কলেজ ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার

January 9, 2022 ...

আজকে আমরা শিখব কীভাবে কলেজ ছাত্র – ছাত্রীরা দীর্ঘ সময় ধরে একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা চালিয়ে যেতে পারবে। একদম প্রথমে তারা কী নিয়ে কথা বলতে পারে? তারা হয়তো বা এটা নিয়ে কথা শুরু করতে পারে যে, কে কোন কলেজে বা কেন কোন university-তে পড়তে চায়। তারা এটা কীভাবে জিজ্ঞেস করতে পারে?

কোন কলেজে বা কেন কোন university-তে পড়তে চায় তা ইংরেজিতে যেভাবে জিজ্ঞেস করতে পারে

What college do you want to __________?

অথবা, What university do you want to __________?

What college do you want to study in?

What university do you want to study in?

What college do you want to get admitted to?

What university do you want to get admitted to? 

অথবা, আমরা সহজ ইংরেজিতেও এটি জিজ্ঞেস করতে পারি-

What college do you want to go to?

What university do you want to go to?

আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা চাইলে study in বলতে পারি, go to বলতে পারি অথবা get admitted in বলতে পারি। তিনটারই অর্থ হল, তুমি কোন কলেজে বা কোন university-তে পড়তে চাও?

এরপরে তারা কি নিয়ে কথা বলতে পারে? তারা হয়ত কে কোন stream বা fileld এ পড়তে চায় সে ব্যাপারে কথা বলতে পারে। আমরা অনেকেই arts, science বা commerce-এ পড়ি। So, এখন যদি আমরা এই coversation-টা একটু বাড়াতে চাই তবে আমরা এটাও বলতে পারি-


Spoken English for Students

আরো পড়ুন: স্কুল ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার 


কোন stream বা field এ পড়তে চায় তা ইংরেজিতে যেভাবে জিজ্ঞেস করতে পারে

What _______ do you want to go for?

What stream do you want to go for?

মানে, তুমি কোন stream-এ পড়াশোনা করতে চাও?

অথবা, What field of study do you want to go for? 

কথাটা কিন্তু same। এক্ষেত্রে আমরা হয়তো ভিন্ন শব্দ ব্যবহার করছি, এক ক্ষেত্রে stream বলছি আবার অন্য ক্ষেত্রে field of study বলছি। এরপরেও কিন্তু অর্থ একই থাকছে। দুটোরই অর্থ হল আমরা জানতে চাচ্ছি যে, তুমি ভবিষ্যতে কোন  stream নিয়ে পড়াশোনা করতে চাও? সেটা কলেজে উঠলেও হতে পারে আবার university তে উঠলেও হতে পারে যে তুমি কোন stream বা field of study-তে পড়াশোনা করতে চাও

কলেজ ছাত্র

এরপরে college students-রা হয়তো এটা নিয়েও কথা বলতে পারে যে, তারা বিশ্ববিদ্যালয়ে উঠলে কী নিয়ে পড়াশোনা করতে interested। কীভাবে এটা জিজ্ঞেস করা যেতে পারে? তারা একে অপরকে বলতে পারে-

বিশ্ববিদ্যালয়ে উঠলে কী নিয়ে পড়াশোনা করতে interested তা ইংরেজিতে যেভাবে জিজ্ঞেস করতে পারে

What subject do you want to _______ in university?

What subject do you want to pursue in university? 

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    অথবা সে এটাও বলতে পারে, What subject do you want to study at university?

    দুটোরই অর্থ হল যে, বিশ্ববিদ্যালয়ে উঠলে তুমি কোন subject নিয়ে পড়াশোনা করতে চাও?

    এটা নিয়েও কিন্তু কলেজ শিক্ষার্থীরা একজন আরেকজনের সঙ্গে খুব frequently কথা বলে।

    এরপরে কলেজ শিক্ষার্থীদের আরেকটা খুব common topic of conversation হল যে, কোন subject এর জন্য কোন কোচিং টা ভালো?

    কোন subject এর জন্য কোন কোচিং ভালো তা নিয়ে ইংরেজিতে কথোপকথন

    What ______ is the best for ______?

    What coaching is the best for math? 

    What coaching is the best for English? 

    খেয়াল করে দেখবেন যে এখানে যদি আমরা একজন আরেকজনের সঙ্গে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে, অঙ্কের কোচিং কোনটা best বা ইংরেজির কোচিং কোনটা best। যেহেতু এটাও খুব common topic of conversation তাই আমরা এটা নিয়েও খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারি।

    কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে আরেকটা খুব common topic of conversation হল যে, কেউ কি বিদেশে পড়তে যেতে ইচ্ছুক কি না বা বিদেশে পড়তে যাওয়ার plans আছে নাকি?

    বিদেশে পড়তে যাওয়া নিয়ে ইংরেজিতে কথোপকথন

    তারা এটা কীভাবে জিজ্ঞেস করতে পারে? তারা বলতে পারে-

    Are you planning to apply ________________?

    Are you planning to apply abroad? 

    Are you planning to apply to foreign universities? 

    দুটোরই অর্থ হল যে, তুমি বিদেশে পড়তে intrested কি না? অথবা, বিদেশে যাওয়ার কোন plan করেছ কি না? So, এটাও কিন্তু খুব common একটা topic of conversation।

     

    এরপরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আরেকটা common topic of conversation হলো যে, হয়তোবা আমাদের গত ক্লাসে একটা assignment দেওয়া হয়েছিল। সেই assignment-টা আমাদের শেষ করা হয়েছে নাকি? So, সেটা আমরা কীভাবে জিজ্ঞেস করতে পারি? আমরা বলতে পারি-

    সবার জন্য Vocabulary

    কোর্সটি করে যা শিখবেন:

  • মুখস্থ করা ছাড়াই ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় অসংখ্য শব্দ খুব সহজেই মনে রাখার বিভিন্ন পদ্ধতি।
  • বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা।
  •  

    Assignment নিয়ে ইংরেজিতে কথোপকথন

    Did you finish the _________ we were given in the last class? 

    Did you finish the assignment we were given in the last class?

    মানে, গত ক্লাসে আমাদের যে assignmeent-টা দেওয়া হয়েছিল সেটা কি তুমি শেষ করেছো?

    এটা হয়তোবা একটা report-ও হতে পারে।

    Did you finish the report we were given in the last class?

    এটা হয়তোবা একটা paper-ও হতে পারে।

    Did you finish the paper we were given in the last class?

    খেয়াল করে দেখবে তোমাদের কলেজে যদি তোমাদের কিছু নিয়ে homework দেওয়া থাকত, কোন assignment দেওয়া থাকতো বা কোনো report দেওয়া থাকত। তাহলে just সেই শব্দটা এখানে blank-এ বসিয়ে দিলেই হচ্ছে, পুরো বাক্যের structure same-ই থাকছে।

    আরেকটা খুব common topic of conversation হল যে কেউ summer vacation-এ কোথাও ঘুরতে যাচ্ছ কি না। So, এটা আমরা কীভাবে খুব সহজে ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি? আমরা বলতে পারি-

    summer vacation-এ কোথাও ঘুরতে যাওয়া নিয়ে কথোপকথন

    Are you planning to go anywhere in the summer __________? 

    Are you planning to go anywhere in the summer vacation?

    Are you planning to go anywhere in the summer break?

    দুটোরই অর্থ হল যে, আমাদের সামনে যে summer vacation বা গ্রীষ্মের ছুটি আছে সেই ছুটিতে কি তোমার কোথাও যাওয়ার plan আছে? So, এটা কিন্তু খুব common একটা topic of conversation যেকোনো student-দের মধ্যে।

    অনেক সময় এমন হয় যে, আমরা হয়ত কলেজ কোনো একটা জিনিস নিয়ে পড়াশোনা করছি বা ক্লাসে আছি। একটা জিনিস আমরা বুঝছি না, তো তখন আমদের হয়ত এই ব্যাপারে আমাদের friend-দের কাছ থেকে সাহায্য নেওয়া লাগতে পারে। সেটাও কিন্তু আমরা ইংরেজিতে চাইতে পারি। কীভাবে?

    Friend-দের কাছ থেকে সাহায্য যেভাবে চাইতে পারি

    I am having problem with the __________. Can you help me? 

    I am having a problem with the 3rd sum. Can you help me?

    মানে, তিন নম্বর অঙ্কটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?

    হয়তো চার নম্বর অঙ্কটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে।  সেক্ষেত্রে তুমি বলবা যে-

    I am having a problem with the 4th sum. Can you help me? 

    খুবই common কিছু topic নিয়ে কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করলাম যেগুলো কলেজ student-দের খুবই frequently ব্যাবহার করতে হয়। আজকে আমরা শিখলাম কীভাবে এই dialogue গুলো ব্যাবহার করে ইংরেজিতে একজন আরেকজনের সাথে বলে একজন আরেকজনের English speaking আরও অনেক বেশি improve করতে পারবো।


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন: 



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন