আজকে আমরা শিখব কীভাবে আমরা ইংরেজিতে একজন নতুন বন্ধু বা নতুন ফ্রেন্ড বানাতে পারি। আমরা যদি একটা নতুন ফ্রেন্ড বানাতে চাই আমাদের অনেক কিছু নিয়ে তাদের সাথে কথা বলা লাগতে পারে। আজকে আমরা দশটা বাক্যের মাধ্যমে শিখব কীভাবে খুব সহজে ইংরেজিতে বন্ধু বা বান্ধবী বানাতে পারি। কীভাবে শিখতে পারি?
কথোপকথন শুরু করবেন কীভাবে?
একদম প্রথম সেন্টেন্স, আমরা কী বলবো?
Hi ___.
Hi, how are you?
এর মানে হলো, হাই তুমি কেমন আছো?
Hi, how are you doing?
এর মানে হল যে, তুমি কেমন আছো?
অথবা এটাও হতে পারে-
Hi, how do you do?
এরও মানে হল যে, তুমি কেমন আছো?
এরপর আমাদের কী বলা লাগতে পারে? আমরা হয়তো আমাদের নাম বলবো। কীভাবে বলতে পারি?
My name is __.
এখানে ড্যাশে আমার নাম যদি মুনজেরিন হয়, ওয়েট, আমার নাম তো মুনজেরিনই। সো আমি মুনজেরিন বসাবো।
My name is Munzereen.
এখানে আপনি ড্যাশে আপনার নাম বসাবেন। আপনার নাম যেটা সেটা বসিয়ে দিবেন।
আমরা কিন্তু লাস্ট ক্লাসে ওইটা নিয়ে কথা বলেছিলাম। ড্যাশে আমাদের নামটা বসিয়ে দেওয়ার পর তাদের নাম জানতে চাইবো। কীভাবে সেটা জানতে পারি?
What ___?
What about you?
এর মানে হলো, তোমার নাম কী?
অথবা
What is your name?
এর মানে হলো, যে তোমার নাম কী?
আমাদের নাম বলার পর আমরা কিন্তু ন্যাচারালি তাদের নাম বা তাদের নাম কী সেটা জানা লাগতে পারে। তখন আমরা এই প্রশ্নটা করতে পারি।
মনে করেন যে তারা তাদের নাম আপনাকে বললো কিন্তু আপনি প্রথমেই তাদের নামটা ঠিকমতো শুনেননি বা শুনতে ভুল করেছেন। যদি এরকমটা হয়ে থাকে যে আপনি তার নাম বলল কিন্তু আপনি শুনেননি বা বুঝেননি যে তাদের নাম কী আপনি কিন্তু আবার তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। কীভাবে?
I’m sorry I did not ___.
I’m sorry I did not catch your name.
এর মানে হলো, আমি সরি। আপনার নামটা আমি ঠিকমত শুনতে পারিনি।
I’m sorry I did not catch your name.
অথবা বলতে পারেন-
I’m sorry I did not get your name.
I’m sorry I did not hear your name.
খেয়াল করে দেখবেন সবগুলোর অর্থই কিন্তু এটা হলো যে আমি আপনার নামটা ঠিকমত শুনতে পাইনি। আপনি যদি চান তারা আরেকবার রিপিট করুক।
Could you repeat that?
অথবা
Could you say that again?
এভাবে কিন্তু আপনি তাদেরকে আরেকবার তাদের নাম বলার জন্য অনুরোধ করতে পারেন। বা রিকোয়েস্ট করতে পারেন।
এরপর আপনি কী করবেন? এরপর আপনি হয়তো বা তাদেরকে বলতে চান যে তাদের সাথে দেখা হয়ে আপনার ভালো লাগছে। কীভাবে বলতে পারেন?
__ to meet you?
আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। অথবা,
Great to meet you?
যে আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। আমরা ‘Good to meet you’ বলতে পারি। অথবা ‘So good to meet you.’ এটাও বলতে পারি। সবগুলোর অর্থ হলো, আপনার সঙ্গে আমার দেখা হয়ে অনেক ভালো লাগছে।
এরপরেও কিন্তু কথা বাড়ানো সম্ভব বা কথা আগানো সম্ভব। কীভাবে?
কথা আগাবেন যেভাবে
আপনি হয়তো তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তারা কোত্থেকে এসেছে বা তারা কোথায় থাকে বা কোন দেশে থাকে বা কোন দেশ থেকে এসেছে বা কোন গ্রাম থেকে এসেছে। কোন শহর থেকে এসেছে। কীভাবে জিজ্ঞেস করতে পারেন?
Where __?
Where do you come from?
যে, আপনি কোন দেশ থেকে এসেছেন, কোন শহর থেকে এসেছেন। অথবা
Where are you from?
এরও মানে হচ্ছে আপনি কোত্থেকে এসেছেন।
আপনি হয়তো এমন একটি ফ্রেন্ড বানাতে চাচ্ছেন যে অন্য দেশ থেকে এসেছে বা অন্য শহর থেকে এসেছে, অন্য জেলা থেকে এসেছে, আপনি কিন্তু সহজেই তাদের দেশ সম্পর্কে, তাদের শহর সম্পর্কে এই প্রশ্নটা করে জানতে পারবেন যে-
Where are you from?
অথবা,
Where do you come from?
এরপরে কিন্তু কনভারসেশন বা কথাবার্তা আগানো সম্ভব। কীভাবে?
এটা কিন্তু খুব কমন একটা situation যে মনে করেন আপনি একটা দেশে জন্মেছেন কিন্তু বড় হয়েছেন আরেকটা দেশে। এটা নিয়েও কিন্তু যখন আপনি নতুন করে বন্ধু বানাচ্ছেন তার সঙ্গে কথা বলতে পারেন। কীভাবে?
I’m originally from __ and now settled in __.
I’m originally from Bangladesh and now settled in America.
এর মানে কী হলো? যে ‘originally form Bangladesh’ মানে আমি বাংলাদেশে হয়তোবা জন্মেছি। ‘ Now settled in America’ মানে আমি এখন বর্তমানে আমেরিকাতে settle আছি৷ এটাও হতে পারে যে বাংলাদেশে হয়তোবা আমার শৈশবকাল কেটেছে। আমি যখন ছোট ছিলাম আমি তখন বাংলাদেশে ছিলাম এবং এখন আমি আমেরিকায় settled. এখন আমি আমেরিকায় থাকি।
খেয়াল করে দেখবেন, “I’m originally from __. ” এখানে আমি যে দেশে জন্মেছি সে দেশের কথা বলবেন। ‘Now settled in __.’ এখন আপনি বর্তমানে অন্য কোনো দেশে যদি settled থাকেন তাহলে সে দেশের কথা বলবেন।
আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, আপনার জন্ম একদেশে বড় হওয়া আরেকদেশে। কিন্তু বর্তমানে অন্য দেশে আছেন। তখন কিন্তু আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন।
এরপরেও কিন্তু কথার আগানো সম্ভব। কীভাবে?
নিজের সম্পর্কে বিস্তারিত জানবেন যেভাবে
আপনি কিন্তু তাদের পেশা সম্পর্কে বা তারা কী নিয়ে কাজ করে এটা নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন। কীভাবে?
I’m a __. What about you?
I’m a graphic designer. What about you?
I’m a teacher. What about you?
এটা কিন্তু খুব ইজি। আপনি আপনার পেশায় কী করেন, বা কী কাজ করেন সেটা বসাবেন blank টাতে এবং এরপর তাদেরকে জিজ্ঞেস করবেন তারা তারা কী করে?
What about you?
এরপরে কিন্তু আপনি চাইলে আপনার বয়স রিলেটেড কোন কথা যে আপনার বয়স কত বা তার বয়স কত! সাধারণত এটা খুব একটা হয় না বা যদি হয় তবে সেটাও কিন্তু আপনি ইংরেজিতে বলতে পারবেন। কীভাবে?
I’m __. How about you?
I’m 22. How about you?
মানে, আমার 22 বছর। আপনার বয়স কত?
হয়তোবা আপনি এটাও বলতে পারেন- I’m 22. জাস্ট 22 বললেও হবে। আবার ‘Twenty two years old’ বললেও হবে। আপনার যেটা বলার ইচ্ছা সেটা বললেই চলছে।
এরপর আপনি বলতে পারেন
How about you?
মানে, আপনার বয়স কত?
এরপরে আমরা যখন নতুন ফ্রেন্ড বানাই বা আমাদের যখন একজন নতুন ফ্রেন্ড হয় আমরা তাদের বার্থডে সম্পর্কেও জানতে চাইতে পারি।
কীভাবে?
When is your birthday?
মানে, আপনার জন্মদিন কবে?
এটা কিন্তু খুবই কমন। নতুন ফ্রেন্ড হলে আমরা তাদের বার্থডে সম্পর্কে জানতেই পারি। কীভাবে?
When is your birthday?
এরপরে মনে করেন যে আপনাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হলো। খুব ভালো ফ্রেন্ডশিপ হলে আমরা easily তাদের facebook id সম্পর্কে জানতে চাইতে পারি। হয়তোবা তাদের Instagram আছে না কি এটা নিয়ে জানতে পারি। তাদের ফোন নম্বর জানতে চাইতে পারি। ইমেইল এড্রেস জানতে চাইতে পারি। কীভাবে সেটা আমরা জিজ্ঞাসা করতে পারি?
It was great talking to you. May I have your___?
May I have your email address?
অথবা
May I have your Facebook id?
May I have your Instagram handle?
খেয়াল করে দেখবেন, আপনি প্রথমে বলেছিলেন
‘It was great talking to you.’ মানে, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে।
এরপর আমরা বলছি,
May I have your___?
এখানে ড্যাশে আপনি ফোন নম্বর চাইলে ফোন নম্বরের কথা বলতে পারেন। ইমেইল এড্রেস চাইলে ইমেইল এড্রেসের কথা বলতে পারেন। ফেইসবুক আইডি চাইলে ফেইসবুক আইডির কথা বলতে পারেন। যেটা চাচ্ছেন, সেটা বসিয়ে দিলেই হবে। আপনাদের যদি খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে থাকে আপনি এই বাক্যটা ইউজ করে easily তাদের contact information চাইতে পারেন৷
আজকে ১০টা ইজি বাক্যের মাধ্যমে আমরা শিখে গেলাম কীভাবে খুব সহজে চাইলে ইংরেজিতে আমরা নতুন ফ্রেন্ড বানাতে পারি। আমাকে এই বাক্যগুলো ইউজ করে একটা নতুন ফ্রেন্ড বানিয়ে নিচে কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদের সবার আন্সারের জন্য অপেক্ষায় থাকবো।
IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara
খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ
- Study Abroad Complete Guideline
- English For Everyday
- Academic English Grammar
- English Grammar Fundamentals
- Pronunciation Mistakes
- Grammar Foundation Course
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- IELTS Mock Test Solutions by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস পেতে ভিজিট করুনঃ
বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ
- Study Abroad Series | Higher Education | Munzereen Shahid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন