সারভাইভাল গাইড: বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ৬ মাস কিভাবে টিকে থাকবেন

May 7, 2018 ...

(‌প্রথমেই একটা সতর্কবার্তা, “এই লেখাটি লেখার জন্য অনেক জ্ঞানী-গুণীর বাক্য ও বোধ ব্যবহার করা হয়েছে। সহজাত বাঙালিয়ানার কারণে অন্যকে ছোট করার প্রবণতা থেকে লেখা-সংশ্লিষ্ট ব্যক্তিদের অসম্মান কোনভাবেই কাম্য নয়।”)

নানান ঘাটের নানান মানুষ বিশ্ববিদ্যালয়ের এক ছাদের নিচে পড়তে আসে। নানান মন, নানান রঙের শিক্ষার্থীরা চড়াই-উৎরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখে। ভর্তি পরীক্ষা পরবর্তী কার্যক্রম শেষে ক্লাস শুরুর দিন থেকেই শুরু হয়ে যায় চার বছরের রেস-ঘোড়ার দৌড়।
1
বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটের জোর আর ব্রেইনের ধার দিয়ে ভর্তি হওয়ার পরে বেশ সংশয়ের কিছু জায়গা অনেক শিক্ষার্থীর থেকে যায়। সবাই তো ঢাকা কিংবা নামী স্কুল বা পরিবেশ থেকে আসে না। পরিবেশের প্যারামিটারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম বর্ষে দুভাগে ভাগ করা যায়: এক দল নুন, আরেক দল লবণ। এক দল ঝোল, আরেক দল শুরা! একদল ফারামগেট, আরেকদল ফার্মগেট-এটা নিত্য সত্য।
সবাই যেহেতু একই পরিবেশ থেকে আসে না, সেহেতু ভিন্নতা থাকেই। এক কথায়, যারা ঢাকার বাইরে থেকে আসে, শহর যাদের কাছে প্রথম, তাদের জন্যই এই লেখা।
এই লেখা বেশ Order Style-এ লেখা। Attacking স্টাইলে লেখা বলে কোন ক্ষেত্রে খারাপ লাগতে পারে। সেক্ষেত্রে একটা অনুরোধ করতে পারি, সবাই তো সব শিখে আসে না। বিষয়টা অনেকটা কমন সেন্সের মত-দেখে শিখতে হয়, নতুবা ঠেকে শিখতে হবেই। যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জড়তা বিভ্রাট কাটানোর জন্য এই লেখার চেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিসিএস ফরেন সার্ভিসের বন্ধু, বাংলাদেশ ব্যাংকের বড় ভাই-বন্ধু, সাংবাদিক, পুলিশ আর ব্যাংকে চাকরি করা এমন ৪০+ জনের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা থেকেই এই লেখাটি দাঁড় করানো।

প্রথম মাস

১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।

দ্বিতীয় মাস

১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকা শহরের নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে!


বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জয়ের নীল নকশা: কিছু অজনপ্রিয় টিপস!


তৃতীয় মাস

১. ২টি বই পড়তে হবে।
২. ২টি সিনেমা দেখতে হবে।
৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে!
৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।

ঘরে বসে Freelancing

কোর্সটি করে যা শিখবেন:

  • একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত গাইডলাইন।
  • আন্তজার্তিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (যেমন: Upwork, Fiverr) এ নিজের প্রোফাইল তৈরি এবং কাজ পাবার উপায়।
  • চতুর্থ মাস

    ১. ২টি বই পড়তে হবে।
    ২. ২টি সিনেমা দেখতে হবে।
    ৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
    ৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
    ৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
    ৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
    ৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে।
    ৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
    ৯. নিজের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর সুযোগ খুঁজতে হবে।
    ১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
    ১১. মেন্টর খুঁজতে হবে।
    ১২. ইমেইল লেখা শিখতে হবে।

    পঞ্চম মাস

    ১. ২টি বই পড়তে হবে।
    ২. ২টি সিনেমা দেখতে হবে।
    ৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
    ৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
    ৫. শুদ্ধ ইংরেজি শেখার জন্য আয়নার সামনে পরিচিত কোন একটি বিষয়ে ৫ মিনিট অনবরত ভুল-ভাল জড়তা নিয়ে কথা বলে যেতে হবে।
    ৬. কম্পিউটার শেখার জন্য প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে ৩০ মিনিট সময় দিতে হবে।
    ৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে।
    ৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
    ৯. নিজের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর সুযোগ খুঁজতে হবে।
    ১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
    ১১. মেন্টর খুঁজতে হবে।
    ১২. ইমেইল লেখা শিখতে হবে।
    ১৩. প্রেজেন্টেশন তৈরি করা শিখতে হবে।
    ১৪. ফরমাল ড্রেস পরা শিখতে হবে।
    ১৫. নেতিবাচক অবস্থা কাটানো শিখতে হবে।

    ষষ্ঠ মাস

    ১. ২টি বই পড়তে হবে।
    ২. ২টি সিনেমা দেখতে হবে।
    ৩. একটি ডকুমেন্টারি দেখতে হবে।
    ৪. শুদ্ধ বাংলা উচ্চারণের জন্য প্রতিদিন আয়নার সামনে ২ মিনিট টেলিভিশন সংবাদ পড়ার স্টাইলে কথা বলে যেতে হবে।
    ৭. প্রতিদিন ঢাকার শহরে নতুন ২টি রাস্তায় হেটে চলতে হবে।
    ৮. বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন একটি অপরিচিত সংগঠনের সদস্য হতে হবে।
    ১০. নিজের সত্যিকারের আগ্রহের দিকটিকে খুঁজতে হবে।
    ১১. মেন্টর খুঁজতে হবে।
    ১২. ইমেইল লেখা শিখতে হবে।
    ১৪. ফরমাল ড্রেস পরা শিখতে হবে।
    ১৫. নেতিবাচক অবস্থা কাটানো শিখতে হবে।
    ১৬. ডিজাইনিং কিংবা প্রোগ্রামিংয়ে নজর দিতে হবে।
    ১৭. সাইকেল চালানো কিংবা ব্যায়াম শুরু করতে হবে।
    ১৮. নোট নেয়া শিখতে হবে।
    ১৯. কোন বিষয়ে ওস্তাদ হয়ে উঠতে হবে।
    ২০. শহুরে কালচারগুলো ধীরে ধীরে আয়ত্ব করতে হবে।

    ঘরে বসে Freelancing

    ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জেনে এবং বিগিনার স্কিল শিখে শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আজই এনরোল করে ফ্রিল্যান্সিং শিখুন এবং স্বল্প সময়ে ঘরে বসে আয় শুরু করুন।

    এই লেখাটির অডিওবুকটি পড়েছে অভিক রেহমান।


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন: 



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


    ১০ মিনিট স্কুলের লাইভ এডমিশন কোচিং ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com/admissions/live/

    ১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: write@10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন