ইংরেজিতে নিজের ছুটি নিয়ে বর্ণনা দিন

January 11, 2022 ...

আজকে আমরা শিখবো কীভাবে আমরা আমাদের ছুটি সম্পর্কে যেকোনো কাউকে বর্ণনা দিতে পারি।

অনেক সময় এমন হয় না যে, আমরা অফিস ছুটির জন্য কোথাও ঘুরতে গিয়েছি হয়তোবা ঈদের ছুটির জন্য কোথাও  ঘুরতে গিয়েছি। সেজন্য আমরা এই ক্লাসে শিখবো কীভাবে আমরা যখন সেই ছুটি থেকে ফেরত আসি, সেই ছুটি সম্পর্কে সবার কাছে বর্ণনা করতে পারি।

ইংরেজিতে নিজের ছুটি নিয়ে বর্ণনা

খুবই সহজ একটা ব্যাপার দিয়ে শুরু করি। আমরা হয়তোবা কোথাও গিয়েছি ছুটি কাটাতে। ফেরত এসে যখন কারো কাছে বর্ণনা দেই, আমাদের কী নিয়ে কথা বলা লাগে? হয়তোবা বলার লাগে যে আমরা কোথায় গিয়েছিলাম, কাদের সঙ্গে গিয়েছিলাম – এগুলো কিন্তু একদম সাধারণ। একটা বাক্যের মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসটা বর্ণনা করতে পারবো অন্যদের কাছে। কীভাবে? 

I went to ____________ with my ___________. 

I went to Cox’s Bazar with my family. 

অথবা,

I went to Rangamati with my friends. 

খেয়াল করে দেখবেন যে, এখানে dash গুলোতে আপনি যেখানে গিয়েছিলেন, যাদের সাথে গিয়েছিলেন, সেই তথ্যগুলো এখানে বসাতে পারবেন। এখানে কিন্তু প্রথম blank এ কক্সবাজার বা রাঙ্গামাটি বা যেকোনো জায়গার নাম বসতে পারে এবং দ্বিতীয় blank এ আপনি আপনার বন্ধুদের সাথে গেলে ‘Friends’ বসাবেন, পরিবারের সাথে গেলে ‘Family’ এবং কাজিনদের সাথে গেলে ‘Cousin’ বসাবেন। আপনার যে শব্দগুলো লাগবে, সেগুলো বসিয়ে দিবেন। পুরো বাক্যের structure টা কিন্তু একই থেকে যাচ্ছে। 

এরপর আমরা কী নিয়ে কথা বলি? আমরা হয়তোবা কথা বলি যে আমরা কতদিনের জন্য সেখানে গিয়েছিলাম। সেটা আমরা কীভাবে বলতে পারি? 

I stayed there for __________. 

I stayed there for two days.

মানে, আমি দুইদিন থেকেছিলাম ওখানে। 

I stayed there for two weeks. 

মানে, আমি সেখানে দুই সপ্তাহ থেকেছিলাম। 

খেয়াল করে দেখবেন যে, আপনি এখানে কিন্তু আপনি যতদিন থেকেছিলেন, আপনি যতদিন সেই জায়গাটিতে ছুটি কাটিয়েছিলেন সেটা বসাতে পারবেন। কিন্তু structure টা একদমই ঠিক থাকছে।

এরপরে সাধারণত আমাদের যখন ছুটি নিয়ে কারো সঙ্গে কথা বলি, আমরা কিন্তু এটাও বলি যে আমরা সেখানে গিয়ে কোথায় থেকেছিলাম।

I stayed at a _______. 

I stayed at a hotel. 

মানে, আমি একটা হোটেলে থেকেছিলাম।

I stayed at a hostel. 

মানে, আমি একটা হোস্টেলে থেকেছিলাম।

I stayed at a villa. 

মানে, আমি একটা ভিলাতে থেকেছি।

I stayed at a resort. 

মানে, আমি একটি রিসোর্টে থেকেছি। 

আমাদের কিন্তু বাক্যের structure টা একই থাকছে, আমরা blank এ উপযুক্ত শব্দটি বসিয়ে দিবো। যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা বসিয়ে দেবো।

এরপরে যখন আমরা একটা trip (যাত্রা) বা vacation নিয়ে কথা বলি, আমার কিন্তু বলতে চাই সবাইকে যে কোন কোন জিনিসগুলো আমরা বেশি উপভোগ করেছি।

ছুটিতে বেশি উপভোগ করা জিনিসগুলো ইংরেজিতে বলা

এটাও কিন্তু আপনি চাইলে একটি বাক্যের মাধ্যমে বলতে পারবেন। কীভাবে? 

I enjoyed the _______. 

I enjoyed the food. 

মানে, আমি সেখানকার খাবার অনেক বেশি পছন্দ করেছি।

I enjoyed the scenery. 

মানে, আমার আশেপাশের পরিবেশটা খুব ভালো লেগেছিল।

I enjoyed the fresh air. 

মানে, আমার সেখানকার বাতাস ভালো লেগেছিল।

খেয়াল করে দেখবেন যে, আপনি আপনার ছুটিতে যে জিনিসগুলো বেশি উপভোগ করেছেন, আপনি সেই জিনিসগুলোর কথা blank টিতে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানেও বাক্যের structure টা একই থেকে যাচ্ছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী শব্দগুলো পরিবর্তন করে ফেলবেন শুধু।

তারপর আমরা যে জিনিস নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে, বেশিরভাগ সময় আমরা ওই ছুটিতে কী করেছিলাম? এটার জন্যও কিন্তু খুবই ব্যবহৃত একটি বাক্য আছে। সেটি কী? 

Mostly we ____________. 

Mostly we ate. 

মানে, বেশিরভাগ সময় আমরা সেখানে খেয়েছি।

অথবা, Mostly we played football.

মানে, আমরা বেশিরভাগ সময় সেখানে ফুটবল খেলেছি।

আপনি যদি বেশিরভাগ সময় সাঁতার কেটে থাকেন, তাহলে আপনি হয়তোবা বলবেন,

Mostly we went swimming. 

এখানেও structure কিন্তু একই থাকছে। আপনি বেশিরভাগ সময় যা করেছিলেন আপনার ছুটিতে, আপনি শুধুমাত্র সেটি এখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। বাকি সবকিছু একই থাকবে।

আপনি কিন্তু এখন আরও একধাপ এগিয়ে আপনার ছুটিকে আপনি আরও সুন্দর করে বর্ণনা করতে পারেন। সেটি কীভাবে?

ইংরেজিতে নিজের ছুটি নিয়ে বর্ণনা দিন
Source: Pexels

ছুটিকে আরও সুন্দর করে বর্ণনা করার কৌশল

আপনি এখন কথা বলতে পারেন, আপনি সেই ছুটিতে যে গিয়েছেন, সেখানে আপনার সবচেয়ে বেশি ভালো কী লেগেছে?

The best thing about the trip was the ______________. 

The best thing about the trip was the food. 

মানে, এই ছুটির আমার সবচেয়ে ভালো লেগেছে সেখানকার খাবার।

The best thing about the trip was the scenery. 

আমি যে জায়গায় গিয়েছিলাম, সেই জায়গার দৃশ্য দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল।

The best thing about the trip were the local people. 

মানে, এই ছুটিতে যে আমি গিয়েছি সেখানকার স্থানীয় লোকদের সাথে আমার সময় কাটিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

একইভাবে আপনি কিন্তু চাইলে যে আমরা ‘Best thing about the trip’ এটা বলেছি, আপনি কিন্তু চাইলে trip এর মধ্যে খারাপ কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই বাক্যের মাধ্যমেই বলতে পারবেন। কীভাবে? শুধু, best কে সরিয়ে আপনি worst বসিয়ে দিবেন।

The worst thing about the trip was the _________. 

হয়তোবা আমি যে trip এ গিয়েছেন, সেখানকার খাবার আপনার একদমই ভালো লাগেনি। তখন আপনি বলতে পারেন,

The worst thing about the trip was the food. 

মানে, সেখানকার খাবার এত খারাপ ছিল যে, আপনার খাবারটি ভালো লাগেনি এবং এটি আপনার সবচেয়ে খারাপ লেগেছে।

খেয়াল করে দেখবেন যে, আপনার trip এ কোনো কিছু যদি আপনার খারাপ লেগে থাকে বা কোনো কিছু ভালো যায়নি সেটার কথাও যদি বলতে চান, তাহলে কিন্তু সহজেই আপনি এই বাক্যের structure টা ব্যবহার করতে পারেন।

Best আমরা ব্যবহার করবো যখন সবচেয়ে ভালো জিনিসটা আমরা বর্ণনা করতে চাই এবং worst আমরা ব্যবহার করবো যখন সবচেয়ে খারাপ দিকটা বর্ণনা করতে চাই।

আমরা দেখলাম ইংরেজিতে কীভাবে আমরা খুব সুন্দর করে কোথাও ছুটিতে গেলে সেটা বর্ণনা করতে পারি।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন