কীভাবে ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলবেন

November 19, 2021 ...

আজকে আমরা কথা বলবো টাকা নিয়ে!

আমাদের দৈনন্দিন অনেক কাজেই কিন্তু টাকা লাগে, তাই না? টাকা দেয়া লাগে, নেয়া লাগে, ধার দেয়া লাগে, খরচ করা লাগে। চলুন, আমরা দেখে নেই খুবই common কিছু বাক্য ও শব্দ যেগুলো দিয়ে আমরা শিখতে পারবো কিভাবে ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে পারি।

ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে common কিছু বাক্য ও শব্দ

1. Can I borrow 1000 taka from you?

আমি কি তোমার থেকে ১০০০ টাকা ধার নিতে পারি?

2. I can lend you 1000 taka.

আমি তোমাকে এক হাজার টাকা ধার দিতে পারি।

3. এখন আপনি যদি কারো থেকে টাকা ধার নিয়ে থাকেন, সে তাহলে আপনার থেকে টাকা পায়, তাই না? এটা কীভাবে বোঝানো যায়?

I owe you money. 

মানে, আপনি আমার থেকে টাকা পান।

I owe you 500 taka.

মানে আপনি আমার থেকে ৫০০ টাকা পান।

Personal Finance Course

কোর্সটি করে যা শিখবেন:

  • সবচেয়ে বেশি মুনাফা পাওয়ার জন্য বিনিয়োগ করার গাইডলাইন।
  • স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, DPS, FDR, সঞ্চয়পত্র ইত্যাদির ক্ষেত্রে বিনিয়োগের টিপস এন্ড ট্রিক্স।
  • রিটায়ারমেন্ট প্ল্যান ও ইমার্জেন্সি ফান্ড গঠন করার উপায়
  •  

    4.এখন আপনি যদি টাকা ধার করে বলতে চান যে, এই টাকাটা আপনি শোধ করে দিবেন।

    I will repay you the money.

    মানে, টাকা আমি আপনাকে শোধ করে দিবো।

    5. আপনারা কি কখনো কাউকে এটা বলতে শুনেছেন,

    Can I borrow 1K from you?

    অথবা, 

    Can I borrow 1 Grand from you?

    money transaction
    Source: BohatALA.com

    K অথবা grand আমরা অনেক সময় হাজার বুঝানোর জন্য বলি। যেমন 1k মানে ১০০০ টাকা। 10K মানে, ১০ হাজার টাকা। তেমনি, 1 grand মানে ১ হাজার টাকা। 10 grand ১০ হাজার টাকা।

    6. Do you have any change for 500 taka?

    মানে, আপনার কি ৫০০ টাকার খুচরা হবে? এখানে খেয়াল করে দেখেন, ৫০০টা change করে দিলে আপনি যেকোনো amount এর খুচরা চাইতে পারেন।

    7. বন্ধুদের থেকে treat চাইতে গেলে আমরা অনেক সময় বলি না, আমাদের টাকা নেই? এটা আমরা কীভাবে English এ বলতে পারি?

    I am short on cash.

    অথবা, 

    I’m low on cash.

    অথবা, 

    I’m broke.

    এই তিনটারই অর্থ হলো, দোস্ত আমার কাছে টাকা নেই।

    8. আমরা সবাই টাকা আয় করতে চাই বা উপার্জন করতে চাই, তাই না? এটা কীভাবে বলতে পারি আমার?

    I want to earn money. (আমি টাকা আয় করতে চাই।)

    অনেকে Informally কী বলে জানেন?

    I want to make money.

    9. আপনি যদি টাকা জমাতে চান, বলবেন,

    I want to save money.

    মানে, আমি টাকা জমাতে চাই।

    10. মনে করেন, আপনি জমাতে জমাতে বেশ ভালোই টাকা জমালেন। এখন আপনি চান, এই টাকাটা কোথাও বিনিয়োগ করতে। কীভাবে বলবেন?

    I want to invest money. (আমি টাকা বিনিয়োগ করতে চাই।)

    11. আমরা যখন বেশি টাকা খরচ করি ও আমাদের মা বলে, বেশি টাকা খরচ না করতে, সেটা কীভাবে বলতে পারি আমরা?

    Don’t spend so much money!

    মানে, এত টাকা খরচ করো না।

    এখন মনে করেন, টাকা খরচ করতে করতে আপনার এখন টাকা নাই। Loan নিতে হবে।

    12. আমি ব্যাংক থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছে। এটা কীভাবে আমরা English এ বলতে পারি?

    I took a loan of 20,000 taka from the bank.

    (Loan মানে ঋণ।)

    ঘরে বসে Spoken English

    কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    13. যে বেশি টাকা খরচ করে, তাকে কী বলা হয়, জানেন? Spendthrift.

    You spend so much money! You’re a spendthrift.

    মানে, আপনি অনেক টাকা খরচ করেন। আপনি spendthrift.

    14. যে আবার একটু কিপটা আর তার পকেট থেকে একদম টাকা বের হয় না, সে কী জানেন, ‘Miser.’

    Miser হলো যে অনেক কিপটা

    15. যে মনে করেন অনেক ভেবেচিন্তে টাকা খরচ করে সে কী জানেন? Thrifty.

    You spend money wisely. So you’re thrifty.

    মানে, আপনি অনেক চিন্তাভাবনা করে টাকা খরচ করেন। আপনি thrifty.

    16. কোনো কিছুর যদি দাম বেশি হয়, কী বলতে পারেন?

    It’s expensive,

    It’s costly.

    It’s pricey.

    সবগুলোর মানে হলো যে, জিনিসটা দাম অনেক বেশি।

    17. যদি কিছুর দাম কম হয় বা ঠিকঠাক হয়, কী বলতে পারেন?

    It’s cheap.

    It’s affordable.

    It’s reasonable.

    অথবা, it’s a fair price.

    এর অর্থ হলো যে, দামটা ঠিকঠাক।


    IELTS listening scoreআরো পড়ুন: জেনে নিন কাঙ্ক্ষিত IELTS Listening Score অর্জনের সেরা ৫ টেকনিক


    18. অনেক সময় আমরা যখন অনেক দামি কিছু কিনি, আমরা কেনার পর বুঝাতে চাই যে, দামটা ন্যায্য ছিল বা দামটা justified ছিল। কিভাবে বলতে পারি?

    It’s worth it.

    মানে, এই মূল্য এইটাই জন্য ঠিকই আছে।

    এই হয়ে গেল আমাদের টাকা নিয়ে সব আলাপ। আমাকে comment section এ জানান তো  টাকা নিয়ে আমরা আর কী কী ভাবে English এ কথা বলতে পারি? আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করবো!


    মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন