কীভাবে ইংরেজিতে দিকনির্দেশনা দিবেন ও নিবেন 

November 22, 2021 ...

আজকে আমরা শিখবো কীভাবে আমরা ইংরেজিতে দিক নির্দেশনা দিতে পারি এবং দিক নির্দেশনা নিতে পারি। মানে কীভাবে আমরা ইংরেজীতে Directions দিতে পারি, আর Directions নিতে পারি।

একদম প্রথমে আমরা আজকে শিখবো কীভাবে আমরা directions দিতে পারি। কেউ একজন যদি আমাদের কাছে এসে জানতে চায় যে কোনো একটা জায়গা কোথায়? তারা যদি আমাদের কাছ থেকে directions চায় বা দিক নির্দেশনা চায় তাহলে আমরা কীভাবে তাদেরকে সাহায্য করতে পারি! 

কেউ যখন directions চায়

একদম easy একটা দিয়ে শুরু করি। 

Go___

Go right

মানে ডানে যান। 

Go left. 

মানে বামে যান। 

Go across. 

মানে ওই পাড়ে যান।

হয়তোবা আপনি বলতে চান যে সোজা যেতে হবে। 

Go straight. 

খেয়াল করে দেখবেন, আপনার কিন্তু sentence এর  structure একদমই সেইম থাকছে। আপনি just ড্যাশে আপনার অনুযায়ী শব্দটা বসিয়ে নিচ্ছেন। তাহলে কিন্তু আপনার ডিরেকশন দেওয়া হয়ে যাচ্ছে।  

এরপর কিন্তু আরেকটা খুব সহজ way আছে। যে way দিয়ে আপনি directions দিতে পারেন। 

কীভাবে? 

 Turn ___. 

Turn left.

অথবা 

Turn right. 

Turn আমরা যখন use করি তখন আমরা এটা mean করি যে হয়তোবা তার কোনো একদিকে গিয়ে মোড় নিতে হবে। বা কোনো একদিক থেকে ঘুড়তে হবে। আমরা যখন turn left বলি তার মানে হয়তোবা বামে মোড় নিতে হবে। যখন আমরা turn right বলি তখন কিন্তু আমরা বলতে চাই যে তার হয়তোবা ডানে মোড় নিতে হবে। 

কীভাবে ইংরেজিতে দিকনির্দেশনা দিবেন ও নিবেন 
Source: Pexels

খেয়াল করে দেখবেন যে turn আপনি সবসময় তখনি direction হিসেবে use করবেন যখন হয়তোবা আপনার এটা বলতে হবে যে তার মোড় ঘুরা লাগবে বা একটু সামনে গিয়ে তার ডানে মোড় নেওয়া লাগবে, বামে মোড় নেওয়া লাগবে, তখন আপনি turn use করবেন। 

আজকের জন্য আমরা ধরে নেই কেউ একজন আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো যেকোনো একটা হসপিটাল কোথায়. 

The hospital is ___ the bank. 

The hospital is next to the bank. 

মানে হসপিটাল bank এর পাশে। 

হয়তোবা আপনি এটাও বলতে পারেন- 

Hospital is beside the bank.

এর মানেও হলো যে হসপিটাল bank এর পাশে। 

হয়তোবা হসপিটালটি bank এর উল্টা পাশে। সেক্ষেত্রে আপনি কী বলতে পারেন? 

The hospital is across the bank.

মানে হসপিটালটা bank এর ও পাড়ে বা অন্য পাড়ে। 

হয়তোবা হসপিটালটি bank এর সামনে৷ 

The hospital is infront of the bank. 

হয়তোবা হসপিটালটি bank এর পিছে। 

The hospital is behind  the bank. 

খেয়াল করে দেখবেন যেটাই হোক না কেন আপনি কিন্তু জাস্ট blank এর শব্দটা পাল্টালে আপনার পুরো sentence টা ready হয়ে যাচ্ছে। আপনার কিন্তু পুরো sentence এ আর কিছু পাল্টানো লাগছে না। 

হয়তোবা আপনি বলতে চান কোনো একটা জায়গা একটা নির্দিষ্ট রাস্তার উপরে। আপনি রাস্তার নাম টা বলতে চান। কীভাবে বলতে পারেন? 

It’s on ____ road. 

It’s on Mirpur road.    

It’s on Banani road.  

খেয়াল করে দেখবেন যে আপনি এখানে রাস্তার নামটা বসালেই হচ্ছে। As usual পুরো sentence এ কিন্তু কিছু change করতে হচ্ছে না। এটা আপনি তখনি use করতে পারবেন যখন কোনো একটা জায়গা, যে জায়গার ডিরেকশন কেউ আপনার কাছে চাচ্ছে সেটা একটা স্পেসিফিক রাস্তার উপর যে রাস্তার একটি স্পেসিফিক নাম আছে৷ সে রাস্তার নাম দিয়ে আপনি তাদেরকে রাস্তাটা চিনিয়ে দিতে পারবেন। 

এমনো কিন্তু situation হতে পারে যখন আপনি একদম exact একটা address দিতে পারছেন না। বা exact একটা location দিতে পারছেন না। হয়তোবা আপনার বলা লাগছে কোনো একটা জায়গার কিছু একটার আশেপাশে। তখন আপনি কী বলতে পারেন? 

It’s near the ___. 

It’s near the shop

মানে এটা দোকানের কাছাকাছি। 

It’s near the bank.  

মানে এটা bank এর কাছাকাছি। 

It’s near the bookstore.

যে জায়গাটা বইয়ের দোকানের কাছাকাছি।  সাধারণত এটা আমরা তখনি বলবো যখন আমাদের এলাকাটা হয়তোবা আমাদের একটু পরিচিত, হয়তোবা যে আমাদের থেকে directions চাচ্ছে তারও কিছু পরিচিত৷ সেক্ষেত্রে আমরা যদি তাকে বলি যে It’s near the shop বা It’s near the bank বা It’s near the bookstore সে কিন্তু বাকিটা বুঝে নিতে পারবে। এটা কিন্তু খেয়াল করে দেখবেন এতো specific না, একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছিনা যে ওই দোকানের পাশে। বা ওই বুকস্টোরের পাশে। এই স্টাকচারটা আমরা তখনি শুধু ব্যবহার করবো যখন আমরা যাকে directions দিচ্ছি সে মোটামুটি৷ হয়তো এলাকার সঙ্গে পরিচিত। 

অনেকক্ষণ তো আমরা directions দিলাম। তাই না? 

এখন আমরা direction চাওয়া শিখবো। 

মনে করেন আপনি বিদেশে কোথাও গেলেন। বা অপরিচিত একটা জায়গায় গেলেন। আপনার কিন্তু directions চাওয়া লাগতে পারে। যে একটা জায়গা আপনি চিনছেন না, একটা জায়গায় কীভাবে যেতে হয় সেটা সম্পর্কে জানার জন্য আপনার দিকনির্দেশনা চাইতে হতে পারে। তাই এখন আমরা শিখবো কীভাবে আমরা খুব সহজে directions বা দিকনির্দেশনা চাইতে পারি কারো কাছ থেকে। 

কারো থেকে directions চাওয়া

একদম সহজ দিয়ে প্রথমে শুরু করি। 

Where is the ___?  

Where is the shop?  

Where is the pharmacy?  

প্রথমটা মানে হলো যে দোকানটা কোথায়! 

Where is the pharmacyমানে ফার্মেসিটা কোথায়? 

যখন directly জানতে চাচ্ছেন যে একটা জায়গা কোথায় আপনি easily এই প্রশ্নটাই করতে পারেন যে 

Where is the ___?  

এখানে আপনি যে জায়গাটা সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই কিন্তু হবে।

 আপনি দোকান সম্পর্কে জানতে চাইলে- 

Where is the shop? যে দোকানটা কোথায়? 

ফার্মেসি সম্পর্কে জানতে চাইলে –

Where is the pharmacyমানে ওষুধের দোকানটা কোথায়? 

হসপিটাল সম্পর্কে জানতে চাইলে- 

Where is the hospital? মানে হসপিটালটা কোথায়। 

এটা কিন্তু খুবই easy. 

এখন মনে করেন আপনি হয়তো জানতে চাচ্ছেন একটা জায়গায় কীভাবে যেতে হয়। হয়তোবা আপনি জানতে চাচ্ছেন একটা দোকান আছে ওই দোকানটাতে আপনি কীভাবে যাবেন? হয়তোবা একটা বুকস্টোর আছে, ওই বুকস্টোরটাতে কীভাবে যাবেন। 

কীভাবে জিজ্ঞাসা করতে পারেন? 

How do I get to the ___?  

How do I get to the shop?

How do I get to the ___?  এই structure টা আমরা কখন use করি, যখন হয়তো আমরা এটা mean করতে চাচ্ছি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো আমি কী form of transport নিয়ে যাবো। আমি কি বাসে করে যাবো, নাকি রিক্সা করে যাবো, নাকি কোনো একটা জায়গা থেকে একটা পাবলিক transport use করে যাবো। সেটা যখন আমাদের জানতে হয় তখন আমরা এই How do I get to the ___? structure টি ইউজ করি। তখন আমরা আশা করছি, অন্য মানুষটা যাকে আমরা জিজ্ঞেস করছি সে আমাদেরকে বলবে যে হয়তোবা এখান থেকে বাস নিয়ে ওখানে যেতে হবে। বা সেখান থেকে একটা ট্রেন নিয়ে অন্য জায়গায় যেতে হবে। 

সো, How do I get to the ___? এখানে আপনি shop হলে shop বসাবেন, bookstore হলে bookstore, hopital হলে hospital। 

পুরো sentence এর structure কিন্তু সেইম থাকছে। 

কীভাবে ইংরেজিতে দিকনির্দেশনা দিবেন ও নিবেন
Source: Pexels

এই কিন্তু হয়ে গেলো খুব সহজ কতগুলা বাক্যের মাধ্যমে আমরা আজকে জেনে গেলাম কীভাবে আমরা directions বা দিকনির্দেশনা চাইতে পারি বা দিতে পারি। এবার কিন্তু আপনাদের পালা। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এর বাহিরে আর কী কী ইংরেজি বাক্য সম্পর্কে জানা লাগতে পারে। আমি কিন্তু আপনাদের সবার answer এর জন্য অপেক্ষায় থাকবো।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন