ইংরেজিতে কীভাবে অভিযোগ করবেন

January 20, 2022 ...

আজকে আমরা শিখবো কীভাবে আমরা খুব সহজে চাইলে ইংরেজিতে অভিযোগ করতে পারি। আমাদের কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় ইংলিশে complaint করা লাগে বা কিছু নিয়ে অভিযোগ করা লাগে। এ কারণে আমরা easy বাক্যের মাধ্যমে আজকে শিখবো কীভাবে আমরা ইংলিশে complaint করতে পারি বা অভিযোগ করতে পারি। 

ইংরেজিতে অভিযোগ করবেন যেভাবে

ইংরেজিতে কীভাবে অভিযোগ করবেন

একদম easy একটা দিয়ে শুরু করি। আপনার কিছু একটা নিয়ে হয়তো complaint আছে, আপনি একদম basic একটা sentence দিয়ে complain টা বলতে পারবেন বা complain কারো কাছে করতে পারবেন। কীভাবে?

I think there is a problem with ___.  

I think there is a problem with the shirt. 

আমি যে শার্টটা কিনেছি সেটায় কোনো একটা সমস্যা আছে। 

I think there is a problem with the drink. 

আমি একটা ড্রিংক কিনেছি, ওই ড্রিংকটাতে কোনো একটা সমস্যা হয়েছে। 

I think there is a problem with the tv. 

এমন হতে পারে যে আপনি কোনো একটা হোটেলে গেছেন, সেখানে রুমে টিভি কাজ করছে না। সেই টিভি টা নিয়ে যদি সমস্যা হয় তাহলে আপনি সহজে এই sentence টা বলতে পারেন যে 

I think there is a problem with the tv. 

খেয়াল করে দেখবেন, যেই ড্যাশটা আছে সেখানে আপনি যে জিনিসটা নিয়ে সমস্যা ফেইস করছেন সেই জিনিসটার কথা বসিয়ে দিলেই হবে। Over all sentence structure কিন্তু আমাদের as always same থাকছে। কোনো change আসছে না। 

ভদ্রভাবে অভিযোগ করবেন যেভাবে

ইংরেজিতে

আরেকটা খুব nice আর polite একটা way আছে যেটাতে আমরা easily complaint করতে পারি। আপনি যদি খুব nice way তে বা সম্মানজনক ভাবে একটা complain file করতে চান তখন আপনারা easily এই বাক্যটা use করতে পারেন। বাক্যটা কী? 

বাক্যটা হলো- 

I am sorry I have to say this but there is a ___. 

I am sorry I have to say this but there is a bug in my food. 

যে অনেক দুঃখজনকভাবে এটা শেয়ার করতে হচ্ছে যে আমার খাবারের মধ্যে আমি একটা পোকা পেয়েছি।

 I am sorry I have to say this but there is a hair in my drink. 

আমি একটা ড্রিংক নিয়েছি বা জুস নিয়েছি সেখানে আমি একটা চুল পেয়েছি। হয়তোবা আপনি একটা হোটেলে থাকছেন এবং আপনার হোটেল রুমে একটা ইঁদুর ঢুকে পড়েছে। কীভাবে আপনি বলতে পারেন? 

I am sorry I have to say this but there is a rat in my room. 

খেয়াল করে দেখবেন overall sentence structure আপনার জন্য একদমই সেইম থাকছে। 

স্ট্রাকচারটা কী? 

I am sorry I have to say this but there is a ___. 

এখানে ড্যাশে আপনি যেটা নিয়ে সমস্যা ফেইস করছেন শুধু সেটা বসিয়ে দিলেই হবে। আপনার over all sentence এর স্ট্রাকচার কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে না। 

নির্দিষ্ট কিছু চাইলে যা করবেন

এরপর মনে করেন আপনি নির্দিষ্ট কিছু একটা চাচ্ছেন। হয়তোবা আপনি চাচ্ছেন আপনাকে ম্যানেজারের সাথে কথা বলিয়ে দেয়া হোক। হয়তোবা চাচ্ছেন আপনার টাকাটা ফেরত দেয়া হোক। হয়তোবা চাচ্ছেন আপনার খাবারে যে সমস্যা হয়েছে সেটা replace করে দেওয়া হোক। 

Could you please ____?  

Could you please reimburse me? 

মানে, আমার টাকাটা কি আমাকে ফেরত দেওয়া যাবে? 

Could you please replace my food? 

আমার খাবারটা কি replace করে দেওয়া যাবে? 

Could you please connect me with the manager? 

আমাকে কি ম্যানেজারের সাথে কানেক্ট করিয়ে দেওয়া যাবে?

খেয়াল করে দেখবেন,  ম্যানেজারের সাথে কানেক্ট করিয়ে দেওয়া, খাবার replace করে দেওয়া বা টাকা ফেরত দেওয়া এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু আপনি ফেইস করতে পারেন। আপনি হয়তোবা এর বাহিরেও কোনো সমস্যা ফেইস করতে পারেন। 

Could you please___ এই স্ট্রাকচারে ড্যাশে আপনি আপনার সমস্যাটা বসাবেন। আর বাকি সব কিছু সেইম থাকবে। আপনার অনুযায়ী আপনি যে সমস্যা ফেইস করছেন বা ভিন্ন সমস্যা হতে পারে সেই সমস্যাটার কথা বসিয়ে দিলেই হবে। Sentence এর স্ট্রাকচার একদম সেইম থাকবে। 

নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে যা বলবেন

হয়তোবা আপনি কারো বিরুদ্ধে complain করতে চাচ্ছেন। সেটা কীভাবে করতে পারেন? 

I would like to file a complaint against ___. 

I would like to file a complaint against the waiter. 

যে আমি waiter এর বিরুদ্ধে complaint করতে চাই। 

I would like to file a complaint against the manager. 

যে আমি ম্যানেজারের বিরুদ্ধে Complaint করতে চাই। 

খেয়াল করে দেখবেন, আপনি যার বিরুদ্ধে complaint করতে চাচ্ছেন শুধু তার কথাটা blank এ বসিয়ে দিলে হবে। পুরো sentence এর structure কিন্তু আমাদের as always same থাকছে। Structure টা কী? 

I would like to file a complaint against the manager. 

ড্যাশে যার বিরুদ্ধে complaint করছেন শুধু সেটা বসিয়ে দিলে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে৷ 

রপর মনে করেন আপনার একটা সমস্যা অনেকক্ষণ ধরে সমাধান হয়নি সেটা unacceptable বা সেটা একদমই গ্রহণযোগ্য নয়। কীভাবে বলতে পারেন? 

It is ___ that the problem has not been solved yet. 

It is unacceptable that the problem has not been solved yet.  

অথবা 

It is unfortunate that the problem has not been solved yet. 

অথবা আপনি এটাও বলতে পারেন যে 

It is regrettable that the problem has not been solved yet. 

খেয়াল করে দেখবেন, অনেক সময় এমন হয় যে একটা ছোট সমস্যা হয়েছে। আর সমস্যাটা সলভ করা হয়নি৷ বা সময়মতো সলভ করা হয়নি৷ এবং আপনি বলতে চান এটা একেবারেই acceptable না। বা একেবারেই গ্রহণযোগ্য না। সেটা কিন্তু একেবারেই easily এই একটা বাক্যের মাধ্যমেই বলতে পারেন। ড্যাশে আপনি unfortunate বসাতে চাইলে unfortunate বসাবেন। Unacceptable বসাতে চাইলে unacceptable বসাবেন। অনেকসময় যখন প্রব্লেম সলভ করতে অনেক লেট হয় আমরা এটা বলতে চাই – ‘এতো দেরি করছেন, এটা কিন্তু একদমই acceptable না।’  তখন কিন্তু আমরা সহজে এই বাক্যটা ইউজ করতে পারি৷ 

এরপর মনে করেন আপনি যে ব্যক্তির বিরুদ্ধে complain করছেন সে আসলে কী করেছে সেটা বলতে চান। সেটা কীভাবে ইংলিশে বলতে পারেন? 

The person I’m complaining against __.     

The person I’m complaining against misbehaved. 

যে- আমি যাকে নিয়ে complain করেছি, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা misbehave.  করেছে। 

The person I’m complaining against __.  এখানে আমি এটাও বলতে পারি The person I’m complaining against did not listen to my issue.  

যে আমার একটা সমস্যা হয়েছিলো আমি তাকে এটা সস্পর্কে বলেছিলাম কিন্তু সে আমার কথাটা শুনেনি বা সে আমার ইস্যু সম্পর্কে শুনেনি। আমি এই কারণে তার বিরুদ্ধে complain করছি। 

আপনি কিন্তু যার বিরুদ্ধে complain করছেন তার কথাটা ড্যাশে বসিয়ে দিলেই হবে। আমাদের কিন্তু পুরো sentence টা সেইম থাকছে৷ 

Sentence টা কী? 

The person I’m complaining against __.

ড্যাশে বসাবেন, সে কী করেছে যে স্পেসিফিক reason টার জন্য আপনি তার বিরুদ্ধে অভি্যোগ করছেন। বাক্যের বাকি সবকিছু কিন্তু একদমই সেইম থাকছে। 

এই কিন্তু হয়ে গেলো কীভাবে আমরা খুবই সহজে চাইলে ইংরেজিতে যেকোনো কিছু নিয়ে অভি্যোগ করতে পারি বা complain করতে পারি। 

আপনারা কিন্তু এই বাক্যগুলো ইউজ করে নিচে কমেন্ট সেকশনে যেকোনো কিছু নিয়ে complain করে দেখানতো ইংলিশে। আমি কিন্তু আপনাদের আন্সারের অপেক্ষায় থাকবো। 


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন