Homemaker/গৃহিণীদের জন্য ইংরেজি ব্যবহার এখনকার সময়ে খুবই প্রয়োজনীয়।
আজকের ক্লাসে আমরা শিখবো কীভাবে গৃহিনীরা বা housewife রা খুবই সহজে তাদের দৈনন্দিন কাজ নিয়ে ইংরেজীতে কথা বলতে পারে।
প্রথম example হলো খুবই regularly একটা কাজ যা গৃহিণী বা housewife দের করতে হয় বা বলতে হয়। যেমন ঘরটা clean বা পরিষ্কার করা দরকার। এ কথাটি ইংলিশে বলার ক্ষেত্রে-
The house needs________________.
The house needs cleaning (মানে ঘর পরিষ্কার করা দরকার)।
অথবা,
The house needs to be cleaned ( এরও মানে হলো ঘর পরিষ্কার করা দরকার)।
অথবা,
The house needs to be dusted.
এসবগুলোরই অর্থ হলো যে ঘর পরিষ্কার করা দরকার।
খেয়াল করে দেখবেন blank এ আপনার যা বসানো প্রয়োজন তা বসিয়ে দিলেই হচ্ছে বাক্যের বাকি অংশগুলো same থাকছে।
So, আপনি যদি গৃহিণী হয়ে থাকেন বা housewife হয়ে থাকেন এবং আপনি কাউকে বলতে চাচ্ছেন যে ঘরটা পরিষ্কার করা দরকার সেক্ষেত্রে easily এই sentence গুলো ব্যবহার করা যায়।
এরপর ধরেন আপনি ঘর থেকে বের হচ্ছেন, আর বাসায় যে আছে সে যেনো বাসায় থেকে ঘরের কিছু কাজ সেরে ফেলে এ কথাগুলো ইংলিশে বলার ক্ষেত্রে –
You stay at home and do the ________________.
You stay at home and do the chores. (chores মানে ঘরের কাজ / দৈনন্দিন যে কাজগুলো করা হয় যেমন dusting, furniture cleaning, কাপড় ভাজ করা, ঘর গুছানো)
অথবা,
You stay at home and do the cleaning.
অথবা,
You stay at home and do the washing.
এরপর ধরেন আপনি হয়তো কাউকে বলতে চাচ্ছেন আমাকে এগুলো পরিষ্কার করতে সাহায্য বা help করো।
আরো পড়ুন: কীভাবে ইংরেজিতে ফোনে কথা বলবেন
Help me clean the ______________.
Help me clean the desk (মানে এই desk বা table টা clean করতে সাহায্য করো).
অথবা,
Help me clean the furniture (এই furniture গুলো clean করতে আমাকে সাহায্য করো)।
আবারও খেয়াল করে দেখবেন blank টাতে আমরা যেকোনো শব্দ বসিয়ে নিতে পারবো। just আমাদের যেটা দরকার তা বসিয়ে দিলেই হচ্ছে।
Help me clean the plates.
Help me clean the clothes.
Help me clean the bottles.
এখানে অনেক ধরনের শব্দ বসানো সম্ভব। so, আপনি যেটা নিতে help চাচ্ছেন তা বসিয়ে দিলেই হলো।
আরেকটা খুবই easy বাক্য আছে, যখন আপনি কাউকে আদেশ করতে চাচ্ছেন যে এইটা এখনই clean করো। সেটাও কিন্তু ইংলিশে খুবই সহজে বলা যায়। কীভাবে?
Clean the ____________.
Clean the sink (sink টা clean করো)।
Clean the stove (চুলাটা clean করো)।
Clean the desk.
Clean the table.
Clean the floor.
এরকম আরও অনেক ধরনের শব্দ বসানো সম্ভব। So, আপনি যেটা নিয়ে আদেশ দিচ্ছেন যে এটা পরিষ্কার করো সেটার কথা এখানে বসিয়ে দিলেই হচ্ছে।
কোর্সটি করে যা শিখবেন:
ঘরে বসে Spoken English
আরেকটা common কাজ যা আমাদের সবার বাসায় করা লাগে। এই কাজ টা হলো-
Help me ____________ the floor.
Help me sweep the floor ( floor টা ঝাড়ু দিতে সাহায্য করো)।
Help me clean the floor (floor টা clean করতে সাহায্য করো)।
Help me mop the floor (floor টা মুছতে সাহায্য করো)।
Help me scrub the floor (scrub মানে ঘষে কিছু পরিষ্কার করা)।
এরপর ধরেন আপনার সবজি কাটা নিয়ে help দরকার-
Can you help me ________________ the vegetables?
Can you help me chop the vegetables? (Chop মানে হলো কাটা। ধরেন আপনি কিছু বড় বড় বা ছোট ছোট করে কাটতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি chop word টা ব্যবহার করতে পারেন) Can you help me cut the vegetables?
Can you help me slice the vegetables?
এই সব গুলোর অর্থ হলো আমাকে একটু সবজি গুলো কাটতে সাহায্য করো।
এরপর ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন সে যাতে ময়লাগুলো বা আবর্জনাগুলো একটু বাইরে রেখে আসে। কীভাবে বলতে পারেন?
_______________ the garbage.
Take out the garbage.
Put out the garbage.
এরপর একটা common কাজ যা আমাদের সবার করা লাগে, তা হলো কাপড় clean করা বা কাপড় শুকানো বা কাপড় dry-clean. কীভাবে আপনি এটা ইংলিশে বলতে পারেন?
_______________ the clothes.
Clean the clothes (কাপড়চোপড় গুলো পরিষ্কার ফেলো)
Wash the clothes (কাপড়চোপড় গুলো ধুয়ে ফেলো)
Dry the clothes (কাপড়চোপড় গুলো শুকিয়ে ফেলো)
Dry-clean the clothes (যে কাপড় গুলো শুকনো রেখে clean, পানিতে ভিজানো যায় না তদের ক্ষেত্রে বলা হয় dry-clean the clothes)
So, এখানে খেয়াল করে দেখবেন যে blank টা আছে তাতে আপনার জন্য যেটা suitable বা আপনার যেটা বলা লাগবে সেটা বসিয়ে দিলেই হচ্ছে আর বাক্যের বাকি সবটুকু অংশ same থাকছে।
আরেকটা common কাজ যেটা আমাদের বাসায় করা লাগতে পারে সেটা কি? সেটা হচ্ছে table set করা বা table গুছিয়ে ফেলা।
__________ the table.
Set the table (এর মানে হলো টেবলটা set করে ফেলো বা table টা plate দিয়ে গুছিয়ে ফেলো বা plate set করে ফেলো বা গ্লাস set করে দাও, চামচ রেখে দাও)।
হয়ত বা table টা খুবই অগোছালো, খুবই messy-
Organize the table (মানে যা যা table এ অগোছালো আছে তা organize করে ফেলো)।
অথবা,
Clean the table.
কোর্সটি করে যা শিখবেন:
সবার জন্য Vocabulary
সবচেয়ে easy. Table টা হয়তো অনেক ময়লা। আপনি হয়তো বলতে চাচ্ছেন যে table টা clean করে ফেলো।
Again, আগের সবগুলো example এর মতো এটাও কিন্তু same. আপনি blank এ আপনার যেটা বসানো দরকার বা আপনার যেটা বলা দরকার সেটা বসিয়ে দিলেই কিন্তু বাকি সবগুলো same থাকছে।
Last যে বাক্যটা সেটা কিন্তু সবচেয়ে important বাক্য। যারা housewife বা গৃহিণী তাদের অনেক বেশি কাজ করতে বা অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং এটা প্রায়ই দেখা যায় তাদের help করার বা সাহায্য করার কেউ থাকে না। এই সব ক্ষেত্রে কিন্তু বাসায় যারা যারা আছে সবারই সে কাজটা share করে করা উচিৎ বা মিলে করা উচিৎ। So, এই বাক্যটাও আপনারা ইংলিশে খুবই সহজে বলতে পারবেন। কীভাবে?
Let us all _______________.
Let us all share the work (এর মানে হলো চলো সবাই একসাথে মিলে কাজটা করি বা কাজগুলো শেষ করে ফেলি)।
Let us all share the chores (খেয়াল করে দেখবেন আমরা কিন্তু একটু আগেই chores শব্দটির অর্থ শিখেছিলাম। অর্থটা হলো ঘরে আমাদের যে কাজগুলো করা লাগে সেগুলোকেই আমরা chores বলি)।
অথবা,Let us all do the the chores together (সবগুলো কাজ চলো সবাই মিলে একসঙ্গে করি)।
So, আজকে কিন্তু আমরা অনেকগুলো বাক্য শিখলাম। সেগুলো যারা গৃহিণী আছে বা housewife আছে শুধুমাত্র যে তারাই বলতে পারবে তা নয়। আমরা যারা যারা ঘরের সবগুলো কাজ করি এবং আমাদের সবারই কিন্তু উচিৎ ঘরের সবগুলো কাজ actively করা, ঘরের সবগুলো কাজে সবাইকে help করা।So, এই ধরনের সবগুলো কাজ নিয়ে আমরা আজকে অনেক গুলো বাক্য শিখলাম।
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন