কীভাবে ইংরেজিতে একজন মানুষের বর্ণনা দিবেন

January 6, 2022 ...

আমাদের কিন্তু অনেক কারণেই অনেক কিছু বর্ণনা করা লাগে অনেক সময়, right? হয়তোবা কারোর কাছে একজন ব্যক্তির বর্ণনা দেয়া লাগতে পারে। বা কারোর কাছে কোন event এর বর্ণনা দেয়া লাগতে পারে। বা আমরা কোন জায়গা থেকে ছুটি কাটিয়ে এসেছি, সেই জায়গাটির বর্ণনা দেয়া লাগতে পারে। So, আজকে আমরা শিখব কীভাবে English এ just ৬টি step দিয়ে কীভাবে যেকোনো ব্যক্তির বর্ণনা দিতে পারি।

এমন কারো কথা চিন্তা করুন, যাকে আপনি ভালো করে চিনেন। মনে করেন আপনার family’র কেউ, বা আপনার বন্ধু বা আপনার office এর কেউ। এমন একজনকে আপনি যদি কারো কাছে describe (বর্ণনা) করতে চান ইংরেজিতে, তাহলে কীভাবে করবেন?

কাউকে describe করতে পারা কিন্তু অনেক important; কিছু কিছু exam যেমন IELTS speaking exam এ কিন্তু আপনাকে বলতেই পারে একজন ব্যক্তিকে ইংলিশে describe করতে। এটা খুবই কমন question. So, Step 1 টা দেখি, নাকি?

5 টি step এ একজন মানুষকে বর্ণনা করা

Part 1: সে দেখতে কেমন?

Appearance (চেহারা, রূপ) বা সে দেখতে কেমন, এটা নিয়ে কথা বললে আমরা প্রথমে কথা বলতে পারি তার –

Step 1: Height (উচ্চতা) এবং build (গঠন):

মানে উচ্চতা এবং গঠন নিয়ে বর্ণনা।

My brother is tall and well-built. মানে, আমার ভাই লম্বা এবং শক্তিশালী।

Step 2: Hair

সেই মানুষটার চুল describe করুন এখন।

He has short, black hair, but he is going bald fast. – মানে তার মাথার চুল ছোট এবং কালো কিন্তু সে খানিকটা টাক হয়ে যাচ্ছে।

অথবা, She has long, curly hair. তার চুল লম্বা এবং কোঁকড়ানো।

Step 3: Identifying feature: (শনাক্তকারী বৈশিষ্ট্য)

Appearance নিয়ে আমরা আর কী বলতে পারি বলেন তো? মনে করেন আপনি চান যে আপনার description (বর্ণনা) শুনে আমি এই মানুষটাকে চিনে ফেলি। তাইলে কী কী বলতে পারেন আপনি?

অনেক ways আছে but here are some examples:

He has a long scar in his left eye. মানে তার বাম চোখে একটা লম্বা দাগ আছে।

So, এখন আপনার কাছে এই মানুষটা নিয়ে তিনটা বাক্য হলো না? এখন আপনি কী করবেন জানেন, তিনটা বাক্য এখন আপনি জোড়া লাগাবেন।

My brother is tall and well-built. He has short, black hair, but he is going bald.

He has a long scar in his left eye. 

এই হয়ে গেলো আপনার ভাইয়ের description. Of course, আরও অনেক বানানো possible.

Step 4: Describing positive/negative characteristics

মানে ব্যক্তিটাকে নিয়ে আমরা এখন কিছু ভালো কথা add করবো।

চলেন কিছু positive শেখা যাক তাহলে। আমরা বলতে পারি মানুষটা অনেক –

Kind (সহৃদয়বান)

অথবা He is a really funny person- সে অনেক funny. মানে সে সব সময় সবাইকে অনেক হাসাতে পারে।

অথবা সে অনেক honest (সৎ)

Step 5: 1/2ta example add করেন

For example, শুধু এটা বললেন না যে, He is funny. Example দেন। My brother is really funny. He often makes jokes at the wrong moment. মানে সে অনেক সময় ভুল সময়ে ভুল joke করে।

যেমন আপনি positive কথা বলেন, সেভাবে কিন্তু negative description ও করতে পারেন।

He is an honest guy. এটার negative হতে পারে, he is a dishonest guy. মানে সে সৎ ব্যক্তি না।

এরকম আরো negative adjectives হয় কিন্তু। যেমন, He is moody. He is grumpy.

Step 6: আপনাদের সম্পর্ক নিয়ে কিছু বলতে পারেন

My brother and I are very close. We share everything with each other. মানে আমরা এত close যে আমরা দুইজন সবকিছু share করি।

1. My brother is tall and well-built. (আমার ভাই লম্বা এবং শক্তিশালী।)

2. He has short, black hair, but he is going bald.  (তার মাথার চুল ছোট এবং কালো কিন্তু সে খানিকটা টাক হয়ে যাচ্ছে। )

3. He has a long scar in his left eye. (তার বাম চোখে একটা লম্বা দাগ আছে।)

4. He is a really funny person. (সে সব সময় সবাইকে অনেক হাসাতে পারে।)

5. He often makes jokes at the wrong moment. (সে অনেক সময় ভুল সময়ে ভুল রসিকতা করে।)

6. My brother and I are very close. We share everything with each other. (আমরা এত ঘনিষ্ঠ যে আমরা দুইজন সবকিছু শেয়ার করি।)

কীভাবে ইংরেজিতে একজন মানুষের বর্ণনা দিবেন
Source: IELTS Fever

হয়ে গেল না আমাদের description? এরকম ছয়টা step এ কিন্তু আপনি যেকোনো কাউকে English এ describe করতে পারেন।

আগামী ক্লাসে কি আমরা আরো কিছু জিনিস কে English এ describe করা শিখবো? আপনারা বলেন!


IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

  1. Study Abroad Complete Guideline
  2. English For Everyday
  3. Academic English Grammar
  4. English Grammar Fundamentals 
  5. Pronunciation Mistakes
  6. Grammar Foundation Course

আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

  1. IELTS Course by Munzereen Shahid
  2. IELTS Mock Test Solutions by Munzereen Shahid
  3. ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
  4. সবার জন্য Vocabulary by Munzereen Shahid
  5. Spoken English for Kids by Munzereen Shahid

IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস  পেতে ভিজিট করুনঃ


বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ

  • Study Abroad Series | Higher Education | Munzereen Shahid

১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

 

আপনার কমেন্ট লিখুন