিও অনেক খুশি এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনাদের জন্য! এই জন্য আমি আজকে ৫টা different way তে ইংরেজিতে আপনাদের সবাইকে Thank You বলতে চাই।

ইংরেজিতে ধন্যবাদ দেওয়ার জন্য ৫ টি বাক্য

আপনাদের সবার support পেয়ে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি গত কয়েকদিন! এজন্য আমি ভাবলাম, কেননা আপনাদের সবাইকে আমি Thank You বলি, কিন্তু এমন ভাবে বলি যাতে আমরা সবাই একসাথে ইংরেজিও শিখতে পারি? চলুন শুরু করে দেই!

1. Thank you very much. – মানে অনেক ধন্যবাদ।

‘Thank you very much for supporting me.’

আমাকে support করার জন্য অনেক ধন্যবাদ!

2. I can’t thank you enough. মানে আমি যতবারই আপনাদের thank you বলি না কেন, সেটা কম হবে!

‘I can’t thank you enough for supporting my book, ‘Ghore Boshe Spoken English.’

3. I am very grateful. – মানে আমি অনেক কৃতজ্ঞ।

‘I am very grateful for your positive comments.’

মানে আমি আপনাদের positive comments পরে আমি অনেক কৃতজ্ঞ।

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    4. I really appreciate it. – এর মানে কিছুটা এমন যে, আমি অনেক কৃতজ্ঞ আপনার সহায়তার জন্য।

    ‘I really appreciate your feedback.’

    অনেক ব্যস্ততার মধ্যও কেউ যদি আপনাকে নিজের সময় দেন, তাহলে আপনি বলতে পারেন,

    ‘I appreciate your time.’

    আপনি আমাকে সময় দিলেন, এর জন্য আমি কৃতজ্ঞ।

    5. Thanks a ton/ Thanks a million/ Thanks a bunch. – এই তিনটিই অর্থ হলো অনেক অনেক ধন্যবাদ।

    Thanks a million for supporting me. Thanks a ton for helping me.’

    ইংরেজিতে কেউ ধন্যবাদ দিলে উত্তরে যা বলবেন

    এখন কেউ যদি আপনাকে এত সুন্দর করে Thank You বলে, আপনারও তো অনেক সুন্দর করে তাদের ইংরেজিতে Welcome বলতে হবে, তাই না?

    1. Anytime! – এর মানে হলো কোনো সমস্যা নেই, আবারও করে দিতে পারবো দরকার হলে। কেউ যদি আপনাকে বলে thanks a lot, আপনি বলতে পারেন, anytime!

    2. Don’t mention it. – মানে, আরে ভাই এত thank you বলা লাগবে না। কোনো সমস্যা নেই! কেউ আপনাকে বলল,

    ‘Thank you for your help.’ আপনি বলতে পারেন, ‘Don’t mention it.’

    Spoken English for Kids

    কোর্সটি করে যা শিখবেন

  • ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি
  • দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা
  • বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
  •  

    3. My pleasure.  এর মানে হলো আপনাকে help করে আমারই অনেক ভালো লাগছে।

    ‘Thank you for helping me’, ‘My pleasure!’

    4. Glad to be of help! মানে আপনাকে help করে আমার অনেক ভালো লেগেছে। কেউ যদি আপনাকে ‘Thank you for helping me’ বলে, আপনি বলতে পারেন, “Glad to be of help!”

    5. No worries! – মানে, কোন চিন্তা নেই। আমার কোনো সমস্যা হয়নি তোমাকে help করতে!

    ‘Thank you for dropping me home.’, ‘No worries!’

    আমাদের ঘরে বসে Spoken English বইটির 7th chapter এ আমরা এ বিষয়ে আলোচনা করেছি। আপনারাও আমাকে comment section এ জানান তো, আর কী কী way তে আপনারা কাউকে thank you বলতে পারেন? আমিও আপনাদের উত্তরের জন্য wait করবো!


    আমাদের ইংরেজি শেখার কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন