ইংরেজিতে কীভাবে অনুষ্ঠান হোস্ট করবেন

November 14, 2021 ...

আজকের ক্লাসে আমরা শিখবো কীভাবে আমরা ইংরেজিতে অনুষ্ঠান হোস্ট করতে পারি। আমাদের অনেকসময় অনুষ্ঠান হোস্ট করা লাগে যেমন: কলেজের একটা অনুষ্ঠান, স্কুলের একটা অনুষ্ঠান, অফিসের একটা অনুষ্ঠান। More often, আমাদের এই অনুষ্ঠানগুলো ইংরেজিতে হোস্ট করা লাগে। আমরা অনেকেই হোস্ট করা নিয়ে ভয় পাই। তার উপর যখন ইংরেজিতে হোস্ট করতে বলে অনুষ্ঠান তখন আমরা আরো বেশি ভয় পাই। আজকে আমরা একদম সহজ কিছু বাক্যের মাধ্যমে শিখবো কীভাবে আমরা খুব সহজে যেকোনো জায়গায়, যেকোনো অনুষ্ঠান ইংরেজিতে হোস্ট করতে পারি।

একদম শুরুতে আপনার কী করা লাগতে পারে? একদম শুরুতে নিশ্চয় আপনার পরিচয় দেওয়া লাগতে পারে একটা হোস্ট হিসেবে অনুষ্ঠানে। আপনার নিজের নামটা বলা লাগবে। কীভাবে বলতে পারেন? 

অনুষ্ঠান হোস্ট করতে প্রথমে ইংরেজিতে নিজের পরিচয় দেয়া

Hello, everyone. My name is __ and I am your host for the __.

Hello, everyone. My name is Munzereen and I am your host for the evening.

অথবা ,

I am your host for the morning.

I am your host for the night.

আপনার ইভেন্ট সকালে হচ্ছে নাকি দুপুরে হচ্ছে নাকি রাতে হচ্ছে তার উপর ভিত্তি করে আপনি Morning, Afternoon, Evening, Night এগুলো বসাতে পারেন। প্রথম blank এ কী বসাবেন, আপনি? প্রথম blank এ নাম বসাবেন আপনার। 

Hello, Everyone my name is Diponkor, Anisha, Ihtisham, Pranto. অনেক কিছু বসানো যায়। আপনি আপনার নামটা বসাবেন। এবং দ্বিতীয় blank এ আপনার অনুষ্ঠানটা কোন সময় হচ্ছে, সেটা বসাবেন।  

 I am your host for the evening, morning. I’m your host for the night. 

 Evening বলবেন যখন সন্ধ্যায় অনুষ্ঠান হচ্ছে। Morning বলবেন যখন সকালে অনুষ্ঠান হচ্ছে। এবং night বলবেন যখন রাতে অনুষ্ঠান হচ্ছে। 

 এরপর আপনি কী বলতে পারেন? এরপর আপনি আপনার হোস্টিং আরেকটু আগাতে পারেন এটা বলে যে- 

Today, we are all gathered here in ___, which is the perfect place to host such an event.    

খেয়াল করে দেখেন, 

Today, we are all gathered here in Chottogram,  which is the perfect place to host such an event.   

মানে আজকে আমরা সবাই মিলে চট্টগ্রামে একত্রিত হয়েছি এবং এ জায়গাটা এমন একটি অনুষ্ঠানের জন্য সেরা। খেয়াল করে দেখবেন, এই ড্যাশটাতে আপনি ঢাকা বসাতে পারেন, চট্টগ্রাম বসাতে পারেন, সিলেট বসাতে পারেন, বরিশাল বসাতে পারেন। আপনি যে জায়গায় অনুষ্ঠান হচ্ছে সে জায়গার নাম বসিয়ে দিলেই হচ্ছে। 

 আপনি  যখন হোস্ট করা শুরু করছেন, সেই জায়গাটার সম্পর্কে একটু ভালো কথা আপনার বলতে হবে যাতে পুরো প্রোগ্রামটা একটা পজিটিভ মুডে শুরু হয়, বা পুরো প্রোগ্রামটা খুশি খুশি ভাবে শুরু হয়। আপনি জায়গাটাকে একটু praise করবেন বা প্রশংসা করবেন। তখন কিন্তু সহজে আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন যে- 

Event place নিয়ে ইংরেজিতে কথা বলা

 Today we are all gathered here in __, which is the perfect place to host such an event. 

যে এই জায়গাটা এই ইভেন্ট হোস্ট করার জন্য একদম সেরা। 

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

     এরপর আপনি কী বলতে পারেন? আপনি বলতে পারেন- 

    It is my __ to be a part of this event. 

     It is my privilege to be a part of this event. 

    যে, এই ইভেন্টের আমি একটা অংশ হতে পেরেছি, এটা আমার জন্য সম্মানের।  অনেক সম্মানের ব্যাপার। 

     অথবা আপনি এটাও বলতে পারেন, 

    It is my honor to be a part of this event. 

    এটারও অর্থ হলো যে, এই অনুষ্ঠানের আমি একটা অংশ হতে পেরেছি, এটা আমার জন্য সম্মানের।

    আপনি যখন একটা অনুষ্ঠান হোস্ট করছেন, তখন আপনার এই ধরনের বাক্য বলতে হবে যাতে আপনি একটা পজিটভ মুডে অনুষ্ঠান শুরু করতে পারেন। কী বলতে পারেন? 

     It is my honour to be a part of this event. 

     It is my privilege to be a part of this event. 

    এরপর আপনি যে ভেন্যুতে আছেন, সে ভেন্যু সম্পর্কে একটু ভালো কথা বলেন। কীভাবে বলতে পারেন? 

     When I visited this venue the last time, I had many amazing experiences like __. 

     এর মানে হলো আমি যখন লাস্ট এই ভেন্যুতে এসেছিলাম, আমার অনেকগুলো খুবই অসাধারণ অভিজ্ঞতা হয়েছিলো। 

    এই ড্যাশটাতে আপনার কী কী অভিজ্ঞতা হয়েছিলো সেই অভিজ্ঞতাগুলোর কথা বলবেন৷ 

     When I visited this venue the last fime, I had many amazing experiences like attending a big summit. 

    যে আমি একটা অনেক বড় সামিট এটেন্ড করেছিলাম। সেই সামিট থেকে আমার অনেক ভালো কিছু অভিজ্ঞতা হয়েছিলো। 

    অথবা,  ‘coming to a concert’  যে, একটা অনেক সুন্দর কনসার্টে আমি এসেছিলাম। এবং সেটা থেকে আমি অনেক ভালো কিছু অভিজ্ঞতা পেয়েছি। আমার ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে৷ 

     এরকম previous কিছু memory, আপনার আগে এই ভেন্যুতে আসার কোনো মেমোরি থেকে থাকে যেটা অনেক ভালো, খুব ভালো কোনো অনুষ্ঠান যেটা আপনি এই ভেন্যুতে attend করেছিলেন বা অন্য কিছুতে হয়তো attend করেছিলেন, এরকম কোনো memory যদি থেকে থাকে তাহলে আপনি সহজে এই ড্যাশটাতে সেই পুরোনোদিনের কথাগুলো বলতে পারেন৷ যে আগে আমি এখানে এসেছিলাম। এরকম কিছু একটা করার আমার অভিজ্ঞতা হয়েছিলো৷ বা আমি একটা বড় summit attend করেছিলাম। বা আমি একটা বড় কনসার্টে এসেছিলাম। বা আমি কোনো বড় ধরনের অনুষ্ঠানে এসেছিলাম। এরকম অনেক ধরনের এক্সাম্পল দিলেই কিন্তু হয়। 


    আরও পড়ুন: কীভাবে উপস্থাপনা শুরু করতে হয়? জেনে নাও কিছু গুরুত্বপূর্ণ উপস্থাপনা কৌশল


     When I visited this venue the last time, I had many amazing experiences like __ এই ড্যাশটাতে আপনি ‘attending a big concert’ বলতে পারেন। ‘Attending a big summit’ বলতে পারেন।  অথবা ‘attending a big event’ বলতে পারেন। অনেকধরনের জিনিস কিন্তু বলা যায়। এরকম যদি আপনার কোনো মেমোরি থেকে থাকে এই ভেন্যুতে তাহলে আপনি সহজেই এই ড্যাশে সেটার কথা বলতে পারবেন।

    ইংরেজিতে কীভাবে অনুষ্ঠান হোস্ট করবেন

     এরপর মনে করেন আপনি কোনো একটা গেস্টকে স্টেজে ইনভাইট করছেন বা স্টেজে ডাকছেন। কীভাবে তার সম্পর্কে কথা বলতে পারেন?

    গেস্টকে স্টেজে ইংরেজিতে ইনভাইট করা

     I would now like to call on stage a very special guest who __. 

    এই  ড্যাশটাতে আপনি যেই গেস্ট কে ডাকছেন সেই গেস্ট কে নিয়ে কিছু ভালো কথা বলবেন।

     I would now like to call on stage a very special guest who is a comedian.

    মানে যে, সে একজন অসাধারণ কমেডিয়ান।

     অথবা

     who is an amazing teacher?

    যে সে একজন অসাধারণ টিচার।

     এখানে কিন্তু অনেক কিছুই বলা সম্ভব। আপনার যে গেস্ট আসছে বা যে গেস্টকে স্টেইজে ডাকছেন তার সম্পর্কে নিশ্চয়ই আপনি অনেক রিসার্চ করেছেন। তার সম্পর্কে আপনি নিশ্চয়ই আগে থেকে অনেক কিছু জানেন। তার সম্পর্কে কিছু ভালো কথা এই ড্যাশটাতে বসাবেন। তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে। আপনি গেস্টকে স্টেইজে ডাকছেন তাকে নিয়ে। তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন।

     আরেকটা বাক্য কিন্তু ইউজ করা যায় যেটা আপনি গেস্টকে স্টেইজে ডাকার জন্য ব্যবহার করতে পারেন। সেটা কী হতে পারে? খুবই সহজ। 

     Please give a round of applause for our next guest who __. 

    খেয়াল করে দেখবেন, এই ড্যাশেও কিন্তু আপনি সেই গেস্ট সম্পর্কে অনেকগুলো ভালো কথা বলবেন। এই যে বাক্যটা আমরা বলছি ‘Please give a round of applause’ এটা মানে কী? যে সবাই মিলে তালি দিন। আমাদের নেক্সট গেস্ট আসছে তার জন্য।

     Please give a round of applause for our next guest who is an amazing teacher. 

    সে অসাধারণ শিক্ষক। 

     is an amazing teacher. 

    যে সে একজন অসাধারণ ট্রেইনার। 

     অথবা, 

     is an amazing doctor. 

    অসাধারণ ডাক্তার। 

    আপনি আপনার গেস্ট সম্পর্কে ভালো কিছু তথ্য জোগাড় করে রাখবেন যেগুলো আপনি এই ড্যাশটাতে বসিয়ে এই বাক্যটা ইউজ করতে পারবেন যখন আপনি আপনার গেস্টকে স্টেইজে ডাকছেন। 

    মনে করেন আপনি যে অনুষ্ঠানটা হোস্ট করছেন সে অনুষ্ঠানে একটা খুবই মজাদার গেম আছে বা খেলা আছে। আপনি চাইলে সে খেলাটা সম্পর্কে ইংরেজিতে বলতে পারেন। কীভাবে?

    সবার জন্য Vocabulary

    কোর্সটি করে যা শিখবেন:

  • মুখস্থ করা ছাড়াই ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় অসংখ্য শব্দ খুব সহজেই মনে রাখার বিভিন্ন পদ্ধতি।
  • বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা।
  •  

    অনুষ্ঠানের মজাদার গেম নিয়ে ইংরেজিতে বলা

     We now have a very interesting game lined up which __.  

    এর মানে হলো, আমাদের খুব মজাদার একটা গেম আসছে এখন যে গেমটা __. 

     We now have a very interesting game lined up which everyone will enjoy. 

    এই গেমটা সবাই অনেক enjoy করবে, সবাই অনেক মজা পাবে। 

     We now have a very interesting game lined up which  everyone will like. 

    যে গেমটা সবার অনেক পছন্দ হবে। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু বসানো সম্ভব। আপনি যদি simply বলতে চান আমরা এখন এমন এমন একটা গেম খেলবো যেটা সবাই অনেক পছন্দ করবে বা সবার অনেক ভালো লাগবে। তখন আপনি এটা বলতে পারেন- ‘which  everyone will like’ অথবা ‘which  everyone will love’ অথবা ‘which  everyone will enjoy’. এর বাইরে ও যদি কিছু বসাতে চান তাহলে অনেক কিছুই কিন্তু বসানো সম্ভব। আপনার গেমটা সম্পর্কে কিছু ভালো তথ্য বা মজাদার তথ্য আপনি এই ড্যাশটাতে বসাতে পারবেন যদি আপনার অনুষ্ঠানে এরকম কোনো খেলা থেকে থাকে।

    Hosting an event

    এখন মনে করেন আপনি আপনার অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছেন। তখন আপনি কী বলতে পারেন ইংলিশে? খুবই ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে আপনি আপনার অনুষ্ঠানটা, এতক্ষণ যে অনুষ্ঠানটা হোস্ট করছেন সেটার সমাপ্তি বা সেটার শেষ ঘোষণা করতে পারেন। 

    অনুষ্ঠানের সমাপ্তি ইংরেজিতে সুন্দর করে করা

    And with this, we call our __ event to __.  

    And with this, we call our amazing event to a close.

    এর মানে হল যে এই অসাধারণ অনুষ্ঠানটি এখন শেষ হতে যাচ্ছে।

    অথবা আপনি এটাও বলতে পারেন, 

     And with this, we call our incredible event to an end. 

    এরও  মানে হলো যে আমাদের এই অসাধারণ অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে।

     খেয়াল করে দেখবেন, আপনি এখানে blank এ ‘close’ বসাতে পারেন। Blank এ end বসাতে পারেন। কিন্তু যখন close বসাবেন, তখন a close বলবেন। আর যখন end বসাবেন তখন an end বসাবেন। বাক্যের অর্থ টা কিন্তু সেইম থাকছে। যে আমরা এখন আমাদের অসাধারণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি বা আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে। এরপর আপনি চাইলে আরো একটা দুইটা সহজ বাক্য এড করতে পারেন। কী বলতে পারেন? 

    Thank you all for being an amazing audience. 

    যে আপনারা সবাই খুব অসাধারণ অডিয়েন্স ছিলেন। আপনাদের সামনে হোস্ট করে আমার অনেক ভালো লেগেছে তাদেরকে তো ধন্যবাদ জানাতে হবে। আপনার যে অডিয়েন্সদের সামনে আপনি এতোক্ষণ ধরে অনুষ্ঠান হোস্ট করলেন তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতে হবে। কীভাবে বলতে পারেন? 

    Thank you all for being an amazing audience. 

    Good bye. Good night. Assalamualaikum. 

     যেকোনো একটা বলে আপনার অনুষ্ঠানটা শেষ করতে পারেন।

     আজকে অনেকগুলো বাক্যের মাধ্যমে শিখে নিলাম কীভাবে খুব সহজে আমরা চাইলে যেকোনো অনুষ্ঠান ইংরেজিতে হোস্ট করা যায়। আপনারা যদি কোনো অনুষ্ঠান হোস্ট করতেন তাহলে এর মধ্যে কোন বাক্যগুলো ইউজ করে কীভাবো হোস্ট করতেন আমাকে কমেন্ট সেকশনে জানান। আপনাদের সবার হোস্টিং script দেখার অপেক্ষায় রইলাম। 


    মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন