কীভাবে ইংরেজিতে ইদের শুভেচ্ছা দিবেন

November 2, 2021 ...

আমি আজকে আপনাদের সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু একটু অন্যরকমভাবে! আজকে আমরা শিখবো কীভাবে ইংরেজিতে আমরা যেকোনো কাউকে ইদের শুভেচ্ছা পাঠাতে পারি। কীভাবে? খুবই সহজে!

ইংরেজিতে ইদের শুভেচ্ছা জানাতে যা বলবেন

একদম first যে বাক্যটা আপনি use করতে পারেন, সেই বাক্যটা কী হতে পারে?

Eid Mubarak to ________.

এখানে dash এ আপনি অনেক কিছু বসাতে পারেন। আপনি হয়তোবা You বলতে পারেন।

Eid Mubarak to you.

মানে, আপনাকে ইদ মোবারক।

অথবা, আপনি যদি তার পরিবারকেও include করতে চান, বা তার পরিবারকেও একসাথে ইদের শুভেচ্ছা জানাতে চান, আপনি dash এ কী বসাবেন?

Eid Mubarak to you and your family.

মানে, আপনাকেও ইদের শুভেচ্ছা আপনার পরিবারের সবাইকেও ইদের শুভেচ্ছা। এরপরে আপনি কী বলতে পারেন?

Hope this Eid _________. 

এই dash এ আপনি বিভিন্ন রকমের জিনিস বসাতে পারেন। কী কী?

Hope this Eid brings you happiness.

মানে, আশা করি এই ইদ আপনার জন্য বয়ে আনুক অনেক সুখ।

অথবা আপনি এটাও বলতে পারেন,

Hope this Eid brings you peace.  

যে আশা করি এই ইদ আপনার জন্য বয়ে আনুক অনেক শান্তি।

Hope this Eid showers you with happiness.

Showers you with happiness আর brings you happiness কিন্তু same.

যে, আশা করি এই ইদ আপনার জন্য অনেক সুখ ও শান্তি বয়ে আনুক।

এরপর আপনি কী বলতে পারেন? আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন,

May this Eid _________.

এখানেও dash এ কিন্তু আপনি ইচ্ছামত আপনি যেটা বলতে চাচ্ছেন, সেটা বসাতে পারেন। কীভাবে?

May this Eid bring you happiness.

অথবা আপনি এটাও বলতে পারেন,

May this Eid shower you with happiness.

খেয়াল করে দেখুন, অর্থটা কিন্তু মোটামুটি same, তাই না? যে আশা করি এই ইদ আপনার জন্য বয়ে আনুক অনেক সুখ, অনেক শান্তি। শান্তি হলে আপনি just happiness কে replace করে peace বলবেন।

May this Eid bring you peace.

এরপরে আপনি কী বলতে পারেন? আপনি চাইলে এটাও বলতে পারেন,

May Allah ___________.

এই dash এ আপনি কী বসাবেন?

হয়তোবা বলতে পারেন,

May Allah bring you joy.

আশা করি আল্লাহ আপনার জীবনে অনেক সুখ বয়ে আনুক।

May Allah bring you joy.

এরপর আপনি চাইলে কী add করতে পারেন? আপনি চাইলে এটাও বলতে পারেন,

May Allah bestow you with peace.

যে আল্লাহ আপনার জীবনে অনেক শান্তি নিয়ে আসুক।

খেয়াল করে দেখেন blank এই যে dash টা আছে, সে dash এ কিন্তু আপনি আপনার যেই feeling টা বলতে চাচ্ছেন বা শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন শুধুমাত্র সেই শব্দটা replace করে দিলেই কিন্তু অনেকগুলো বাক্য আপনার কাছে ready হয়ে যাচ্ছে।

Last এ আপনি চাইলে আরেকটু add করতে পারেন, কী বলতে পারেন?

May Allah flood your life with ________.

Dash এ আপনি বসাবেন, happiness, love, spirituality, wisdom…

খেয়াল করে দেখেন just একটাই structure কিন্তু আপনি অনেকগুলো feeling এটা দিয়ে convey করতে পারছেন, বা অনেকভাবে শুভেচ্ছা দিতে পারছেন।

So, May Allah flood your life with happiness.

আশা করি আল্লাহ আপনার জীবনে অনেক সুখ বয়ে আনুক।

May Allah flood your life with peace.

যে আশা করি আল্লাহ আপনার জীবনে অনেক শান্তি বয়ে আনুক।

So, খেয়াল করে দেখবেন, এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো বাক্য ready, যেই বাক্যগুলো দিয়ে আমরা easily চাইলে ইদের শুভেচ্ছা দিতে পারব, যেকোনো কাউকে ইংরেজিতে!


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন