মায়ের সাথে ইংরেজি শিখুন

November 26, 2021 ...

Spoken English এর কথা আসলেই সবাই বলে আপু practice কার সাথে করবো। আমরা আমাদের মায়ের সাথে তো English এ practice করতে পারি তাই, না? And, আম্মুর সাথে কথা বলার থেকে better আর কী হতে পারে, right?

So, আজকে কথা বলবো আমি আমার মায়ের সাথে দৈনন্দিন কথোপকথন নিয়ে, চলুন শুরু করি!

মায়ের সাথে ইংরেজিতে কথা বলা

1. আমার মা আমাকে সব থেকে যে জিনিসটার জন্য ধরে সেটা হল, মুনজেরিন, তুমি তোমার ঘর গুছাচ্ছো না কেন?

Well, হ্যাঁ আমি একটু কম ঘর গুছাই। আমার ঘর গোছানো নিয়ে এখন আপনারা দেখেন তো যতটুকু দেখা যাচ্ছে ততটুকু বেশ গুছানো না? এখন frame এর বাইরে কী আছে সেটাতে আমরা নাই যাই!

আপনার মা আপনাকে এই ক্ষেত্রে কী বলতে পারে?

‘Munzereen, tidy your room!’ 

অথবা Munzereen, clean your room!

(মুনজেরিন, তোমার ঘরটি গোছাও!)

আপনি ভদ্র বাচ্চা হলে আপনি হয়তো বলবেন

“Yes, ammu, I’m doing it rightaway!”

(মানে, হ্যাঁ আম্মু আমি এক্ষুনি কাজটা করে ফেলছি।)

বা আপনি আমার মত ঢিলা হলে আপনি বলবেন,

“Okay ammu, I’ll do it soon!’

(মানে, আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে করছি।)

মায়ের সাথে ইংরেজি শিখুন
Source: Pexels

2. একটা জিনিস নিয়ে আমার আম্মু আমাকে সবসময় বলে, সেটা হলো আমার বিছানা গোছানোর কথা।

‘Munzereen, Make your bed.’

(এটার মানে হলো, মুনজেরিন, বিছানা গোছাও।)

এরপর আমি বলি,

‘Alright ammu, I’m doing it rightaway!’

(‘ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি করে নিচ্ছি।’)

3. গতকালকে ইফতারের আগে আমার মা আমাকে বলেছিলো, table টা গুছিয়ে ফেলতে, এটাও কিন্তু English এ বলা যায়।

‘Please clear the table.’

(মানে, টেবিলে যা যা রাখা আছে সেগুলো সরায় টেবিলটা গুছিয়ে ফেলো।)

টেবিল clear করার পর আমরা কী করব? টেবিলে প্লেট রেখে সাজিয়ে ফেলবো, right? তখন আমার মা বললো,

‘Munzereen, help me set the table.’ (‘মুনজেরিন, টেবিল সাজাতে আমাকে সাহায্য করো।’)

বা আমি যেহেতু অনেক ভালো বাচ্চা হয়ে গিয়েছি আমি আগেই বলে দিলাম,

“Ammu, I’ll help you set the table!”

(আম্মু, আমি তোমাকে টেবিল সাজাতে সাহায্য করছি!

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    4. এরপর ইফতারের পরে আমার মা বললো ওনাকে প্লেটগুলো clean করতে help করতে।

    আম্মু বললো, মুনজেরিন,

    ‘Do the dishes | Wash the dishes | Rinse the dishes’

    এই তিনটা অর্থ হলো প্লেটগুলো ধুয়ে ফেলো।

    আপনি যদি অনেক ভালো বাচ্চা হন, তাহলে আপনি কিন্তু নিজ থেকে help offer করবেন। আপনি কী বলবেন, জানেন?

    ‘I’ll help you do the dishes.’

    (আমি প্লেটগুলো ধুয়ে দিচ্ছি।)

    বা, ‘I’ll help you wash the dishes, rinse the dishes.’

    5. একটা জিনিস নিয়ে আমার মা এবং আমি জানি আমাদের সবার মা আমাদেরকে অনেক বেশি বলে। সেটা কী, জানেন?

    ‘Munzereen, please have your food on time!’ (‘মানে, মুনজেরিন, খাবার সময়মত খেয়ে নাও।’


    আরও পড়ুন: IELTS Speaking এর ভয়কে জয় করতে জেনে নিন সেরাদের সেরা কিছু টিপস!


    6. Last একটা জিনিস আমার মা আমাকে অনেক বলে ফোনে বেশি সময় spend ব্যয় না করতে। সেটা আমরা কীভাবে বলবো?

    ‘Munzereen, don’t spend so much time on your phone!’

    (মুনজেরিন, ফোনের ভেতর এত সময় নষ্ট করবে না।)

    মায়ের সাথে ইংরেজি শিখুন
    Source: Pexels

    এরকম কিন্তু আরো অনেক daily কথোপকথন হয়, right? আমাদের, ও আমাদের মায়ের মধ্যে? আমাকে এরকম কিছু কথা English এ লিখে দিন comment section এ! আমিও জানতে চাই কীভাবে আমরা আমাদের মায়েদের সাথেই Spoken English practice করতে পারি!


    IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

    1. Study Abroad Complete Guideline
    2. English For Everyday
    3. Academic English Grammar
    4. English Grammar Fundamentals 
    5. Pronunciation Mistakes
    6. Grammar Foundation Course

    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

    1. IELTS Course by Munzereen Shahid
    2. IELTS Mock Test Solutions by Munzereen Shahid
    3. ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
    4. সবার জন্য Vocabulary by Munzereen Shahid
    5. Spoken English for Kids by Munzereen Shahid

    IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস  পেতে ভিজিট করুনঃ


    বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ

    • Study Abroad Series | Higher Education | Munzereen Shahid

    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

     

    আপনার কমেন্ট লিখুন