ইংরেজিতে কীভাবে পরিকল্পনা করবেন

January 2, 2022 ...

আজকে শিখবো কীভাবে খুবই সহজে ইংরেজিতে পরিকল্পনা করা যায়। খুবই সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করি।

লাঞ্চ/ডিনারের পরিকল্পনা

মনে করেন যে, আপনি কারো সঙ্গে একটা লাঞ্চ/ডিনারের পরিকল্পনা করছেন, আমরা এটা কীভাবে বলবো?

We should meet for __________ sometime.

We should meet for lunch sometime.

মানে, আমাদের কোনো এক সময় দেখা করে লাঞ্চ করা উচিৎ।

We should meet for dinner sometime.

মানে, আমাদের কোনো এক সময় দেখা করে ডিনার করা উচিৎ।

We should meet for coffee sometime.

মানে, আমাদের কোনো এক সময় দেখা করে কফি খাওয়া উচিৎ।

তাহলে আপনি যা করতে চাচ্ছেন, লাঞ্চ/ডিনার সে অনুযায়ী blank এর মধ্যে বসিয়ে দিলেই হবে।

মনে করেন যে, আপনারা লাঞ্চ বা ডিনার করার পরিকল্পনা হয়েছে এখন আপনারা কখন সেটা করছেন, সেটা নিয়ে এখন কথা বলতে হবে।

Let’s have ________ at __________.

Let’s have lunch at 4pm.

মানে, আমরা বিকাল ৪ টায় লাঞ্চ করতে পারি।

Let’s have dinner at 8pm.

মানে, আমরা বিকাল ৮ টায় ডিনার করতে পারি।

খেয়াল করে দেখবেন যে প্রথম blank এর মধ্যে যা করতে চাচ্ছেন সেটা বসাবেন এবং দ্বিতীয় blank e এ আপনি সময়টা বসিয়ে নিবেন।

এরপরে এমন হতে পারে যে আপনারা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিতে চাচ্ছেন বা ফুটবল/বাস্কেটবল খেলতে চাচ্ছেন বা মুভি দেখতে চাচ্ছেন। এই আবদারটা কীভাবে পরিকল্পনা করতে পারেন?

Do you want to catch up over a _________ tonight?

Do you want to catch up over a movie tonight?

Do you want to catch up over a football game tonight?

Do you want to catch up over a basketball game tonight?

এগুলোর অর্থ হলো যে, ফুটবল খেলে/বাস্কেটবল খেলে/মুভি দেখা নিয়ে আড্ডা দিবি?

Dash এ আপনি যা করতে চাচ্ছেন, সেটা বসালেই হবে। বাকি সব ঠিক থাকছে।

এরপরে মনে করেন যে আপনি হয়তোবা তাদের থেকে জানতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সময় বা দিন তাদের জন্য ঠিকঠাক হচ্ছে কী না। কীভাবে বলতে পারেন?

ইংরেজিতে কীভাবে পরিকল্পনা করবেন
Source: Dreamstime

নির্দিষ্ট সময় বা দিন নিয়ে আলোচনা

How about ___________?

How about Sunday?

How about Monday?

How about 4pm?

How about 8pm?

খেয়াল করে দেখবেন যে এই dash এ আপনি যে দিন বা সময়ের মধ্যে প্ল্যান করতে চাচ্ছেন সেটা বসাবেন।

এই বাক্যের পরে আরও একটা ছোট বাক্য বলতে হবে। সেটা কী জানেন?

Does that _________ you?

Does that suit you?

অথবা, Does that work for you?

দুইটারই অর্থও হচ্ছে তোমার জন্য এই সময়টা সুবিধা হয়?

আমরা প্রথমে তাদেরকে একটা সময় বলেছি, এরপরের বাক্যে তাদেরকে জিজ্ঞেস করেছি যে সেটা তাদের জন্য ঠিকঠাক আছে কি না। এই দুইটা বাক্য ব্যবহার করে সময় বা দিন তাদের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন যে তাদের সুবিধা হচ্ছে কী না।

এখন যদি কোনো কারণে পরিকল্পনাটা ক্যান্সেল করতে হয় সেটা কীভাবে বলবেন?

I afraid I can’t meet you.

মানে, আমি আসলে আপনার সঙ্গে দেখা করতে পারছি না, দুঃখিত।

Something _______ has come up.

Something important has come up.

মানে, কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ এসে পড়েছে।

Something urgent has come up.

এটার অর্থও একই।

দুইটা বাক্য যদি আমরা এক সাথে বলি,

I afraid I can’t meet you. Something important/urgent has come up.

এর অর্থ হলো যে, আমি দুঃখিত আপনার সাথে আমি দেখা করতে পারছি না, কারণ একটা জরুরী কাজ এসে পড়েছে।

এরপরে মনে করেন এমনও তো হতে পারে যে আপনি পরিবার বা বন্ধুরা মিলে একটা অনুষ্ঠান করছেন এবং সেখানে আপনি কাউকে দাওয়াত দিতে চাচ্ছেন। কীভাবে বলবেন?

কাউকে ইংরেজিতে আমন্ত্রন করার কৌশল

Tomorrow afternoon, we are having a small ____________ with family and friends. Why don’t you join us?

Tomorrow afternoon, we are having a small get-together with family and friends. Why don’t you join us?

অথবা, Tomorrow afternoon, we are having a small party with family and friends. Why don’t you join us?

বা, Tomorrow afternoon, we are having a small function with family and friends. Why don’t you join us?

আপনি যা বসাতে চান সেটা blank এ বসায় দিলেই হচ্ছে। দ্বিতীয় বাক্যটির অর্থ হচ্ছে, ‘আপনি কি আসবেন?’

অনেক সময় এমন হয় যে, আমরা অনেকজন মিলে একটা জায়গায় যাচ্ছি কিন্তু সেই আসল জায়গাটাতে যাওয়ার আগে আমরা অন্য কোথাও দেখা করে একত্র হয়ে তারপর সেখানে যেতে চাচ্ছি। এমনটা বলতে পারেন –

Let’s meet up in front of the ____________ at 8pm and walk to the ___________ together.

ধরে নিলাম যে আপনারা ৮ টায় দেখা করতে চাচ্ছেন।

Let’s meet up in front of the shop at 8pm and walk to the restaurant together.

এর মানে হলো, চলো আমরা ৮ টার সময় দোকানে দেখা করি তারপর আমরা রেস্তোরায় যাই এক সাথে।

আপনার জন্য যা প্রযোজ্য আপনি সেটা blank এর মধ্যে বসিয়ে দিলেই হচ্ছে। প্রথম blank এর মধ্যে আপনারা প্রথম যেখানে থেকে যেতে চাচ্ছেন সেটা বসাবেন এবং দ্বিতীয় blank এর মধ্যে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন সেটা বসাবেন। খেয়াল করে দেখবেন যে এখানে 8pm এর জায়গায় আপনি যে সময় যেতে চাচ্ছেন সেটা বসাতে পারবেন।

শেষ যে বাক্যটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, আপনার পরিকল্পনাটা হচ্ছে কী না সেটা কনফার্ম করতে চাচ্ছেন।

ইংরেজিতে কীভাবে পরিকল্পনা করবেন
Source: Unsplash

Are we still on for __________?

Are we still on for tomorrow?

মানে, কালকের প্ল্যানটা কি কনফার্ম হচ্ছে?

Are we still on for Friday?

মানে, শুক্রবারের প্ল্যানটা কি কনফার্ম হচ্ছে?

Are we still on for tonight?

মানে, আজকে রাতের প্ল্যানটা কি কনফার্ম হচ্ছে?

যখন আপনারা প্ল্যান কনফার্ম করতে চাচ্ছেন, সেটা জানতে হলে এই বাক্যটা ব্যবহার করে সেটা জানতে পারবেন।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন